শবেকদর রাত্রিতে আল্লাহর সন্নিকট পাওয়ার সহজ উপায় এবং ফজিলত

এ বছর শবে ক্বদরের রাত শুরু হবে ২২ এপ্রিল শুক্রবার সন্ধ্যা থেকে। ২১ তারাবিহ এর রাত )

শবে কদর রমজানের শেষ দশকে পাওয়া যায়। যারা ইতেকাফে বসেন তারা তো খুব সহজেই এই ফযিলত পূর্ণ রাতটি পায় কিন্তু যারা ইতিকাফে বসতে পারে না তাদের উপায় কি হয়?

সারারাত ঘুম অথবা অহেতুক কাজে সময় নষ্ট ।

শবেকদর রাত্রি যেভাবে পাবেন

শেষ দশ রাত একটা নির্দিষ্ট পরিমাণ সময় বের করে নিন । হতে পারে সাহরি আগে এক দুই ঘণ্টা। আর এটাই বেটার মনে করি । তবে যার যার সুবিধা।

এই সময়ে সাধ্যমত নফল ইবাদাত করবো । নামায পড়বো , কুরআন পড়বো ( আপনার মুখস্থ যা আছে । হতে পারে শুধু সূরা ফাতিহা । কুরআন পড়া মানে কুরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়া না । )

যিকির করবো । আর বেশি বেশি এস্তেগফার দুআ কান্নাকাটি করে নিজের পরিবার পরিজনের সকলের জন্য মাগফিরাতের দুআ করবো । কান্না না আসলে কান্নার ভান করবো।

-হাদিসের ভাষ্যমতে শেষ দশ রাতের বিজোড় রাতগুলোতে শবে কদর হয়। কিন্তু আমরা যদি প্রতি রাতেই একটু ইবাদাত করি তাতে তো কোন ক্ষতি নেই । বরং রমজান চলে যাচ্ছে । শেষ মুহূর্তে একটু তো বেশি ইবাদাত করা যেতেই পারে । আর হয়ত এই বরকত ময় রমজান আর জীবনে না ও আসতে পারে।

কি সম্ভব হবে না এই নয় দশটা রাত একটু জেগে ইবাদাত করার?

-অনেকেই ভাবে ২৭ এ রাত শবে কদর । এটা কিন্তু নির্দিষ্ট না । হতেও পারে নাও পারে। কিন্তু এরপর আরো একটা বিজোড় রাত আছে ২৯ এর রাত। এটা অনেকেই ভুলে যান ঈদ আসতেছে এই আনন্দে।

বছরের শ্রেষ্ঠতম রাত

আরবি লাইলাতুল কদরের ফারসি হলো- শবে কদর। বাংলায় শবে কদর বা লাইলাতুল কদরের কয়েকটি অর্থ হতে পারে। কারণ, আরবি কদর শব্দটি ব্যাপক অর্থবহ। তন্মধ্যে মর্যাদাপূর্ণ রাত, রিজিক বণ্টনের রাত, নির্দিষ্ট ও নির্ধারিত সময় এবং ভাগ্যরজনী ইত্যাদি অন্যতম। অর্থ যেটাই ধরে নেওয়া হোক— এই রাতটি সারা বছরের শ্রেষ্ঠতম রাত। এ রাতের ইবাদতের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শবেকদরে ইবাদত করবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে।’ (মুসলিম, হাদিস : ৭৬০; বুখারি, হাদিস : ২০১৪)

শবে কদর সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো, লাইলাতুল কদর কী? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।’ (সুরা কদর, আয়াত: ১-৩)

কোন রাতে কদর?