সমাজসেবা অধিদপ্তর ( DSS ) ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার জন্য বিগত সালের MCQ প্রশ্ন সমাধান PDF। সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষার আগামীকাল ২১ অক্টোবর ২০২২ সকাল ১০ঃ০০ থেকে ১১ঃ৩০ অনুষ্ঠিত হচ্ছে।আপনারা এই পরীক্ষার জন্য নিজেরে ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য বিগত সালের সকল প্রশ্ন গুলো ভালো করে দেখুন। আরো বিস্তারিত দেখতে চাইলে ক্লিক করুণ
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা-২০২২ চূড়ান্ত প্রস্তুতি ও নমুনা প্রশ্ন সমাধান PDF
৬৪ জেলা- সমাজকর্মী (ইউনিয়ন) পদে নিয়োগ পরীক্ষার MCQ প্রশ্ন ও সমাধান PDF।
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত সাজেশন
– বাংলা : ধ্বনি ও বর্ণ, শব্দ, সন্ধিবিচ্ছেদ, এককথায় প্রকাশ, সমাস, বানান শুদ্ধ, বিরামচিহ্ন, প্রকৃতি, কারক।
– সাহিত্য : যুগ, উক্তি, ছদ্মনাম, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর।
– ইংরেজি : Parts of speech, Voice change, Number, Synonyms-Antonyms, Narration, Phrase and idioms, Correct speling|
– গণিত : মৌলিক সংখ্যা, গড়, অনুপাত, ঐকিক নিয়ম, লসাগু ও গসাগু,মান নির্ণয়, উৎপাদক, সূচক, ধারা, বৃত্ত, ক্ষেত্রফল ও কোণ।
– সাধারণ জ্ঞান : মুক্তিযুদ্ধ, আদমশুমারি, পদ্মা সেতু, বঙ্গবন্ধু, মেট্রো রেল, সমাজসেবা অধিদপ্তর, জাতিসংঘ এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়াবলি।
সমাজসেবা অধিদপ্তর সমাজকর্মী (ইউনিয়ন) সারসংক্ষেপ
☞পদের নামঃ সমাজকর্মী (ইউনিয়ন)
☞সার্কুলারের পদসংখ্যা ছিল:৪৫৩টি।
☞পদসংখ্যা বেড়ে বর্তমান পদ সংখ্যা:১২৬০ জন।
☞পরীক্ষার তারিখঃ ২১-১০-২০২২
☞পরীক্ষার সময়ঃ সকাল ১০.০০-১১.৩০ মিঃ
☞পরীক্ষার্থীর সংখ্যাঃ ৬,৬২,২৭০ জন
☞পরীক্ষা কেন্দ্রঃ নিজ জেলা
☞পরীক্ষা নিবে: বুয়েটের আইআইসিটি(IICT) বিভাগ
☞খাদ্য অধিদপ্তরের যেভাবে পরীক্ষা হয়েছে সেইম প্যাটার্ন, সেইম সময়ে,পরীক্ষার সবকিছু হবে।কোনো নেগেটিভ মাকিং থাকবেনা।
☞প্রবেশপত্র ডাউনলোড শুরুঃ ১৬-১০-২০২২ থেকে ২০-১০-২০২২
☞পদোন্নতির ধাপ:সমাজকর্মী -ফিল্ড সুপারভাইজার -সহকারি সমাজসেবা অফিসার এবং শেষ বয়সে সমাজসেবা অফিসার।
DSS Exam Previous Question Download
অবশেষে তারিখ ঘোসনা করা হয়েছে এবং ২১ অক্টোবর ২০২২ শুক্রবার ২০২২ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়। তাই হোক আপনার এই পরীক্ষার জন্য প্রিপারেশন কেমন তা আপনি যাচাই করে নিতে পারেন আমাদের এই সাইট এ কিছু সাজেশন দেওয়া আছে। আছাডা পরীক্ষা শেষে আপনি পাবেন প্রশ্নের সমাধান যা আপনাকে পরিক্ষায় টিকার জন্য সাহায্য করবে। আসুন দেখে নাই আপনার পরীক্ষার প্রিপারেশন কেমন ।
সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার তারিখ 2022
“সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী প্রবেশপত্র প্রকাশিত পরীক্ষা ৩১ জুলাই বিকাল ৩.০০ টা”
৩১ জুলাই ২০২২ তারিখে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা রয়েছে। তবে সেটি ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা নয়। যদি সমাজসেবা অধিদপ্তরের নোটিশ দেখান তাহলে স্পষ্ট ভাবে সেখানে লেখা আছে কোন কোন পদের পরীক্ষা হবে।
সমাজসেবা অধিদপ্তর সারসংক্ষেপ
আজকে সমাজসেবার প্রশ্নের ফুল সমাধানঃ
সমাজকর্মী (ইউনিয়ন) সমাজসেবা অধিদপ্তর পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড
ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার তারিখ এখনো ঘোষণা করা হয়েছে। তারিখ ঘোষিত ুনুজায়ী আমাদের ওয়েবসাইটে থেকে প্রবেশ পত্র ডাউনলোড করে নিতে পারেন। এবং এডমিট কার্ড ডাউনলোডের অপশন যুক্ত করে দেওয়া হলো। ডাউনলোড এডমিট কার্ড ক্লিক হেয়ার।
সমাজকর্মী (ইউনিয়ন) পরীক্ষার চুডান্ত প্রস্তুতি
আপনি কি আগামী ২১ অক্টোবর ২০২২ সমাজকর্মী পদের পরীক্ষায় বসতে যাচ্ছেন? তাহলে এখনই সময় ভালোভাবে প্রিপারেশন নেওয়ার।
বিগত বছরের প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে আপনি আপনার পরীক্ষা প্রস্তুতি কে শক্তিশালী করতে পারেন। এছাড়াও বাজারে বিভিন্ন প্রস্তুতি নির্দেশিকা পাওয়া যায়। সেগুলো কিনে নিয়ে চর্চা করতে পারেন।
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিকভাবে পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য বিগত বছরগুলোর প্রশ্ন অনুশীলন করা প্রয়োজন। এবং সেসব প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই সমাধানের সাহায্য নেওয়া উচিত। আজকে আমরা বিগত বছরগুলোর ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব।
আপনারা জেনে থাকবেন পরীক্ষার্থীর সংখ্যা অনেক। সে কারণেই কম্পিটিশনের লেভেল হবে অনেক উচ্চ। এজন্য ভালো এবং সঠিক প্রস্তুতির কোন বিকল্প নেই। এখনই পড়াশোনায় মনোযোগ দিন এবং ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেন।
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিকভাবে পরীক্ষা পরীক্ষা দেওয়ার পর আপনার কয়টি উত্তর সঠিক হয়েছে তা আপনি সহজে জেনে নিতে পারেন আমাদের এই সাইট থেকে। পরীক্ষা শেষ হবার পর পরই আমরা পনাদের জন্য সঠিক সমাধান সহ উত্তর প্রধান করে থাকি। যে সব প্রশ্নের উত্তর দিছেন সেসব প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কি না তা জানার জন্য অবশ্যই সমাধানের সাহায্য নেওয়া উচিত। আজকে আমরা ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব।
বাংলা অংশ সমাধানঃ
১. সন্ধি বিচ্ছেদ করুন।
ক) যথেষ্ট= যথা+ইষ্ট
খ) দিগন্ত= দিক্ + অন্ত
গ) সংযম= সম্ + যম
ঘ) পরিষ্কার= পরি+কার
ঙ) নাবিক= নৌ+ইক
২. এক কথায় প্রকাশ করুন।
ক) যা দমন করা যায় না=অদম্য
খ) যা খুব শীতল বা উষ্ণ নয়= নাতিশীতোষ্ণ
গ) যা কষ্টে লাভ করা যায়=দুর্লভ
ঘ) যে মেয়ের বিয়ে হয়নি= কুমারী
ঙ) যার কোন উপায় নেই= নিরুপায়
৩. বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন।
ক) অকূল পাথার= (ভীষণ বিপদ) -চাকরি হারিয়ে সুমন আজ অকূল পাথারে পড়েছে।
খ) কৈ মাছের প্রাণ= (যা সহজে মরে না/ দীর্ঘজীবী)- ১০ তলা ছাদ থেকে পড়েও সুমনের কিছুই হয়নি এ যেন কৈ মাছের প্রাণ।
গ) গোঁফ খেজুরে= (নিতান্ত অলস)- সুমনের মত এত গোঁফ খেজুরে লোক জীবনে দেখিনি।
ঘ) ব্যাঙের সর্দি= (অসম্ভব ঘটনা)- জেলের বাস্তু ঘুঘুকে দেখাচ্ছে জেলের ভয়, ব্যাঙের আবার সর্দি!
ঙ) মণিকাঞ্চন যোগ= (উপযুক্ত মিলন)- যেমন বর, তেমনি কনে, একেবারে মণিকাঞ্চন যোগ।
ইংরেজি অংশ সমাধানঃ
৪. Translate into English.
a) আমাকে সেখানে যেতেই হবে= I have to go there.
b) আকাশ মেঘাচ্ছন্ন=The sky is overcast with clouds.
c) বালিকাটি নাচতে নাচতে আসছে= The girl is coming to dance.
d) লোকটি তিন দিন যাবত জ্বরে ভুগছে=The man has been suffering from fever for three days.
e) রহিম একজন সফল কৃষক= Rahim is a successful farmer.
৫. Fill in the Blanks.
a) —-Sky is blue. উত্তরঃ The
b) I eat ——apple every day. উত্তরঃ an
c) We should abide—-the rules. উত্তরঃ be
d) He is zealous—freedom. উত্তরঃ for
e) He is weak—Mathematics. উত্তরঃ in
f) He is—one-eyed man. উত্তরঃ a
৬. Make sentences with following (with meaning)
a) Blue Blood= (Noble birth/Aristocrat family) – He comes from a blue Blood.
b) All day long= (Whole-time)- He works all day long for his livelihood.
গণিতঅংশ সমাধানঃ
৭. একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয় । কলমটির ক্রয় মূল্য কত? উত্তরঃ ১০ টাকা
৮. x+y=4 হলে x^3+y^3+12xy এর মান নির্ণয় করুন। উত্তরঃ 64
৯. এক কথার উত্তর দিন।
ক. সমকোণী ত্রিভুজের সমকোণ এর বিপরীত বাহুকে কি বলে? উত্তরঃ অতিভুজ (hypotenuse)
খ. ৩০ ডিগ্রী কোণের পূরক কোণ কত? উত্তরঃ ৬০ ডিগ্রী
গ. কোন বর্গের একবাহুকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে? উত্তরঃ ৩ গুণ
ঘ. ০.৫ এর শতকরা ২০ কত? উত্তরঃ 0.1
ঙ. এক সরল কোণ এর পরিমাণ কত? উত্তরঃ ১৮০ ডিগ্রী
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
ক. ”উইজার্ড অব দি ডি্রবল”হত দিয়াগো ম্যারাডোনা কত তারিখে মৃত্যুবরণ করেন? উত্তরঃ ২৫ নভেম্বর ২০২০
খ. বাংলাদেশের জাতীয় শোক দিবস কত তারিখে পালিত হয়? উত্তরঃ ১৫ আগস্ট
গ. বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? উত্তরঃ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১ এ ভুটান ভারতের ২ ঘণ্টা আগে স্বীকৃতি দেয়)
ঘ. করোনাভাইরাস চীনের কোন প্রদেশে প্রথম দেখা দেয়? উত্তরঃ হুবেই প্রদেশে ( চীনের হুবেই প্রদেশের উহান শহরে)
ঙ. মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? উত্তরঃ ১১ টি সেক্টরে (আর ৬৪ সাব-সেক্টরে ভাগ করা হয়)
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ডাউনলোড পিডিএফ
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই আপনি উত্তর গুলো ডাউনলোড করে সহজে দেখতে পারেন। সঠিকভাবে পরীক্ষা পরীক্ষা দেওয়ার পর আপনার কয়টি উত্তর সঠিক হয়েছে তা আপনি সহজে জেনে নিতে পারেন আমাদের এই সাইট থেকে। পরীক্ষা শেষ হবার পর পরই আমরা পনাদের জন্য সঠিক সমাধান সহ উত্তর প্রধান করে থাকি।
যে সব প্রশ্নের উত্তর দিছেন সেসব প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কি না তা জানার জন্য অবশ্যই সমাধানের সাহায্য নেওয়া উচিত। আজকে আমরা ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব। যদি এই উত্তর ডাউনলোড করতে কোন সমস্যা হয় তা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে আমরা আশা করি তা সহজেই সমাধান করে দিতে পারবো।
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
সমাজসেবা অধিদপ্তর সম্প্রতি শুণ্যপদে ৭ টি পদে মোট ৯৬০ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ১৫ জুলাই ২০১৮ থেকে । অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে ২৯ জুলাই, ২০১৮ পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
হাইজ প্যারেন্ট কাম টিচার- ১৩ , সাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর- ১০, ফিল্ড সুপারভাইজার- ৫০ , সমাজকর্মী(ইউনিয়ন) ৪৬৩, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৫৭ , গাড়ীচালক-১২, অফিস সহায়ক-২৫৫
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।
চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ০১-০৭-২০১৮ তারখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তান্দের ক্ষেত্রে এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর ।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (https://dss.teletalk.com.bd/apply.php?f=235) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২৯ জুলাই, ২০১৮ তারিখে পর্যন্ত জমা দেওয়া হয়েছিলো ।
বিস্তারিত নিচেঃ
সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২:
সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, সমাজসেবা অধিদপ্তর সম্প্রতি লোকবল নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা আমাদের এই সাইটে আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ বিজ্ঞপ্তির বিবরণ দিয়েছি।
সমাজসেবা অধিদপ্তর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ:
প্রতিষ্ঠানের নাম: | সমাজসেবা অধিদপ্তর |
শূন্যপদের সংখ্যা: | ০২ (দুই) টি। |
আবেদনের শুরু তারিখ: | চলমান |
আবেদনের শেষ তারিখ: | আবেদনপত্র আগামী ০৮/০৬/২০২২ তারিখ |
আবেদনের ঠিকানা: | প্রকল্প পরিচালক, দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনঃনির্মাণ কোনাবাড়ি, গাজীপুর প্রকল্প, সমাজসেবা অধিদপ্তর, কক্ষ নং ৮০৮, ৮ম তলা, ই-৮/বি-১, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭, এই ঠিকানায় ডাক/কুরিয়ার যােগে পৌছাতে হবে। |
সূত্র: | সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট। |
ওয়েবসাইট: | www.dss.gov.bd |
সমাজকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিছু মাস আগে। এখন পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়নি। স্থগিত পরীক্ষা শেষ হয়ে গেলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই সেবা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের ওয়েবসাইটে আমরা নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। আপনি এখান থেকেও তা ডাউনলোড করতে পারবেন।
সমাজকর্মী (ইউনিয়ন) পরীক্ষার রেজাল্ট
ইউনিয়ন সমাজকর্মী পদের এমসিকিউ পরীক্ষা রেজাল্ট দেখতে আমাদের এই সাইট টি ভিজিট করুণ।
ইউনিয়ন সমাজকর্মীর কাজ
অনেকেই জানার আগ্রহ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের কাজ কি? সমাজের সেবা করাই সমাজকর্মীর কাজ। বিধবা ভাতা, দলিত হরিজন, প্রতিবন্ধী ভাতা বা সরকারের বিভিন্ন জরিপ কাজে অংশগ্রহণ করায় প্রধানত একজন সমাজকর্মীর কাজ।
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা ২০২২
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ ২০২২ সমাজকর্মী ইউনিয়ন (স্থায়ী রাজস্ব)
DSS job application, সমাজসেবা অধিদপ্তর চাকরির আবেদন ফরম, সমাজসেবা অধিদপ্তরচাকরির আবেদন
সমাজসেবা অধিদফতর ইতিকথা।
সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশ সরকারের একটি অধিদপ্তর যা দেশে কল্যাণমূলক ও সচেতনতামূলক কর্মসূচি চালায়। এর সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সমাজসেবা অধিদপ্তর ২ জানুয়ারি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রাণালয়ের আওতাভুক্ত। এর সদরদপ্তর সমাজসেবা ভবন ১৯৯৯ এ প্রতিষ্ঠিত। ২০১২ সালের ৪ জুন বাংলাদেশ সরকার ২ জানুয়ারিকে সমাজসেবা দিবস হিসাবে ঘোষণা দেয়। এটি সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে চলেছে। ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি বিশ্ব ব্যাংক ৩০০ মিলিয়ন ডলার এই দপ্তরের উন্নয়নে প্রদান করে। আরো বিস্তারিত জানতে আপনারা সমাজ সেবা অধিদপ্তর এর ওয়েবসাইট এ দেখে নিতে পারেন।
সমাজকর্মী (ইউনিয়ন) সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার MCQ প্রশ্ন সমাধান PDF ২০২২