সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির-২০২৫ লটারি রেজাল্ট-GSA Merit List & Waiting List

বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড এর সকল সরকারি স্কুল ভর্তি লটারি ফলাফল ২০২৫ প্রকাশিত হয়েছে। এছাডা ও একই দিন বেসরকারি বিদ্যালয় এর জেলা ও মহানগর এর স্কুল সমূহ ভর্তি লটারি ফলাফল লটারির মাধ্যমে প্রকাশিত হচ্ছে। ডিজিটাল লটারি অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর ২০২৪  তারিখ সকাল ১০টায়। সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি – ২০২৫ লটারি ফলাফল অনলাইনের মাধ্যমে দেখতে পাবেন। ভর্তি ফলাফল শিক্ষা উপদেষ্টা আন্তর্জাতিক

শিক্ষা উপদেষ্টা ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং তিনি সরাসরি লটারির উদ্বোধন করবেন। যেহেতু সারাদেশে একযোগে ফলাফল প্রকাশ করা হচ্ছে, তাই ফলাফল দেখতে আপনাকে সরাসরি জিএসএ টেলিটকের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। আপনি যে শিক্ষা বোর্ড থেকে আবেদন করেছেন সেখান থেকেও ফলাফল দেখতে পারবেন। আপনি চাইলে সেই স্কুলের নিজস্ব ওয়েবসাইট থেকে আসন থাকলে স্কুল ভিত্তিক ফলাফল দেখতে পারেন। দেরি করবেন না এবং সবার আগে ফলাফল দেখার পদ্ধতিগুলি দেখুন।

সরকারি বিদ্যালয় ভর্তি ২০২৫ লটারি রেজাল্ট Merit List PDF

বেসরকারি বিদ্যালয় ভর্তি ২০২৫ লটারি রেজাল্ট Merit List PDF

সরকারি ও বেসরকারি ভর্তির ফলাফল পিডিএফ ২০২৫

ফলাফল সরাসরি দেখতে ভিজিট করুণ gsa.teletalk.com.bd

সরকারি বিদ্যালয় ভর্তি ২০২৫ লটারি রেজাল্ট যেভাবে দেখবেন

সরকারি প্রয়াথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ভর্তি জন্য অনুষ্ঠিত আবেদন কারীদের জন্য লটারির শিক্ষাবর্ষে ২০২৫ ফলাফল ১৭ ডিসেম্বর, ২০২৪ তারিখ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে। লটারির ফলাফল দেখার পব্ধতি জেনে নিন।

সরকারি স্কুলে ভর্তি লটারি ফলাফল যেভাবে দেখবেনঃ 

  • প্রথমেই সরকারি বিদ্যালয় ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট gsa.teletalk.com.bd  ভিজিট করুণ।
  • এবার সরকারি বিদ্যালয় ভর্তি লটারি মেধা তালিকা নির্বাচন করুণ।
  • এবার আপনার অ্যাপ্লিকেশান আইডি প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করুণ
  • যে স্কুলে লটারিতে নাম এসেছে সেই স্কুল নাম চলে আসবে।

প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড:

  • এছাডা আপনার পছন্দক্রম ৫টি বিদ্যালয় এর ওয়্ববসাইট এর নোটিশ দেখতে পারেন এবং সোসাইল মিডিয়া প্রকাশিত হতে পারে ফলাফল

সরকারি বিদ্যালয় ভর্তি লটারির ফলাফল ২০২৫ দেখতে ভিজিট করুণ

বেসরকারি বিদ্যালয় ভর্তি ২০২৫ লটারি ফলাফল যেভাবে দেখবেন

২০২৫ সালের নতুন শিক্ষাবর্ষের ভর্তি ফলাফল সকল মহানগর ও জেলা সদরের বিদ্যালয় সমূহের বেসরকারি বিদ্যালয়ে ভর্তি লটারি রেজাল্ট দেখার জন্য আপনি অনলাইনে এবং মোবাইল এসএমএস-এর মাধ্যমে সহজেই ফলাফল জানতে পারবেন।

অনলাইনে ফলাফল দেখার নিয়ম:

বিদ্যালয় ওয়েবসাইট ভর্তি লটারি PDF ডাউনলোড

  • বিদ্যালয় ভর্তি জন্য নিজস্ব ওয়েবসাইটে রেজাল্ট তালিকা (PDF) ফাইল ডাউনলোড করুণ
  • এবার এখান থেকে আবেদন ক্রমিক নাম্বার সাথে এখানে দেওয়া ফলাফল মিলিয়ে নিন।

বিদ্যালয় ফলাফল মোবাইল SMS মাধ্যমে দেখুন

মোবাইল এসএমএস টেলিটক এর মাধ্যমে ফলাফল দেওয়ার জন্য  ফোন থেকে নির্দিষ্ট ফরম্যাটে এসএমএস পাঠিয়ে ফলাফল দেখতে পারবেন।

এসএমএস ফরম্যাট:

 GSA<User ID> লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে

উদাহরণ: GSA 123456 লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে

ফিরতি ম্যাসেজে আপনি যে স্কুলে উত্তিন্ন হয়েছেন সেই স্কুলে নামে রিপলে ম্যাসেজ অভিনন্ধন পাবেন।

বাংলাদেশের সকল সাধারণ শিক্ষা বোর্ড: মাধ্যমিক ভর্তি লটারি রেজাল্ট ২০২৫

  1. ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইট: www.dhakaeducationboard.gov.bd
  2. চট্টগ্রাম শিক্ষা বোর্ড ওয়েবসাইট: www.bise-ctg.gov.bd
  3. রাজশাহী শিক্ষা বোর্ড ওয়েবসাইট: www.rajshahieducationboard.gov.bd
  4. কুমিল্লা শিক্ষা বোর্ড ওয়েবসাইট: www.comillaboard.gov.bd
  5. যশোর শিক্ষা বোর্ড ওয়েবসাইট: www.jessoreboard.gov.bd
  6. বরিশাল শিক্ষা বোর্ড ওয়েবসাইট: www.barisalboard.gov.bd
  7. সিলেট শিক্ষা বোর্ড ওয়েবসাইট: www.sylhetboard.gov.bd
  8. দিনাজপুর শিক্ষা বোর্ড ওয়েবসাইট: www.dinajpureducationboard.gov.bd
  9. ময়মনসিংহ শিক্ষা বোর্ড ওয়েবসাইটঃ https://www.mymensingheducationboard.gov.bd/

সরকারি ও বেসরকারি বিদ্যালয় ভর্তি ২০২৫ বয়সের তালিকা

২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য বিভিন্ন শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে নির্ধারিত বয়সের তালিকা নিচে টেবিল আকারে দেওয়া হলো:

১ম শ্রেনীতে ভর্তি জন্ম তারিখ সর্বনিম্ন ০১ জানুয়ারি ২০২০ এবং সর্বচ্চো ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখ হতে হবে। তবে সাধারণ ভাবে আবেদনের ক্ষেত্রে শিক্ষাবর্ষ  ২০২৫ ভর্তি জন্য ৬+ বছর হতে হবে।

শ্রেণী সর্বনিম্ন বয়স (যথাযথ তারিখে) সর্বাধিক বয়স (যথাযথ তারিখে)
১ম শ্রেণী ৫ বছর (০১ জানুয়ারি ২০২০) ৭ বছর (৩১ ডিসেম্বর ২০১৭)
২য় শ্রেণী ৬ বছর (০১ জানুয়ারি ২০১৯) ৮ বছর (৩১ ডিসেম্বর ২০১৬)
৩য় শ্রেণী ৭ বছর (০১ জানুয়ারি ২০১৮) ৯ বছর (৩১ ডিসেম্বর ২০১৫)
৪র্থ শ্রেণী ৮ বছর (০১ জানুয়ারি ২০১৭) ১০ বছর (৩১ ডিসেম্বর ২০১৪)
৫ম শ্রেণী ৯ বছর (০১ জানুয়ারি ২০১৬) ১১ বছর (৩১ ডিসেম্বর ২০১৩)
৬ষ্ঠ শ্রেণী ১০ বছর (০১ জানুয়ারি ২০১৫) ১২ বছর (৩১ ডিসেম্বর ২০১২)
৭ম শ্রেণী ১১ বছর (০১ জানুয়ারি ২০১৪) ১৩ বছর (৩১ ডিসেম্বর ২০১১)
৮ম শ্রেণী ১২ বছর (০১ জানুয়ারি ২০১৩) ১৪ বছর (৩১ ডিসেম্বর ২০১০)
৯ম শ্রেণী ১৩ বছর (০১ জানুয়ারি ২০১২) ১৫ বছর (৩১ ডিসেম্বর ২০০৯)

বিদ্যালয় ভর্তি  জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন

  • ভর্তি লটারিতে নির্বাচিত হলে, প্রাপ্ত সিলিপ জমা দিতে হবে।
  • শিক্ষার্থীর বয়স প্রমাণের জন্য ডিজিটাল জন্ম নিবন্ধন সনদপত্র জমা দিতে হবে।
  • শিক্ষার্থীর ২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  • ২য় শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত পূর্ববর্তী স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট (TC) অথবা সর্বশেষ পরীক্ষার মার্কশিট
  • শিক্ষার্থীর পিতামাতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • ভর্তির জন্য ঠিকানা প্রমাণের জন্য বাসস্থানের বিদ্যুৎ বিল/গ্যাস বিল ডকুমেন্ট জমা দিতে হবে
  • আবেদন ফরম পূরণকৃত প্রাপ্ত অনলাইন আবেদন পত্রের প্রিন্ট কপি।