এইচএসসি পরীক্ষা ২০২২ সকল পরিক্ষার্থীদের জন্ বাংলা ২য় পত্র ও ইংরেজি ১ম ও ২য় পত্রের সিলেবাস সংশোধন করে নতুন সংক্্ষিপ্ত সিলেবাস করে প্রকাশ করা হয়েছে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকা এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। নোটিশ দেখতে ক্লিক করুন।
এইচএসসি নতুন সিলেবাস পেতে এখানে ক্লিক করুন।
SSC ২০২২ পরীক্ষা কবে হবে জেনে নিন।
করোনার কারণে এই বছরের পরীক্ষা সময় মতো নেওয়া যাচ্ছে না তাই শিক্ষা বোর্ড কবে পরীক্ষা নিবে তা জানিয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর তপন কুমার সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২২ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে জুন মাসে।
আপনারা যারা এইচএসসি ২০২২ পরীক্ষা দিবেন, আপনাদের জন্যে ২০২২ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্র ও ইংরেজি ১ম ও ২য় পত্রের পাঠ্যসূচিঅধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করা হয়েছে। নিচে সিলেবাস দেখুন।
HSC Short Syllabus [Batch 2022]
বাংলা ১ম পত্র (পূর্ণমানঃ-৫০)
(সাহিত্যপাঠ)
গদ্যঃ- অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি-পিসি, বায়ান্নর দিনগুলো, রেইনকোট।
পদ্যঃ- সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারেই পড়ে মনে, আঠারো বছর বয়স, ফেব্রুয়ারি ১৯৬৯, আমি কিংবদন্তির কথা বলছি।
সহপাঠঃ-
নাটক- “সিরাজউদ্দৌলা”
উপন্যাস- “লালসালু”
[ মান বন্টনঃ- এমসিকিউ-২০, সৃজনশীল-৩০]
বাংলা ২য় পত্র (পূর্ণমানঃ- ৫০)
ব্যাকরণ অংশ (১৫ নম্বর)
১.বাংলা উচ্চারণের নিয়ম অথবা, বাংলা বানানের নিয়মরীতি ও শুদ্ধ বানান।…….(৫)
২. বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি অথবা, ব্যাসবাক্যসহ সমাস নির্ণয়।…….(৫)
৩.বাক্যতত্ত্ব অথবা, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ।……..(৫)
নির্মিতি অংশ (৩৫ নম্বর)
১. পারিভাষিক শব্দ থেকে ১টি ও অনুবাদ থেকে ১ টি মোট ২ টি প্রশ্ন থাকবে (যে কোনো ১ টি প্রশ্নের উত্তর লিখতে হবে)………(৫)
২. আবেদন পত্র থেকে ১টি ও প্রতিবেদন রচনা থেকে ১ টি মোট ২ টি প্রশ্ন থাকবে (যে কোনো ১ টি প্রশ্নের উত্তর লিখতে হবে)………(১০)
৩. সারাংশ/সারমর্ম থেকে ১ টি ও ভাবসম্প্রসারণ থেকে ১ টি মোট ২ টি প্রশ্ন থাকবে (যে কোনো ১ টি প্রশ্নের উত্তর লিখতে হবে)………(১০)
৪. সংলাপ থেকে ১ টি ও খুদে গল্প রচনা থেকে ১ টি মোট ২ টি প্রশ্ন থাকবে (যে কোনো ১ টি প্রশ্নের উত্তর লিখতে হবে)………(১০)
English 1st Paper: (Full Marks:-50)
English For Today (Text Book):-(30)
Unit:- 1, Lesson:- 1,2,3
Unit:- 3, Lesson:- 1,2,3
Unit:- 4, Lesson:- 1,2,3
Unit:- 6, Lesson:- 1,2,3,4
Unit:- 8, Lesson:- 1,2,3,4,5
Unit:- 12, Lesson:- 1,2,3,4,5
Marks Distribution:-
1. Multiple Choice Question (Seen passage)……(05)
2. Short Question/Answer (Seen Passage)……(08)
3. Synonym/Antonym (Seen Passage)……(05)
4. Clause Test Without Clues (Unseen Passage)…….(04)
5. Rearranging (Unseen Passage)…….(08)
Writing Part:- (20)
1. Paragraph……(07)
2. Story……(07)
3. Summary…….(06)
English 2nd paper: (Full Marks:-50)
Grammar Part…..(30)
1. Gap filling activities without clues (for preposition)……..(05)
2. Gap filling activities with clues………(05)
3. Completing Sentences (with clues/phrases)……..(05)
4. Use Of Verbs
এইচ এসসি নতুন সিলেবাস পেতে এখানে ক্লিক করুন।
নতুন সিলেবাস নাম্বার বন্টন
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মাসের ৭ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২২ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্র ও ইংরেজি ১ম ও ২য় পত্রের পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়। নতুন পুনর্বিন্যাসে বাংলা ২য় পত্রের ব্যাকরণ থেকে ১৫ নম্বর থাকবে। আর নির্মিতি হিসেবে থাকবে ৩৫ নম্বর।
উল্লেখ্য, ২০২২ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে জুন মাসে। আর এইচএসসি পরীক্ষা নেওয়া হবে আগস্টে।
এইচএসসি নতুন সিলেবাস পেতে এখানে ক্লিক করুন।