অভিনেত্রী তিশা ফেজবুকে কেনো এমন স্ট্যাটাস দিলেন !

একজন সুন্দর পুরুষের থেকে, জীবনে একজন দায়িত্বশীল পুরুষ বেশি সুন্দর হয়। তিশা তার ফেজবুক পেজে এই কথা গুলো বলেন

নায়িকা তিশার পরিচয়
নুসরাত ইমরোজ তিশা (জন্ম: ২০ ফেব্রুয়ারি ১৯৮৯) বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। টিভি নাটকের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তবে গান দিয়েই শুরু হয়েছিল তিশার পথচলা। বর্তমানে তার একটি মেয়ে হয়েছে , পরিচালক মুস্তফা জামান ফারুকি শ্তিশার স্বামী।

একজন সুন্দর পুরুষের থেকে, জীবনে একজন দায়িত্বশীল পুরুষ বেশি সুন্দর হয়।

কারণ এই মানুষটা জানে কিভাবে প্রিয় মানুষটাকে যত্ন করে আগলে রাখতে হয়! কিভাবে অপর পাশের মানুষটাকে সম্মান দিয়ে হয়, অপর পাশের মানুষটা দেখতে যেমনই হোক না কোনো কালো, খাটো, নাক বোঁচা? এই নিয়ে কখনও চোখে চোখ রেখে প্রশ্ন করবে না অন্তত!
কারণ তারা জানে সৌন্দর্য সারা জীবন থাকে না মানুষের!তারা প্রিয় মানুষটার মনটাকে ভালবাসে সব সময় তার মায়াতে আচ্ছন্ন হয়ে।

একটা মেয়ে যখন পরিবার বন্ধু বান্ধব সব রেখে চলে যায় নতুন এক পরিবেশে। তখন সে ভিতরে ভিতরে খুব একাকীত্ব অনুভব করে কাউকে কিছু বলতে পারে না!ঠিক তখন যদি প্রিয় মানুষটা মানসিক শান্তি কারণ হয়ে দাঁড়ায় সাপোর্ট দেয় তখন মনে হয় কষ্ট বলতে কিছু নেই দিন শেষে।

একটা সুন্দর পুরুষের থেকে একজন দায়িত্বশীল পুরুষ মানুষ বেশি দামি। কারণ টাকা আর সৌন্দর্য দিয়ে তো অনন্তপক্ষে সুখ পাওয়া যায় না! আপনি যখন ফুটপাত দিয়ে হেটে চলেন মানুষটা আপনাকে বাম দিতে রাখে কোনো জানেন? পিছনের শো শো করে আসা গাড়ি গুলো জানি এসে আপনাকে আঘাত না করতে পারে।
আপনার থেকে সে প্রিয় মানুষটা আপনাকে বেশি ভালবাসে হারানোর ভয় করে।

ভুয়া স্ট্যাটাস নিয়ে তিশা সোশ্যাল মিডিয়া তুলপার

আপনার সেই প্রিয় মানুষটা জানে সে একটু ভালবাসলে, আপনি তাকে কয়েক গুন বেশি ভালবাসা ফেরত দিবেন। কিছু মানুষ ভালবাসার কাঙ্গাল হয় তারা বেশি কিছু চায় না শুধু চায় প্রিয় মানুষটার থেকে! সে চায় তার মতো করে বুঝুক জানুক দুইজনের মন মানসিকতা এক রকম হলে আর কি লাগে।

সবাই সুন্দর মানুষ খুঁজে না সব সময়। কিছু মানুষ তো চায় বৃদ্ধ বয়সে পায়ে পা মিলিয়ে ঘুরতে যাবে ওই দূর পাহাড়ে হেটে যাবে এক অজানা পথ ধরে! জানি বৃদ্ধ বয়সে মুখের দিকে তাকিয়ে হেসে বলা যায় আজও ভালবাসি প্রথম দিনের থেকে খুব বেশি।

ভুয়া স্ট্যাটাস নিয়ে তিশা সোশ্যাল মিডিয়া তুলপার

কিছুদিন আগে তিশার স্ট্যাটাস নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক তোলপাড় হলেও প্রকৃতপক্ষে তিশা এই স্ট্যাটাসটি দেননি বলে একটি সূত্র থেকে জানা যায়। যদিও এই স্টাটাস তার ভেরিফাইড পেজ থেকে দেওয়া হয় নি , তবে হয়তো তার ফ্যান ফলোয়ার্স দিতে পারে এই স্টাটাস। তিশার কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিশা তার নিজ ভেরিফাইড কন্ফার্ম করে দেন স্ট্যাটাস তার নয়.

তিশা বলেন..গত কয় দিন ধরে দেখছি আমার নামে খোলা একটা ফেইক পেজ থেকে আমার আর ফারুকীর ছবি দিয়ে একটা বানোয়াট স্ট্যাটাস শেয়ার হচ্ছে।

করোনা থেকে সুস্থ হওয়ার পর আমার আর ফারুকীর একটা ছবি আমি শেয়ার করেছিলাম। সেই ছবিটা চুরি করে তার সাথে মনের মাধুরী মিশিয়ে একটা স্ট্যাটাস লিখেন ঐ ফেইক পেজের অ্যাডমিন! “সুন্দর পুরুষের চেয়ে দায়িত্বশীল পুরুষ ভালো” টাইপের কিছু একটা। গত কয়দিনে অনেকেই শেয়ার করেন। আজকে দেখি সেই স্ট্যাটাস থেকে পত্রিকায় নিউজও হয়ে গেছে।
আমি এই ফেইক স্ট্যাটাসের জন্য খুবই বিরক্ত।কারন আমার চোখে আমার হাজব্যান্ড দায়িত্বশীলতো বটেই, খুব সুন্দরও
দয়া করে ঐ ফেক পেজটাকে রিপোর্ট করলে আমি খুবই খুশী হবো ! আর সাংবাদিক ভাই-বোনেরা, দয়া করে চেক করে নিবেন আমার নামে যে কথা প্রচার হচ্ছে সেটা আমার ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করা হয়েছে কিনা।