শুক্র ও শনিবার সারাদেশে ব্যাংক খোলা থাকবে।

আগামীকাল শুক্রবার ২৯ এপ্রিল এবং শনিবার (৩০ এপ্রিল) সারাদেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ এক বিজ্ঞপ্তিতে এই তত্থ জানিয়ে দেওয়া হয়েছে।

পবিত্র রমজান মাসে সারাদেশে সকাল ৯ঃ৩০মিনিট থেকে দুপুর ১ঃ৩০ মিনিট পজন্ত ব্যাংকিং কার্যক্রম চলছে। তবে সামনে ঈদের বন্ধ এক টানা ১সপ্তাহ পডে যাওয়ার কারনে নতুন এই সিধান্ত নেওয়া হয়েছে। যাহাতে করে গ্রাহকদের কোন অসুবিধা না হয়।

ব্যাংকের নতুন সময়সূচী

শুক্রবার এর ব্যাংকিং সময়সূচী

ইদ কে সামনে রেখে ব্যাংক চলবে আরো ২দিন, আগামিকাল শুক্রবার ব্যাংক খুলা থাকবে সকাল ৯ঃ৩০ মিনিট থেক দুপুর ১২ঃ৩০ মিনিট পজন্ত চলবে এবং ব্যাংকের আনুসাংিক কাজ্জক্রম বিকাল ৩ঃ০০ মধ্যে শেষ করতে হবে।

শনিবার এর ব্যাংকিং সময়সূচী

শনিবার ব্যাংক খুলা থাকবে সকাল ৯ঃ৩০ মিনিট থেক দুপুর ১ঃ০০ মিনিট পজন্ত চলবে এবং ব্যাংকের আনুসাংিক কাজ্জক্রম বিকাল ২ঃ৩০ মধ্যে শেষ করতে হবে।

ইদের বন্ধে খোলা থাকবে ATM

ব্যাংক আগামি রবিবার ১লা মে থেকে পরবর্তী শনিবার ৭ই মে পজন্ত বন্ধ থাকবে।  তবে এই বন্ধের সময় ATM এ টাকা থাকবে যাহাতে গ্রাহকের সমসা না হয়।