ঈদে নতুন টাকা ২০ এপ্রিল থেকে যেখানে পাবেন।

ঈদ মানে আনন্দ , ঈদ মানে খুশি। ঈদুল ফিতরের ঈদের আপনার প্রিয়জনকে খুশি করার জন্য সবচাইতে উপযোগী মাধ্যম হচ্ছে নতুন টাকা প্রদান। বিশেষ করে বাচ্চা ছেলেমেয়েদের খুবই পছন্দের ঈদ সালামী এই নতুন টাকা, তাই ঈদ উপলক্ষে আপনি নতুন টাকা সংগ্রহ করার জন্য কোথায় থেকে টাকা সংগ্রহ করবেন তা আমাদের এই সাইট থেকে সহজে জেনে নিন কেন্দ্রীয় ব্যাংক আগামী ২০ এপ্রিল তারিখ থেকে যেহেতু নতুন টাকা ছাড়ছে সুতরাং আপনি দেশের কোন শাখা থেকে নতুন টাকা সংগ্রহ করবেন এবং কিভাবে করবেন তা এখানে আলোচনা করা হয়েছে। যাতে করে আপনারা খুব সহজেই ঝামেলা মুক্তভাবে নতুন টাকা সংগ্রহ করতে পারেন। আসুন দেখে নেই কিভাবে আপনি টাকা সংগ্রহ করবেন এবং অবশই নকল টাকা থেকে সাবধান। নিদিষ্ট স্থান বেতিত টাকা সংগ্রহ করবেন না।

ঈদ সালামি নতুন টাকা

ঈদে নতুন টাকা পাওয়া যাবে কবে থেকে?

বাংলাদেশ ব্যাংক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জনগণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিতরণ করবে। ১০, ২০, ৫০ ও ১০০ টাকা পর্যন্ত বিশেষ ব্যবস্থায় নতুন নোট বিনিময় করবে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রমজানে ব্যাংকিং সময়সূচির আলোকে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন সময়ে নোট বিনিময় করা যাবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না।

যেসব শাখায় নতুন নোট বিনিময়

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখায় কাউন্টারে এসব নতুন নোট বিনিময় ও বিতরণ করা হবে। ৩২টি শাখায় গ্রাহকেরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন। নোট উত্তোলনকালে কাউন্টার থেকে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল ও সদরঘাট ছাড়াও চট্রগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া, রংপুর, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ অফিসে বিশেষ কাউন্টার খুলে নোট বিনিময় সেবা দেওয়া হবে।

যেসব বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো নতুন নোট বিনিময় হবে

ঢাকার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২৫টি শাখা থেকে মিলবে এ সেবা। এর বাইরে নারায়নগঞ্জ, সাভার ও গাজীপুরের দুটি করে এবং কেরানীগঞ্জের একটি শাখা থেকে নোট বিনিময় করা যাবে।

ঢাকার ভিতরে যেসব বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো নতুন নোট বিনিময় হবে

  1. ঢাকার এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী,
  2. জনতার আব্দুল গণি রোড করপোরেট,
  3. অগ্রণীর জাতীয় প্রেস ক্লাব,
  4. গ্লোবাল ইসলামী ব্যাংকের মিরপুর,
  5. সাউথইস্ট ব্যাংকে কারওরানবাজার,
  6. এসআইবিএলের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা,
  7. উত্তরা ব্যাংকের চকবাজার,
  8. সোনালীর রমনা করপোরেট,
  9. ঢাকা ব্যাংকের উত্তরা শাখা,
  10. আইএফআইসির গুলশান,
  11. ন্যাশনাল ব্যাংকের মহাখালী,
  12. ফার্স্ট সিকিউরিটি ইসলামীর মোহাম্মদপুর,
  13. জনতার রাজারবাগ,
  14. পূবালীর সদরঘাট শাখা,
  15. সাউথইস্ট ব্যাংকের কাকরাইল,
  16. ওয়ান ব্যাংকের বাসাবো,
  17. ব্র্যাক ব্যাংকের শ্যামলী,
  18. ডাচ-বাংলার দক্ষিণখান এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা,
  19. ব্যাংক এশিয়ার বনানী ও ধানমন্ডি,
  20. সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণী,
  21. আল-আরাফাহ ইসলামীর নন্দীপাড়া,
  22. প্রাইমের এলিফ্যান্ট রোড,
  23. সোনালীর জাতীয় সংসদ ভবন শাখা এবং
  24. এবি ব্যাংকের প্রগতি সরণী শাখা থেকে নতুন নোট দেয়া হবে।

ঢাকার বাহিরে যেসব বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো নতুন নোট বিনিময় হবে

  1. মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ
  2. এক্সিম ব্যাংকের নারায়ণগঞ্জের শিমরাইল শাখা,
  3. ইসলামী ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা
  4. ইউসিবিএলের গাজীপুর চৌরাস্তা শাখা,
  5. উত্তরা ব্যাংক , সাভার শাখা
  6. মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, সাভার শাখা এবং
  7. ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখা থেকেও নোট বিনিময় সেবা দেয়া হবে।

আসছে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট

বিভিন্ন তফসিলি ব্যাংকের ৩২টি শাখার মাধ্যমে আগামী ২০ এপ্রিল থেকে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়তে শুরু করবে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংক ঈদের আগে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট ছাপিয়েছে এবং প্রয়োজনে নতুন নোটের পরিমাণ বাড়ানো হবে।

মুদ্রা প্রবাহে ভারসাম্য আনতে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে একই পরিমাণ পুরনো নোট প্রত্যাহার করেছে। নতুন নোটের মধ্যে থাকবে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকা।

ফিতরা-২০২২ আদায়ের নিয়ম ও পদ্ধতি জেনে নিন। জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৩১০ টাকা