শেখ রাসেল পদক ২০২২ এর জন্য আবেদন করুণ এবং পদক পাপ্তিদের তালিকা দেখে নিন।

শেখ রাসেল পদক ২০২২ এর জন্য আবেদন করতে পারো তুমিও!
তোমাদের মধ্যে যারা শিক্ষা, শিল্প, সাহিত্য, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদান রেখেছো, এবং যাদের বয়স ১৮ বছরের নিচে তারাই এই সম্মাননার জন্য আবেদন করতে পারবে।
আবেদনের শেষ সময়: ৯ জুলাই ২০২২
আবেদন বয়সসীমা: অনূর্ধ্ব ১৮
আবেদন করতে ভিজিট করো: https://sheikhrussel.gov.bd/
নিবন্ধন প্রক্রিয়া
প্রথমে https://sheikhrussel.gov.bd ওয়েবসাইট এ গিয়ে  অথবা https://award.sheikhrussel.gov.bd ওয়েবসাইট এ গিয়ে আপনাকে নাম ও ইমেইল ঠিকানা দিয়ে রেজিষ্ঠেষন করতে হবে।
প্রোফাইল সম্পাদনঃ
নিবন্ধন করার পর আপনার প্রোফাইল সপম্পাদন করতে হবে। তার জন্য আপনার জন্ম নিবন্ধন/ এন আই ডি, মোবাইল নাম্বার দরকার হবে সাথে আপনার ছবি আপলোড করতে হবে।

আবেদন প্রক্রিয়া

ডেশবোড থেকে আপনাকে নিদিষ্ট ক্ষেত্র নির্বাচন করে আবেদন করতে হবে। একটি ক্ষেত্র একজন আবেদন কারী একবার ই আবেদন করতে পারবে।
প্রতিটি ক্ষেত্র নিম্নক্ত  ২ ধরনের আবেদন পূরন করতে হবে।
ক) সাধারণ তথ্য
১। উদোগ/প্রকল্প/ধরনা/অবধান/ অন্যান্য শিরোনামের ধরন ঃ ধরন নির্বাচন ও শিরোনাম লিখুন।
২। আবেদনের জোক্তিগতা ঃ অনাধিক ৫০০ শব্দের মধ্যে আবেদনের জোক্তিকতা লিখতে হবে।
৩। ইতিমধ্যে শেখ রাসেল এর পদক পেয়েছেন কিনা তার তথ্য দিতে হবে।
৪। বেক্তি সম্পর্কিত তথ্য ও ঠিকানা দিতে হবে।
প্রাতিষ্ঠানিক আবেদনের ক্ষেত্র- প্রতিষ্ঠান সম্পকিত তথ্য, প্রতিষ্ঠানের পক্ষে আবেদন কারীর তথ্য ও ঠিকানা দিতে হবে।
খ) প্রমানক
প্রমানকসমূহের তালিকাঃ
সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রমানক সমূহের তথ/মন্তব এবং প্রমানক ড্রাইবে
আপলোড করে (One Drive, Dropbox, Google Drive, etc) লিঙ্ক দিতে হবে।
  • আবেদনকারির ছবি (Less Then 200 kb, 300X300 Pixel) আপলোড করতে হবে।
  • আবেদনকারির সাক্ষর (Less Then 200 kb, 300X80 Pixel) আপলোড করতে হবে।
  • জন্ম নিবন্ধন/ এন আই ডি (Less Then 400 kb) আপলোড করতে হবে।

আবেদনটি সফল্ভাবে জমা হলে। আবেদন সমূহ থেকে আপনার আবেদন এর তালিকা দেখা যাবে। প্রয়োজনে কোন তথ্য ইডিট করার প্রয়োজন হলে । তা ইডিট থেকে পরিবত্তন করতে পারবেন।

View Icon আবেদন্টি দেখা যাবে, PDF হিসেবে ডাউনলোড করা যাবে।