৪৫ তম বিসিএস পরীক্ষা 2022 এর নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে ১০ ই ডিসেম্বর ২০২২ তারিখে আবেদন শুরু হচ্ছে । বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নবর্ণিত বিভিন্ন ক্যাডারের শূন্য পদ সমূহের প্রতিযোগিতামূলক ৪৫ তম বিসিএস এর পরীক্ষা ২০২২ এর মাধ্যমে পূরণের জন্য প্রাথীদের নিকট অনলাইনে আবেদন করার জন্য বলা হয়েছে । বিস্তারিত আপনারা এখানে পাবেন নিচে দেওয়া লিঙ্ক থেকে।
৪৫তম বি.সি.এস ক্যাডার Online Apply
জিপিএ থেকে শ্রেণী বের করার পদ্ধতিঃ
SSC এবং HSC এর ক্ষেত্রেঃ
৩ বা তদুর্ধ্ব = প্রথম শ্রেণী
২ থেকে ৩ এর কম= দ্বিতীয় শ্রেণী
১ থেকে ২ এর কম= তৃতীয় শ্রেণী
অনার্সের ক্ষেত্রেঃ
৩ বা তদুর্ধ্ব = প্রথম শ্রেণী
২.২৫ থেকে ৩ এর কম= দ্বিতীয় শ্রেণী
১.৬৫ থেকে ২.২৫ এর কম= তৃতীয় শেণী
১। বিশেষ নির্দেশনাঃ
- ১.১ নতুন পদ সৃষ্টির পথ বিলুপ্তি, পদোন্নতি , অবসর গ্রহণ, মৃত্যু অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞপ্তি শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে ।
- ১.২ ইকুইভ্যালেন্ট বিজ্ঞপ্তির ক্যাডার পদ সমূহের জন্য কোন প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থীর আবেদন করতে পারবেন না। কোন প্রার্থী বিদেশ হতে অর্জিত বিজ্ঞপ্তির বিসিএস ক্যাডার পদ সমূহের জন্য প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতা সমমানের দাবি করলে সে মর্মে ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার পরে জমা দিতে হবে । এর জন্য মেডিকেল ডিগ্রিধারীদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল , ডিভিএম ডিগ্রিধারীদের ক্ষেত্রে কাউন্সিল এবং অন্যান্য বিষয়ে ডিগ্রিধারীদের শিক্ষামন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হলো। এর মূলকপি উপস্থাপন করতে হবে অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
- ১.৩ অবতীর্ণ যোগ্যতা