জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ভর্তি মেধা তালিকা প্রকাশ ২০২২ [A,B,C Unit] – (Merit & Waiting)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তির মেধা তালিকা (জগন্নাথ পরীক্ষা পরীক্ষা ফলাফল দেখুন) আজ ৪ নভেম্বর  ২০২২ প্রকাশিত হয়েছে  আজকে A,B,C ইউনিট এর রেজাল্ট প্রকাশ করা হয়েছে। ৪ নভেম্বর নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে।

আপনি কি জবি ভর্তির ফলাফল ২০২২ খুঁজছেন? যদি হ্যাঁ হয় তবে আপনি সঠিক যায়গায় আছেন আমাদের এই নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফল ২০২২ এর তত্ত্ব সংগ্রহ করুন। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির মেধা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং ২০২২ সালের ফলাফলের জন্য অপেক্ষা করতে যাচ্ছি।

ভর্তি পরীক্ষা কর্তৃপক্ষের মতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে তিন ইউনিটে ২ হাজার ৭০০ আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছেন ৪০ হাজার শিক্ষার্থী। আসন প্রতি লড়ছেন ১৪ জন।  শিক্ষার্থী A , B, C ইউনিট এর জন্য আবেদন করেছে। শুধুমাত্র মেরিট পজিশনের শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও একটি 800 অপেক্ষমাণ তালিকা ফলাফল এক্সটেনশন উপলব্ধ আছে. মার্কশিট সহ বিস্তারিত ফলাফল পোস্টে পাওয়া যায়।

রেজাল্ট দেখতে নিচের ক্লিক হেয়ার এ ক্লিক করুণ

ফলাফল দেখার জন্য সঠিক ভাবে তথ্য প্রদান করতে হবে।


ইউনিট/ বিভাগ
এইচএসসি/ সমমান এর রোল নাম্বার
এসএসসি/ সমমান এর রোল নাম্বার
GST ভর্তি পরীক্ষার রোল নাম্বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি মেধা তালিকা প্রকাশ হয়েছে রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।

ভর্তি সংক্রান্ত সব তথ্য https://admission.jnu.ac.bd এবং www.jnu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

জবি ফলাফল মেধাতালিকা ২০২২ যেভাবে ডাউনলোড করবেন

২০২২ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফলাফল ডাউনলোড করার জন্য কিছু সহজ পদ্ধতি উপলব্ধ রয়েছে৷ সেই বিকল্পগুলি নীচের নির্দেশে উপলব্ধ রয়েছে, আপনি অনুসরণ করতে পারেন এবং দ্রুত এই ফলাফল পেতে পারেন:

  1. প্রথমে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তির ওয়েবসাইটে যান
  2. অফিসিয়াল ওয়েবসাইট দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন www.admission.jnu.ac.bd/adn২০২২/result/
  3. এবার বাম সাইডবার থেকে লগইন অপশনে ক্লিক করুন
  4. এই বক্সে আপনার বিস্তারিত তথ্য দিন এবং লগইন বোতামে আবার ক্লিক করুন
  5. এখন আপনি একটি বরাদ্দ বিষয় সহ একটি প্রোফাইলে আপনার ফলাফল দেখতে পারেন৷

জবি A ইউনিটের ফলাফল ২০২২

আজকে ভর্তির ফলাফল এর মেধা তালিকা প্রকাশ হয়েছে । ৩টি  ইউনিটের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আমরা আপনাকে সমস্ত ইউনিটের জন্য পৃথক ফলাফল দেখাতে যাচ্ছি। এখানে জবি A ইউনিটের ফলাফল ২০২২ দেওয়ার হয়েছে আসুন দেখে নেই রেজাল্ট।

Jagannath University, Admission 2020-21
Unit-A(Science)
1st Merit List

1st Merit list of Unit-A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের B ইউনিটের ফলাফল ২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বি ইউনিটের বিষয় পছন্দের ফলাফল ২০২২ ডাউনলোড করতে পারেন। আপনি এটি PDF ডাউনলোড করতে পারেন। সুতরাং, যারা বি ইউনিট এর জন্য ভর্তি হবেন তাদের জন্য যাদের ২০২২ সালের জন্য শুধুমাত্র B ইউনিট পরীক্ষার ফলাফল প্রয়োজন।

Jagannath University, Admission 2020-21
Unit-B(Humanities)
1st Merit List
The result has been published with the order of Honorable Vice-Chancellor

1st Merit list of Unit-B

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের ফলাফল ২০২২

জবি C ইউনিটের ভর্তি জনতিমেধা তালিকা প্রকাশ হয়েছে। এখানে তারা বাণিজ্য গ্রুপের ভর্তি বিষয় পছন্দের ফলাফল পেতে পারে। সুতরাং, একজন আবেদনকারী মার্ক শীট এবং PDF ফাইল ফর্ম্যাটে ফলাফল ডাউনলোড করতে পারেন। আসুন রেজাল্ট দেখে নেই।

Jagannath University, Admission 2020-21
Unit-C(Business Studies)
1st Merit List

1st Merit list of Unit-C

ভর্তি পদ্ধতির ধাপ সমূহ

১। প্রথমে লগইন করতে হবে।
২। Home page-এ প্রদর্শিত তথ্য ঠিক থাকলে “Next” বাটনে ক্লিক করতে হবে।
৩। Form-এ সকল তথ্য পূরণ করে “Submit” বাটনে ক্লিক করতে হবে।
৪। Rocket, Nagad অথবা SureCash-এ পেমেন্ট করে “Next” বাটনে ক্লিক করতে হবে।
৫। প্রদর্শিত তথ্য ঠিক থাকলে “Final Submit” বাটনে ক্লিক করতে হবে।
৬। “Admission Form” Legal page-এ প্রিন্ট করে, অন্যান্য কাগজপত্রাদি সহ সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

JnU Admission Result২০২২

আবেদনের নূন্যতম যোগ্যতা

যে সকল শিক্ষার্থী ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি/সমমান এবং ২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারা আবেদন করতে পারবে। |

ইউনিট/বিভাগ।ন্যূনতম যােগ্যতাপরীক্ষার বিষয়
ইউনিট-১ বিজ্ঞান শাখাএসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ ৮.০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত  জিপিএ ৩.৫ এর নিচে নয়i) পদার্থবিজ্ঞান, ii) রসায়ন, iii) গণিত, আইসিটি অথবা জীববিজ্ঞান
ইউনিট-২ মানবিক শাখাএসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ ৭.০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত। এবং জিপিএ ৩.৫০ এর নিচে নয়। i) বাংলা, ii) ইংরেজি, iii) বাংলাদেশ ও সমসাময়িক বিশ্ব (শিল্প সাহিত্য অথবা আর্থ সামাজিক বিষয়ে বাংলা এবং/অথবা ইংরেজিতে সীমিত সংখ্যক বাক্য লিখতে হবে) এবং সাধারণ বুদ্ধিমত্তা
 ইউনিট-৩ বাণিজ্য শাখাএসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ ৭.৫ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত এবং গাণিতিক বুদ্ধিমত্তা, জিপিএ ৩.৬০ এর নিচে নয়।i) হিসাব বিজ্ঞান, ii) ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ব্যবসায় নীতি ও প্রয়ােগ iii) ভাষাজ্ঞান (সমসাময়িক ব্যবসায় ও অর্থনীতি সংক্রান্ত বিষয়ে বাংলা এবং ইংরেজিতে সীমিত সংখ্যক বাক্য লিখতে হবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি নোটিশ ২০২২

যেসকল শিক্ষার্থী জিএসটি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা সকলেই আবেদনের সুযোগ পাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশকৃত বিজ্ঞপ্তির ছবি এবং পিডিএফ ফাইল নিচে প্রদান করা হয়েছে। আপনারা সুবিধা অনুযায়ী ডাউনলোড করে নিতে পারবেন।

আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি

bKash অথবা SureCash অথবা Rocket মােবাইল ব্যাংকিং অথবা Teletalk এর মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি’র টাকা জমা দেয়া যাবে।

* bKash ও Rocket এর মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ ১%, SureCash এর মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ ১% তবে ৪ টাকার কম ও ৩০ টাকার বেশি নয়। Teletalk এর ক্ষেত্রে সার্ভিস চার্জ ৮% প্রযােজ্য।

ভর্তির আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.jnu.ac.bd অথবা admissionjnu.info)-এ পাওয়া যাবে। ভর্তিচ্ছ। ছাত্রছাত্রীদের সার্বিক ভর্তি প্রক্রিয়া সুষ্ঠু ও নিখুঁতভাবে সম্পাদনের জন্য ভর্তি বিজ্ঞপ্তিটি অত্যন্ত মনােযােগ সহকারে পড়া অত্যাবশ্যক।

JnU Admission Date

As the circular for GST universities admission isn’t published yet, there is no confirmation about the exam schedule to date. But as soon as the circular gets published, we will update you with all the latest information about the exam schedule and venue right here.

Unit NameDateTime
A Unit (Science)17th October ২০২২12.00 PM to 01.00 PM
B Unit (Humanities)24th October ২০২২12.00 PM to 01.00 PM
C Unit (Business Studies)1st November ২০২২12.00 PM to 01.00 PM

List of GST Universities

The following are the names of the 20 public universities under the GST admission system:

General University (9)
Science & Technology University (11)
1. Jagannath University10. Shahajalal University of Science and Technology (SUST)
2. Islamic University12. Patuakhali Science and Technology University (PSTU)
3. Sheikh Hasina University12. Fazilatunnessa Mujib University of Science and Technology
4. Khulna University13.Bangabandhu Sheikh Mujibur Rahman Digital University
5. Comilla University14. Rangamati University of Science and Technology
6. Begum Rokeya University15. Bangabandhu University of Science and Technology
7. Jatiya Kabi Kazi Nazrul University16. Pabna University of Science and Technology
8. Barisal University17. Jessore University of Science and Technology (JUST)
9. Rabindra University18. Noakhali University of Science and Technology (NSTU)
 19. Mawalana Bhashani University of Science an0d Technology (MBSTU)
 20. Haji Danesh University of Science and Technology

Jagannath University Online Application Procedure

GST [ B Unit ] Admission result ২০২২

গুচ্ছ “ক” ইউনিট রেজাল্ট ২০২২ প্রকাশিত GST Result

GST [ A Unit ] Admission Question Answer ২০২২

GST [ A Unit ] Admission Result ২০২২

bsfmstu Admission Test Circular 2020-21 |www.bsfmstu.ac.bd

PSTU Admission Test Notice 2020-21 | www.pstu.ac.bd

জবি প্রথম বর্ষের ভর্তির মেধা তালিকা প্রকাশ।Merit List