রেজাল্ট [সি ইউনিট] বিজ্ঞান শাখা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান শাখার সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ২০২৩ ইতিমধ্যে শেষ হয়েছে নিয়ম অনুসারে ভর্তি পরীক্ষা শেষ হওয়ার ৭ দিনের ভিতরে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সেই হিসাবে আজ প্রকাশিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল।

[সি ইউনিট]  ভর্তি পরীক্ষার রেজাল্ট মেধা তালিকা দেখুন

সি ইউনিটের ভর্তি পরীক্ষা এই বছর ৭০ হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। ১৬১২টি সিটের বিপরীতে এই পরীক্ষার্থী অংশগ্রহণ করে. মোট ৪টি শিফটে এই পরীক্ষা হয়ে ছিল। রেজাল্ট প্রকাশের পরপরই বিষয় পছন্দ ক্রম এর সময়সূচী প্রদান করা হবে। যাহারা পরীক্ষায় উত্তিন্ন হবেন তাহারা বিষয় পছন্দ ক্রম দিবেন। এই পর চূড়ান্ত মেধা তালিকা তালিকা প্রকাশ করা হবে এখানে ভিজিট করুন ডাউনলোড

রাজশাহী বিশ্ববিদ্যালয় [সি ইউনিট] মেধাক্রম নির্বাচন

MCQ পরীক্ষার ফলাফলের মেধাক্রমের ভিত্তিতে প্রতিটি ইউনিটের আসন সংখ্যার ১০ গুন পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের (আসন সংখ্যার ১০ গুন) MCQ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যােগফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। চূড়ান্ত ফলাফলের মেধাক্রম অনুযায়ী পরীক্ষার্থীরা ভর্তির সুযােগ পাবে।

ভর্তি পরীক্ষার ফলাফল ডাউনলোড

রাবির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আগামী মাসে ১৩ থেকে ১৮ আগস্ট মধ্যে উত্তীর্ণ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে বিভাগ পছন্দক্রম পূরণ করতে হবে।

কোনো শিক্ষার্থী যদি নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ করতে না পারে, তা হলে ‘সি’ ইউনিটে তাঁর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি এই ইউনিটের অন্য কোনো বিভাগে আর ভর্তির সুযোগ পাবেন না। পরবর্তী সময়ে আসন শূন্য থাকা সাপেক্ষে কেবল ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিভাগ-পছন্দের ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন করা হবে এবং নোটিশের মাধ্যমে জানানো হবে।

আগামী ২৩ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পছন্দক্রম পূরণকারী শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুসারে প্রথম নির্বাচন তালিকা (মেরিট লিস্ট) প্রকাশিত হবে। এ তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ২৫-২৭ আগস্ট মধ্যে অবশ্যই ভর্তি হতে হবে। এ ছাড়া শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকা থেকে মেধা ও পছন্দক্রম অনুসারে ভর্তির জন্য নির্বাচন করা হবে। এরপর সম্ভাব্য সময়সূচি যথাসময়ে প্রকাশিত হবে।

RU C Unit Result 2023

C Unit Notice For Subject Choice (10-08-2022)

Rajshahi University C Unit Result (রেজাল্ট দেখুন এখানে)

রাজশাহী বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২২-২০২৩
রাবির গতবছরের চান্স প্রাপ্যদের ফাস্ট পজিশন ও লাস্ট পজিশন কারীদের নম্বর দেখুন
রাবিতে মোট আসন ৪১৯১ টি(প্রায়)

C- Unit( মোট আসন প্রায় ১৬১২ টি)

Group – 1:
ফাস্ট পজিশন -০৫ মোট প্রাপ্ত নম্বর : ৮৭.৫০ ( ১০০ নম্বর এর মধ্যে)
লাস্ট পজিশন -২৯৯৫ মোট প্রাপ্ত নম্বর : ৫৭ ( ১০০ নম্বর এর মধ্যে)
Group -2:
ফাস্ট পজিশন -০৫ মোট প্রাপ্ত নম্বর : ৮১.৫০ ( ১০০ নম্বর এর মধ্যে)
লাস্ট পজিশন -২৯২৯ মোট প্রাপ্ত নম্বর : ৫৬.৫০ ( ১০০ নম্বর এর মধ্যে)

রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট আসন সংখ্যা

বিজ্ঞান অনুষদের বিষয়গুলো সি ইউনিটের অন্তর্ভুক্ত। বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা সি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। এই ইউনিটেও কিছু বিষয় আছে। C ইউনিটের সকল বিষয় জানতে হলে আপনাকে সম্পূর্ণটি পড়তে হবে।

সি ইউনিট বিষয় ও আসন সংখ্যা ১৬০০ জন

Mathematics = 110
Physics = 90
Chemistry = 100
Statistics = 90
Biochemistry & Molecular Biology = 50
Pharmacy = 50
Population Science & Human Resource Development = 60
Applied Mathematics = 80
Physical Education and Sports Sciences = 30
Biology Psychology = 65
Botany = 70
Zoology = 80
Genetic Engineering & Biotechnology = 25
Medical Psychology = 30
Microbiology = 30
Agrieconomy & Agricultural Extention = 56
Crop Science & Technology = 56
Applied Chemistry and Chemical Engineering = 70
Computer Science & Engineering = 40
Information & Communication Engineering = 46
Material Science & Engineering = 50
Electrical & Electronic Engineering = 50
Geography and ecology = 70
Geology and Mining = 60
Fisheries = 50
Veterinary & Animal Sciences = 50