২১ অক্টোবর ২০২২ শুক্রবার ইউনিয়ন সমাজকর্মী হিসাবে সমাজকল্যাণ বিভাগ (DSS) নিয়োগ পরীক্ষা। সারা দেশে ১২৬০টি পদের জন্য ছয় লাখ ৬২ হাজার ২৭০ জন প্রার্থী উপস্থিত হবেন। এই নিয়োগ পরীক্ষায় ভালো প্রতিযোগিতা হবে। আপনি যখন এই সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করছেন। কী ধরনের প্রশ্ন আসবে তার জন্য কিছু ধারণা নিতে?
সমাজকর্মী (ইউনিয়ন) পদের লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে ওএমআর শিটে, মান ৭০
আমি আপনাকে বলি যে শেষ সময়ে আপনি চূড়ান্ত প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্নগুলি ভালো করে প্রজালোচনা করতে পারেন। কারণ বিগত বছরের প্রশ্ন থেকে আপনি সিলেবাস সম্পর্কে ধারণা নিতে পারবেন এবং বুঝতে পারবেন কোন বিভাগে কোন বিষয়ে প্রশ্ন করা হয়। তাই আপনার চাকরির প্রস্তুতিকে অনেকাংশে এগিয়ে নিতে, আপনাকে অবশ্যই পূর্ববর্তী বছরের প্রশ্নের সমাধানগুলি উপরে প্রস্তুতি নিতে হবে এবং সেই অনুযায়ী সমাধান করার চেষ্টা করতে হবে।
সমাজকর্মী (ইউনিয়ন) প্রবেশ পত্র ডাউনলোড
এছাডা আপনি ইউনিয়ন সমাজকর্মী হিসাবে সমাজকল্যাণ বিভাগ (DSS) নিয়োগ পরীক্ষাচুডান্ত প্রস্তুতি জন্য আপনাকে কিছু সাজেশন দেওয়া হয়েছে এবং নমুনা প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে , আপনি চাইলে এই গুলোর উপর প্রস্তুতি নিতে পারেন। আসুন আমরা এক এক করে কিছু প্রশ্নের সমাধান গুলো দেখে নেই। আশা করি এখান থেকে প্রশ্ন কমন পডবে।
সমাজকর্মী (ইউনিয়ন) চূডান্ত সাজেশন ডাউনলোড
ইউনিয়ন সমাজকর্মী চূড়ান্ত সাজেশন
– বাংলা : ধ্বনি ও বর্ণ, শব্দ, সন্ধিবিচ্ছেদ, এককথায় প্রকাশ, সমাস, বানান শুদ্ধ, বিরামচিহ্ন, প্রকৃতি, কারক।
– সাহিত্য : যুগ, উক্তি, ছদ্মনাম, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর।
– ইংরেজি : Parts of speech, Voice change, Number, Synonyms-Antonyms, Narration, Phrase and idioms, Correct speling|
– গণিত : মৌলিক সংখ্যা, গড়, অনুপাত, ঐকিক নিয়ম, লসাগু ও গসাগু,মান নির্ণয়, উৎপাদক, সূচক, ধারা, বৃত্ত, ক্ষেত্রফল ও কোণ।
– সাধারণ জ্ঞান : মুক্তিযুদ্ধ, আদমশুমারি, পদ্মা সেতু, বঙ্গবন্ধু, মেট্রো রেল, সমাজসেবা অধিদপ্তর, জাতিসংঘ এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়াবলি।
আজকে সমাজসেবার প্রশ্নের ফুল সমাধানঃ
ইউনিয়ন সমাজকর্মী বিগত সালের প্রশ্ন সমাধান
প্রতিষ্ঠানের নামঃ সমাজসেবা অধিদপ্তর
পদের নামঃ ইউনিয়ন সমাজকর্মী
সময়ঃ ১ ঘন্টা
পূর্ণমানঃ ৭০
সমাজকর্মী (ইউনিয়ন) প্রশ্ন উত্তর চূডান্ত সাজেশন ডাউনলোড
বাংলা অংশের সমাধানঃ
১। বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের মুখের ভাষা বাংলা? উত্তরঃ ওড়িশা
২। ‘তারিখ’ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? উত্তরঃ আরবি
৩। রিকশা কোন ভাষার শব্দ? উত্তরঃ জাপানি
৪। প্রচলিত বিদেশী শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দ কে কী বলে? উত্তরঃ পারিভাষিক শব্দ
৫। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তরঃ ২৫ টি
৬। ব্রহ্মপুত্র শব্দের ‘হ্ম’ যুক্তবর্ণটি কোন বর্ণের সংযুক্ত রুপ? উত্তরঃ হ্+ম
৭। উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উত্তরঃ উপর্যুক্ত
৮। নিচের কোনটি রুপক কর্মধারয় সমাসের উদাহারন? উত্তরঃ মনমাঝি
৯। ‘আছো তুমি জগৎ মাঝারে’। এখানে ‘ মাঝারে’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত? উত্তরঃ ব্যাপ্তি
১০। ‘বিশ্বজনের হিতকর’ এককথায় কি বলে? উত্তরঃ বিশ্বজনীন
১১। ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী? উত্তরঃ অর্থের কুপ্রভাব
১২। একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কী চিহৃ বসে? উত্তরঃ কোলন
১৩। ‘অন্ধবধু’ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ রয়েছে? উত্তরঃ চোখ গেল
১৪। ‘বন্যেরা বন্যে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’ এটি কী? উত্তরঃ প্রবাদ
১৫। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কী? উত্তরঃ অগ্নিবীণা
১৬। ‘প্রবাসের দিনগুলি’ কার রচিত? উত্তরঃ সৈয়দ মুজতবা
১৭। ‘ভানু সিংহ’ কার ছদ্মনাম? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১৮। অন্নদামঙ্গল কাব্য কোন যুগের রচনা? উত্তরঃ মধ্যযুগ
১৯। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক- উত্তরঃ মাইকেল মধুসধূন দত্ত
২০। ‘যদ্যপি ‘ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ যদি+ অপি
ইংরেজি অংশের সমাধানঃ
২১। কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ Commission.
২২। People শব্দটির Adjective — উত্তরঃ populous
২৩। He is innocent…? the charge. উত্তরঃ of
২৪। Deny শব্দটির Noun__ উত্তরঃ Denial
২৫। He has no control…. himself. উত্তরঃ over
২৭। কোনটি Material Noun নয়? উত্তরঃ paper
২৮। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে? উত্তরঃ Chaucer
২৯। কোনটি শুদ্ধ বানান? উত্তরঃ possession
৩০। কোনটি Verb? উত্তরঃ Feed
৩১। ‘My Allah help’ what kind of sentence? উত্তরঃ Optative
৩২। ‘Gentle ‘ এর বিপরীত কোনটি? উত্তরঃ Rude
৩৩। Homely কোন Parts of speech? উত্তরঃ Adjective
৩৪। Thiefএর Plural কোনটি? উত্তর: Thieves
৩৫। Students are concerned…their result. উত্তরঃ with
৩৬। Climate হলো? উত্তরঃ জলবায়ু
৩৭। কোনটি স্ত্রীবাচক শব্দ? উত্তরঃ Queen
৩৮। Beautiful শব্দটি কোন Parts of speech? উত্তরঃ Adjective
৩৯। Parts of speech কত প্রকার? উত্তরঃ ৮ প্রকার
৪০। Truth শব্দটির Adjective হবে? উত্তরঃ None of them
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
৪১। বঙ্গবঙ্গ রদ হয় কোন সালে? উত্তরঃ ১৯১১
৪২। বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখ? উত্তরঃ ১৭ মার্চ
৪৩। স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতিক কত জন? উত্তরঃ ২ জন
৪৪। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? উত্তরঃ সেন্টমার্টিন
৪৫। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তরঃ তাজিনডং
৪৬। বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে? উত্তরঃ রাজশাহী
৪৭। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কী? উত্তরঃ শাপলা
৪৮। হাইতির রাজধানী – উত্তরঃ পোর্ট অব প্রিন্স
৪৯। সুইডেনের মুদ্রার নাম কী? উত্তরঃ ক্রোনা
৫০। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? উত্তরঃ নীলনদ
৫১। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়য় কত সালে? উত্তরঃ ১৯১৪
৫২। টি-২০ বিশ্বকাপ ২০১৬ এর চ্যাম্পিয়ন দেশ কোনটি? উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ
৫৩। আন্তর্জার্তিক প্রতিবন্ধী দিবস কোনটি? উত্তরঃ ৩ ডিসেম্বর
৫৪। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? উত্তরঃ অ্যান্টোনিও গুতেরেসে
৫৫। শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি? উত্তরঃ ১৪ ডিসেম্বর
৫৬। বার্ষিক ৫% হারে ৭৫০ টাকার ৪ বছরের মুনাফা কত? উত্তরঃ ১৫০ টাকা
৫৭। করিম ও রহিমের বেতনের অনুপাত ৭ঃ৫ করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪০০ টাকা বেশি রহিমের বেতন কত? উত্তরঃ ১০০০ টাকা
৫৮। ৪০-১০০ পর্যন্ত বৃহত্তম ওক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? উত্তরঃ ৫৬
৫৯। শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরের সুদ আসলের ১/৫ অংশ হবে। উত্তরঃ ২০%
৬০। কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটি ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত? উত্তরঃ ৩৬
৬১। x-2y= 8,3x-2y = 4 সমীকরণ জোটে x এর মান কত? উত্তরঃ -2
৬২। ১+২+৩+৪+……..৯৯= কত? উত্তরঃ ৪৯৫০
৬৩। x-4=x-4/x সমীকরণের সমাধান— উত্তরঃ কোনোটাই নয়
৬৪। বড় সংখ্যাটি কত? উত্তরঃ 2(x+2)
৬৫। ABC ত্রিভুজের পরিসীমা কত একক? উত্তরঃ ৩
৬৬। যে কোনের ডিগ্রি পরিমাপ ৯০ ডিগ্রী তাকে কী বলে? উত্তরঃ সমকোণ
৬৭। যে ত্রিভুজের তিন কোন সমান। তাকে কোন ধরনের ত্রিভুজ বলে? উত্তরঃ সমকোণ
৬৮। x:y=5:6 হলে 3x:5y= কত? উত্তরঃ 1:2
৬৯। একটি সংখ্যা ৭৪২ হতে যত বড় ৮৩০ থেকে ততছোট, সংখ্যাটি কত? উত্তরঃ ৭৮৬
৭০। নিচের কোনটি মৌলিক সংখ্যা? উত্তরঃ ৪৭