নানা বিতর্কের পর অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সাধারণ সম্পাদকের এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে অভিনেত্রী নিপুণ আক্তারকে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে এ ঘোষণা দেন আপিল বোর্ডের চেয়ারম্যান, চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। এছাড়া শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর পদও বাতিল করা হয়।
অবশেষে জায়েদ খানের প্রাথীতা বাতিল! নিপুনকে জয়ী ঘোষনা।চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ২০২২
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল শিল্পী সমিতির নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন জায়েদ খান। এটা ছিল তার টানা তৃতীয়বারের জয়। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপূণ অভিযোগ তোলেন, নির্বাচনে দুর্নীতি করেছেন জায়েদ। টাকা দিয়ে ভোটও নাকি কিনেছেন।
এজন্য শনিবার বিকালে বৈঠক ডাকে আপিল বোর্ড। এতে নিপূণ অংশ নিলেও জায়েদ ছিলেন অনুপস্থিত। তার অনুপস্থিতিতেই সোহানুর রহমান সোহান ঘোষণা করেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান থাকছেন না। নির্বাচনে অনিয়ম করার অভিযোগে তার প্রার্থীতা বাতিল করা হয়েছে। তার পরিবর্তে অপর প্রার্থী নিপুণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।এর মাধ্যমে জনগণের তথা চলচ্চিত্র শিল্পী সমিতি আশা প্রতীয়মান হলো।
এর মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি নিয়ে জটিলতার অবসান ঘটতে যাচ্ছে। তবে আপিল বোর্ডের এ রায় মেনে নিয়েছেন কি না সে বিষয়ে জায়েদ খানের মন্তব্য মেলেনি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি-২০২২ নির্বাচন ফলাফল FDC Election Result , আজ বাংলাদেশ চলচ্চিত্র অভিনয় শিল্পীদের নির্বাচন আজ ২৮ই জানুয়ারি ২০২২ শুক্রবার সকাল ৮টা থেকে অনুষ্টিত হচ্ছে। এই নির্বাচন ফলাফল জানা যাবে বিকাল ৪টার পর। এইটি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ২০২২-২০২২ বর্তমান নির্বাচিত কমিটি
পদবী | নাম |
---|---|
সভাপতি | ইলিয়াস কাঞ্চন |
সহ-সভাপতি | ডিপজল |
সহ-সভাপতি | রুবেল |
সাধারণ সম্পাদক | নিপুণ |
সহ-সাধারণ সম্পাদক | সায়মন সাদিক |
সাংগঠনিক সম্পাদক | শাহনূর |
দপ্তর ও প্রচার সম্পাদক | আরমান |
আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক | জয় চৌধুরী |
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক | মামনুন ইমন |
কোষাধ্যক্ষ | আজাদ খান |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | ফেরদৌস |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | অঞ্জনা |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | মৌসুমী |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | নাদির খান |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | অমিত হাসান |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | কেয়া |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | জেসমিন |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | আলীরাজ |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | সুচরিতা |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | অরুণা বিশ্বাস |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | রোজিনা |
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন সাবেক কমিটি ২০২০-২২২ তালিকা
পদবী | নাম |
---|---|
সভাপতি | মিশা সওদাগর |
সহ-সভাপতি | ডিপজল |
সহ-সভাপতি | রুবেল |
সাধারণ সম্পাদক | জায়েদ খান |
সহ-সাধারণ সম্পাদক | আরমান |
সাংগঠনিক সম্পাদক | সুব্রত চক্রবর্তী |
দপ্তর ও প্রচার সম্পাদক | জ্যাকি আলমগীর |
আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক | মামনুন হাসান ইমন |
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক | জাকির হোসেন |
কোষাধ্যক্ষ | ফরহাদ |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | অঞ্জনা সুলতানা |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | বাপ্পারাজ |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | অরুণা বিশ্বাস |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | আলীরাজ |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | আফজাল শরীফ |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | আসিফ ইকবাল |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | আলেকজান্ডার বো |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | জেসমিন |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | জয় চৌধুরী |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | মারুফ আকিব |
কার্যনির্বাহী পরিষদের সদস্য | রোজিনা |
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন সাবেক নেতৃবৃন্দের তালিকা
সভাপতি | সাধারণ সম্পাদক | কার্যকাল |
---|---|---|
রাজ্জাক | আহমেদ শরীফ | ১১.০৫.১৯৮৪ হতে ১১.০৮.১৯৮৪ পর্যন্ত |
খলিল উল্লাহ খান | আহমেদ শরীফ | ১১.০৮.১৯৮৪ হতে ০৩.০৭.১৯৮৭ পর্যন্ত |
খলিল উল্লাহ খান | আহমেদ শরীফ | ০৩.০৭.১৯৮৭ হতে ১৮.০৮.১৯৮৯ পর্যন্ত |
আহমেদ শরীফ | ইলিয়াস কাঞ্চন | ১৮.০৮.১৯৮৯ হতে ৩০.০৮.১৯৯১ পর্যন্ত |
আহমেদ শরীফ | মাহমুদ কলি | ৩০.০৮.১৯৯১ হতে ১৯.০৯.১৯৯৩ পর্যন্ত |
আলমগীর | মাহবুব খান গুই | ১৯.০৯.১৯৯৩ হতে ১৩.১০.১৯৯৫ পর্যন্ত |
আহমেদ শরীফ | মাহমুদ কলি | ১৩.১০.১৯৯৫ হতে ১৪.১২.১৯৯৭ পর্যন্ত |
মাহমুদ কলি | মিজু আহমেদ | ১৪.১২.১৯৯৭ হতে ০৯.১২.১৯৯৯ পর্যন্ত |
মাহমুদ কলি | মিজু আহমেদ | ০৯.১২.১৯৯৯ হতে ০৫.০৫.২০০২ পর্যন্ত |
আহমেদ শরীফ | মনোয়ার হোসেন ডিপজল | ০৫.০৫.২০০২ হতে ২২.১২.২০০৪ পর্যন্ত |
মিজু আহমেদ | মান্না | ২২.১২.২০০৪ হতে ১০.১২.২০০৯ পর্যন্ত |
মিজু আহমেদ | মাসুম পারভেজ রুবেল | ১০.১২.২০০৯ হতে ২৫.০৫.২০১১ পর্যন্ত |
শাকিব খান | মিশা সওদাগর | ২৫.০৫.২০১১ হতে ০৬.০২.২০১৫ পর্যন্ত |
শাকিব খান | অমিত হাসান | ০৬.০২.২০১৫ হতে ২৫.০৫.২০১৭ পর্যন্ত |
মিশা সওদাগর | জায়েদ খান | ২৫.০৫.২০১৭ হতে ২৬.১০.২০১৯ পর্যন্ত |
মিশা সওদাগর | জায়েদ খান | ২৬.১০.২০১৯ হতে ২৫.০২.২০২২ পর্যন্ত |
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কারা ভোট দিবেন?
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের নির্বাচন হবে এফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ভোট।চলচ্চিত্র অঙ্গনের তারকাদের নির্বাচন ঘিরে তৈরি হয়েছে থমথমে পরিবেশ। এই নিরবাচনে ভোট দিতে পারবেন কেবল মাত্র শিল্পী সমিতি-২০২২ সদস্য ৪২৮ জন , এই সদস্যরাই নির্বাচন করবেন ২০২২-২০২৪ সালের জন্য শিল্পী সমিতি কমিটি। ফলাফল দেখুন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিতর্ক
শিল্পীদের আচার–আচরণ, কথা বলা, তাঁদের জীবনবোধ, সবকিছুই ভক্ত ও সাধারণ মানুষের কাছে অনুকরণীয়। অথচ সেই শিল্পীরাই প্রতিপক্ষ শিল্পীদের তির্যক বাক্যবাণে আক্রমণ করছেন।কেউ আবার দাবি করেছেন, তাঁকে ফোনে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। অন্যদিকে সহকর্মীদের বিরুদ্ধে ভোট নিয়ে মিথ্যার অভিযোগ করছেন কেউ কেউ। এসব খবর, স্থিরচিত্র আর ভিডিও এখন ফেসবুকে ভাইরাল। এমন অনেক ঘটনায় শুরু থেকেই আলোচনায় চলচ্চিত্রশিল্পীদের নির্বাচন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন-২০২২ যেভাবে ফলাফল দেখবেন
শুক্রবার সারা দিন নির্বাচন এবং ফলাফলে দেখাযায়য় আগামী দুই বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যরা নির্বাচিত হয়েছেন। যাহারা নির্বাচিত হয়েছেন দেখে নিন লিস্ট। অনলাইনে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখতে নিছের লিঙ্কে ক্লিক করুন
চলচ্চিত্র নির্বাচন ২০২২ ফলাফল কে কত ভোট পেলো?
পদ | কাঞ্চচ-নিপুন | ভোট | মিশা-জাহেদ | ভোট | জয় | |
১ | সভাপতি | ইলিয়াস কাঞ্ছন | ২২০ | মিশা | ১৪৫ | |
২ | সাধারন সম্পাদক | নিপুন | ২৭০ | জাহেদ | ৯৫ | |
৩ | সহ-সভাপতি | রিয়াজ | ডিপজল | |||
৪ | সহ-সভাপতি | তায়েব | রুবেল | |||
৫ | সহ সাধারন সম্পাদক | সায়মন | ||||
৬ | সাংগঠনিক সম্পাদক | শাহানুর | ||||
৭ | ||||||
৮ | ||||||
৯ | ||||||
১০ | ||||||
১১ | ||||||
১২ | ||||||
১৩ | ||||||
১৪ | ||||||
১৫ | ||||||
১৬ | ||||||
১৭ | ||||||
১৮ | ||||||
১৯ | ||||||
২০ | ||||||
২১ |
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কতজন অংশ গ্রহন কছেন
২০২২-২৪ দুই বছর মেয়াদি শিল্পীদের নির্বাচনে চলচ্চিত্রশিল্পী সমিতির ৪৪ অভিনয়শিল্পী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪২৮ জন ভোটার এর মধ্য থেকে ২২ জনকে বেছে নেবেন।
সভাপতি – ইলিয়াস কাঞ্চন
সহ-সভাপতি রিয়াজ
সহ-সভাপতি ডি এ তায়েব
সাধারন সম্পাদক– নিপুন আক্তার
সহ সাধারন সম্পাদক– সায়মন
নিরব
মিশা সওদাগর
জাহেদ খান
ডিপজল
রুবেল
নির্বাচন কমিশনার
জাহিদ হোসেন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ফলাফল
শুক্রবার সারা দিন নির্বাচন এবং ফলাফলে দেখাযায়য় আগামী দুই বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যরা নির্বাচিত হয়েছেন। যাহারা নির্বাচিত হয়েছেন দেখে নিন লিস্ট।