কাঁঠাল দিয়ে তৈরি কিছু চমৎকার খাবারের রেসিপি!!!!!!

আজ আমারা জানবো কাঁঠাল দিয়ে কিছু চমৎকার খাবার তৈরির কৌশল। যা শুধু বানিজ্যিক করনেই নয় ঘরে বসেই তৈরি করেই আপায়ন করাতে পারেন অতিথি ও পরিবারের সদস্যকে। কাঁঠালের চিপস শুনে চমকে উঠলেন না ঠিকই শুনছেন, এটা নতুন হলেও এগিয়ে গিয়েছে ভিয়েতনাম ফিলিপাইন এবং আমাদের পাশবর্তী দেশ ভারত।
কাঁঠাল এখন বার মাস হচ্ছে তাই আরো বেশি সুবিধা হয়ে গেলো বিভিন্ন রকম মুখ রুচিকর খাবার। বাংলাদেশে এখন কাঁঠালের চিপস নিয়ে কেজিএফ এর অর্থায়নে গবেষণা চালাচ্ছে ‘BARI’.

কাঁঠালের বিভিন্ন রেসিপি দেখুন এখানে

কাঁঠালের চিপস

চিপস তৈরিতে খাজা কাঁঠাল টাইপ লাগবে বেশি পাকা না হলুদ হয়ে আসে এমন সময় চিপস তৈরিতে উপযোগী। প্রথমে কাঁঠালের চামড়া ফেলে টুকরো করে কোস গুলো বের করে পরিমান মত স্লাইসিং করে নিতে হবে। এর ফ্রিংজিং করে নিতে হবে সর্ব নিম্ন ১২ ঘন্টা। এরপর এগুলো বের করে পানি জড়িয়ে ফ্রাই করে নিতে হবে। যাতে মচমচ হয় এমন ভাবে ভাজতে হবে।এরপর তেল সরিয়ে নেওয়ার জন্য মোটা টিস্যুর উপরে রাখবেন। এরপর চিপস এর মসলা- রসুনগুড়া,চমেটোগুড়া,সাইট্রিট এসিড,টেস্টি সল্ট, চিনি, খাবার লবন,চাটমসলা এগুলো সবই আপনাদের স্বাদ মত দিবেন।৷ সংরক্ষণ করেও রাখতে পারেন কিছুদিন এই চিপস।

 

কাঁঠালের সত্ত্ব

খুব পাকা কাঁঠালের কোস কে বীজ ছাড়িয়ে নিয়ে ব্লেন্ড করে নিয়ে তার সাথে পরিমান মত চিনি, জিরা গুড়া,শুকনো মরিচের গুড়া, লবন, পাঁচফোড়নগুড়ো একত্রে ভালো করে মিশিয়ে জ্বাল দিতে হবে মিড়িয়াম আচে। এরপর যখন একটু খামি হয়ে আসবে তখন একটা ট্রেতে সরিষার তেল মাখিয়ে সেটাতে ডেলে রৌদে শুকিয়ে নিতে হবে।

কাঁঠালের জ্যাম

ব্লেন্ড করা কাঁঠাল এর পালপ জ্বাল দিয়ে কিছু পরে এর সাথে পরিমান মত চিনি ও লেবুর রস মিসিয়ে চুলায় জ্বাল দিতে হবে ৪০মিনিট। যে পাত্রে জ্যাম রাখা হবে তা কাঁচের হতে হবে। যদি কিছুদিন সংরক্ষণ করতে চান তাহলে পাত্রটি গরম পানিতে ফুটিয়ে নিতে হবে। এরপর পাত্রে সংরক্ষণ করুন।

কাঁঠালের কেক

কেক তৈরিতে ব্লেন্ড করা কাঁঠালের পার্লের সাথে পরিমান মত ময়দা, ডিম, চিনি,তেল এবং ব্রেকিংপাউডার আর যদি কাঁঠালের ফ্লেভারের বাহিরে আপনাদের ফ্লেভারের প্রয়োজন হয় তাহলে আপনাদের পছন্দ মত ভেনিলা এসেন্স দিতে পারেন। এরপর এগুলো একত্রে করে বেটার তৈরি করে চুলা/ওভেন এ দিয়ে তৈরি করে ফেলুন কেক।

কাঁঠালের পিঠা

পাকা কাঁঠাল এর পেস্ট এর সাথে চালের গুড়া, চিনি, নারকেল, দারচিনি, এলাচ দিয়ে খামি বা সিদ্ধ পূর করে নিতে হবে। এরপর এই খামি দিয়ে কাঁঠালের পাক্কান পিঠা বানিয়ে তেলে ভেজে পরিবেশন করুন। এই পিঠা বানানের জন্য কাঁঠালের কোস শুঁকিয়ে ব্লেন্ড করে গুড়ি করে রেখে যখন তখন পিঠা, পায়েস, কেক বানিয়ে ফেলুন। সত্যিই এর স্বাদ অতুলনীয়।

কাঁঠালের আইসক্রিম

কাঁঠালের কোস শুঁকিয়ে ব্লেন্ড করে গুড়ি বা পাকা কাঁঠাল এর পেস্ট আইসক্রিম পাউডারের সাথে মিশিয়ে তৈরি করতে পারেন কাঁঠাল ফ্লেভারের আইসক্রিম।
আইসক্রিম এর মত দই ও বানানো যায়।
কাঁঠাল দিয়ে আরো বানানো যায় কাঁঠালের হালুয়া, কাঁঠালের বড়া, গোল্লা পিঠা ইত্যাদি।

কাঁচা কাঁঠাল রান্নার কিছু বিশেষ রেসিপি

কাঁঠাল রান্না

কাঁঠাল মাংস বিশেষ করে গরুর মাংস, চিংড়ি মাছ, মসলা দিয়ে ভেজা হয়। কাঁঠালের বহুল পরিচিত একটা রান্না নিরামিষ কিছু অঞ্চলে কতু,ইঁচড়,এঁচোড় বলে।

কাঁঠাল -মাংস রেসিপি

কাঁঠাল একটু বড় হয়ে আসলে পরিপক্ব হয়ে উঠলে সেই কাঁঠাল কেটে ছিলে কিউব কিউব করে কেটে নিতে হবে এরপর গরম পানিতে লবন,হলুদ দিয়ে ভাপ দিয়ে নিতে হবে। এরপর গরুর মাংস, মাংসের সকল মসলা দিয়ে কসিয়ে নিয়ে এতে কাঁঠাল সিদ্ধ দিয়ে মাখা মাখা করে রান্না করে নিতে হবে ৪০ মিনিট। এরপর নামিয়ে পরিবেশন করুন।

কাঁঠাল ভাজা

কাঁঠালের ভিতরে মোটা একটা অংস থাকে এটা পাতলা করে গোল গোল করে কেটে নিয়ে ধুয়ে পানি জরিয়ে মসলা- আদা,রসুন বাটা, হলুদ, মরিচ,লবন মাখিয়ে কিছু সময় রেখে দিয়ে তেলে ভেজে নিন।এরপর পরিবেশন করুন। খেতে খুবই স্বাদ। কাঁঠালের বাকি অংশ গুলো সিদ্ধ করে মাংস রান্নায় যে মসলা ইউজ করা হয় সেই মসলা ব্যবহার করে সিদ্ধ কাঁঠাল রান্না করে শুকনো হয়ে আসলে নামিয়ে পরিবেশন করুন।

কাঁঠাল -চিংড়ি

সিদ্ধ কাঁঠাল ও জোল করা চিংড়ি এর সাথে, আস্ত রসুনের কোস, পেঁয়াজ কুঁচি দিয়ে রান্না করে পরিবেশন করে নিন।

কাঁঠাল নিরামিষ

এটা অঞ্চল ভেদে একেক জায়গায় এক এক ভাবে রান্না হয় এর নাম যেমন দক্ষিণ অঞ্চলে নিরামিষ, গাজীপুরে কতু ইঁচড়,এঁচোড়। রেসিপি – পরিপক্ব কাঁঠাল ভাপ দিয়ে, ডাল- মসুর,মোগ,খেসারি, সয়াবিন,সিম,কালাই,মটর ভেজে নিতে হবে। সবজি-গোল আলু,মিষ্টি আলু,মিষ্টি কুমড়া,পেঁপে, কাঁচা কলা, মোটা ডাটা, করলা, পটল,চিচিঙ্গা/কই, মিষ্টিকুমড়া শাকের ডাটা, সজিনা, থানকুনি পাতা, বনকচু/বনকলা/ বনআইডডা, কাঁচা মরিচ,সকল মসলা, রসুন কোস আস্ত, পেঁয়াজ কিউব করে কাটা, পাঁচফোড়ন দিয়ে বাগাড় দিয়ে ভাজা জিরাগুড়া,ধনিয়াগুড়া,গোলমরিচ গুড়া দিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করুন।

কাঁঠাল রান্নার জন্য সংরক্ষণ

সংরক্ষণ এর জন্য ৩/৪ সপ্তাহে সময়ের কাঁঠাল কেটে ৪টুকরো করে ভিনেগার দিয়ে পেকেট করে ৫-১০দিন ফ্রিজে রেখেদিন। এরপর বের করে কিউব করে করে এগুলোতে রসুন,আদা,জিরা, হলুদ,মরিচ,লবন মেখে রৌদ্রে শুকিয়ে মচমচে করে সংরক্ষণ করুন।