স্বাধীনতা পুরস্কার ২০২২ বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”। দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদাণ করা হচ্ছে। এই তালিকাটি ২০২১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের সম্পর্কিত সার-সংক্ষেপণ নিচে দেওয়া হয়েছে।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২২ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।
মঙ্গলবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এ পুরস্কার পাচ্ছে।
স্বাধীনতা পুরস্কার ২০২২ যারা পেলেন
২০২২ সালে ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তাদের অসাধারণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।
‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে এবার ছয়জন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ‘চিকিৎসাবিদ্যা’ ক্যাটাগরিতে দুই জন পুরস্কার পাচ্ছেন ‘সাহিত্যে’ এবং ‘স্থাপত্যে’ এক জন করে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন এবং ‘গবেষণা ও প্রশিক্ষণে’ পুরস্কার পাচ্ছে ।
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
১ | বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | |
২ | শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম) | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | |
৩ | আব্দুল জলিল | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | |
৪ | সিরাজ উদদীন আহমেদ | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | |
৫ | মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) |
৬ | মরহুম সিরাজুল হক | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) |
৭ | অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া | চিকিৎসা | |
৮ | অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম | চিকিৎসা | |
৯ | মরহুম মো. আমির হামজা | সাহিত্যে | (মরণোত্তর) |
১০ | মরহুম স্থপতি সৈয়দ মঈনুল ইসলাম | স্থাপত্যে | (মরণোত্তর) |
১১ | বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট | গবেষণা ও প্রশিক্ষণে | প্রতিষ্ঠান |
স্বাধীনতা পুরস্কার ২০২১ যারা পেলেন
২০২১ সালে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তাদের অসাধারণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
এ কে এম বজলুর রহমান | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) | |
আহসানউল্লাহ মাস্টার | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) | |
খুরশিদ উদ্দিন আহমেদ | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) | |
আখতারুজ্জামান চৌধুরী বাবু | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) | |
মৃন্ময় গুহ নিয়োগী | বিজ্ঞান ও প্রযুক্তি | ||
মহাদেব সাহা | সাহিত্য | ||
এম আমজাদ হোসেন | সমাজসেবা | ||
আতাউর রহমান | সংস্কৃতি | ||
গাজী মাজহারুল আনোয়ার | সংস্কৃতি | ||
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল | গবেষণা ও প্রশিক্ষণ | প্রতিষ্ঠান |