মেডিকেলে ভর্তি রেজাল্ট [এমবিবিএস ২০২৪] ভর্তি হবেন যেভাবে, জেনে নিন

মেডিকেল ভর্তি ২০২১-২২ পরীক্ষা আগামী ১লা এপ্রিল 2024 অনুষ্ঠিত হবে, এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা ২২শে এপ্রিল 2024 অনুষ্ঠিত হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৮/02/২০২২ থেকে ১০/০৩/২০২২ পর্যন্ত। মেডিকেল ভর্তি ২০২২ এর ফলাফল ভর্তি পরীক্ষার ৫-৭ দিন পরে প্রকাশিত হবে। মেডিকেল ভর্তি পরীক্ষার সারা দেশে এক সাথে অনুষ্ঠিত হবে।

সকল মেডিকেল এ মোট আসন সংখ্যা ৪৩৫০

এবছর মেডিকেলে আবেদনের ক্ষেত্রে এসেছে বেশ কিছু পরিবর্তন অনেকেই জানতে চায় কি কি পরিবর্তন এসেছে।

এইবছর আবেদনের খুবই কম সময় দেওয়া হয়েছে মাত্র ১০দিন , এছাড়া এই বছর অবেদোনের কলেজ কোড পরিবর্তন হয়েছে যেমন আগে ঢাকা মেডিকেল কলেজ ছিল এক নাম্বারে এই বছর তা পরিবর্তন হয়ে ১৯ নাম্বার হয়েছে।

মেডিকেল ভর্তি 2023-2024 সিট প্লান জেনে নিন

মেডিকেলে ভর্তি 21-24 শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা আগামী এপ্রিলের ১ তারিখ সকাল ১০ টা থেকে ১১ টায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড এবং সিট প্লান ইতিমধ্যেই আজ প্রকাশিত হয়েছে। তাই আপনার সিট প্লান এবং প্রবেশপত্র ডাউনলোড করতে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন এবং আপনার প্রবেশপত্র সংগ্রহ করুন

মেডিকেল ভর্তি 2023-2024 [ সর্বশেষ আপডেট খবর ] জেনে নিন

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ১ম বর্ষ ভর্তি পরীক্ষার আয়োজন করে।

Traits Description
মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-24 তারিখ ৯ ফেব্রুয়ারি 2024
ডেন্টাল ভর্তি পরীক্ষা 2023-24 পরীক্ষার তারিখ ৮ মার্চ 2024
এমবিবিএস আবেদন শুরুর তারিখ  2024
MBBS আবেদনের শেষ তারিখ  2024
পেমেন্ট বা আবেদনের শেষ তারিখ  2024
এমবিবিএস অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ
এমবিবিএস ফলাফলের তারিখ
বাংলাদেশে এমবিবিএস প্রথম বর্ষ মোট আসন ১০৬৯৭
এমবিবিএস সরকারি মেডিকেল আসন ৪৩৪৭
এমবিবিএস প্রাইভেট মেডিকেল সিট ৬৩৪৭
বাংলাদেশে মেডিকেল কলেজের মোট সংখ্যা  মোট ১০৭ টি( সরকারি ৩৭, প্রাইবভেট ৭০)
মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-24 মোট আবেদনকারী
মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-24 পরীক্ষায় অংশগ্রহণ করে
মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-24 মোট উত্তীর্ণ শিক্ষার্থী
এমবিবিএস ভর্তি পরীক্ষা 2023-24 পাসিং শতাংশ
পরীক্ষার কেন্দ্র তালিকা
পরীক্ষা কেন্দ্র সমস্ত মেডিকেল কলেজ এবং আশেপাশের অন্যান্য প্রতিষ্ঠান
এমবিবিএস ভর্তির ফলাফল 2024 লিঙ্ক www.dghs.gov.bd থেকে এমবিবিএস ভর্তির ফলাফল 2024
এমবিবিএস ভর্তির ফলাফল 2024 প্রকাশের তারিখ এমবিবিএস ভর্তি পরীক্ষা 2024 এর ৫-৭ দিন পর

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি দেখুন 2023-2024

মেডিকেলর এমবিবিএস ১ম বর্ষে ভর্তির জন্য প্রার্থীরা মেডিকেল ভর্তি নীতি মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার 2023-2024 অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারেন। নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী এসএসসি ও এইচএসসি মিলিয়ে ভর্তির আবেদনের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। মোট জিপিএ-৯ নির্ধারণ করা হয়েছে। এই বছর ভর্তি ক্ষেত্রে কিছু নীতিমালা পরিবত্তন হতে পারে, যোগ্যতার মানদণ্ড www.dghs.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড করুণ

 

 

মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-2024 এর জন্য যোগ্যতা বিজ্ঞপ্তি দেখুন

  • বাংলাদেশের শিক্ষার্থীরা  যারা 2023/2024 সালের এসএসসি/দাখিল বা সমমানের পরীক্ষা এবং পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা সহ সমস্ত পরীক্ষায় 2023/2024 সালের HSC/আলিম বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা এমবিবিএস মেডিকেল ভর্তি পরীক্ষায় 2023-2024 সেশনের জন্য এমবিবিএস ১ম বর্ষ আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
  • ২০২৩ সালের আগে SSC/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিকেল এমবিবিএস ভর্তি পরীক্ষা ২০২৪ এর জন্য আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না বলে জানিয়েছে ভর্তি কমিটি।
  • সকল দেশি-বিদেশী শিক্ষা কার্যক্রমে এসএসসি/দাখিল/সমমান এবং এইচএসসি/আলিম/সমমান উভয় পরীক্ষায় জিপিএ কমপক্ষে 9.00 হতে হবে। এর নিচে কেউ আবেদন করতে পারবে না।
  • দেশের সব উপজাতীয় ও পার্বত্য জেলায় অ-উপজাতি ভর্তি প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/দাখিল/সমমান এবং এইচএসসি/আলিম/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 8.00 হতে হবে। তবে কোন ভাবেই এর নিচে সিজিএ দারি রা আবেদন করতে পারবে না।
  • তবে কোনো একক পরীক্ষায় জিপিএ ৩.৫০-এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না। সকলের জন্য এইচএসসি/আলিম/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে।
  • মেডিকেল ভর্তি পরীক্ষার বিতরণ: 100 নম্বরের 100 (একশত) MCQ প্রশ্নের 1 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি টি ভুল প্রশ্নের জন্য ০.২৫ নাম্বার কাটা হবে।

আবেদন করতে ক্লিক করুণ নিচের লিঙ্কে

 

 

 

এমসিকিউ পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বরঃ

 বিষয়  নাম্বার
জীব বিজ্ঞান ৩০ মার্ক
রসায়ন ২৫ মার্ক
 পদাথ বিজ্ঞান ২০ মার্ক
 ইংরেজি  ১৫ মার্ক
সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ)  ১০মার্ক
মোট=৫টি বিষোয় মোট= ১০০ মার্ক

মেডিকেল ভর্তি 2023-2024 প্রশ্ন নমুনা দেখুন

  • ডেন্টাল এবং মেডিকেল ভর্তি বিগত সালের প্রশ্ন উত্তর
  • মেডিকেল ভর্তি পরীক্ষার পরামর্শ ২০২১

দ্বিতীয় বারের মত যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবেন

দ্বিতীয়বার এমবিবিএস ভর্তি পরীক্ষা 2023-24 পরীক্ষার্থীদের মেধা প্রাপ্ত নম্বর থেকে ০৫ (পাঁচ) নম্বর বাদ দিয়ে এবং আগের বছর সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রাপ্ত নম্বর থেকে ৭.৫ নম্বর বাদ দেওয়া হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১-২২ এর লিখিত MCQ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-24 পাস নম্বর

মেডিকেল ভর্তি জন্য নেওয়া লিখিত (MCQ) পরীক্ষায় পাস করার জন্য আপনাকে ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। যারা লিখিত MCQ পরীক্ষায় ৪০ নম্বরের কম পাবে তারা অকৃতকার্য বলে বিবেচিত হবে। শুধুমাত্র সফল বা উত্তীর্ণ প্রার্থীরাই মেধা তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এই মেধা তালিকা থেকেই, আপনি বাংলাদেশের সরকারি অথবা বেসরকারি মেডিকেল কলেজে ভতি হতে পারবেন।

মেডিকেল ভর্তি পরীক্ষায় জিপিএ-তে নম্বরের হিসাব:

এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 200 নম্বর হিসাবে বিবেচিত হবে এবং স্কোর গণনা করা হবে। আসুন দেখে নেই কি ভাবে এই হিসাব করা হয়।

  • ক) এসএসসি/দাখিল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে ১৫ গুণ ধরে হিসাব করে = ৭৫ নম্বর (সর্বোচ্চ) হবে
  • খ) HSC/আলিম/সমমান পরীক্ষায় পাপ্ GPA এর ২৫ গুণ= ১২৫ নম্বর (সর্বোচ্চ) হবে।
  • GPA তে মোট (ক+খ)  200 নাম্বারের উপর ভর্তি মেধা তালিকা প্রকাশ করা হবে।
  • MCQ ১০০ নাম্বার লিখিত।
  • মোট স্কোর ৩০০।
  • বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজে সুযোগের জন্য আগের বছর গুলো বেবচনায় আপনাকে ২৭০+ নম্বর পেতে হতে পারে।

লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি/দাখিল/সমমান এবং এইচএসসি/আলিম/সমমান পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। সেই অনুজায়ী আপনি সরকারি অথবা বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস এর ১ম বর্ষে ভর্তি হতে পারবেন।

অনলাইন ফর্ম পূরণের নিয়ম এবং ভর্তি সংক্রান্ত সমস্ত বিবরণ নিম্নলিখিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

  • Ministry of Health and Family Welfare
  • Department of Health website

আপনি যে কোণ তথ্য জন্য আমাদেরকে কমেন্ট বক্সে জানান আমরা আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্ঠা করব।