[প্রশ্ন-সমাধান] ১ম ধাপের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ রংপুর, বরিশাল ও সিলেট

বাংলাদেশের তিনটি বিভাগে ১ম ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৮ ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হচ্ছে ।এই পরীক্ষা প্রথমে তিনটি বিভাগের সকল জেলাতে একযোগে অনুষ্ঠিত হবে । আপনি যদি ওই তিন বিভাগের যেকোনো একটি জেলাতে অবস্থান করেন এবং এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন । তাহলে পরীক্ষা শেষে প্রশ্ন সমাধান দেওয়া হবে । আপনারা এখান থেকে তা সহজে দেখে নিতে পারবেন ।

১ম ধাপে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে এ বছরের পরীক্ষায় এমসিকিউ আকারে নেওয়া হবে । বাংলা , ইংরেজি ও গনিত সাধারণ জ্ঞানের উপরে ৮০ মার্কের প্রশ্ন করা হবে এবং আপনাকে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে । এক ঘন্টা সময় দেওয়া হবে তার জন্য আপনি সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করুন এবং এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকুন। আসুন পরীক্ষা শেষে প্রশ্ন সমাধান দেখতে এখানে ভিজিট করি । সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান দেখুন।

১ম ধাপে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ পিডিএফ

১ম ধাপে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ সময়সূচী

  • সিলেট বিভাগঃ সিলেট , হবিগঞ্জ , সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলা
  • বরিশাল বিভাগঃ ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরিশাল
  • রংপুর বিভাগঃ দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাও, কুড়িগ্রাম, পঞ্চগড়
  • মোট পরীক্ষাথীঃ ৩ লাখ ৬০ হাজার ৭০০
  • পরীক্ষাঃ ৮ ডিসেম্বর ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে ১১টা
  • পরীক্ষার ধরনঃ এমসিকিউ
  • পরীক্ষার পূর্ণ মান ৮০ মার্ক

১ম ধাপে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন সমাধান

এইখানে আপনার জন্য ১ম ধাপে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ১০টি সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন-উত্তর দেওয়া হলো

প্রাইমারী শিক্ষক ১ম ধাপে নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান  প্রশ্ন সমাধান ২০২৩ পিডিএফ

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ১ম ধাপের প্রশ্ন-উত্তর ২০২৩

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ১ম ধাপের প্রশ্ন-উত্তর ২০২৩ পিডিএফ

১. ইজরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি?
উত্তরঃ মোসাদ
২। what type of noun is kindness
উত্তরঃ “Kindness” is an abstract noun
৩। কত মিলিয়ন দশ কোটি?
উত্তরঃ এক শত মিলিয়ন

সকল সেট এর প্রশ্ন সমাধান দেখুন এখানে

৪। এক হতে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?

উত্তরঃ ৫০৫০

5. শতকরা বার্ষিক ৫ টাকা হারে সুদে কোন আসল কত বছরে সুদ আসলে দ্বিগুণ হবে?

উত্তরঃ এক বছরের পরে আসল সহ সুদ হবে ১.০৫ টাকা।

৬। লুপ্ত সংখ্যাটি কত ৮১, ২৭, —, ৩, ১

সঠিক উত্তর হবে = ৯।

৭। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়

উত্তরঃ ধ্বনি

৮। ১ কে ২ দিয়ে ভাগ করলে কত হয়।

উত্তরঃ ০.৫

৯। ০.৪ x ০.০২ x ০.০৮ =কত?

উত্তরঃ ০.০০০০৬৪

১০.নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ?

উত্তরঃ ফিনলেন্ড

 

 

১৩ .১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলির একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা-

উত্তরঃ ১/২২

১৯.If you read, you will learn. The sentence is a-

উত্তরঃComplex sentence

২০.একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরে?-

উত্তরঃ ৩৬০°

 

সকল সেট এর প্রশ্ন সমাধান দেখুন এখানে

২৫। কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করা রবীন্দ্রনাথের রচনা নাম কি

উত্তরঃ  বসন্ত

২৬।  নেকড়ে অরণ্য উপন্যাস?

উত্তরঃ শওকত উসমান

২৭। ৩,০০,০০০/ টাকা ব্যাংকে রাখার ৭.৫ বছর পর আসল টাকার ১.২৫ অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত?-

উত্তরঃ

সকল সেট এর প্রশ্ন সমাধান দেখুন এখানে

৩০ ‘জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়।’ -এখানে ‘জেলে’ কোন কারকে কোন বিভক্তি-

উত্তরঃ কর্তৃকারকের ১মা বিভক্তি

৩১। He had a —— headache

উত্তরঃ bed

৬৬. ৬৫.প্রাথমিক স্তরের পরিমার্জিত শিক্ষাক্রমের মূল বৈশিষ্ট্য- যোগ্যতা ভিত্তিক।

৬৭. ১০% হার মুনাফায় ২০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন –

উত্তরঃ ২৪২০

৬৯.নিচের কোনটি একই সাথে ইনপুট আউটপুট হিসেবে কাজ করে-

উত্তরঃ টার্চ স্ক্রিন

৬৮.which one is singular-

উত্তরঃ Hypothesis

৭০.২০২২ সালে জনশুমারি ও গৃহানন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত-

উত্তরঃ ১৬,৫১,৫৮,৬১৬ জন

৭১.মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে-তারেক মাসুদ।

৭৩.স্বাধীন ফিলিস্তানি দেশকে কোন দেশ সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে

উত্তর-আলজেরিয়া

৭৫.বঙ্গমাতা শেখ ফজলুল নেসা পদক ২০২৩ প্রাপ্ত হয়েছেন কে-

উত্তরঃ ডা. সেঁজুতি সাহা

উত্তর কিচ্ছুক্ষনের মধ্যে আসছে

১ম ধাপে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা বিষয়ে প্রশ্ন সমাধান

আমি আপনার জন্য ১ম ধাপে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা বিষয়ে ১০টি MCQ প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর তৈরি করেছি।

১ম ধাপে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা প্রশ্ন সমাধান ২০২৩ পিডিএফ

প্রশ্নঃ ১ কোনটি একটি স্বরবর্ণ?

a) ক

b) স

c) অ

d) র

উত্তরঃ c) অ

প্রশ্নঃ ২ বাংলা ভাষার অক্ষর সংখ্যা কত?

a) 25

b) 26

c) 27

d) 28

উত্তরঃ b) 26

প্রশ্নঃ ৩ বর্ণমালা কোনটি?

a) স্বরবর্ণ

b) ব্যঞ্জনবর্ণ

c) যোগবর্ণ

d) অব্যঞ্জনবর্ণ

উত্তরঃ a) স্বরবর্ণ

প্রশ্নঃ ৪ “অপরাধী” শব্দের বাংলা শব্দ কোনটি?

a) স্ত্রীলিঙ্গ

b) পুল্লিঙ্গ

c) নপুংসকলিঙ্গ

d) এককলিঙ্গ

উত্তরঃ b) পুল্লিঙ্গ

প্রশ্নঃ ৫ “শিক্ষক” শব্দটি কোন ধাতু থেকে বিশেষ করেছে?

a) শিক্ষ

b) শিক্ষা

c) শিক্ষন

d) শিক্ষান

উত্তরঃ a) শিক্ষ

প্রশ্নঃ ৬ বাংলা ভাষার সাধুতা কোনটি?

a) শোক

b) সখা

c) শূন্য

d) শব্দ

উত্তরঃ c) শূন্য

প্রশ্নঃ ৭ কোনটি একটি যোগবর্ণ?

a) গ

b) র

c) ম

d) ল

উত্তরঃ a) গ

প্রশ্নঃ ৮ বাংলা ভাষার কোন সমাস?

a) দ্বন্দ

b) দ্বিগু

c) যোগ

d) বহুব্রীহ

১ম ধাপে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি বিষয়ে প্রশ্ন সমাধান

এইখানে আপনার জন্য ১ম ধাপে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ১০টি ইংরেজি MCQ প্রশ্ন-উত্তর দেওয়া হলো:

প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি  প্রশ্ন সমাধান ২০২৩ পিডিএফ

  1. What is the plural form of “child”? a. childs b. childes c. children d. child’s
  2. Choose the correct sentence: a. He don’t like apples. b. He doesn’t like apples. c. He not like apples. d. He not liking apples.
  3. Which word is a synonym for “happy”? a. Sad b. Joyful c. Angry d. Tired
  4. Identify the verb in the sentence: “The cat is sleeping.” a. Cat b. Is c. Sleeping d. The
  5. What is the past tense of “run”? a. Runned b. Ran c. Running d. Runs
  6. Choose the correct preposition: “The book is ___ the table.” a. in b. on c. at d. by
  7. Which of the following is a pronoun? a. Jump b. She c. Blue d. Quickly
  8. Identify the conjunction in the sentence: “I like both chocolate and vanilla ice cream.” a. Like b. Both c. And d. Chocolate
  9. What is the opposite of “near”? a. Far b. Close c. Distance d. Next
  10. Choose the correctly punctuated sentence: a. The dog barked, and the cat ran away. b. The dog barked and, the cat ran away. c. The dog barked and the cat, ran away. d. The dog, barked and the cat ran away.

১ম ধাপে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিত বিষয়ে প্রশ্ন সমাধান

এখানে আপনার জন্য ১ম ধাপে প্রাইমারী শিক্ষক শক্তির জন্য ১০টি গণিত MCQ প্রশ্ন-উত্তর দেওয়া:

প্রাইমারী শিক্ষক ১ম ধাপে নিয়োগ পরীক্ষার গণিত  প্রশ্ন সমাধান ২০২৩ পিডিএফ

5 এবং 8 এর যোগফল কত?
ক 10
খ. 12
গ. 13
d 15

একটি ত্রিভুজের 45 ডিগ্রী, 45 ডিগ্রী এবং 90 ডিগ্রী পরিমাপের কোণ থাকলে, এটি কোন ধরনের ত্রিভুজ?
ক সমবাহু
খ. সমদ্বিবাহু
গ. স্কেলিন
d সমকোণী

6 এবং 9 এর গুণফল কত?
ক 42
খ. 48
গ. 54
d 63

একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 একক এবং প্রস্থ 5 একক হলে, এর পরিধি কত?
ক 15 ইউনিট
খ. 20 ইউনিট
গ. 25 ইউনিট
d 30 ইউনিট

নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক 1
খ. 2
গ. 4
d 9

যদি একটি ঘড়ি 3:45 দেখায়, ঘন্টা এবং মিনিট হাতের মধ্যে কোণ কত?
ক 45 ডিগ্রী
খ. 90 ডিগ্রী
গ. 135 ডিগ্রী
d 180 ডিগ্রী

8 বর্গক্ষেত্রের মান কত?
ক 16
খ. 64
গ. 81
d 100

একটি বর্গক্ষেত্রের পরিধি 20 একক হলে, এক বাহুর দৈর্ঘ্য কত?
ক 2 ইউনিট
খ. 4 ইউনিট
গ. 5 ইউনিট
d 10 ইউনিট

অনুক্রমের পরবর্তী সংখ্যাটি কী: 2, 5, 10, 17, ___?
ক 24
খ. 26
গ. 30
d 33

একটি ট্রেন যদি 3 ঘন্টার জন্য 60 কিমি/ঘন্টা বেগে যাত্রা করে, তবে এটি কতদূর যাবে?
ক 120 কিমি
খ. 150 কিমি
গ. 180 কিমি
d 200 কিমি

এই প্রশ্নগুলি আপনার গণিত প্রার্থীর জন্য সাহায্য করতে পারে।