ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে । ৫জুলাই সকাল ১২টা পর প্রকাশিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট বিষয় পছন্দ, পুনঃনিরীক্ষণ ও কোটা সংক্রান্ত আবেদন ২০২২ করতে পারবেন।
- ঘ -ইউনিট” এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সবাইকে এই ওয়েবসাইটে লগইন করে ড্যাশবোর্ড থেকে “পরীক্ষার ফল” বাটনে ক্লিক করে ফলাফল দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। অনলাইনে admission.eis.du.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ রেজাল্ট দেখতে পারবেন।

গতকাল সোমবার (৪ জুলাই) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। ‘ক’ ইউনিটের পরপরই ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করা হচ্ছে।
ঢাবি GHA ইউনিট ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২২ দেখুন
ঢাকা বিশ্ববিদ্যালয় [ঘ ইউনিট] বিষয় পছন্দ আবেদন ২০২২
১। ভর্তিচ্ছুক উত্তীর্ণ সকল প্রার্থীকে আগামী ৭ জুলাই ২০২২ থেকে ২৮ জুলাই ২০২২ তারিখের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য প্রদান ও পছন্দক্রম ফরম পূরণ করতে হবে এবং পূরণকৃত ফরম প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। ওই সময়ের মধ্যে পছন্দক্রম ফরম পূরণ না করলে কোন প্রার্থীকে মনোনয়ন দেওয়া যাবে না আগামী ৪ই আগস্ট ২০২২ তারিখ বিকাল তিনটায় ওয়েবসাইটে বিভাগ মনোনয়ন দেওয়া হবে এবং তারিখে সাক্ষাৎকারের নোটিশ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ঘ ইউনিটে পৌঁছে দেওয়া হবে ।
ঢাবি GHA ইউনিট বিষয় পছন্দ আবেদন করুণ
ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট কোটা সংক্রান্ত আবেদন ২০২২
২। কোটা ভর্তি হতে আগ্রহী প্রার্থীদেরকে। ১৮ জুলাই ২০২২ থেকে ২৪ জুলাই ২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট ফরম সংগ্রহ করতে হবে ওই সময়ের মধ্যে ফরমটি যথাযথভাবে পূরণ করে অনুষদের অফিসে জমা দিতে হবে।
ঢাবি GHA ইউনিট কোটা জন্য আবেদন করুণ
ঢাবি ঘ ইউনিট পুনঃনিরীক্ষণ আবেদন ২০২২
৩। প্রকাশিত ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ আগ্রহী হলে ১৭ আগামী ২০২২ থেকে ২১ জুলাই ২০২২ তারিখের মধ্যে স্বহস্তে লিখিত আবেদন ১০০০ টাকা সামাজিক বিজ্ঞান অনুষদের জমা দিতে হবে । সামাজিক বিজ্ঞান অনুষদ বরাবর লিখিত আবেদন পত্র এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র ফটোকপি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ফি অনলাইন থেকে প্রিন্ট করা ফলাফলের কপি সংযুক্ত করতে হবে পুনঃনিরীক্ষার ফলাফল আগামী ২৫ জুলাই ২০২২ তারিখ বিকাল ৩টায় অনুষদ অফিসের নোটিশ বোর্ডের এবং বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ফল পাওয়া যাবে।
ঢাবি GHA ইউনিট পুনঃনিরীক্ষণ জন্য আবেদন করুণ
ঢাবি ঘ ইউনিট রেজাল্ট ২০২২ দেখার মাধ্যম
আজ ৫ই জুলাই ২০২২ তারিখে প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট এর রেজাল্ট ২ টি উপায়ে দেখা যাবে।
- এসএমএস এর মাধ্যমে।
- অনলাইন ওয়েবসাইট এর মাধ্যমে।
SMS এর মাধ্যমে ঘ ইউনিট রেজাল্ট দেখার নিয়ম
- প্রথমে মোবাইল মেসেজ অপশনে গিয়ে DU লিখে স্পেস দিয়ে GHA লিখে পুনরায় স্পেস দিয়ে ঢাবির ভর্তি পরীক্ষার এডমিট কার্ডে দেয়া ROLL লিখতে হবে।
- এরপর মেসেজটি ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।
- রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ফিরতি SMS এ তোমার ফলাফল দেখানো হবে।
DU <space> Unit Keyword <space> Admission Test Roll and Send to 16321.
Example: DU GHA 123456 and Send it to 16321.
ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটের আসন
D ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মোট ১৩৩৬টি আসন বরাদ্দ রয়েছে। ১৩৩৬ জন শিক্ষার্থী তাদের গ্রুপ অনুযায়ী যোগদানের জন্য নির্বাচিত হবে।
গ্রুফ | সিট সংখ্যা |
বিজ্ঞান | ১০১১ |
বিজনেস | ২৯৭ |
মানবিক | ২৮ |
অন্যান্য | ০ |
মোট | ১৩৩৬ |
Dhaka University is the top favorite university in Bangladesh. It is a dream of many students. We are here focusing on the DU D unit subject list for you-
Name of Subject | Science | Business Studies | Humanities | Total |
অর্থনীতি | 70 | 8 | 00 | 78 |
রাষ্ট্রবিজ্ঞান | 80 | 20 | 00 | 100 |
আন্তর্জাতিক সম্পর্ক | 45 | 5 | 00 | 50 |
সমাজবিজ্ঞান | 35 | 5 | 00 | 40 |
গণমাধ্যম এবং সাংবাদিকতা | 25 | 8 | 00 | 33 |
পাবলিক প্রশাসন | 35 | 25 | 00 | 60 |
নৃবিজ্ঞান | 20 | 5 | 00 | 25 |
শান্তি এবং দ্বন্দ্ব অধ্যয়ন | 20 | 10 | 00 | 30 |
নারী এবং লিঙ্গ গবেষণা | 20 | 5 | 00 | 25 |
উন্নয়ন অধ্যয়ন | 10 | 5 | 00 | 15 |
জনসংখ্যা বিজ্ঞান | 13 | 0 | 00 | 13 |
টেলিভিশন, ফিল্ম এবং ফটোগ্রাফি | 15 | 5 | 00 | 20 |
অপরাধবিজ্ঞান | 30 | 10 | 00 | 40 |
যোগাযোগ ব্যাধি | 20 | 0 | 00 | 20 |
মুদ্রণ ও প্রকাশনা অধ্যয়ন | 15 | 5 | 00 | 20 |
Japanese Studies | 35 | 10 | 00 | 45 |
বাংলা | 25 | 7 | 00 | 32 |
English | 20 | 5 | 00 | 25 |
Arabic | 30 | 0 | 00 | 30 |
ফারসি ভাষা ও সাহিত্য | 20 | 10 | 00 | 30 |
উর্দু | 30 | 20 | 00 | 50 |
সংস্কৃত | 20 | 10 | 00 | 30 |
পালি এবং বৌদ্ধ অধ্যয়ন | 18 | 12 | 00 | 30 |
ইতিহাস | 23 | 7 | 00 | 30 |
দর্শন | 25 | 5 | 00 | 30 |
ইসলামিক স্টাডিজ | 25 | 15 | 00 | 40 |
ইসলামী ইতিহাস ও সংস্কৃতি | 25 | 15 | 00 | 40 |
তথ্য প্রযুক্তি এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা | 15 | 5 | 00 | 20 |
থিয়েটার এবং পারফরম্যান্স স্টাডিজ | 7 | 3 | 00 | 10 |
Music | 20 | 10 | 00 | 30 |
Dance | 10 | 10 | 00 | 20 |
ভাষা বিজ্ঞান | 20 | 15 | 00 | 35 |
বিশ্ব ধর্ম ও সংস্কৃতি | 35 | 5 | 00 | 40 |
ব্যবস্থাপনা | 10 | 0 | 5 | 15 |
অ্যাকাউন্টিং এবং তথ্য সিস্টেম | 10 | 0 | 5 | 15 |
Marketing | 10 | 0 | 5 | 15 |
Finance | 10 | 0 | 5 | 15 |
ব্যাংকিং এবং বীমা | 5 | 0 | 2 | 7 |
তথ্য পরিচালনা মাধ্যম | 4 | 0 | 1 | 5 |
আন্তর্জাতিক ব্যবসা | 4 | 0 | 2 | 6 |
পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা | 3 | 0 | 2 | 5 |
সংগঠনের কৌশল এবং নেতৃত্ব | 15 | 0 | 5 | 20 |
ভূগোল এবং পরিবেশ | 0 | 20 | 00 | 20 |
মনোবিজ্ঞান | 0 | 30 | 00 | 30 |
গনিত | 0 | 0 | 5 | 5 |
পরিসংখ্যান | 0 | 0 | 16 | 16 |
আইন | 43 | 22 | 00 | 65 |
সামাজিক কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট | 12 | 3 | 00 | 15 |
স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট | 30 | 0 | 00 | 30 |
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট | 40 | 20 | 00 | 60 |
দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট | 25 | 5 | 00 | 30 |
অন্যান্য ভাষার বক্তাদের জন্য ইংরেজি (ESOL) | 5 | 10 | 00 | 15 |
ফরাসি ভাষা ও সংস্কৃতিতে বিএ অনার্স (FLC) | 5 | 5 | 00 | 10 |
BA Honors in Chinese Language and Culture (CLC) | 5 | 10 | 00 | 15 |
BA Honors in Japanese Language and Culture (JLC) | 5 | 5 | 00 | 10 |
Total | ১০১১ | ২৯৭ | ২৮ | ১৩৩৬ |