স্ক্রিনশট পাস করলেন পরীমনি ।বিদ্যা সিনহা মিমের হুমকির জন্য এখন প্রকাশ্যে আসলো তার সাথে পরিমনির স্বামীর সম্পর্কের মেসেঞ্জার চ্যাটিং।
মিমের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট ফাঁস করলেন পরীমনি। অনেক দিন ধরেই চলছে কানাঘোষা। মিমের সাথে রাজের সম্পর্ক না কি এখন অনেক গভিরে চলে গেছে।
বিয়ের পর থেকেই তারকা দম্পতি রাজ-পরীর প্রেম দেখেছেন নেটিজেনরা। তাদের পরিবার খুব খুশি ছিল। অভিনেত্রী বিদ্যা সিনহা কেন হঠাৎ পরীমনিকে নিয়ে রাজের স্ট্যাটাস দিলেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে উদগ্রীব নেটিজেনরা। ইতিমধ্যে দুই নায়িকা তাদের অবস্থান থেকে বিষয়টি তুলে ধরেছেন।
রাজ-মিমের সাথে কিসের সম্পর্ক
মিমের মতে, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্যে এক পক্ষ ঈর্ষান্বিত হয়ে তাকে আটকানোর চেষ্টা করছে এবং সব ধরনের খারাপ কাজ করছে। তাকে নিয়ে ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে মিমের প্রতি কখনো হিংসা করেননি বলে মন্তব্য করেছেন পরী। বরং রাজ-মিম জুটিকে নিয়ে আরও সিনেমা নির্মাণ করতে চান তিনি। রাজের মা নিজেই এই জুটিকে নিয়ে সিনেমা বানানোর জন্য পরিচালকদের অনুরোধ করেছিলেন। প্রমাণ হিসেবে মিমের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট ফাঁস করলেন পরীমনি।
গত ২১ সেপ্টেম্বর পরী মিমকে লিখেছিলেন, “পরিচালক ‘ইনফিনিটি সিজন 2’-এর জন্য আপনার সাথে কথা বলতে চান।” মেহেন্দি হাসিব আপনাকে নক করবে। কথা বলার চেষ্টা করুন।
জবাবে মিম লেখেন, তিনি হাসিব ভাইকে চিনি।
এরপর তিনি পরীকে লেখেন, সকালে কী করেন? বাচ্চা কি উঠলো? পরে একটি ইমোজি দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন পরীমনি।
এখন দেখা যাক পরবত্তিতে মিমের পক্ষ থেকে কি জবাব আসে। মিম কি পরি মনি সাথে আরো তরকে জডাবে না কি রাজ কে নিয়ে নতুন ভাবে ভাববে বিদ্যা সিনহা মিম।