প্রাইমারী নিয়োগে ১ম ধাপে [মৌখিক পরীক্ষা] সময়সূচী ও ফলাফল এর তারিখ ঘোষণা ২০২৪

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ এর মৌখিক পরীক্ষার ১ম ধাপের তারিখ প্রকাশ তথ্য । প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (Directorate of Primary Education – DPE) এ ১৪তম গ্রেডের সহকারী শিক্ষক পদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আজ ২০ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে নেওয়া হবে মৌখিক পরীক্ষা। এই পরীক্ষা ২ভাগে ভাগ করা হয়েছে। ১০ মার্ক থাকবে এসএসসি ও এইসএসসি রেজাল্ট এর উপর আর বাকি ১০ মার্ক এর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আসুন দেখে নেই কোন জেলায় কত জন এই পরীক্ষা দিবে। মৌখিক পরীক্ষার ফলাফল ও আপনারা এখানে দেখতে পারবেন।

১ম ধাপের মৌখিক পরীক্ষার কাগজপত্র জমা দেয়ার সময় বৃদ্ধি ১১ জুন ২০২৪ পর্যন্ত

১ম ধাপে মৌখিক পরীক্ষার নমুনা ভাইভা

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের আজকের রিয়েল ভাইভা:(সংগ্রহিত)
প্রার্থীর নাম : আব্দুর রহিম
আপনার নাম কি?
—আব্দুর রহিম
আব্দুর রহিম অর্থ কি?
—দয়ালুর গোলাম
জীবনানন্দ দাশের একটি কাব্যগ্রন্থের নাম বলুন?
—ধূসর পান্ডুলিপি
আমি আপনাকে খাওয়াই ট্রান্সলেট করুন
—I feed you.
BUETএর ফুল মিনিং কি?
—Bangladesh University of Engineering and Technology
পদ্মা সেতু কোন কোন জেলাকে সংযুক্ত করেছে?
—মাওয়া ও রাজবাড়ী (পরক্ষণে নিজেই বুঝতে পারলাম মাওয়া কোন জেলার নাম নয়, তাই বললাম- স্যরি স্যার, এই মুহুর্তে মনে করতে পারছিনা।)
***উত্তর হবে: মুন্সিগঞ্জ ও শরীয়তপুর।
বাংলাদেশের জাতীয় দিবস গুলোর নাম বলুন।
—বাংলাদেশের জাতীয় দিবস একটি, ২৬ মার্চ।
২৬ মার্চ কে কত সালে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়?
—১৯৮০ সালে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মায়ের নাম কি?
—সায়েরা খাতুন।
দু’জন শহীদ বুদ্ধিজীবীর নাম বলুন।
—এখানে আমি একটু কৌশলের আশ্রয় নিলাম, ভাইভা বোর্ডে মোট সদস্য ছিলেন তিনজন, প্রশ্নের ধরন ও কথাবার্তা শুনে আমার কাছে তিন সদস্যের মধ্যে দু’জনকে হিন্দু মনে হয়েছিল, তাই প্রথমেই বললাম: শহীদ ড. গোবিন্দ চন্দ্র দেব। তারপরে বললাম: শহীদ ড. শামসুজ্জোহা। উত্তর শুনে সবাইকে খুশি মনে হল।
ট্রান্সলেট করুন: জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
—District Education Office.
(উত্তর শুনেও নতুন প্রশ্ন না করে স্যার চুপ থাকলেন, আমি বুঝতে পারলাম কোথাও গোলমাল হয়েছে)
Sorry Sir, District Primary Education Office.
স্যার: প্রথম বার ভুল করলেন যে?
—স্যার প্রথমে সম্পূর্ণটা খেয়াল করতে পারিনি।
কতজন বীরশ্রেষ্ঠের বাড়ি খুলনা বিভাগের মধ্যে?
—২ জন।
নাম বলুন।
—মতিউর রহমান (স্যার বিস্ময়ের চোখে তাকিয়ে- মতিউর রহমান?) স্যরি স্যার, হামিদুর রহমান ও নূর মোহাম্মদ শেখ। (বেশি এক্সাইটেড হওয়ার কারণে প্রথমে ভুল করেছিলাম?)
আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন?
—সমাজকর্ম।
সমাজকর্ম কি বুঝিয়ে বলুন।
—বললাম।
নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্যে আপনি কোনটি করবেন?
—কবিতা আবৃত্তি, আমি নিজে ছড়া-কবিতা লিখি, আমি কি নিজের লেখা কবিতা আবৃত্তি করব স্যার?
(একজন স্যার মাথা নেড়ে সায় দিলেন)
—আমাদের এই দেশ
রাহাত রহিম
আমাদের এই দেশ সবুজ শ্যামল
পুকুর দীঘিতে করে পানি টলমল।
ঝাঁক বেঁধে উড়ে যায় সারি সারি বক
সময়টা কত হলো জানায় মোরগ।
দিগন্তে মিশে যায় নীলাভ আকাশ
নদী তীরে দাপাদাপি করে বালি হাঁস।
গাছে গাছে ডালে ডালে পাখি দেয় উঁকি
মেঠো পথে স্কুলে হেঁটে যায় খুকি।
যামিনীর নিঝঝুম ভাঙ্গে নিশাচর
আমাদের এই দেশ সম্ভাবনার।

১ম ধাপে মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়

প্রথম ধাপের লিখিত পরীক্ষায় পাশ করেছে ৪০ হাজার ৮২ জন। সফল প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারিখ ঘোষণা করা হয়েছে, এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। আগামী ১২ জুন তারিখ থেকে এই পরীক্ষা নেওয়া হবে । ভাইভা জন্য কি ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা ধাওনা এখানে পাবেন।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষার তারিখ ২০২৪। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ এর প্রথম ধাপের ২২ জেলার মৌখিক পরীক্ষার তারিখ ২০২৪

নির্বাচিত ৪০ হাজার ৮৬২ জন জেলাভিত্তিক নির্বাচিত প্রার্থীর সংখ্যা 

 কিশোরগঞ্জ ১২৬২

 কুমিল্লা ২৪৫৬

 গাজীপুর ১৪৭৩

 চট্টগ্রাম ৪৮৮১

 চাঁপাইনবাবগঞ্জ ১৯৭২

টাঙ্গাইল ১৭৩৮

ঢাকা ১৮৯১

 নরসিংদী ১৩৯১

 নেত্রকোনা ১৯১৯

 নোয়াখালী ১৯৪৯

 ফেনী ১১২৬

 ময়মনসিং ৩০১৫

 মাগুরা ১৩০০

 মাদারীপুর ১৭৮৪

 মানিকগঞ্জ ১২৫৭

 মুন্সিগঞ্জ ৯৮৭

 মৌলভিবাজার বাজার ১৬০৮

 যশোর ১৪৭৫

 লক্ষ্মীপুর ১৬২৪

 লালমনিরহাট ১৮০৮

 শেরপুর ১৫৮৭

সিরাজগঞ্জ ২৩৬৩

মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আগামী ১২ জুন ২০২৪ তারিখ থেকে ভাইভা পরীক্ষা নেওয়া শুরু হবে। ১ম ধাপে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী জুলাইয়ের মধ্যে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

১ম ধাপে মৌখিক পরীক্ষার বন্টন

মৌখিক পরীক্ষায় নতুন নম্বর বরাদ্দের জন্য শিক্ষাগত যোগ্যতায় ১০ নম্বর রাখা হয়েছে। এর মধ্যে এসএসসি ও সমমানের ফলাফলের জন্য 4 নম্বর, এইচএসসি ও সমমানের ফলাফলের জন্য 4 নম্বর এবং স্নাতক ও সমমানের ফলাফলের জন্য 2 নম্বর।

কোনো প্রার্থীর এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের প্রথম শ্রেণি বা জিপিএ-৩.০০ বা তার বেশি হলে সে ৪ নম্বর পাবে। দ্বিতীয় বিভাগ / জিপিএ – যদি এটি 2.00 থেকে 3.00 এর কম হয় তবে আপনি 3 নম্বর পাবেন। তৃতীয় বিভাগ/জিপিএ- 1.00 থেকে 2.00 এর কম হলে 1 নম্বর পাবেন।

মৌখিক পরীক্ষায় নতুন নম্বর বরাদ্দের জন্য শিক্ষাগত যোগ্যতায় ১০ নম্বর রাখা হয়েছে। এর মধ্যে এসএসসি ও সমমানের ফলাফলের জন্য 4 নম্বর, এইচএসসি ও সমমানের ফলাফলের জন্য 4 নম্বর এবং স্নাতক ও সমমানের ফলাফলের জন্য 2 নম্বর।
প্রার্থীর স্নাতক বা সমমানের ক্ষেত্রে প্রথম শ্রেণি/সমমানের CGPA-4 স্কেল 3.00 বা তার বেশি, CGPA-5 স্কেল 3.75 বা তার বেশি 2 নম্বর পাবে। দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA-4 এর স্কেলে, 2.25 থেকে 3.00 এর কম, CGPA-5 এর স্কেলে, 2.8 থেকে 3.75 এর কম, আপনি 1 নম্বর পাবেন।

এছাড়াও ব্যক্তিত্ব, ভাব প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। প্রার্থীদের এই যোগ্যতা মৌখিক পরীক্ষার বোর্ডে যাচাই করা হবে।

প্রাথমিকের ৩২,৫৭৭ পদের সহকারী শিক্ষকের নিয়োগ

গত বছরের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে। আবেদনপ্রক্রিয়া শেষ হয় গত বছরের ২৪ নভেম্বর রাতে। এর পরের ৭২ ঘণ্টা সময় ছিল পেমেন্ট করার জন্য। পেমেন্ট শেষে ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী ৩২ হাজার ৫৭৭ পদের জন্য আবেদন করেছেন। এর মধ্যে প্রাক প্রাথমিকে ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে ৬ হাজার ৯৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

২০২০ সালের সকল সহকারী শিক্ষক পদে ৩০ বছর পূর্ণ হওয়া প্রার্থীরাও আবেদনের সুযোগ পেয়েছেন। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে গত বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই প্রজ্ঞাপনের আলোকে  গত বছরের ২০ অক্টোবরে বয়স সর্বনিম্ন ২১ বছর এবং ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চে ৩২ বছর ছিল।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল টেস্ট ২০২৪

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল টেস্ট ১-৯০ প্রথম আলো PDF

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রফেসরস সহায়িকা বই PDF

প্রসেসর প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ Model Test & Suggestion গণিত পার্ট

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল টেস্ট 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ও বিসিএস স্পেশাল

প্রাইমারি নিয়োগ  টাইমলাইন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ : ১৯ অক্টোবর ২০২০আবেদন শুরুর তারিখ : ২৫ অক্টোবর ২০২০ (সকাল ১০:৩০ হতে)

আবেদনের শেষ তারিখ : ২৪ নভেম্বর ২০২০ (রাত ১১:৫৯)

পরিক্ষা পদ্ধতি : লিখিত (এমসিকিউ)

আবেদন ফি : সার্ভিস চার্জসহ ১১০ টাকা

আবেদন লিংক : dpe.teletalk.com.bd

প্রাথমিকের ৩২,৫৭৭ পদের সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪