প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ ডাউনলোড করে দেখুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২৩ প্রাথমিক সহকারী শিক্ষক প্রশ্ন সমাধান ২০২৩ – প্রাথমিক MCQ প্রশ্নের সমাধান আমাদের ওয়েবসাইট অল নিউ রেজাল্ট এ উপলব্ধ। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার  সকাল ১০ টা  থেকে ১১টা  থেকে শুরু হওয়া ১ঘন্টা পরীক্ষা শেষ হয়েছে।

১ম ধাপে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

১ম পেজ ৮ ডিসেম্বর ২০২৩ হচ্ছে, এই পরীক্ষার পর পর ই আমরা প্রশ্ন সমাধান আপনাদের জন্য দিয়ে দিবো, এছাডা আপনারা পূবের সকল পরীক্ষার প্রশ্ন এর সমাধান খুজে পাবেন এখানে প্রাথমিক প্রশ্নের সমাধান, পরীক্ষার তারিখ, প্রবেশপত্র আমার ওয়েবসাইটে উপলব্ধ। প্রাথমিক অফিসিয়াল ওয়েবসাইট https://www.dpe.gov.bd

প্রাথমিক সহকারী শিক্ষক প্রশ্ন সমাধান ২০২৩

পরীক্ষার্থীদের কালো বলপয়েন্ট কলম দিয়ে উত্তরপত্র পূরণ করতে হতো। উত্তরপত্রে, পরীক্ষার্থীকে আনুষ্ঠানিকতা পূরণ করতে হয়েছিল, যেমন, পরীক্ষার বছর পূরণ করুন, পরীক্ষার্থীর রোল নম্বর, প্রশ্নের সেট কোড, জেলা কোড, উপজেলা/থানা কোড, লিঙ্গ ইত্যাদি।

পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী কোনো বই, উত্তরপত্র, নোট, অন্যান্য কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, লেডিস ব্যাগ, হাত ঘড়ি, ইলেকট্রনিক্স হাতঘড়ি বা কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আনতে পারবেন না। তাদের সঙ্গে শুধু প্রবেশপত্র, কলম, পেন্সিল, ইরেজার ছিল।

প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩। প্রশ্ন সমাধান ডাউনলোড PDF

Primary  1st Phase Exam Question Solution in below:

Exam was held: ০৮ ডিসেম্বর ২০২৩

১. 7P^2-P-4 এর একটি উৎপাদক হবে-p-4
২. লম্ফ প্রদান করিল এর চলিত রুপ- লাফ দিল
3. x+y=12 and x-y=8 হলে xy=? – 20
৪. The word American is- Both Noun and Adjective
৫. দুটি সংখ্যার লসাগু ও এর গুণফল সংখ্যা দুটির- কোনটিও নয়
৬. মোডেমের মাধ্যমে কম্পিঊটারের- ইন্টানেট সংযোগ করা হয়
৭. He is confident …. successes- To
৮. দহগ্রাম ছিটমহল কোন জেলায়- লালমনিরহাট
৯. কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?- ৩৬০°
১০.White elephant meaning- A very costly and troublesome possession .

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ ডাউনলোড করে দেখুন

১১. দিবারাত্রির কাব্য কার লেখা- মানিক বন্দ্যোপাধ্যায়
১২. Correct sentence- The man appears to be stronger than any other living man
১৩. কোনটি বৃটিশ আমলের স্থাপত্য- কার্জন হল, ঢাকা।
১৪. মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি- মনস্+ঈষা
১৫. একটি কলম ও বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মুল্য ১৫ টাকা বেশি এবং বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?- ৪৬ টকা
১৬. কাজী নজরুলের স্মৃতি বিজরিত ময়মনসিংহ এর- দরিরামপুর
১৭. তিস্তা নদীর উৎপত্তিস্থল- সিকিমের পর্বত অঞ্চল থেকে
১৮. কোন সংখ্যার বর্গমুলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?- ৩৬
১৯. The chairman and Secretary —present at last meeting- was ( The chairman and Secretary same person) . If The chairman and the Secretary —present at last meeting- then answer- were
২০. Which of the following adverb- Someday
২১. বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয়- বনানী ( বনানী মানে- বন)
বৃক্ষ গাছ, শাখী, বিটপী, অটবি, দ্রুম, মহীরূহ, তরু, পাদপ, শিখরী
২২. মুক্তিযুদ্ধের সময় কোন তারিখে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়- ১৪ ডিসেম্বর ১৯৭১
২৩. মানবদেহের কোষে কত জোড়া ক্রোমজোম থাকে- ২৩ জোড়া
২৪. Correct sentence: Airport is a busy place.
২৫. ধীমান অর্থ- বুদ্ধিমান
২৬. সরকারের কর বহির্ভূত রাজস্ব – টোল ও লেভী কি
২৭. Correct Sentence: The shirt which he has bought is blue in color.
২৮. বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
২৯.ইউরিয়া সারের সর্বাধিক কত ভাগ নাইট্রোজেন থাকে?- ৪৬ ভাগ

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ ডাউনলোড করে দেখুন

৩০. x/y এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে? (2y2 – x2)/xy
৩১. ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ- পার্থক্য বা ভেদাভেদ
৩২. Common gender- Teacher
৩৩. ভারত শ্রীলঙ্কা কে পৃথক করেছে- পক প্রণালী
৩৪. কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে- ইউনেস্কো
৩৫. a² + 1/a²= 2 হলে a-1/a=? – Ans: 0
৩৬. সারাংশে নিচের কোনটি প্রয়োজন নেই- অলঙ্কার
৩৭. চলিত রীতির শব্দ- শুকনো
৩৮. A Tale of Two Cities written by – Charles Dickens
৩৯. সম্বোধন এর পরে বসে- কমা
৪০. অনিল বাগচীর একদিন এর লেখক- হুমায়ূন আহমেদ
৪১. যে পরিমান খাদ্য ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে ওই পরিমান খাদ্য কতজনের ৬ সপ্তাহ চলবে?- ৬০০ জন
৪২. Fill in the Gap: Today ——people who enjoy cricket is bigger than that of 30 years ago. – the number of
৪৩. CPU এর পূর্ণরূপ কী ? -Central Processing Unit
৪৪. উভয় লিঙ্গ- মানুষ
৪৫. Antonym of word delete- Insert
৪৬. ‘কর্মে যার ক্লান্তি নেই‘- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী? – অক্লান্ত কর্মী
৪৭. সঠিক বানান- Achievement
৪৮. একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির চাঁদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? উত্তর- ৪১ ফুট
৪৯. Passive form: Who did this? – By whom was this done
৫০. হাভাতে অর্থ – হতভাগ্য
৫১. অংক ১ সমস্ত ২/৩ এর ১/৫ ÷ ১/৯ =কত?- উত্তর- ৩
৫২. Narration: He said, I can do the work – He said that he could do the work
৫৩. We could not buy anything because — of the shops was open – None
৫৪. কোনটি আফ্রিকা মহাদেশের দেশ নয়- আলবেনিয়া
৫৫. Correct spelling: diarrhea
সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে নিচের Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
৫৬. পিসি কালচার-মৎস্য চাষ
৫৭. A child likes sweet only. (Negative form) – A child likes none but sweets
৫৮. জি-৮ এর সদস্য নয়- সুইডেন
৫৯. Rahim discourages me– borrowing – from
৬০. স্বাধীনতা যুদ্ধের সেক্টর- ১১
৬১. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত- ১০%
সমাধানঃ দেওয়া আছে, P1= 500 টাকা
n1=4 বছর , P2=600 টাকা এবং , n2= 5 বছর।
ধরি, মানাফার হার = x%
আমরা জানি, I=Prn
শর্তমতে,
P1r1n1 + P2r2n2 = 500
বা, (৫০০×x/100 × 4 ) + ( 600 × x/100 × 5) = 500
বা, ২০x + 30x = 500
বা, ৫০x = 500
বা x = ৫০০/৫০
= ১০
নির্ণেয় মুনাফার হার = ১০%
৬২. একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?– ১৫০
৬৩. একটি বাঁশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে । বাঁশটির দৈর্ঘ্য কত?- ২০ মিটার
৬৪. চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া যায়। ১ কেজি চালের পুর্বমুল্য কত? – উত্তরঃ ২৫
৬৫. অংক-০.০০১ ÷ ০.১×০.১- উত্তর- .১
৬৬. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব- বীরশ্রেষ্ঠ
৬৭. বজ্রপাতের সময় থাকতে হবে- গুহার ভেতরে বা মাটিতে শুয়ে
৬৮. Opposite of Liability- Asset
৬৯. টাকায় ৫ টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রি করতে হবে-
৭০. অংক-৭৫০০ টাকার ১ঃ ২ঃ ৩ঃ ৪ঃ ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য? উত্তর- ২০০০
৭১. অংক-১০০ জন শিক্ষার্থীর পরীসংখানের গর নম্বর ৭০ এদের মধ্যে ৬০ ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে ছাত্রদের নম্বর কত?- ৬২.৫
৭২. কপোত অর্থ –কবুতর
৭৩. সংযোজ্ঞাপক সর্বনাম- যে
৭৪. যার আগমনে কোন তিথি নেই- অতিথি
৭৫. সঠিক বানান- ষাণ্মাসিক
৭৬. সঠিক বানান- নিশীথিনী
৭৭. গাছের অংক-সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশী হবে না?- ২১০
৭৮. সংশয় এর বিপরীত- প্রত্যয়
৭৯. উত্তরা গণভবন কোথায়- নাটোর
৮০. কুসুম্বা মসজিদ কোথায়- নওগাঁ

প্রাথমিক শিক্ষক প্রশ্ন সমাধান ২০২৩

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের প্রশ্নের সমাধান। প্রাথমিক বিদ্যালয়ের বাংলাদেশ সহকারী শিক্ষকের চাকরির পরীক্ষা ২০২৩ সালের মে ২০, (শুক্রবার) সকাল ১১ঃ৩০ থেকে ১ঘন্টা এই পরিক্ষা  অনুষ্ঠিত হইবে । এবার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের চাকরির পরীক্ষা ২০২৩ একযোগে ৩০টি জেলায় অনুষ্ঠিত হয়েছে। এরপর অন্য জেলায় পরবর্তীতে এই পরীক্ষা নেওয়া হবে। এই ৩০টি জেলা হল:-

১ম ধাপের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের চাকরির পরীক্ষা ২০২৩ MCQ (মাল্টিপল চয়েস প্রশ্ন) পদ্ধতিতে সম্পন্ন হয়েছিল। পরীক্ষার নম্বর ছিল ৮০। মোট ৮০টি MCQ থাকবে। মানে প্রতি MCQ তে 1 নম্বর ছিল। পরীক্ষার্থী প্রতিটি সঠিক MCQ-এর জন্য 1 নম্বর পাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। মোট 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। পরীক্ষার সময় ছিল ৮০ মিনিট (1 ঘন্টা এবং 20 মিনিট)।

 সকল জেলা প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার প্রশ্ন সমাধান

বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
বরগুনা জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
ভোলা জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
বগুড়া জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
ঢাকা জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
ফেনী জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
জামালপুর জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
যশোর জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
ঝালকাটি জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
খুলনা জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
মাগুরা জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
নড়াইল জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
নাটোর জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
নবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
পাবনা জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
পার্বত্য চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
রংপুর জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
শেরপুর জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
সিলেট জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন
ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন

প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার ফলাফল

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের চাকরির পরীক্ষা দেওয়ার মাধ্যমে সরকার প্রায় ৪৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দেবে।

প্রাথমিক সহকারী শিক্ষকের সার্কুলার ২০২৩

এখানে আমাদের ওয়েবসাইটে, আপনি আজকের পরীক্ষার সমস্ত সমাধান খুঁজে পেতে পারেন। শুধু তাই নয়, সমস্ত পরীক্ষার প্রশ্নের সমাধান এবং ফলাফল আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। আমরা এখানে সমস্ত প্রশ্নের সমাধান আপলোড করব। তাই দেরি করবেন না এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকুন এবং আরও আপডেট পাবেন।