ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ এর কার্যক্রম মূলত এর প্রধান শাখা বেইলি রোডকে কেন্দ্র করে ঘটে থাকে। তবে একই প্রশাসনের অধীনে স্বতন্ত্র আরও তিনটি শাখা গড়ে তোলা হয়েছে যেগুলো রাজধানীর ধানমন্ডি, আজিমপুর ও বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত। সর্বমোট চারটি শাখা মিলিয়ে প্রায় ২৪০০০ এর অধিক ছাত্রী ভিকারুননিসা নূন স্কুলে নিয়মিতভাবে শিক্ষালাভ করে থাকে।
ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ একাদশ শ্রেণীতে ভর্তি ২০২৪ সার্কুলার, আবেদন, এবং ফলাফল। ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ এইচএসসি একাদশ শ্রেনীতে ভর্তি ফলাফল এবং অন্যান্য তথ্য নিবন্ধে স্বাগতম। এই কলেজ একাদশ শ্রেনীতে ভর্তির সমস্ত মেধা তালিকার ফলাফল ২৯শে জুন ২০২৪-এ প্রকাশিত হবে। এই কলেজের শিক্ষাবর্ষের ২০২৩-২০২৪ সনে ভর্তি আবেদন শুরু হবে ৮ই জুন থেকে শেষ হবে ১৫ই জুন ২০২৪।
ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেনীতে ভর্তি ২০২৪ এর একটি পৃথক সার্কুলার প্রকাশ করবে। ইন্টারমিডিয়েট স্তরের এইচএসসি ১ম বর্ষের ভর্তি ৮ই জুন ২০২৪ থেকে শুরু হবে। তাই যারা এই কলেজে ভর্তি হতে আগ্রহী এবং ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন আমি তাদের বলব যে আপনি সঠিক পথে আছেন। এই পোস্টের মাধ্যমে, আপনি শিক্ষার প্রয়োজনীয়তা, পয়েন্ট , আবেদন প্রক্রিয়া এবং ফলাফল সম্পর্কে একটি ধারণা পাবেন। সুতরাং, আমাদের সাথে থাকুন এবং নিবন্ধটি সম্পুন্ন ভাবে পডুন। ২০২৪ সালের এসএসসি ফলাফল ঘোষণার পর একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভর্তি ২০২৩-২০২৪
আপনি যদি ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ ভর্তি বিজ্ঞপ্তি খোঁজ করে থাকেন, তবে আপনি সঠিক জায়গায় অবস্থান করছেন। দুটি ফরমেটে আমাদের এখানে এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে ৮ই জুন ২০২৪ সাল থেকে অনলাইনে মাধ্যমে ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ ভর্তির জন্য আবেদন করা যাবে। তাই আপনি যদি এই স্কুলে ভর্তির জন্য আগ্রহী হয়ে থাকেন তবে এখনই আবেদন করে ফেলুন।
এছাড়া আপনাদের উদ্দেশ্যে বলে রেখেছে আর আগামী ১৫ জুন ২০২৪ সালের মধ্যে আপনাকে অবশ্যই এই স্কুলে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর পরবর্তীতে আপনি এই স্কুলে ভর্তির জন্য আবেদন করতে পারবেন না।
ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসারে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বাংলা মাধ্যম ও ENGLISH VERSION এ ভর্তির কার্যক্রম শুরু হয়েছে
গুরুত্বপূর্ণ তথ্যাবলী |
---|
(বিস্তারিত জানুন নিচের অনুচ্ছেদে যুক্ত ভর্তি নীতিমাল থেকে) |
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইনে আবেদন ২০২৪
একাদশ শ্রেণিতে ভর্তির শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪ সালের জন্য অনলাইনে আবেদন সম্পর্কিত একটি নোটিশ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে প্রকাশ করা হয়েছে সেখানে প্রবেশ করে আপনি একাদশ শ্রেণির জন্য ভর্তি অনলাইন পেমেন্ট এবং আবেদন করার নিয়ম কি ভালোভাবে দেওয়া আছে নিচের অংশে সেই নোটিশটি আমরা দিয়েছি আপনি ইচ্ছা করলে সেটি ডাউনলোড করতে পারেন অথবা নিচে দেওয়া নোটিশটি ভালোভাবে পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদন করতে হবে এবং আপনি কিভাবে পেমেন্ট সম্পন্ন করবেন অনলাইনের মাধ্যমে।
আবেদনের যোগ্যতা
যেহেতু এই প্রতিষ্ঠান টি একটি কমিটি দারা পরিচালিত হয় তাই অন্য কলেজ থেকে এই কলেজে ভর্তি কিছু নিয়ম আলাদা যা আমরা এখানে আলোচনা করে দিছি । অনলাইনের (Online) মাধ্যমে আবেদন: আবেদনকারীকে ঢাকা শিক্ষা বাের্ডের admission website (www.xiclassadmission.gov.bd)-তে গিয়ে Apply Online এ Click করে প্রয়ােজনীয় তথ্য পূরণ করে কমপক্ষে ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম উল্লেখপূর্বক আবেদন করতে হবে। তবে ভিকারুনিসা কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে পছন্দক্রমের তালিকায় অবশ্যই এ কলেজকে ০১ নম্বরে রাখতে হবে। এই ভর্তি অনলানে আবেদনের কাজক্রম চলবে আগামী ৮ই জুন থেকে ১৫ই জুন পর্যন্ত।
আবেদনের জন্য নূন্যতম যােগ্যতা
বিভাগ | নূন্যতম জিপিএ |
বিজ্ঞান (বাংলা মাধ্যম) | জিপিএ ৫.০০ সকল বিষয়ে A+ |
বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) | জিপিএ ৫.০০ সকল বিষয়ে A+ (শুধুমাত্র ইংরেজি মাধ্যম বিজ্ঞান শাখা থেকে পাশকৃত ছাত্রীরা) |
ব্যবসায় শিক্ষা | জিপিএ ৪.৫০ |
মানবিক | জিপিএ ৩.০০ |
বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে | |
বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা | জিপিএ ৪.৫০ |
বিজ্ঞান থেকে মানবিক | জিপিএ ৩.৫০ |
ব্যবসায় শিক্ষা থেকে মানবিক | জিপিএ ৩.৫০ |
১। ঢাকা শিক্ষা বোর্ডের ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বাংলা মাধ্যম ও ENGLISH VERSION এ ভর্তির কার্যক্রম শুরু হয়েছে ।
একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া ২০২৩-২০২৪ SMS এর মাধ্যমে
- একজন আবেদনকারী একাধিক কলেজে/একই কলেজে একাধিক গ্রুপে আলাদা আবেদন করতে পারবে, তবে প্রতিক্ষেত্রেই ফি বাবদ ১২০/-(একশত বিশ) টাকা কেটে নেওয়া হবে।
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন অনলাইনে
৩। আবেদন প্রক্রিয়া: (ক) অনলাইনের মাধ্যমে আবেদন: আবেদনকারীকে website (www.xiclassadmission.gov.bd)-এ গিয়ে Apply Online এ Click করে প্রয়োজনীয় তথ্য লিখে সর্বনিম্ন ০৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের জন্য (পছন্দক্রম উল্লেখপূর্বক) আবেদন করা যাবে। ভিকারুনিসা কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে পছন্দক্রমের তালিকায় অত্র কলেজকে অবশ্যই ০১ নম্বরে রাখতে হবে।
(খ) SMS এর মাধ্যমে আবেদন: টেলিটক মোবাইল ব্যবহার করে সর্বোচ্চ ১০টি কলেজের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে মোবাইলের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে ১ম আবেদনটি অত্র কলেজের জন্য করতে হবে।
৫। বোর্ড কর্তৃক আবেদন গ্রহণের সময়:৮ই জুন থেকে ১৫ই জুন পর্যন্ত।
৬। প্রাথমিক পর্যায়ে নিশ্চায়ন: ১ম পর্যায়ের ফলাফল প্রকাশের পর ২৯ই জুন ২০২৪ তারিখের মধ্যে শিক্ষার্থীকে 195/- টাকা ফি দিয়ে প্রাথমিক Selection নিশ্চায়ন করতে হবে।
অনলাইনে আবেদনের বিজ্ঞপ্তি
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ভর্তি ফলাফল,মেধা তালিকা , মাইগ্রেশন
প্রথম পর্যায়ে নিশ্চায়ন: প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের পর ৩০ জুন থেকে ০৬ই মে (রবিবার রাত ৮.০০টা পর্যন্ত) তারিখের মধ্যে শিক্ষার্থীকে ২০০/- টাকা ফি দিয়ে প্রাথমিক Selection নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে Selection ও আবেদন বাতিল হয়ে যাবে।
দ্বিতীয় পর্যায়ে আবেদন: প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশের পর ০৭ই মে থেকে ৮ই মে (মঙ্গলবার রাত ৮.০০টা পর্যন্ত) তারিখের মধ্যে শিক্ষার্থীরা বাের্ডের নিয়মানুসারে আবেদন করতে পারবে।
দ্বিতীয় পর্যায়ের নিশ্চায়ন: দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশের পর ১১ই মে থেকে ১২ই মে (শনিনার রাত ৮.০০টা পর্যন্ত) তারিখের মধ্যে দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে Selection ও আবেদন বাতিল হয়ে যাবে।
তৃতীয় পর্যায়ে আবেদন: দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশের পর ১৩ই মে শিক্ষার্থীরা বাের্ডের নিয়মানুসারে আবেদন করতে পারবে।
তৃতীয় পর্যায়ের নিশ্চায়ন: তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশের পর ১৬ই মে থেকে ১৭ই মে (ব্রিহস্পতিবার রাত ৮.০০টা পর্যন্ত) তারিখের মধ্যে তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলেSelection ও আবেদন বাতিল হয়ে যাবে।
ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ ভর্তি পরীক্ষার রেজাল্ট 2024
যেহেতু আপনারা ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ ভর্তি রেজাল্ট খোঁজ করছেন। আমরা আপনাদের জন্য এই পোষ্ট তৈরি করছি। যাতে করে আমাদের এখান থেকে আপনাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট ডাউনলোড করতে পারেন।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভর্তি রেজাল্ট ২০২৪
এই বছর করোনাভাইরাস এ কারণে লটারি মাধ্যমে আপনাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। সুতরাং ২৯ জুন ২০২৩ সালে আপনাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট এর ১ম মেধা তালিকা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আপনাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট ডাউনলোড করার লিংক আমরা প্রকাশ করেছি। সুতরাং সেই লিঙ্কে ক্লিক করে আপনি পিডিএফ ফাইল আকারে আপনাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবেন। তাই নিচে থেকে এখনই আপনাদের রেজাল্ট সংগ্রহ করে নিন।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ গত ৫ বছরের HSC রেজাল্ট
অনলাইনে ভর্তি কার্যক্রম
শিক্ষা বাের্ড কর্তৃক মনােনীত শিক্ষার্থীদের বাের্ড নির্ধারিত (১৯ই মে থেকে ২৪ই মে পর্যন্ত) সময়ের মধ্যে ভর্তি হতে হবে এবং ভর্তির যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা যাবে। অনলাইনে ভর্তির ক্ষেত্রে vnsc.edu.bd লিংকে অথবা কলেজের ওয়েবসাইট vnsc.edu.bd-এ প্রবেশ করে Online Admission এর নির্ধারিত বাটনে ক্লিক করে Admission Form পূরণ করে ভর্তি সম্পন্ন করা যাবে। এক্ষেত্রে প্রয়ােজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলােড করতে হবে।