[Live ] পদ্মা সেতু উদ্বোধন ২৫ জুন ২০২২ সরাসরি দেখুন

জনগণ বিশেষ করে দক্ষিণাঞ্চলের জনগণের কয়েক দশকের আকাঙ্ক্ষা পূরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২৫ জুন সকাল ১০টায় সেতুটি উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী বললেন, ‘বাংলাদেশের জনগণকে স্যালুট জানাই’ বক্তব্যের শুরুতে তিনি দেশবাসীকে শ্রদ্ধা ও ভালোবাসা জানান।

শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত ঘোষণার পর বাংলাদেশের জনগণ যেভাবে তার পাশে দাঁড়িয়েছিল তার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি বাংলাদেশের জনগণকে সালাম জানাই।

পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখুন Live

সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে মাওয়া সমাবেশস্থলে পৌঁছান। মাওয়ায় সুধী সমাবেশে বক্তব্য শেষে উদ্বোধনী ফলক উন্মোচন করবেন তিনি। এটি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের 21টি জেলার সাথে রাজধানী ঢাকা সহ দেশের বাকি অংশের জন্য সংযোগ, যোগাযোগ এবং সম্ভাবনার অফুরন্ত দ্বার উন্মুক্ত করবে।

“পদ্মাকন্যা” উপাধি পেলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ২৫ জুন ২০২২ তারিখে উদ্ভদন হচ্ছে সপ্নের পদ্মা সেতু। আগামী কাল উদ্ভধন করা হবে এই সেতু । এই সেতু দিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে , সময়ও কমবে বলে আশা করা যায়। চলাচল সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে আমাদের সপ্নের পদ্মা সেতু। সমীক্ষা অনুযায়ী, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হবার পর ১ দশমিক ২৩ শতাংশ হারে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি পাবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে ২ দশমিক ৩ শতাংশ।
আসুন ২৫ তারিখ এর উদ্ভধোন অনুষ্ঠান সরাসরি লাইভ দেখি, সরা সরি অনুষ্ঠান সব চ্যানেল ই দেখাবে। তবে এইসডি মানের ভালো কোয়ালিটি ভিডিও লাইভ দেখতে আমাদের এই সাইট এর সাথে থাকুন। জেনে নিন কিভাবে সরাসরি এই অনুষ্ঠান দেখবেন।

সেতু টোল বনাম ফেরির ভাড়া

পদ্মা সেতুর টোল হার মোটর সাইকেল ১০০ টাকা, কার ও জিপ ৭৫০ টাকা, পিকআপ ১২০০ টাকা, মাইক্রোবাস ১৩০০ টাকা, ছোট বাস (৩১ আসন বা এর কম) ১৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসনের বেশি) ২০০০ টাকা এবং বড় বাস (তিন এক্সেল) ২৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ছোট ট্রাক (পাঁচ টন পর্যন্ত) ১৬০০ টাকা, মাঝারি ট্রাক (পাঁচ থেকে আট টন পর্যন্ত) ২১০০ টাকা, মাঝারি ট্রাক (আট থেকে ১১ টন) ২৮০০ টাকা, ট্রাক (তিন এক্সেল পর্যন্ত) ৫৫০০ টাকা, ট্রেইলার (চার এক্সেল পর্যন্ত) ৬০০০ টাকা ধরা হয়েছে। আর চার এক্সেলের বেশি ট্রেইলারের ক্ষেত্রে প্রতি এক্সেলে ১৫০০ টাকা যোগ হবে।

সরাসরি উদ্বোধন অনুষ্ঠান দেখতে ক্লিক করুণ এখানে।

বর্তমানে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহন যাতায়াত করে মুন্সীগঞ্জের শিমুলিয়া, মাঝিকান্দি ও বাংলাবাজার ফেরিঘাট দিয়ে। এখানে ফেরিভাড়া মোটরসাইকেল ৭০ টাকা, কার বা ছোট জিপ ৫০০ টাকা, মাইক্রোবাস ৮৬০ টাকা, বড় জিপ ৮০০ টাকা, পিকআপ ৯৮০ টাকা, মিনিবাস এক হাজার ২০০ টাকা, মাঝারি বাস এক হাজার ৭১০ টাকা, বড় বাস দুই হাজার ৩১০ টাকা, ট্রাক (তিন থেকে পাঁচ টন) ১০৮০ টাকা, ট্রাক (আট টনের ওপরে) এ ১৮৫০ টাকা এবং ১০ চাকার পণ্যবাহী ট্রাক ৩৯৪০ টাকা।

এক নজরে পদ্মা সেতু তথ্য দেখে নিন

নাম : পদ্মা সেতু
দৈর্ঘ্য : ৬.১৫ কিলোমিটার
ভায়াডাক্ট (স্থলভাগে সেতুর অংশ) সহ দৈর্ঘ্য : ৯.৮৩ কিলোমিটার
প্রস্ত : ২১.৬৫ মিটার
মোট পিলারের সংখ্যা : ৪২টি
স্প্যানের সংখ্যা : ৪১টি
প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য: ১৫০ মিটার
স্প্যানগুলোর মোট ওজন: ১,১৬,৩৮৮টন
প্রতিটি পিলারে নিচে পাইলের সংখ্যা: ৬টি (কিছু কিছু পিলারে ৭টি পাইলও দেওয়া হয়েছে)
পাইলের ব্যাস: ৩ মিটার
পাইলের সর্বোচ্চ দৈর্ঘ্য: ১২৮ মিটার
মোট পাইলের সংখ্যা: ২৬৪টি ( ভায়াডাক্টের পিলারের পাইলসহ ২৯৪টি)
জমি অধিগ্রহণ: ৯১৮ হেক্টর
ব্যবহৃত স্টিলের পরিমাণ : ১,৪৬,০০০ মেট্রিক টন
নির্মাণ কাজ শুরু : ৭ই ডিসেম্বর ২০১৪
মূল সেতুর নির্মাণ কাজ শুরু : মাওয়া প্রান্তে ৬ নম্বর পিলারের কাজ দিয়ে
সক্ষমতা : দৈনিক ৭৫ হাজার যানবাহন
পানির স্তর থেকে সেতুর উচ্চতা: ১৮ মিটার
পদ্মা সেতুর আকৃতি: ইংরেজি এস (S) অক্ষরের মতো
ভ‚মিকম্প সহনশীলতা : রিক্টার স্কেলে ৮ মাত্রার কম্পন
এপ্রোচ রোডের দৈর্ঘ্য: ১২ কিলোমিটার
নদীশাসন: ১৬.২১ কিলোমিটার
সেতুর আয়ুষ্কাল: ১০০ বছর
সেতুর মোট ব্যয়: ৩০,১৯৩.৩৯ কোটি
ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে এমন জেলার সংখ্যা: ২১টি
সরাসরি উপকারভোগী মানুষের সংখ্যা: দক্ষিণপশ্চিমাঞ্চলের ৩ কোটি মানুষ
যেসব দেশের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা কাজ করেছেন : চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অট্রেলিয়া, নিউজিল্যান্ড, ন্যাদারল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ডেনমার্ক, ইতালি, মালয়েশিয়া, কলম্বিয়া, ফিলিপাইন, থাইওয়ান, নেপাল ও দক্ষিণ আফ্রিকা।

প্রকল্পের অঙ্গ(component) ভিত্তিক ব্যয় বিভাজন:

ক) মূল সেতুর ব্যয়: ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন টাওয়ার ও গ্যাস লাইনের ব্যয়সহ ১১,৯৩৮.৬৩ কোটি টাকা (বরাদ্দ ১২,১৩৩.৩৯ কোটি টাকার বিপরীতে)
খ) নদীশাসন কাজ: ৮,৭০৬.৯১ কোটি টাকা (৯,৪০০ কোটি টাকার বিপরীতে)
গ) অ্যাপ্রোচ রোড: ২টি টোল প্লাজা, ২টি থানা বিল্ডিং ও ৩টি সার্ভিস এরিয়াসহ ১৮৯৫.৫৫ কোটি টাকা (১৯০৭.৬৮ কোটি টাকার বিপরীতে )
ঘ) পুনর্বাসন ব্যয়: ১,১১৬.৭৬ কোটি টাকা (১,৫১৫ কোটি টাকার বিপরীতে)
ঙ) ভ‚মি অধিগ্রহণ: ২৬৯৮.৭৩ কোটি টাকা
চ) পরিবেশ: ২৬.৭২ কোটি (১২৯.০৩ কোটি টাকা)
ছ) অন্যান্য বেতন ভাতা, পরামর্শক, সেনা নিরাপত্তা ইত্যাদি: ১৩৪৮.৭৮ কোটি (২৪০৯.৫৬ কোটি টাকার বিপরীতে)
প্রকল্পের মোট অনুমোদিত ব্যয়: ২৭,৭৩২.০৮ কোটি টাকা (৩০১৯৩.৩৯ কোটি টাকার বিপরীতে)
সেতু উদ্বোধন: ২৫ জুন ২০২২।

পদ্মা সেতু নিয়ে কিছু তথ্য

* পদ্মা সেতুতে গাড়ির লেন থাকবে একেক পাশে দুটো করে এবং একটি ব্রেকডাউন লেন। অর্থাৎ মোট ছয় লেনের ব্রিজ হচ্ছে, যদিও একে বলা হচ্ছে ফোর লেনের ব্রিজ।

* পদ্মা সেতুর দৈর্ঘ্য (পানির অংশের) ৬ দশমিক ১৫ কিলোমিটার। তবে ডাঙার অংশ ধরলে সেতুটির মোট দৈর্ঘ্য প্রায় নয় কিলোমিটার।

* দ্বিতল পদ্মা সেতুর এক অংশ থাকবে মুন্সিগঞ্জের মাওয়ায়, আরেক অংশ শরীয়তপুরের জাজিরায়।

* সেতুর ওপরে গাড়ি চলাচল করবে, রেল চলবে নিচের অংশে দিয়ে।

* পদ্মা সেতু নির্মাণে মোট খরচ করা হচ্ছে ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। গত বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত ব্যয় করা হয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। এসব খরচের মধ্যে রয়েছে সেতুর অবকাঠামো তৈরি, নদী শাসন,