আর্মড ফোর্সেস মেডিকেল এমবিবিএস ভর্তি ২০২২

আর্মড ফোর্সেস AFMC মেডিকেল AFMC এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ | AFMC ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ অফিসিয়াল ওয়েবসাইট afmc.teletalk.com.bd এবং afmc.edu.bd এ প্রকাশিত হয়েছে। আবেদন করার বিস্তারিত নিয়ম কানুন জেনে নিন ভর্তি পরীক্ষা আগামী ৮ই এপ্রিল ২০২২। আবেদনের শেষ তারিখ ১২ই মার্চ ২০২২।

AFMC Medical (MBBS) Admission Test Result 2022

MBBS 2021-22 ফলাফল বিশ্লেষণ

বাংলাদেশ আর্ম ফোর্স AFMC মেডিকেল কলেজ ওয়েলফেয়ার, সরকারি-বেসরকারি AFMC AFMC মেডিকেল কলেজে AFMC এমবিবিএস ১ম বর্ষের ভর্তি পরীক্ষা পরিচালনা করে।

আর্মড ফোর্সেস মেডিকেল এমবিবিএস ভর্তি ২০২২ প্রশ্ন সমাধান দেখুন

AFMC AFMC মেডিকেল ভর্তি 2021-2022 [সর্বশেষ আপডেট খবর]

AFMC Admission Circular Download

TraitsDescription
AFMC মেডিকেল ভর্তি পরীক্ষা 2021-22 তারিখ ৮ই এপ্রিল 2022
AFMC এমবিবিএস আবেদন শুরুর তারিখ ৩ মার্চ 2022
MBBS আবেদনের শেষ তারিখ১২ মার্চ 2022
পেমেন্ট বা আবেদনের শেষ তারিখ১৪ মার্চ 2022
AFMC এমবিবিএস অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ
AFMC এমবিবিএস ফলাফলের তারিখ
AFMC AFMC এমবিবিএস প্রথম বর্ষ মোট আসন250
পরীক্ষা কেন্দ্রAFMC মেডিকেল কলেজ  ঢাকা ক্যান্টনমেন্ট , চট্রগ্রাম ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্ট, যশোর ক্যান্টনমেন্ট, বগুড়া ক্যান্টনমেন্ট, রংপুর ক্যান্টনমেন্ট
AFMC এমবিবিএস ভর্তির ফলাফল 2022 লিঙ্কafmc.teletalk.com.bd থেকে AFMC এমবিবিএস ভর্তির ফলাফল 2022
AFMC এমবিবিএস ভর্তির ফলাফল 2022 প্রকাশের তারিখAFMC এমবিবিএস ভর্তি পরীক্ষা 2022 এর ৫-৭ দিন পর

AFMC মেডিকেল এমবিবিএস ১ম বর্ষে ভর্তির আবেদন Apply Link

AFMC মেডিকেল ভর্তি সার্কুলার 2021-2022

AFMC মেডিকেল এমবিবিএস ১ম বর্ষে ভর্তির জন্য প্রার্থীরা AFMC মেডিকেল ভর্তি নীতিমালা AFMC মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার 2021-2022 অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারেন।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এসএসসি ও এইচএসসি ভর্তির আবেদনের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। মোট জিপিএ-১০ নির্ধারণ করা হয়েছে। এ বছর ভর্তি প্রক্রিয়ায় কিছু নীতিগত পরিবর্তন হয়েছে, যোগ্যতার মানদণ্ড www.dghs.gov.bd ওয়েবসাইটে প্রকাশ প্রকাশ করা হয়েছে।

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড করুণ

আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা

  • এসএসসি/সমমান পাশঃ ২০১৮ অথবা ২০১৯
  • এইচএসসি/সমমান পাশঃ ২০২০ অথবা ২০২১
  • আর্মড ফোর্সেস মেডিকেল ক্যাটাগরিতে ভর্তিচ্ছু প্রার্থী কে অবশ্যই এইচএসসি ও এসএসসি দুই পরীক্ষায় মোট জিপিএ ১০.০০ পেয়ে পাশ করতে হবে।
  •  আর্মি মেডিকেল ক্যাটাগরিতে ভর্তিচ্ছু প্রার্থীকে অবশ্যই এইচএসসি ও এসএসসি দুই পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম  ৯.০০ পেয়ে পাশ করতে হবে।তবে শুধু মাত্র উপজাতী কোটা থাকলে সেক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৮.০০ পেয়ে পাশ করতে হবে (প্রতি পরীক্ষাতে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে)
  • দুই ক্যাটাগরির ক্ষেত্রেই পরীক্ষার্থী কে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেতে হবে।.

আর্মি নিয়মানুযায়ী শারীরিক যোগ্যতা

প্রার্থীকে মেডিক্যাল বোর্ড এর দ্বারা স্বাস্থ্য পরীক্ষায় উন্নীত হতে হবে ।

আর্মি মেডিক্যাল ক্যাটাগরির জন্যঃ

পুরুষ  (ন্যূনতম)মহিলা (ন্যূনতম)
উচ্চতাঃ৫ ফুট ৪ ইঞ্চি৫ ফুট ২ ইঞ্চি
ওজনঃ৪৫.৪৫ কেজি৪০.৯০ কেজি
বুকের মাপঃস্বাভাবিক- ৭৬ সেঃমিঃ ৩০ ইঞ্চি।

সম্প্রসারিত-৮১ সেঃমিঃ ৩২ ইঞ্চি

স্বাভাবিক- ৭১ সেঃমিঃ ২৮ ইঞ্চি

সম্প্রসারিত-৭৬ সেঃমিঃ ৩০ ইঞ্চি

দৃষ্টি শক্তিঃ{± 1.5 D (spherical);
± 1.0 D (cylindrical)}
{± 1.5 D (spherical);
± 1.0 D (cylindrical)}

ভর্তি পরীক্ষা পদ্ধতি ২০২২

লিখিত পরীক্ষা (MCQ পদ্ধতি) = ১০০ নম্বর। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন

পরীক্ষার বিষয়নম্বর
পদার্থবিদ্যা৩০
রসায়নবিদ্যা৩০
জীববিদ্যা৩০
ইংরেজী০৫
সাধারন জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি)০৫
  •  লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে
  • লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৪০ নম্বর পেতে হবে।
  • লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন।
  • শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভূক্ত করা হবে।

প্রার্থী মূল্যায়ন পদ্ধতি

এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান এর জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিম্নলিখিত ভাবে মূল্যায়ন করা হবে :

এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১৫ গুন৭৫ নম্বর (সর্বোচ্চ)
এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ২৫ গুন১২৫ নম্বর (সর্বোচ্চ)
MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা১০০ নম্বর।
মোট ৩০০ নম্বর

পরীক্ষার্থী যদি ২০২১ সালে মেডিক্যাল/ডেন্টাল ভর্তি পরীক্ষা দিয়ে থাকে সেক্ষত্রে তার ৫ মার্ক এবং পরীক্ষার্থি যদি মেডিক্যাল / ডেন্টালের ছাত্র বা ছাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে তার ৭.৫ মার্ক কাটা যাবে।

মেডিকেল অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন

প্রার্থীদের মনে রাখা উচিত যে ভর্তি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি যা ছাড়া প্রার্থীকে মেডিকেলের ভর্তি প্রক্রিয়ার অংশ গ্রহণ করতে দেওয়া হবে না। মেডিকেল অ্যাডমিট কার্ড 2021 হারিয়ে গেলে, একটি ডুপ্লিকেট প্রমাণীকৃত অ্যাডমিট কার্ড জারি করা হবে না। তাই এ ব্যাপারে সতর্ক থাকুন।

  • আপনাকে DGHS অ্যাডমিট কার্ড ২০২২ ওয়েবসাইট afmc.teletalk.com.bd এ যেতে হবে
  • আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিন।
  • তারপর অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করুন।
  • তারপর ডাউনলোড বাটন দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন।
  • তারপর সাদা A4 সাইজের কাগজে প্রিন্ট করুন।
  • আপনাকে আপনার পরীক্ষা এবং পরবর্তী পদ্ধতিতে এটি বহন করতে হবে। তাই নিরাপদে রাখুন।

মেডিকেল ভর্তি পরীক্ষার সিট প্ল্যান ২০২১-২০২২

পরীক্ষার আগে আপনাকে ভর্তি আসন ডাউনলোড করতে হবে। তারপর এটি অনুসরণ করুন। এটিতে ভেন্যু, রুম নম্বর, ঠিকানা ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ তথ্য রয়েছে। তাই এটি নিয়ে চিন্তা করবেন না। আপনি যদি এমবিবিএস ভর্তি সিট্ প্ল্যান ডাউনলোড করতে না জানেন তবে লিঙ্কটি অনুসরণ করুন.

AFMC MBBS Seat Plan Link 

আর্মি মেডিকেল কলেজ ভর্তি সার্কুলার ২০২০-২১

২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি নিচে দেওয়া হয়েছে । আবেদনকারীদের ভর্তি বিষয়ে অধিকতর তথ্য প্রদানের জন্য এই বছরের নোটিশটি যুক্ত করা হল । নতুন নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে তা আপডেট করা হবে।

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন