সিজিডিএফ এর অডিটর পদে নিয়োগ পরীক্ষার এমসিকিউ রেজাল্ট PDF 2022

CGDF ২০২২ তারিখের সার্কুলার অনুযায়ী নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।আজ ২১ই জানুয়ারি ২০২১ বিকেল ৩ঃ০০ থেকে ৪ঃ১৫ পযন্ত mcq পরিক্ষা নেওয়া হবে। আমরা আশা করি আপনারা এই সাইট থেকে কিছু সাজেশন পাবেন এবং আমাদের প্রশ্ন গুলো নিজে নিজে সমাধান করেন এবং আমদের দেওয়া উত্তরের সাথে মিলিয়ে নিন। এতে করে আপনাদের প্রিপারেশন ভালো হবে বলে আশা কর।

CGDF “অডিটর” পদে ০৩-০৬-২২ অনুষ্ঠিতব্য পরীক্ষার ফল প্রকাশ

 

আপনারা যারা CGDF অডিটর পদের জন্য আবেদন করেছেন তারা এই পদের পরীক্ষার তারিখ সহ আজই আমাদের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। CGDF অ্যাডমিট কার্ড ২০২২ আজ থেকে ডাউনলোডের জন্য বিজ্ঞপ্তি হয়েছে । কম্পট্রোলার জেনারেল অফ ডিফেন্স ফাইন্যান্স-এর কর্তৃপক্ষ ইতিমধ্যেই অডিটর পদের জন্য আবেদন করেছেন এমন প্রত্যেক প্রার্থীকে CGDF পরীক্ষার জন্য প্রবেশ পত্র ডাউনলোড করতে বলেছে।

অডিটর  MCQ পরিক্ষার প্রশ্ন সমাধান ২০২২

 

 

 

 

অডিটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ (Auditor Job Circular ২০২২) অডিটর পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ । নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য এখানে দেয়া হল। অডিটর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ওয়েবসাইট থেকে। অডিটর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর PDF ডাউনলোড করার লিংকও নিচে দেয়া হল।

ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) নিয়োগপরীক্ষার তারিখ ২০২২

“ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) নিয়োগ প্রবেশপত্র প্রকাশিত পরীক্ষা ২১ জানুয়ারি ২০২২ বিকাল ৩.০০ টা”

২১ই ডিসেম্বার ২০২১ তারিখে বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি অনুযায়ী অডিটর পদের জন্য CGDF পরীক্ষা ২১ জানুয়ারী, ২০২১ তারিখে ঢাকা শহরে ১৩২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বছর এই পরীক্ষার জন্য আবেদন করেছেন ২লাখ ৭৯ হাজার ৪৩৮ জন পরিক্ষাথী আবেদন করেছেন।  আবেদনকারী CGDF চাকরির পরীক্ষায় একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। সুতরাং, প্রথমে এখান থেকে খুব সহজেই আপনার cgdf অ্যাডমিট কার্ড ২০২২ ডাউনলোড করুন।

হিসাব মহানিয়ন্ত্রকে “অডিটর” পরীক্ষার সারসংক্ষেপ

  • *সিজিডিএফ(অডিটর);
    *পরীক্ষাঃ২১/০১/২০২২;
    *সময়ঃবিকাল ৩ টা থেকে ৪ টা ১৫;
    *১ ঘন্টা এমসিকিউ(৭০ নম্বর),নেগেটিভ ০.৫;
    *বাকি ১৫ মিনিট কোনো একটি টপিকের উপর কিছু লিখতে দিবে।ভাইভা তে হাতের লেখা যাচাই করা হবে;
    *পরে আর কোনো লিখিত পরীক্ষা নেই। সরাসরি ভাইভা।

ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড 

এডমিট কার্ড/প্রবেশপত্র ডাউনলোড : কম্পট্রোলার ও অডিটর জেনারেল বাংলাদেশ এর নিয়োগ পরিক্ষার তারিখ প্রকাশ হলে এসএমএস করে প্রার্থীদেরকে জানিয়ে দেয়া হবে। তারপর এই লিংকে https://ocag.teletalk.com.bd/admitcard ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

কম্পট্রোলার জেনারেল অফ ডিফেন্স ফাইন্যান্স নিয়োগ পরীক্ষা দুই-তিন ধাপে

এই অডিটর নিয়োগের পরীক্ষা হয় সাধারণত দুই ধাপে। সব মিলিয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকে। প্রথম ধাপে প্রিলিমিনারি (এমসিকিউ পদ্ধতি) পরীক্ষা হয় ৭০-৮০ নম্বরে। এরপর মৌখিক হয় ২০-৩০ নম্বরে। তবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা তুলনামূলক বেশি হলে প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষাও নেওয়া হবে।

এ ছাড়া জুনিয়র অডিটর যেহেতু অনেক আবেদনকারি তাই এই নিয়োগ পরীক্ষা সাধারণত তিন ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে ৭০-৮০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা। দ্বিতীয় ধাপে কম্পিউটার ব্যাবহারিক পরীক্ষা। এই ধাপে মূলত কম্পিউটার চালনা ও বাংলা-ইংরেজিতে টাইপিং স্পিড যাচাই করা হয়। উভয় ভাষায় টাইপিং স্পিড মিনিটে ২০ শব্দ থাকলে এই পর্বে সাধারণত পাস করা যায়। সর্বশেষ ২০-৩০ নম্বরের মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হয়।

ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) নিয়োগ পরীক্ষার কেন্দ্র তালিকা

ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) নিয়োগ পরীক্ষার চুডান্ত প্রস্তুতি

আপনি কি আগামী ২১ জানুয়ারি ২০২২ অডিটর পদের পরীক্ষায় বসতে যাচ্ছেন? তাহলে এখনই সময় ভালোভাবে প্রিপারেশন নেওয়ার।

বিগত বছরের প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে আপনি আপনার পরীক্ষা প্রস্তুতি কে শক্তিশালী করতে পারেন। এছাড়াও বাজারে বিভিন্ন প্রস্তুতি নির্দেশিকা পাওয়া যায়। সেগুলো কিনে নিয়ে চর্চা করতে পারেন।

ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) এ অডিটর  নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিকভাবে পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য বিগত বছরগুলোর প্রশ্ন অনুশীলন করা প্রয়োজন। এবং সেসব প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই সমাধানের সাহায্য নেওয়া উচিত। আজকে আমরা বিগত বছরগুলোর ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) নিয়োগ  অডিটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব।

#বাংলা অংশের সমাধানঃ
১। কারক ও বিভক্তি নির্ণয় করুন।
ক) সারারাত বৃষ্টি হয়েছে = অধিকরণ কারকে শূন্য বিভক্তি
খ) এ কলমে ভাল লেখা যায় = করণ কারকে ৭মী বিভক্তি
গ) যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় = অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি
ঘ) ভিখারীকে ভিক্ষা দাও = সম্প্রদান কারকে ২য়া বিভক্তি
২। এক কথায় প্রকাশ করুন।
ক) অর্থ নেই যার = নিরর্থক
খ) ছন্দে নিপুণ যিনি = ছান্দসিক
গ) ক্ষতিপূরণের জন্য প্রদত্ত অর্থাদি = খেসারত
ঘ) ব্যক্তি সম্পর্কিত নয় এমন = বস্তুগত
৩। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন।
(ক) হতশ্রী = হত হয়েছে শ্রী যার = বহুব্রীহি সমাস
(খ) নীলপদ্ম = নীল যে পদ্ম= কর্মধারয় সমাস
(গ) শতাব্দী = সপ্ত অহ (দিন)-এর সমাহার = দ্বিগু সমাস
(ঘ) অনুক্ষণ = ক্ষণ ক্ষণ= অব্যয়ীভাব সমাস
৪। নীচের বাক্যসমূহ শুদ্ধ করে লিখুন।
(ক) বিদ্যান মূর্খ থেকে শ্রেষ্ঠতর। উত্তর: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
(খ) আমার কথাই প্রমানিত হলো। উত্তরঃ আমার কথাই প্রমাণিত হলো
(গ) পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘুর্নায়মান। উত্তরঃ পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান
(ঘ) দৈন্যতা প্রশংসনীয় নয়। উত্তরঃ দীনতা প্রশংসনীয় নয়
৫। নিম্নোক্ত যে কোন একটি বিষয়ে অনুচ্ছেদ লিখুন।
(ক) কারাগারের রোজনামচা
(খ) অসমাপ্ত আত্মজীবনী
নিজের মত করে লিখুন…
#ইংরেজি অংশের সমাধানঃ
৬। Translate into English:
i) আর অপেক্ষা করো না, তুমি বরং বাড়ি যাও। উত্তর: Don’t wait any longer rather go home.
ii) শিশুটি হামাগুড়ি দিচ্ছিলো। উত্তর: The baby was crawling.
iii) ইচ্ছে হয় আকাশে উড়ি। উত্তর: I wish I could fly in the sky.
iv) আগামী বুধবার অফিস বন্ধ থাকবে। উত্তর: The office will be closed on next Wednesday.
৭। Correct the following sentences:
i) উত্তর: He speaks English like the English.
ii) উত্তর: Everest is the highest peak of the Himalayas.
iii) উত্তর: He as well as his brothers was Brilliant.
iv) উত্তর: He will have gone before his sister goes. Or, He will go before his sister goes.
৮। Make sentence by using the following phrases and idioms (along with Bangla meanings):
ক) Square meal = পেট ভরা আহার = Sumon is too poor to have a square meal every day.
খ) At all cost = যেকোনো মূল্যেই; যে করেই হোক = The soldiers are determined to protect our country at all costs.
গ) To pay through the nose = মূল্যের চেয়ে অতিরিক্ত পরিশোধ করা = Sumon paid through the nose for one-to-one intensive tuition.
ঘ) Beggar description = অবর্ণনীয় = The beauty of the Taj beggars description.
৯। Convert the sentence as directed:
i) You are misguided (Active voice) উত্তর: Someone misguides you.
ii) They made him king (passive voice) উত্তর: He was made king by them.
iii) He said to me, “We are not guilty” (Indirect speech) উত্তর: He told me that they were not guilty.
iv) I advised him to wait (Direct speech) উত্তর: I said to him “wait”
১০। Write a paragraph on the following one issue.
i) Celebration of 50 years of Bangladesh Independence.
নিজের মত করে লিখুন…
ii) The 4th industrial revolution (4IR)
নিজের মত করে লিখুন…
#গণিত অংশের সমাধানঃ
১১। ১ টি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার ও প্রস্থ ১.২৫ মিটার হলে গভীরতা কত?
উত্তর: ২.৫ মিটার
১২। একটি শহরের জনসংখ্যা ৮০ লক্ষ। ঐ শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ হলে, ৩ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?
উত্তর: ৮৭,৪১,৮১৬
১৩। একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় ৬ কিমি যেতে পারে। স্রোতের প্রতিকূলে ৬ কিমি যেতে নৌকাটির ৩ গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে ৫০ কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে?
উত্তর: ৫ কি.মি/ঘণ্টা
১৪। (ক) প্রমাণ করুন যে, (a+b)⁴ – (a-b)⁴ = 8ab (a² +b²)
উত্তর: RHS: 8ab (a2+b2)
বা, 4ab*2 (a2+b2)
বা, (a+b)^2 – (a-b)^2 * (a+b)^2 + (a-b)^2
বা ⟨(a+b)^2⟩^2 – ⟨(a-b)^2⟩^2
বা, (a+b)^4- (a-b)^4
So, (a+b)^4 – (a-b)^4 =LHS
(খ) (3a -7b) এর বর্গ কত?
উত্তর: 9a2 – 42ab + 49b2
১৫। উৎপাদকে বিশ্লেষণ করুন:
(ক) a⁶- 64
উত্তর: (????−2)(????+2)(????2−2????+4)(????2+2????+4)
(খ) x²+12x+35
উত্তর: (x+7) (x+5)
১৬। সমাধান করুনঃ
ক) (y-1)(y+2) = (y+4)(y-2)
উত্তর: y= 6
খ) 5????/7 −4/5=????/5 − 2/7
উত্তর: x= 1
#সাধারণ_জ্ঞান অংশের সমাধানঃ
১৭। সংক্ষিপ্ত উত্তর দিন।
ক) COP ২৬ এর পূর্ণরূপ লিখুন। উত্তর: Conference of the Parties 26
খ) ‘A Daughter’s Tale’ সম্পর্কে লিখুন। উত্তর: A Daughter’s Tale শেখ হাসিনার জীবনী নিয়ে একটি প্রামাণ্য চলচ্চিত্র। এর পরিচালক পিপলু খান। ২০১৮ সালে এই প্রামাণ্য চলচ্চিত্রটি মুক্তি পায়। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এবং অ্যাপলবক্স ফিল্মস।[৪] চলচ্চিত্রে শেখ হাসিনাকে স্বভূমিকায় নামচরিত্রে এবং তার বোন শেখ রেহানাকে তার স্বভূমিকায় দেখা যায়।
গ) ‘ক্র্যাক প্লাটুন’ কী?
উত্তর: ক্র্যাক প্লাটুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল, যাঁরা তৎকালীন সময় একটি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন।
ঘ) সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিয়োগ দেয়া হয়?
উত্তর: ১২৭ (১) অনুচ্ছেদ অনুযায়ী মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিয়োগ দেয়া হয়
ঙ) বুর্জ খলিফা (Burj Khalifa) কি এবং কোথায় অবস্থিত?
উত্তর: বুর্জ খলিফা বর্তমানে পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন যা ৪ঠা জানুয়ারী ২০১০ তারিখে উদ্বোধন করা হয়েছে।[৮] এটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এটি “দুবাই টাওয়ার” নামেও পরিচিত। নির্মাণকালে এর বহুল প্রচারিত নাম বুর্জ দুবাই থাকলেও উদ্বোধনকালে নাম পরিবর্তন করে “বুর্জ খলিফা” রাখা হয়।
চ) জিব্রাল্টার প্রণালী কোন কোন মহাদেশকে বিভক্ত করেছে?
উত্তর: আফ্রিকা মহাদেশকে ইউরোপের থেকে পৃথক করেছে।
ছ) সিএফসি (CFC) কি? এটি কেন ক্ষতিকারক?
উত্তর: ক্লোরো ফ্লোরো কার্বনকে সংক্ষেপে সিএফসি (CFC) বলা হয়। এতে রয়েছে কার্বন, ক্লোরিন, হাইড্রোজেন ও ফ্লোরিন। ১৯২০ এর দশকে CFC আবিষ্কৃত হয়। এটি একটি গ্রিনহাউজ গ্যাস, যা ওজোনস্তরের সাথে বিক্রিয়া করে একে ফুটো করে দেয়।
জ) কৃত্তিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) কী?
উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন হয়ে উঠেছে একটি একাডেমিক শিক্ষার ক্ষেত্র যেখানে পড়ানো হয় কিভাবে কম্পিউটার এবং সফটওয়্যার তৈরি করতে হয় যা বুদ্ধিমত্তা প্রদর্শন করবে।
ঝ) ‘মনসা মঙ্গল’ কাব্যের প্রধান চরিত্রের নাম লিখুন? উত্তর: মনসা মঙ্গল’ কাব্যের প্রধান চরিত্র চাঁদ সদাগর, বেহুলা ও লখীন্দর।
ঞ) কম্পিউটারের তিনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লিখুন।
উত্তর: স্প্রেডশিট, মিডিয়া প্লেয়ার ও ওয়ার্ড প্রসেসিং (MS Word)
No photo description available.
প্রিলিমিনারি যেভাবে

অডিটর পদেই সাধারণত ৭০-৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রতিটি প্রশ্নের মান সাধারণত ১। প্রশ্নপত্রে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারে কিছু লেখা না থাকলে নেগেটিভ মার্কিং হবে না। প্রার্থী বেশি হলে প্রিলিমিনারি পরীক্ষা ৮০টি প্রশ্নে ১০০ নম্বর বরাদ্দ থাকে এবং নেগেটিভ মার্কিং থাকে। পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান (সমসাময়িক ঘটনাবলি, দৈনন্দিন বিজ্ঞান, কম্পিউটার ইত্যাদি) থেকে প্রশ্ন থাকে। পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন হয় সাধারণত এভাবে—

  • বাংলায় ২০টি,
  • ইংরেজিতে ২০টি,
  • গণিতে ২০টি ও
  • সাধারণ জ্ঞানে ২০টি করে প্রশ্ন।

বিষয়ভিত্তিক প্রস্তুতির পরামর্শ

ইংরেজি অংশ সমাধানঃ

♦ ইংরেজি : ইংরেজি বিষয়ে প্রশ্ন আসে গ্রামার ও সাহিত্য অংশ থেকে। তবে বেশির ভাগ প্রশ্ন থাকে গ্রামার অংশ থেকে। বিগত সালের প্রশ্নগুলো থেকে দেখা গেছে, সবচেয়ে বেশি প্রশ্ন আসে Idioms and phrases, Synonyms and antonyms, Appropriate prepositions, Modals &  group verbs, Corrections, Participle, Infinitive, Gerund, Subject verb agreement ইত্যাদি থেকে। এ ছাড়া গ্রামারের অনান্য গুরুত্বপূর্ণ টপিক থেকেও প্রশ্ন আসে। প্রতিদিন কমপক্ষে দুই ঘণ্টা ইংরেজির জন্য বরাদ্দ রাখতে পারলে প্রস্তুতি ভালো হবে। আর সাহিত্য অংশ থেকে ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ, কিছু লিটারেরি টার্ম, বিখ্যাত গ্রন্থগুলোর লেখকদের নাম ও পরিচিতি থেকে সাধারণত বেশি প্রশ্ন আসে। সাহিত্য অংশের প্রস্তুতির জন্য আগের বছরগুলোতে আসা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলো বাড়তি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এগুলো থেকে কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ ছাড়া অন্যান্য বিষয় থেকেও মাঝেমধ্যে প্রশ্ন আসতে দেখা যায়।

গনিত অংশ সমাধানঃ

গণিত : গণিতের ভিত্তিটা মজবুত না হলে পরীক্ষায় ভালো করা কঠিন! প্রতিদিন কমপক্ষে দুই ঘণ্টা গণিতের জন্য বরাদ্দ রাখুন। গণিতের বেসিক জানতে বা দুর্বলতা কাটাতে গণিতবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের সহযোগিতা নিতে পারেন। এ ছাড়া ইউটিউবেও খোঁজ করলেই গণিত প্রস্তুতির জন্য ভালো ভালো চ্যানেল পেয়ে যাবেন। ভিডিও পাঠ বা টিউটরিয়াল মন দিয়ে দেখলে কঠিন অঙ্কগুলো আয়ত্তে চলে আসবে! বাজারেও গণিত প্রস্তুতির জন্য ভালো বই পাওয়া যায়। সেগুলোরও সহায়তা নিতে পারেন। গণিতের সূত্রগুলো লিখে পড়ার টেবিলের সামনে টানিয়ে বারবার চোখ বোলালে একসময় মুখস্থ হয়ে যাবে। গণিতের ভিত্তি মজবুত হলে অল্প সময়ে গণিত এমসিকিউর উত্তর বের করার শর্টকাট নিয়ম শেখা যেতে পারে। তবে ভুলেও শুরুতে শর্টকাট নিয়ম শিখবেন না, তাহলে বেসিক নড়বড়ে থেকে যাবে! বিগত বছরগুলোর প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি, কাজ, বীজগাণিতিক সূত্রাবলি, সরল, বহুপদী উৎপাদক, সূচক, লদারিদম, কোণ, ত্রিভুজ—এই টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসে। গণিতে ভালো করতে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির একাডেমিক গণিত বইগুলো অনুশীলন করতে হবে।

বাংলা অংশ সমাধানঃ

♦ বাংলা : বিগত পরীক্ষাগুলোতে দেখা গেছে, বাংলা অংশে সাহিত্য ও ব্যাকরণ উভয় অংশ থেকেই প্রশ্ন এসেছে। ব্যাকরণ অংশে ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি, সমাস, প্রয়োগ-অপপ্রয়োগ, উপসর্গ, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ বাক্য ইত্যাদি থেকে সাধারণত প্রশ্ন আসে। ব্যাকরণ অংশে প্রস্তুতির জন্য নবম-দশম শ্রেণির বোর্ড ব্যাকরণ বইটা ভালো করে পড়া যেতে পারে।

এবার আসি বাংলা সাহিত্যে। এই অংশের প্রস্তুতির জন্য কৌশলী হতে হবে। বাংলা সাহিত্যের প্রস্তুতির শুরুটাই হওয়া উচিত বিগত বিভিন্ন নিয়োগ পরীক্ষাগুলোর প্রশ্ন সমাধান করার মাধ্যমে। প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ওপর প্রায় একই ধরনের প্রশ্ন বারবার আসতে দেখা গেছে এর আগে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক গল্প, উপন্যাস ও বিভিন্ন পত্রিকা প্রকাশের সাল এবং সম্পাদকের নামও প্রশ্নে আসে।

এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, মীর মশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র, জসীমউদ্দীন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ফররুখ আহমদ, কায়কোবাদ প্রমুখ কবি-সাহিত্যিক-লেখকের সম্পর্কে সাধারণত বেশি প্রশ্ন আসে। এই বিষয়ের প্রস্তুতির জন্য বাজার থেকে ভালো মানের একটি সহায়ক বই অনুসরণই যথেষ্ট।

সাধারন জ্ঞান অংশ সমাধানঃ

♦ সাধারণ জ্ঞান : সাধারণ জ্ঞানের ওপর কয়েক ধরনের প্রশ্ন আসে। যেমন—মৌলিক সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক সাধারণ জ্ঞান। এ ছাড়া সাধারণ জ্ঞান অংশে দৈনন্দিন বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি থেকেও প্রশ্ন আসতে পারে। সাধারণ জ্ঞানে ভালো প্রস্তুতির জন্য নিয়মিত দৈনিক পত্রিকা পড়তে হবে। বাজারের প্রচলিত ভালো মানের একটি গাইড বই থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে হবে।

যেমন—ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের সংবিধান, সরকারব্যবস্থা, জাতীয় সম্পদ, জাতীয় অর্জন, চলতি অর্থ বাজেট, পুরস্কার, চলচ্চিত্র, খেলাধুলা, আন্তর্জাতিক রাজনীতি, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও সংগঠন, বৈশ্বিক চুক্তি, সম্মেলন, নোবেল পুরস্কার (২০২১) বিষয়বস্তুর ওপর ভালো জানাশোনা থাকতে হবে। বিগত বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলো ব্যাখ্যাসহ পড়তে পারলে খুব ভালো হয়। এ ছাড়া অডিটর পদ ও দায়িত্বসংশ্লিষ্ট কিছু প্রশ্নও আসে অনেক সময়।

কম্পিউটার অংশে প্রস্তুতির জন্য মাধ্যমিকের কম্পিউটার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই থেকে প্রস্তুতি নেওয়া যেতে পারে। আর দৈনন্দিন বিজ্ঞানের জন্য নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান বই থেকে প্রস্তুতি নিতে পারেন। এ ছাড়া পত্রিকায় প্রকাশিত এ ধরনের তথ্যগুলোও মন দিয়ে পড়তে পারেন।

আপনারা জেনে থাকবেন পরীক্ষার্থীর সংখ্যা অনেক। সে কারণেই কম্পিটিশনের লেভেল হবে অনেক উচ্চ। এজন্য ভালো এবং সঠিক প্রস্তুতির কোন বিকল্প নেই। এখনই পড়াশোনায় মনোযোগ দিন এবং ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেন।

“অডিটর” ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১

অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিকভাবে পরীক্ষা পরীক্ষা দেওয়ার পর আপনার কয়টি উত্তর সঠিক হয়েছে তা আপনি সহজে জেনে নিতে পারেন আমাদের এই সাইট থেকে। পরীক্ষা শেষ হবার পর পরই আমরা পনাদের জন্য সঠিক সমাধান সহ উত্তর প্রধান করে থাকি। যে সব প্রশ্নের উত্তর দিছেন সেসব প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কি না তা জানার জন্য অবশ্যই সমাধানের সাহায্য নেওয়া উচিত। আজকে আমরা অডিটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব।

অডিটর প্রস্তুতিঃ যত বেশি সম্ভব IBA বিগত বছরের প্রশ্ন সমাধান করতে হবে সবার আগে | বেকার জীবন

বাংলা অংশ সমাধানঃ

১. সন্ধি বিচ্ছেদ করুন।

ক) যথেষ্ট= যথা+ইষ্ট

খ) দিগন্ত= দিক্ + অন্ত

গ) সংযম= সম্ + যম

ঘ) পরিষ্কার= পরি+কার

ঙ) নাবিক= নৌ+ইক

২. এক কথায় প্রকাশ করুন।

ক) যা দমন করা যায় না=অদম্য

খ) যা খুব শীতল বা উষ্ণ নয়= নাতিশীতোষ্ণ

গ) যা কষ্টে লাভ করা যায়=দুর্লভ

ঘ) যে মেয়ের বিয়ে হয়নি= কুমারী

ঙ) যার কোন উপায় নেই= নিরুপায়

৩. বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন।

ক) অকূল পাথার= (ভীষণ বিপদ) -চাকরি হারিয়ে সুমন আজ অকূল পাথারে পড়েছে।

খ) কৈ মাছের প্রাণ= (যা সহজে মরে না/ দীর্ঘজীবী)- ১০ তলা ছাদ থেকে পড়েও সুমনের কিছুই হয়নি এ যেন কৈ মাছের প্রাণ।

গ) গোঁফ খেজুরে= (নিতান্ত অলস)- সুমনের মত এত গোঁফ খেজুরে লোক জীবনে দেখিনি।

ঘ) ব্যাঙের সর্দি= (অসম্ভব ঘটনা)- জেলের বাস্তু ঘুঘুকে দেখাচ্ছে জেলের ভয়, ব্যাঙের আবার সর্দি!

ঙ) মণিকাঞ্চন যোগ= (উপযুক্ত মিলন)- যেমন বর, তেমনি কনে, একেবারে মণিকাঞ্চন যোগ।

ইংরেজি অংশ সমাধানঃ

৪. Translate into English.

a) আমাকে সেখানে যেতেই হবে= I have to go there.

b) আকাশ মেঘাচ্ছন্ন=The sky is overcast with clouds.

c) বালিকাটি নাচতে নাচতে আসছে= The girl is coming to dance.

d) লোকটি তিন দিন যাবত জ্বরে ভুগছে=The man has been suffering from fever for three days.

e) রহিম একজন সফল কৃষক= Rahim is a successful farmer.

৫. Fill in the Blanks.

a) —-Sky is blue. উত্তরঃ The

b) I eat ——apple every day. উত্তরঃ an

c) We should abide—-the rules. উত্তরঃ be

d) He is zealous—freedom. উত্তরঃ for

e) He is weak—Mathematics. উত্তরঃ in

f) He is—one-eyed man. উত্তরঃ a

৬. Make sentences with following (with meaning)

a) Blue Blood= (Noble birth/Aristocrat family) – He comes from a blue Blood.

b) All day long= (Whole-time)- He works all day long for his livelihood.

গণিতঅংশ সমাধানঃ

৭. একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয় । কলমটির ক্রয় মূল্য কত? উত্তরঃ ১০ টাকা

৮. x+y=4 হলে x^3+y^3+12xy এর মান নির্ণয় করুন। উত্তরঃ 64

৯. এক কথার উত্তর দিন।

ক. সমকোণী ত্রিভুজের সমকোণ এর বিপরীত বাহুকে কি বলে? উত্তরঃ অতিভুজ (hypotenuse)

খ. ৩০ ডিগ্রী কোণের পূরক কোণ কত? উত্তরঃ ৬০ ডিগ্রী

গ. কোন বর্গের একবাহুকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে? উত্তরঃ ৩ গুণ

ঘ. ০.৫ এর শতকরা ২০ কত? উত্তরঃ 0.1

ঙ. এক সরল কোণ এর পরিমাণ কত? উত্তরঃ ১৮০ ডিগ্রী
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

ক. ”উইজার্ড অব দি ডি্রবল”হত দিয়াগো ম্যারাডোনা কত তারিখে মৃত্যুবরণ করেন? উত্তরঃ ২৫ নভেম্বর ২০২০

খ. বাংলাদেশের জাতীয় শোক দিবস কত তারিখে পালিত হয়? উত্তরঃ ১৫ আগস্ট

গ. বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? উত্তরঃ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১ এ ভুটান ভারতের ২ ঘণ্টা আগে স্বীকৃতি দেয়)

ঘ. করোনাভাইরাস চীনের কোন প্রদেশে প্রথম দেখা দেয়? উত্তরঃ হুবেই প্রদেশে ( চীনের হুবেই প্রদেশের উহান শহরে)

ঙ. মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? উত্তরঃ ১১ টি সেক্টরে (আর ৬৪ সাব-সেক্টরে ভাগ করা ওডিট

যে সব প্রশ্নের উত্তর দিছেন সেসব প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কি না তা জানার জন্য অবশ্যই সমাধানের সাহায্য নেওয়া উচিত। আজকে আমর অডিটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব। যদি এই উত্তর ডাউনলোড করতে কোন সমস্যা হয় তা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে আমরা আশা করি তা সহজেই সমাধান করে দিতে পারবো।

 

হিসাব মহানিয়ন্ত্রকের(CGDF) কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

পদের নাম ও শূন্য পদের তালিকা

পদের নাম পদ সংখ্যা গ্রেড বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা নিয়োগের ধরণ
অডিটর (স্থায়ী পদ) ৫৩৮ ১১ ১২,৫০০ – ৩০,২৩০/- স্নাতক বা সমমানের পাস অস্থায়ী
জুনিয়র অডিটর (স্থায়ী পদ) ৪৫৭ ১৬ ৯,৩০০ – ২২,৪৯০/- উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস অস্থায়ী
অফিস সহায়ক (স্থায়ী পদ) ২৫৫ ২০ ৮,২৫০ – ২০,০১০/- মাধ্যমিক বা সমমানের পাস অস্থায়ী
সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ০৮ ১৩ ১১,০০০ – ২৬,৫৯০/- স্নাতক বা সমমানের পাস অস্থায়ী
ক্যাশিয়ার ০১ ১৪ ১০,২০০ – ২৪,৬৮০/- বাণিজ্যে স্নাতক পাস অস্থায়ী
কেয়ারটেকার ০১ ১৪ ১০,২০০ – ২৪,৬৮০/- স্নাতক বা সমমানের পাস অস্থায়ী
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৪০ ১৪ ১০,২০০ – ২৪,৬৮০/- স্নাতক বা সমমানের পাস অস্থায়ী
কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫৪৪ ১৬ ৯,৩০০ – ২২,৪৯০/- উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস অস্থায়ী
টেলিফোন অপারেটর ০১ ১৬ ৯,৩০০ – ২২,৪৯০/- উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস অস্থায়ী
ড্রাইভার ০১ ১৬ ৯,৩০০ – ২২,৪৯০/- ৮ম শ্রেণী পাস অস্থায়ী
ফটোকপি অপারেটর ১৬ ১৮ ৮,৮০০ – ২১,৩১০/- উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস অস্থায়ী
দপ্তরী ০৬ ১৯ ৮,৫০০ – ২০,৫৭০/- ৮ম শ্রেণী পাস অস্থায়ী
শর্টার ২০ ১৯ ৮,৫০০ – ২০,৫৭০/- মাধ্যমিক বা সমমানের পাস অস্থায়ী
নিরাপত্তা প্রহরী ১৩ ২০ ৮,২৫০ – ২০,০১০/- ৮ম শ্রেণী পাস অস্থায়ী

অডিটর পরীক্ষার রেজাল্ট

পরিক্ষার রেজাল্ট : কম্পট্রোলার ও অডিটর জেনারেল বাংলাদেশ এর নিয়োগ পরিক্ষার ফলাফল যথা সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফলাফল জানতে https://cag.org.bd এই ওয়েবসাইট ভিজিট করুন।