স্পিন জাদুঘর লিজেন্ট শেন ওয়ার্ন আর নেই। বাহান্নতেই প্রয়াত হলেন।

স্পিন জাদুঘর শেন ওয়ার্ন আর নেই। বাহান্নতেই প্রয়াত হলেন। যে ভাবে মারা গেলেন শেন ওয়ার্ন শোক জানালেন যাহারা। দেখে নিন জীবন বিত্তান্ত। শেন ওয়ার্ন যত রেকড জেনে নিন।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও লেগ স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন ৫২ বছর বয়সে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বয়স হয়েছিল ৫২ বছর।

শেন ওয়ার্ন ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মৃত্যুকালে ওয়ার্নের বয়স হয়েছিল ৫২ বছর। প্রয়াত শেন ওয়ার্ন। মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের।

ওয়ার্নের ম্যানেজমেন্ট শনিবার একটি বিবৃতি দিয়ে এই খবর জানায়। ওই বিবৃতিতে তারা জানায়, তাইল্যান্ডে প্রয়াত হয়েছেন তিনি। ওই বিবৃতিতে তারা লেখে, ‘নিজের ভিলাতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। পরিবার এই সময়ে গোপনীয়তা রক্ষা করার জন্য অনুরোধ করছে।’ আরো জানতে ক্লিক করুণ 

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে শোকবার্তায় ওয়ার্ন যা লিখেছিলেন

তার মৃত্যুর কয়েক ঘন্টা আগে, ওয়ার্ন আরেক প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার রডনি মার্শের মৃত্যুতে টুইট করেছিলেন। বৃহস্পতিবার 84 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনিও মারা যান। শোক বার্তায় ওয়ার্ন লিখেছেন, “রড মার্শ মারা গেছেন শুনে আমি দুঃখিত। তিনি একজন ক্রিকেট কিংবদন্তি ছিলেন। অনেক তরুণ ক্রিকেটার অনুপ্রাণিত হয়েছিলেন। ক্রিকেটের যত্ন। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেটারদের অনেক কিছু দিয়েছে। আমি তার পরিবারকে খুব ভালোবাসি।’

গত সেপ্টেম্বরেই মজা করে বলেছিলেন, কোভিড থেকে সেরে উঠতে তিনি দিনে ১০০ সিগারেট খেতে পারেন। গত বছর কোভিড আক্রান্ত হয়েছিলেন। নিভৃতবাসে চলে যান। ফলে ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ লিগে লন্ডন স্পিরিট দলকে তাঁর কোচিং করানো হয়নি।

৭০৮ টেস্ট উইকেটের মালিক রসিকতা করেছেন, “আমার খারাপ লাগছে, আমি যথেষ্ট গলফ খেলতে পারি না। কারণ, আমি কাপুরুষ ছিলাম। বোঝাই যায়, কোভিডকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আমার মনে হয় যদি আমি ১০০টি সিগারেট খেতে পারতাম। একদিন, আমি কোভিড হারাবো। কিন্তু কাজ হচ্ছে না। অবশেষে ভেন্টিলেটরে যেতে হলো। আমাকে দশদিন নির্জনে থাকতে হলো।”

শেন ওয়ার্ন মৃত্যুতে! শোকবার্তা জানালেন যারা

বিশ্ব ক্রিকেটের অন্যতম বর্ণময় চরিত্র তিনি। রেকর্ডের খ্যাতির পাশে সেখানে সমান ভাবে উজ্জ্বল যৌন কেলেঙ্কারি। কোনও কিছুই লুকিয়ে করেননি ওয়ার্ন।

১৯৯২ সালে ভারতের বিরুদ্ধেই টেস্টে অভিষেক হয়েছিল ওয়ার্নের। পরের বছর সুযোগ পান অস্ট্রেলিয়ার এক দিনের দলে। তার পর থেকে দীর্ঘ সময় ধরে চলেছিল লেগ স্পিনের জাদু।

https://twitter.com/i/status/1499755785726877701

সম্প্রতি তাইল্যান্ডে নিজের বাংলো গিয়ে থাকছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন ওয়ার্ন। ওয়ার্নের জন্ম ১৯৬৯ সালে। টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার মুরলিধরনের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার। আইপিএল-এর প্রথম জয়ী দল রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন শেন।

Shane Warne Profile – ICC Ranking, Age, Career Info & Stats