বাংলাদেশ রেলওয়ের গার্ড গ্রেড-২ পদের লিখিত (MCQ Type) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, ৫৩টি পদের বিপরিতে ৩১৯ জন MCQ পরীক্ষায় উত্তিন্ন হয়েছেন। এই পরীক্ষা গত ১৭ জুন তারিখে এই পরীক্ষা নেওয়া হয়। আজ ২৩ জুন ২০২২ তারিখে এই ফলাফল ঘোষণা করা হয়। বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২, বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার রেজাল্ট ২০২২, বাংলাদেশ রেলওয়ে গার্ড গ্রেড ২ পদের নিয়োগ লিখিত এমসিকিউ পরীক্ষার ফলাফল ২০২২, রেলওয়ের গার্ড গ্রেড-২ পদের লিখিত (MCQ Type) পরীক্ষার ফলাফল, railway guard grade 2 result 2022, railway guard grade 2 result, রেলওয়ে গার্ড গ্রেড ২ নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ২০২২ দেখতে ক্লিক করুণ এখানে। ডাউনলোড ও করে নিতে পারেন এই ফলাফল।
রেলওয়ের গার্ড গ্রেড-২ পদের পরীক্ষায় রেজাল্ট প্রকাশিত
রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের পরীক্ষায় রেজাল্ট প্রকাশিত
গার্ড গ্রেড-২ MCQ পরীক্ষার সময়সূচী
পরীক্ষার রেজাল্ট ওয়েবসাইট
প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ রেলওয়ে |
পদের নাম | গার্ড গ্রেড-২ |
শূন্যপদের সংখ্যা: | ৫৩টি |
আবেদনের শুরু তারিখ: | ০২ মার্চ, ২০২২ খ্রি. |
আবেদনের শেষ তারিখ: | ১৮ এপ্রিল, ২০২২ বিকাল ০৫.০০ টা |
লিখিত পরীক্ষা | ১৭ জুন ২০২২ |
রেজাল্ট | ২৩ জুন ২০২২ |
ভাইভা | এখনো ঘোষণা হয় নাই |
ওয়েবসাইট: | https://www.railway.gov.bd/ |
বাংলাদেশ রেলওয়ের গার্ড গ্রেড-২ MCQ পরীক্ষার ফলাফল
রেলওয়ের শূন্যপদের সংখ্যা ২২ হাজার ৭০৪টি খালি আছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, এর মধ্যে প্রথম শ্রেণির ২০১টি, দ্বিতীয় শ্রেণির এক হাজার ৬০১টি, তৃতীয় শ্রেণির আট হাজার ৫৭৫টি এবং চতুর্থ শ্রেণির ১২ হাজার ৩২৭টি।

বাংলাদেশ রেলওয়ের সকল পরীক্ষা এইবার ঢাকা হবে। শুক্রবার ১৭ জুন ২০২২ তারিখে এই এমসিকিউ বাচাই পরীক্ষা হবে
রেলওয়ের গার্ড গ্রেড-২ বাছাই পরীক্ষার রেজাল্ট এই লিংকে ডাউনলোড করা যাবে
পরীক্ষার ফলাফল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।্রেজাল্ট ডাউনলোড করা হচ্ছে এখানে।
রেলওয়ের গার্ড গ্রেড-২ বাছাই পরীক্ষা
পরীক্ষা শেষ হয় গত ১৭ জুন ২০২২ । ৭ দিনের মধ্যেই এই ফলাফল ঘোষনা করা হয়েছে।
যদি তিনি উত্তরপত্রে নিবন্ধন নম্বর সঠিকভাবে না লিখেন এবং সঠিক ফর্মটি পূরণ না করেন, যদি তিনি কোনো ঝগড়া করেন বা উত্তরপত্রে তরল পদার্থ রাখেন তবে তার প্রার্থীতা বাতিল করা হবে।
এই পরীক্ষায় মোট ৭০টি প্রশ্ন থাকবে, সম্পূর্ণ স্ট্যান্ডার্ড ৭০। প্রার্থীরা প্রতিটি সঠিক উত্তরের জন্য১ নম্বর পাবেন। পরীক্ষার জন্য সম্পূর্ণ সময় 1 ঘন্টা 30 মিনিট।
প্রতিবন্ধী প্রার্থীদের যাদের একজন স্বৈরশাসকের প্রয়োজন তাদের অবশ্যই 13 জুনের মধ্যে (অফিস চলাকালীন) বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (M&CP) রেল ভবন, ঢাকা-তে একটি আবেদন জমা দিতে হবে। প্রাপ্ত আবেদন বিবেচনা করে বাংলাদেশ রেলওয়ে থেকে অডিও রাইটার দেওয়া হবে।