অনেকের মনেই প্রশ্ন জাগে, একুশে পদক পাওয়া বেক্তি গন ঠিক কত টাকা পুরস্কার পান? সাথে আর কিি কি দেওয়া হয় জেনে নিন
কারা কিভাবে নির্বাচন করেন?
একুশে পদক সংক্রান্ত একটি নীতিমালা তৈরি হয় ২০১৯ সালের শেষের দিকে । নীতিমালা অনুযায়ী পাঁচজন সদস্যের একটি সাব-কমিটি রয়েছে।
যার সদস্য সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী, একই মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক এবং মন্ত্রীপরিষদ বিভাগের একজন যাকে যুগ্ম সচিব পদমর্যাদা সম্পন্ন বা তার উপরে হতে হবে।
যেভাবে আসে একুশে পদক অনুষ্ঠান
বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক দেয়া শুরু হয়েছিল ১৯৭৬ সালে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রবর্তন করেন। এবং প্রথম পুরষ্কার পান কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি।
শুধুমাত্র সাহিত্য, শিক্ষা এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেয়া হয়েছিল।
সেই বছর কবি জসিম উদ্দিন এবং সুফিয়া কামাল পুরুষ্কার পায়
এর পরের বছর সঙ্গীত ও চারুকলা যোগ হয়েছিল
বর্তমানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিল্পকলা, শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ মোট ১২ টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের সরবোচ্চ এই বেসামরিক লোকজনদের সম্মাননা দেয়া হয়।
একুশে পদক এর সাথে আর কি কি দেওয়া হয় জেনে নিন
সম্মান ও কাজের স্বীকৃতি ছাড়াও পদকপ্রাপ্তরা আর কী পান – সেনিয়ে অনেকের কৌতূহল রয়েছে।
পদকটি তৈরি হয় আঠারো ক্যারাট ও পঁয়ত্রিশ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে তৈরি। সাথে দেয়া হয় চার লাখ টাকা এবং পদকের একটি রেপ্লিকা।
যোগদানকারী যদি দুরে বা বিদেশে থাকেন, পদক বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যে ধরনের যানবাহনে তিনি আসবেন – তাকে সেই যানবাহনের প্রথম শ্রেণীর যাতায়াত ভাড়া দেয়া হয় । তিন দিনের ভাতাও পেয়ে থাকেন।
একুশে পদক ২০২২ অনুষ্ঠান
২০২২ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ২৪ জন ব্যক্তিকে “একুশে পদক ২০২২” প্রদান করা হয়।
নাম | ক্ষেত্র |
---|---|
মোস্তফা এম এ মতিন (মরণোত্তর) | ভাষা আন্দোলন |
মির্জা তোফাজ্জল হোসেন মুকুল (মরণোত্তর) | ভাষা আন্দোলন |
মতিউর রহমান | মুক্তিযুদ্ধ |
সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর) | মুক্তিযুদ্ধ |
কিউ এ বি এম রহমান | মুক্তিযুদ্ধ |
আমজাদ আলী খন্দকার | মুক্তিযুদ্ধ |
জিনাত বরকতুল্লাহ | শিল্পকলা (নৃত্য) |
নজরুল ইসলাম বাবু | শিল্পকলা (সঙ্গীত) |
ইকবাল আহমেদ | শিল্পকলা (সঙ্গীত) |
মাহমুদুর রহমান বেণু | শিল্পকলায় (সঙ্গীত) |
খালেদ খান (মরণোত্তর) | শিল্পকলায় (অভিনয়) |
আফজাল হোসেন | শিল্পকলায় (অভিনয়) |
মাসুম আজিজ | শিল্পকলায় (অভিনয়) |
এম এ মালেক | সাংবাদিকতা |
গৌতম বুদ্ধ দাশ | শিক্ষা |
এস এম আব্রাহাম লিংকন | সমাজসেবা |
জ্ঞানশ্রী মহাথের | সমাজসেবা |
আনোয়ার হোসেন | বিজ্ঞান ও প্রযুক্তি |
কামাল চৌধুরী | ভাষা ও সাহিত্য |
ঝর্ণা দাশ পুরকায়স্থ | ভাষা ও সাহিত্য |
এম এ সাত্তার মণ্ডল | গবেষণা |
মো. এনামুল হক (দলগত হিসেবে তিনি দলনেতা) | গবেষণা |
সাহানাজ সুলতানা (দলগত) | গবেষণা |
জান্নাতুল ফেরদৌস (দলগত) | গবেষণা |