দাদাগিরি [সিজন ৯] ভুবন বাদ্যকর যে প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিলেন পুরুষ্কার

রবিবারের পর্বে দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কিছুটা মূল্যবান সময় ভাগ করে নিতে দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিলেন কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর। ডাউনলোড করুণ জি৫ এপ্স Download Zee5 Apps Free Watch Dadagiri Season 9, Watch Online আজ রাত ৯ঃ৩০ মিনিটে প্রচাদ হবে এই অনুষ্ঠানটি, আসুন দেখি কি আছে এই অনুষ্ঠান টি তে। ইতি মধ্যেই এই অনুষ্ঠান টির ট্রেইলার বের হয়েছ এবং সাডা পেলেছে নেট দুনিয়ায়।

কাঁচাবাদাম গানের স্রষ্টা এবার ‘দাদাগিরি’তে

বিশ্বজুড়ে ভাইরাল ‘কাঁচাবাদাম’। রাজ্য-দেশের গণ্ডী পেরিয়ে প্রতিবেশী দেশে তো বটেই, এমনকী ‘কাঁচাবাদাম দাদা কাঁচাবাদাম…’ গানে এখন কোমর দোলাচ্ছেন সুদূর দক্ষিণ আফ্রিকার তানজেনিয়ার নেট-সেনসেশন কিলি পলও। বাংলার বাদাম বিক্রেতার রাতারাতি ভাইরাল হওয়ার কাহিনি অনেকটা স্বপ্নের মতোই। ভাইরাল এই গানের স্রষ্টা ভুবন বাদ্যকরকে আজ রাতে ৯ঃ৩০ মিনিটে (Kacha Badam) এবার দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি ‘দাদাগিরি’তে।

ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানে তুমুল নাচ আফ্রিকান যুবকের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

‘দাদাগিরি আনলিমিটেড’-এর নবম সিজন (Dadagiri Unlimited 9) বেশ জমে উঠেছে। টেলিদুনিয়া থেকে সিনেদুনিয়ার তারকারা নিত্যদিনই রিয়ালিটি ক্যুইজ শোয়ের আসর জমাতে উপস্থিত হচ্ছেন। এবার ‘দাদাগিরি’র এক বিশেষ পর্বে অংশগ্রহণ করতে আসছেন ভুবন বাদ্যকর। এই মধ্যেই এই অনুষ্ঠানের ট্রেইলার বের হয়েছে, বাকিটা আজ রাতে দেখা জাবে

‘দাদাগিরি’তে কাঁচাবাদাম গান ভাইরাল দেখুন ভিডিওতে

দাদাগিরির আনলিমিটেড সিজন ৯ এর এই বিশেষ সেই পর্বে নাকি ‘দাদা’ সৌরভ খোদ ভুবন বাদ্যকরের কাছে ‘কাঁচাবাদাম’ গান গাওয়ার অনুরোধ রেখেছিলেন। সঞ্চালকের অনুরুধে সেই গান গেয়েওছেন ফ্লোরের সকলের সামনে তিনি। এই গানের সাথে সবাইকে মাতিয়ে তুলেন ভুবন বাদ্যকরের

এরপরই ভুবন সৌরভকে জানান যে, কাঁচাবাদাম গানটি আসলে ক্রেতাদের আকর্ষণ করতেই গাইতেন তিনি। বাংলা লোকগীতির আদলে নিজেই কথা-সুর দিয়েছেন। ভুবনের কাহিনি শুনেই শোয়ের সকল প্রতিযোগীরা তাঁকে বাহবা জানান।

দাদাগিরি’তে কাঁচাবাদাম গান ভিডিও দেখতে ক্লিক করুণ

‘দাদাগিরি’তে কাঁচাবাদাম গান দেখুন ইউটিওবে

দাদাগিরির সপমূন্ন অনুষ্ঠানটি আপনারা দেখতে পারবেন জি ২৪ ঘন্টা চ্যানেলে এছাডাও আপনারা লাইভ অনলাইনে সরাসরি দেখতে পারবেন এই অনুষ্ঠানটি , সরাসরি লাইভ দেখতে ক্লিক করুণ।

কিভাবে ভাইরাল হলো কাঁচাবাদাম গান ভাইরাল দেখুন ভিডিওতে

প্রসঙ্গত, বীরভূমের দুবারজপুর ব্লকের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ির লক্ষ্মীনারায়ণ পঞ্চায়েত এলাকায় বাস ভুবন বাদ্যকরের। গান গেয়ে বাদাম বিক্রি করেই এতদিন সংসার চলত তাঁর। তবে এক প্রতিবেশি তার এই গান ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় তাঁর এই গান প্রকাশ্যে করে দেন পরই রাতারাতি ভাইরাল হয়ে যান তিনি। বাংলাদেশের সংবাদমাধ্যমও তাঁর সঙ্গে বীরভূমে এসে দেখা করে গিয়েছে।

কাঁচা বাদাম’ খ্যাত ভুবনের কাছে বাংলাদেশি যুবক দেখুন ভিডিও তে

কাঁচাবাদাম গান ভুবন বাদ্যকরের পরিবার

একেবারে ছাপোষা সংসার। স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে কোনওমতে দিন-গুজরান হয় ভুবন বাদ্যকরের। তাঁর গাওয়া কাঁচাবাদাম গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও তাঁর সংসারের হাল এখনও ফেরেনি। অনেকেই এই গান ব্যবহার করে নিজেদের মতো করে উপার্জন করছেন, কিন্তু ভুবনের লাভের লাভ কিছুই হয়নি। এমন অভিযোগ তুলেই সম্প্রতি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ভুবন। বত্তমানে তার গানটি কপি রাইট এর আওতায় আছে।