ঢাকা বিশ্ববিদ্যালয় [ঘ ইউনিট] বিষয় পছন্দ, রেজাল্ট পুনঃনিরীক্ষণ ও কোটা সংক্রান্ত আবেদন ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে । ৫জুলাই সকাল ১২টা পর প্রকাশিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট বিষয় পছন্দ, পুনঃনিরীক্ষণ ও কোটা সংক্রান্ত আবেদন ২০২২ করতে পারবেন।

ঢাবি ঘ ইউনিট এর রেজাল্ট

  • ঘ -ইউনিট” এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সবাইকে এই ওয়েবসাইটে লগইন করে ড্যাশবোর্ড থেকে “পরীক্ষার ফল” বাটনে ক্লিক করে ফলাফল দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। অনলাইনে admission.eis.du.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ রেজাল্ট দেখতে পারবেন।
“GHA -ইউনিট” এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সবাইকে এই ওয়েবসাইটে লগইন করে ড্যাশবোর্ড থেকে “পরীক্ষার ফল” বাটনে ক্লিক করে ফলাফল দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে।
নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে ।
ঘ ইউনিট এর মোট ১৩৩৬ টি ( বিজ্ঞান ১০১১, বিজনেস শাখা ২৯৭, মানবিক-২৮) আসনে ভর্তি জন্য ৭১২৬২ জন পরিক্ষাথী অংশ গ্রহন করে। শাখা অনুযায়ী ৩টি পৃথক ফলাফল ( মেধাক্রম অনুযায়ী) প্রকাশ করা হয়েছে।

গতকাল সোমবার (৪ জুলাই) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। ‘ক’ ইউনিটের পরপরই ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করা হচ্ছে।

ঢাবি GHA ইউনিট ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২২ দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয় [ঘ ইউনিট] বিষয় পছন্দ আবেদন ২০২২

১। ভর্তিচ্ছুক উত্তীর্ণ সকল প্রার্থীকে আগামী ৭ জুলাই ২০২২ থেকে ২৮ জুলাই ২০২২ তারিখের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য প্রদান ও পছন্দক্রম ফরম পূরণ করতে হবে এবং পূরণকৃত ফরম প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। ওই সময়ের মধ্যে পছন্দক্রম ফরম পূরণ না করলে কোন প্রার্থীকে মনোনয়ন দেওয়া যাবে না আগামী ৪ই আগস্ট ২০২২ তারিখ বিকাল তিনটায় ওয়েবসাইটে বিভাগ মনোনয়ন দেওয়া হবে এবং তারিখে সাক্ষাৎকারের নোটিশ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ঘ ইউনিটে পৌঁছে দেওয়া হবে ।

ঢাবি GHA ইউনিট বিষয় পছন্দ আবেদন করুণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট কোটা সংক্রান্ত আবেদন ২০২২

২।  কোটা ভর্তি হতে আগ্রহী প্রার্থীদেরকে। ১৮ জুলাই ২০২২ থেকে ২৪ জুলাই ২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট ফরম সংগ্রহ করতে হবে ওই সময়ের মধ্যে ফরমটি যথাযথভাবে পূরণ করে অনুষদের অফিসে জমা দিতে হবে।

ঢাবি GHA ইউনিট  কোটা জন্য আবেদন করুণ

ঢাবি ঘ ইউনিট পুনঃনিরীক্ষণ  আবেদন ২০২২

৩। প্রকাশিত ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ আগ্রহী হলে ১৭ আগামী ২০২২ থেকে ২১ জুলাই ২০২২ তারিখের মধ্যে স্বহস্তে লিখিত আবেদন ১০০০ টাকা সামাজিক বিজ্ঞান অনুষদের জমা দিতে হবে । সামাজিক বিজ্ঞান অনুষদ বরাবর লিখিত আবেদন পত্র এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র ফটোকপি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ফি অনলাইন থেকে প্রিন্ট করা ফলাফলের কপি সংযুক্ত করতে হবে পুনঃনিরীক্ষার ফলাফল আগামী ২৫ জুলাই ২০২২ তারিখ বিকাল ৩টায় অনুষদ অফিসের নোটিশ বোর্ডের এবং বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ফল পাওয়া যাবে।

ঢাবি GHA ইউনিট পুনঃনিরীক্ষণ জন্য আবেদন করুণ

ঢাবি ঘ ইউনিট রেজাল্ট ২০২২ দেখার মাধ্যম

আজ ৫ই জুলাই ২০২২ তারিখে প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট এর রেজাল্ট ২ টি উপায়ে  দেখা যাবে।

  • এসএমএস এর মাধ্যমে।
  • অনলাইন ওয়েবসাইট এর মাধ্যমে।

SMS এর মাধ্যমে ঘ ইউনিট রেজাল্ট দেখার নিয়ম

  • প্রথমে মোবাইল মেসেজ অপশনে গিয়ে DU লিখে স্পেস দিয়ে GHA লিখে পুনরায় স্পেস দিয়ে ঢাবির ভর্তি পরীক্ষার এডমিট কার্ডে দেয়া ROLL লিখতে হবে।
  • এরপর মেসেজটি ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।
  • রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ফিরতি SMS এ তোমার ফলাফল দেখানো হবে।

DU <space> Unit Keyword <space> Admission Test Roll and Send to 16321.

Example: DU GHA 123456 and Send it to 16321.

ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটের আসন

D ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মোট ১৩৩৬টি আসন বরাদ্দ রয়েছে। ১৩৩৬ জন শিক্ষার্থী তাদের গ্রুপ অনুযায়ী যোগদানের জন্য নির্বাচিত হবে।

গ্রুফসিট সংখ্যা
বিজ্ঞান১০১১
বিজনেস২৯৭
মানবিক২৮
অন্যান্য
মোট১৩৩৬

Dhaka University is the top favorite university in Bangladesh. It is a dream of many students. We are here focusing on the DU D unit subject list for you- 

Name of SubjectScienceBusiness StudiesHumanitiesTotal
অর্থনীতি7080078
রাষ্ট্রবিজ্ঞান802000100
আন্তর্জাতিক সম্পর্ক4550050
সমাজবিজ্ঞান3550040
গণমাধ্যম এবং সাংবাদিকতা2580033
পাবলিক প্রশাসন35250060
নৃবিজ্ঞান2050025
শান্তি এবং দ্বন্দ্ব অধ্যয়ন20100030
নারী এবং লিঙ্গ গবেষণা2050025
উন্নয়ন অধ্যয়ন1050015
জনসংখ্যা বিজ্ঞান1300013
টেলিভিশন, ফিল্ম এবং ফটোগ্রাফি1550020
অপরাধবিজ্ঞান30100040
যোগাযোগ ব্যাধি2000020
মুদ্রণ ও প্রকাশনা অধ্যয়ন1550020
Japanese Studies35100045
বাংলা2570032
English2050025
Arabic3000030
ফারসি ভাষা ও সাহিত্য20100030
উর্দু30200050
সংস্কৃত20100030
পালি এবং বৌদ্ধ অধ্যয়ন18120030
ইতিহাস2370030
দর্শন2550030
ইসলামিক স্টাডিজ25150040
ইসলামী ইতিহাস ও সংস্কৃতি25150040
তথ্য প্রযুক্তি এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা1550020
থিয়েটার এবং পারফরম্যান্স স্টাডিজ730010
Music20100030
Dance10100020
ভাষা বিজ্ঞান20150035
বিশ্ব ধর্ম ও সংস্কৃতি3550040
ব্যবস্থাপনা100515
অ্যাকাউন্টিং এবং তথ্য সিস্টেম100515
Marketing100515
Finance100515
ব্যাংকিং এবং বীমা5027
তথ্য পরিচালনা মাধ্যম4015
আন্তর্জাতিক ব্যবসা4026
পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা3025
সংগঠনের কৌশল এবং নেতৃত্ব150520
ভূগোল এবং পরিবেশ0200020
মনোবিজ্ঞান0300030
গনিত0055
পরিসংখ্যান001616
আইন43220065
সামাজিক কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট1230015
স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট3000030
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট40200060
দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট2550030
অন্যান্য ভাষার বক্তাদের জন্য ইংরেজি (ESOL)5100015
ফরাসি ভাষা ও সংস্কৃতিতে বিএ অনার্স (FLC)550010
BA Honors in Chinese Language and Culture (CLC)5100015
BA Honors in Japanese Language and Culture (JLC)550010
Total১০১১২৯৭২৮১৩৩৬