কর কমিশনারের কার্যালয় নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২২ দেখুন

কর কমিশন প্রশ্ন সমাধান দেখুন, আজকের কর কমিশন এর পরীক্ষার প্রশ্ন সমাধান ডাউনলোড করুণ ২০২২

আজকে ১০ জুন ২০২২ বিকাল ৩টা থেকে ৪টা পজন্ত কর কমিশনারের কার্যালয় নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জেলা পরীক্ষা নেওয়া হয়েছিল । এরই মধ্যে এক ঘণ্টা লিখিত ধাপে এমসিকিউ সাইজের প্রশ্নপত্রে পরীক্ষা শেষ হয়েছে। চারটি বিষয় থেকে মোট ১০০টি MCQ প্রশ্ন তৈরি করা হয়েছিল, যার প্রতিটির মান ছিল ১। পরীক্ষা শেষে, সব প্রার্থীই এখন পরীক্ষার প্রশ্নের সমাধান খুঁজছেন। কারণ তারা সবাই তাদের উত্তরের সঠিক সমাধান খুঁজতে চায়।

কর কমিশনারের কার্যালয় নিয়োগ পরীক্ষা ২০২২

প্রতিষ্ঠানঃ কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল-৪, চট্টগ্রাম

????
 পদের নামঃ বিভিন্ন পদ
????
 পরীক্ষার তারিখঃ ১৯, ২০,২১ মে ও ৩ জুন ২০২২
???? পরীক্ষার সময়ঃ  সকাল ১০.০০ টা
????
 প্রবেশপত্রঃ https://ctax4.teletalk.com.bd/applicant/index.php

৭. প্রতিষ্ঠানঃ  কর অঞ্চল-রংপুর
???? পদের নামঃ বিভিন্ন পদ
???? পরীক্ষার তারিখঃ ২১ মে এবং ৩, ৫, ৬ ও ১০ জুন ২০২২
???? প্রবেশপত্রঃ https://tzr.teletalk.com.bd/

১২. প্রতিষ্ঠানঃ কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল-৮
???? পদের নামঃ  বিভিন্ন পদ
???? পরীক্ষার তারিখঃ ১ ও ৩ জুন ২০২২
???? পরীক্ষার সময়ঃ সকাল ৯.০০ টা

কর কমিশনারের কার্যালয় নিয়োগ পরীক্ষা ২০২২ প্রশ্ন সমাধান

সমাধানঃ

২।  সন্ধি বিচ্ছেদ-

 উত্থাপন- উৎ + স্থাপন

মনীষা- মনস্+ঈষা

ততোধিক- ততঃ + অধিক

ক্ষুৎপিপাসা- ক্ষুধ+পিপাসা

সুবন্ত- সুপ্‌ + অন্ত

৩। শুদ্ধ-

স্বধর্মচ্যুত

সৌজন্য

গর্ভধারিণী

জ্যোৎস্না রাত

বিভীষিকা

৪। সমাস-

 স্মৃতিসৌধ- স্মৃতি রক্ষার্থে সৌধ- মধ্যপদলোপী কর্মধারয়

শশব্যস্ত – শশকের (খরগোশ) ন্যায় ব্যস্ত- উপমান কর্মধারয়

খেয়াঘাট- খেয়ার ঘাট- ষষ্ঠী তৎপুরুষ

উদ্বেল- বেলাকে অতিক্রান্ত -অব্যয়ীভাব সমাস

৫।  শব্দের অর্থ-

গৌ-বৈদ্য- হাতুড়ে ( রফিক  সাহেবের মেয়ে গৌ-বৈদ্য ডাক্তারের হাতে মরতে বসেছে)

চোখ টাটানো- ঈর্ষা করা (ভাল কাজ করলে সবাই চোখ টাটায়)

দড়ি কলসি-  আত্মহত্যার উপকরণ বিশেষ ( প্রয়োজনে দড়ি-কলসিও জোটে না বটে)

ফেঁপে ওঠা- ধনী  হওয়া ( দুর্নীতি করে আজাদ সাহেব ফেঁপে ওঠেছেন)

ধ্যাড়ানো- বোকা লোক ( সৎ মানুষকে সবাই এখন ধ্যাড়ানো ভাবে)

7. a) into b) of c) with d) after e) to

a) If I had a friend to support me!!!

b) Everybody will except that I am right

C) No other metal is as useful as iron

d) I want a car which I can drive.

e) Instruction is wrong

১৫। সাধারণ জ্ঞানঃ

ক.  বাংলাদেশের জাতীয় পতাকার রং কি ও  পরিমাপ কি?-লাল ও সবুজ   , পরিমাপ-১০:৬

খ.  স্বাধীনতার খেতাব কত প্রকার ও কি কি?৪ প্রকার এবং বীরশ্রেষ্ঠ , বীর উত্তম ,বীর বিক্রম এবং বীর প্রতীক

গ.  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কে ও তার দাপ্তরিক পদবী কি

ঘ.  সার্ক এর পূর্ণরূপ কি? সার্ক কত সালে ও কি উদ্দেশ্যে গঠিত হয়? -দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা , ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক,অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে  গঠিত হয় ।

ঙ.  পূর্ণরূপঃ

চ.বীরঙ্গনা কোন ছন্দে রচিত?  চর্যাপদ কত সালে ও কোথায় আবিষ্কৃত হয়?- ১৯০৭ খ্রিস্টাব্দে  নেপাল রাজদরবারের অভিলিপিশালায় আবিষ্কার হয়।

ছ. কবে ও কোথায় লাহোর প্রস্তাব গৃহীত হয়?  উহার উপস্থাপক কে ছিলেন? ১৯৪০ সালের ২৩ মার্চ পাকিস্থানের লাহোরে মুসলিম লীগেরসম্মেলনে শেরে বাংলা এ কে ফজলুল হক কর্তৃক প্রস্তাবটিই উত্থাপিত হয় ।

জ. মনপুরা ৭০  কি?- একটি চিত্রশিল্প

ঝ. জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে? -গাজী মাযহারুল আনোয়ার

সম্পূর্ণ সমাধানের কাজ চলছে আমাদের সাথে থাকেন।

পরীক্ষার প্রশ্ন নিচেঃ

কর কমিশন ২০২২ এর নিয়োগ পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হয়েছে। আসুন দেখে নেই রেজাল্ট