শেখ রাসেল পদক ২০২২ এর জন্য আবেদন করতে পারো তুমিও!
তোমাদের মধ্যে যারা শিক্ষা, শিল্প, সাহিত্য, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদান রেখেছো, এবং যাদের বয়স ১৮ বছরের নিচে তারাই এই সম্মাননার জন্য আবেদন করতে পারবে।
আবেদনের শেষ সময়: ৯ জুলাই ২০২২
আবেদন বয়সসীমা: অনূর্ধ্ব ১৮
আবেদন করতে ভিজিট করো: https://sheikhrussel.gov.bd/


নিবন্ধন প্রক্রিয়া
প্রথমে https://sheikhrussel.gov.bd ওয়েবসাইট এ গিয়ে অথবা https://award.sheikhrussel.gov.bd ওয়েবসাইট এ গিয়ে আপনাকে নাম ও ইমেইল ঠিকানা দিয়ে রেজিষ্ঠেষন করতে হবে।
প্রোফাইল সম্পাদনঃ
নিবন্ধন করার পর আপনার প্রোফাইল সপম্পাদন করতে হবে। তার জন্য আপনার জন্ম নিবন্ধন/ এন আই ডি, মোবাইল নাম্বার দরকার হবে সাথে আপনার ছবি আপলোড করতে হবে।

আবেদন প্রক্রিয়া
ডেশবোড থেকে আপনাকে নিদিষ্ট ক্ষেত্র নির্বাচন করে আবেদন করতে হবে। একটি ক্ষেত্র একজন আবেদন কারী একবার ই আবেদন করতে পারবে।
প্রতিটি ক্ষেত্র নিম্নক্ত ২ ধরনের আবেদন পূরন করতে হবে।
ক) সাধারণ তথ্য
১। উদোগ/প্রকল্প/ধরনা/অবধান/ অন্যান্য শিরোনামের ধরন ঃ ধরন নির্বাচন ও শিরোনাম লিখুন।
২। আবেদনের জোক্তিগতা ঃ অনাধিক ৫০০ শব্দের মধ্যে আবেদনের জোক্তিকতা লিখতে হবে।
৩। ইতিমধ্যে শেখ রাসেল এর পদক পেয়েছেন কিনা তার তথ্য দিতে হবে।
৪। বেক্তি সম্পর্কিত তথ্য ও ঠিকানা দিতে হবে।
প্রাতিষ্ঠানিক আবেদনের ক্ষেত্র- প্রতিষ্ঠান সম্পকিত তথ্য, প্রতিষ্ঠানের পক্ষে আবেদন কারীর তথ্য ও ঠিকানা দিতে হবে।
খ) প্রমানক
প্রমানকসমূহের তালিকাঃ
সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রমানক সমূহের তথ/মন্তব এবং প্রমানক ড্রাইবে
আপলোড করে (One Drive, Dropbox, Google Drive, etc) লিঙ্ক দিতে হবে।
- আবেদনকারির ছবি (Less Then 200 kb, 300X300 Pixel) আপলোড করতে হবে।
- আবেদনকারির সাক্ষর (Less Then 200 kb, 300X80 Pixel) আপলোড করতে হবে।
- জন্ম নিবন্ধন/ এন আই ডি (Less Then 400 kb) আপলোড করতে হবে।
আবেদনটি সফল্ভাবে জমা হলে। আবেদন সমূহ থেকে আপনার আবেদন এর তালিকা দেখা যাবে। প্রয়োজনে কোন তথ্য ইডিট করার প্রয়োজন হলে । তা ইডিট থেকে পরিবত্তন করতে পারবেন।
View Icon আবেদন্টি দেখা যাবে, PDF হিসেবে ডাউনলোড করা যাবে।