দেশের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির সঞ্চালক হানিফ সংকেত এর বড ছেলের বিয়েতে তারকাদের মিলন মেলা হয়েছে। জেনে নিন কে কে ছিলো বিয়েতে।
কয়েক দিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন হানিফ সংকেত এর ছেলে ফাগুন। গত ২৩ মার্চ রাজধানীর সেনাকুঞ্জে হয়ে গেল তার বৌভাতের আসর। সেইখানে বসেছিল তারার মেলা।
বিয়ে করলেন হানিফ সংকেতের ছেলে, বৌভাতে তারার মেলা.
দেশের জনপ্রিয় সঞ্চালক হানিফ সংকেত। কয়েক দিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তার ছেলে ফাগুন। গত ২৩ মার্চ রাজধানীর সেনাকুঞ্জে হয়ে গেল তার বৌভাতের আসর। সেইখানে বসেছিল তারার মেলা।
নিমন্ত্রিত ছিলেন শোবিজের নানা অঙ্গনের তারকারা। বিশেষ করে নব্বই দশকের জনপ্রিয় একঝাঁক তারকা আলাদাভাবে নজর কেড়েছেন ফাগুনের বিয়ের অতিথি হয়ে।
এ তালিকায় আছেন জাহিদ হাসান, সাদিয়া ইসলাম ইসলাম মৌ, মাহফুজ আহমেদ, দীপা খন্দকার, মীর সাব্বির, তারিন জাহান, আঁখি আলমগীর, চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, তানভীন সুইটি।
আরো উপস্থিত হয়েছিলেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, রবি চৌধুরী, জিনাত হাকিম, সাজু মুনতাসির, দিলশাদ নাহার কনা, জামিল হোসেন প্রমুখ।
বরিশাল সদরের রায়পাশা কড়াপুর ইউনিয়নের এলাকা বসুরহাট। কাগজপত্রে বসুরহাট লেখা হলেও বৌশেরহাট নামে অধিক পরিচিত। বৌশেরহাট বাজার থেকে এক কিলোমিটার পশ্চিমে গেলে বড় একটি বাড়ি। গ্রামের মানুষ এটিকে হাওলাদার বাড়ি নামে চেনেন। হাওলাদার বাড়ির সন্তান হানিফ সংকেত।
ঢাকাতেই স্ত্রী সন্তান নিয়ে থাকেন হানিফ সংকেত। তার স্ত্রীর নাম সানজিদা। তাদের ঘরে দুই সন্তান। বড় ছেলে সাদমান রাফিদ ফাগুন ও মেয়ে সিনদিদা হানিফ বর্ণনা।
হানিফ সংকেত ইত্যাদি
হানিফ সংকেত (জন্ম: ২৩ অক্টোবর ১৯৫৮ বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। আশির দশক থেকে শুরু করে প্রায় দুই যুগ ধরে তিনি বাংলাদেশের দর্শককুলকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এর মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন। একাধারে তিনি উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক।
তার অভিনীত নাটক:
- ‘কুসুম’ – পরিচালক হুমায়ূন আহমেদ।
অভিনীত চলচ্চিত্র:
- ‘আগমন’ (১৯৮৮)- খলনায়কের ভূমিকায়।
- ’ ‘চাঁপা ডাঙ্গার বউ’।
- ‘ঢাকা-৮৬’ ।
চলচ্চিত্রে কণ্ঠশিল্পী:
- ‘প্রথম প্রেম’ – পরিচালক এ জে মিন্টু। গানের প্রথম কথা– ‘তু তু তু তু তু তা রা মর্জিনার বাপ মার্কামারা’।
পুরস্কার
- তার সামাজিক কার্যক্রমের জন্য ২১শে ফেব্রুয়ারি ২০১০ সালে একুশে পদক পুরস্কার প্রদান করা হয়
- পরিবেশ শিক্ষা ও প্রচারের জন্য ২০১৪ সালের জাতীয় পরিবেশ পদক
- মেরিল প্রথম আলো পুরস্কার -২০০৫
এছাড়াও তিনি দেশে-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।