আধার কার্ডের ২০২২ থেকে নতুন নিয়ম।যে ভাবে পাবেন ক্রেডিট কাডের সুবিধা

আধার সংখ্যা কোনো ইন্টেলিজেন্স বর্জিত এবং বর্ণ, ধর্ম, আয়, স্বাস্থ্য এবং ভূগোল উপর ভিত্তি করা মানুষের প্রোফাইল নেই.আধার সংখ্যা পরিচয়ের একটি প্রমাণ, তবে এটি একটি আধার সংখ্যা ধারক সম্মান নাগরিকত্ব এবং বাসস্থান কোন অধিকার অর্পণ করেনা.

২০২২ সাল থেকে আধার কার্ড বদলে যাচ্ছে

২০২২ সাল থেকে আধার কার্ড বদলে যাচ্ছে। নতুন কার্ড হবে পিভিসি (পলিভিনাইল ক্লোরাইড)-র। যা জলে ভিজবে না, দুমড়ে মুচড়ে যাবে না। পকেটে বা টাকার ব্যাগে রাখা যাবে। চেহারা হবে ডেবিট, ক্রেডিট কার্ডের মতো। পুরনো আধার কার্ড থাকলেও চাইলে নতুনের আবেদন করা যাবে। এমনটাই জানিয়েছেন আধার কর্তৃপক্ষ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)। এর জন্য খরচ হবে ৫০ টাকা।

এবার জেনে নিন ঠিক কী কী সুবিধা নতুন এই কার্ডে।

১। খুব ভাল ছাপা এবং ল্যামিনেশন।

২। এটা অনেক টেকসই এবং সঙ্গে নিয়ে ঘোরাঘুরির সুবিধা।

৩। এতে যুক্ত হয়েছে হলোগ্রাম, ঘোস্ট ইমেজ, মাইক্রোটেক্সট-এর মতো নতুন কিছু নিরাপত্তা ফিচারস।

৪। এটা পুরোপুরি ওয়াটার-প্রুফ।

৫। অফলাইন কিউআর ভেরিফিকেশনের সুযোগ।

৬। এই কার্ডে ইস্যু করার ও মুদ্রণের তারিখেরও উল্লেখ থাকবে।

৭। পিভিসি-র কার্ডে আধার লোগো এমবস করা থাকবে।

এই সব সুবিধা উল্লেখ করার পাশাপাশি ইউআইডিএআই জানিয়েছে,

অনলাইনে www.uidai.gov.in ওয়েবসাইটে গিয়ে নতুন কার্ডের আবেদন করা যাবে। আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করা না থাকলেও এই আবেদন করা যাবে। জমা দিতে হবে ৫০ রুপি। এর মধ্যেই রয়েছে জিএসটি এবং স্পিড পোস্টের খরচ। আবেদন করার পরের পাঁচ দিনের মধ্যে বাড়িতে চলে আসবে কার্ড।

Full Form of UIDAI (Definition) | Complete Guide to UIDAI

২০২২ সাল থেকে যে ভাবে আবেদন করবেন 

১. প্রথমে www.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।

২. ‘মাই আধার’ ট্যাবে গিয়ে ‘অর্ডার আধার পিভিসি কার্ড’-এ ক্লিক করতে হবে।

৩. এর পরে ১২ সংখ্যার আধার নম্বর অথবা ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি অথবা ২৮ সংখ্যার এনরোলমেন্ট আইডি দিতে হবে।

৪. এবার সিকিউরিটি কোড চাইবে। মোবাইল নম্বর রেজিস্টার্ড না থাকলে অন্য একটি ফোন নম্বর দিতে হবে ওটিপির জন্য।

৫। ‘সেন্ড ওটিপি’ ক্লিক করতে হবে। মোবাইল ফোনে আসা ওটিপি ১০ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে।

৬. এ বার ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’ লেখা বক্সে টিক করে সাবমিট করতে হবে।

৭. আধারে মোবাইল নম্বর যুক্ত থাকলে এর পরে নতুন কার্ডের প্রিভিউ পাওয়া যাবে।

৮. এর পরে ‘মেক পেমেন্ট’ অপশনে ক্লিক করলে পেমেন্ট গেটওয়ে পেজ খুলবে।

ডেবিট, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ছাড়াও ইউপিআই থেকে টাকা দেওয়া ‌যাবে। দিতে হবে ৫০ টাকা। এর একটি রসিদও মিলবে। সেটা ডাউনলোড করা যেতে পারে। এ ছাড়াও মোবাইল ফোনে একটি ২৮ সংখ্যার সার্ভিস রিকোয়েস্ট নম্বর আসবে। যার মাধ্যমে পরে কার্ডের স্ট্যাটাস জানা যাবে।

সম্প্রতি বাজার থেকে কেনা পিভিসি এবং প্রিন্টেড আধার কার্ডের ব্যাপারে সতর্ক করেছিল ইউআইডিএআই (UIDAI)। সেই নির্দেশিকায় বলা হয়েছিল বাজারে ভুয়ো আধারকার্ড তৈরি করছে প্রতারকরা। তাই বাজার থেকে কেনা আধারকার্ডকে অবৈধ ঘোষণা করা হতে পারে। একমাত্র ইউআইডিএআই থেকে পাওয়া আধার কার্ডকেই বৈধ হিসেবে গণ্য করা হবে। এবার বাড়ি বসেই কীভাবে বৈধ পিভিসি আধারকার্ড পাওয়া সম্ভব সেকথাই জানালো আধারকার্ড প্রদানকারী সংস্থা।

বর্তমান সময়ে ভারতবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে আধারকার্ড। এবার শুধুমাত্র একটি মোবাইল নম্বর ব্যবহার করেই আপনি বাড়ির সবার জন্য অর্ডার করতে পারবেন পিভিসি আধারকার্ড। ইউআইডিএআই জানিয়েছে এখন একটি নাম্বার থেকেই একাধিক আধারকার্ড অর্ডারের ওটিপি পাওয়া যাবে। পুরো প্রক্রিয়াটির জন্য খরচ হবে কার্ডপিছু ৫০ টাকা। যে সমস্ত ব্যক্তির মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড লিংক করা নেই তাঁরা লিংক না করা নম্বর থেকেও অর্ডার করতে পারবেন।

ঘরে বসেই কীভাবে পরিবারের সবার জন্য মিলবে আধারকার্ড, জেনে নিন

১.আধারকার্ড অর্ডার করার জন্য আপনাকে প্রথমে ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in/genricPVC তে লগ ইন করতে হবে।
২.এরপর সেখানে নিজের আধার নম্বর দিতে হবে।
৩.ক্যাপচা টাইপ করতে হবে।
৪.’সেন্ড ওটিপি’ বোতামটিতে ক্লিক করতে হবে।
৫.ওটিপি লিখে টার্মস অ্যান্ড কন্ডিশনস এর বাক্সে টিক দিতে হবে।
৬.ওটিপি ভেরিফিকেশন সম্পুর্ন করতে সাবমিট বোতামে ক্লিক করুন।
৭.এরপর আধার কার্ডটি আপনার কম্পিউটারে দেখতে পাবেন।
৮. পেমেন্ট অপিশানে ক্লিক করে পেমেন্ট করতে হবে।
৯.আপনার ডিজিট্যাল সাক্ষর সমেত পেমেন্টের বিলের প্রিন্ট আউট করে নিজের কাছে রাখুন।
এরপর এসএমএস মারফত আপনি একটি ট্র‍্যাকিং আইডি পাবেন সেটি আপনার আধার কার্ডের স্টেটাস দেখতে আপনাকে সাহায্য করবে।
ইউআইডিএআই এর এহেন ঘোষণার পর তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। তাঁদের মতে লিংকড নয় এমন ফোন নাম্বার দিয়ে আবার কার্ড অর্ডার করা গেলে এর সুযোগ নেবে প্রতারকরা। ফলে সাধারণ মানুষকে বিপদে পড়তে হতে পারে। তবে এই ব্যাপারে দেশবাসীকে নিশ্চিন্ত করেছে আধার কার্ড প্রদানকারী সংস্থা। তারা জানিয়েছে যে কোনো নাম্বার থেকে অর্ডার করা হলেও কার্ডটি ডেলিভারি করা হবে শুধুমাত্র রেজিস্টার্ড ঠিকানাতেই। তাই জালিয়াতি বা প্রতারণার কোনোই সম্ভাবনা থাকছে না আর

আধার কার্ড বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। স্কলারশিপ থেকে পেনশন, গ্যাস সিলিন্ডারে ভর্তুকি থেকে রেশনে ভর্তুকি সহ প্রায় সমস্ত সামাজিক প্রকল্পেই আধার কার্ড খুবই প্রয়োজনীয়। তবে বর্তমানে প্রচলিত আধার কার্ড গুলো কাগজের হ‌ওয়ায় সহজেই ছিঁড়ে যায় বা নস্ট হয়ে যায়।

তাই এর থেকে মুক্তি দিতে UIDAI এক নতুন পদক্ষেপ নিয়েছে। চালু করেছে উন্নত মানের প্লাস্টিক আধার (PVC Aadhar)। কয়েকটি অনলাইন প্রক্রিয়ার সাহায্যে বাড়িতে বসেই পেয়ে যাবেন প্লাস্টিক আধার বা পিভিসি আধার।

একনজরে প্লাস্টিক আধার কার্ড | Highlights of pvc Aadhar Card

১. সুরক্ষিত কিউ আর কোড (Secure QR Code)

২. হলোগ্ৰাম (Hologram)

৩. প্যাটার্ন (pattern)

৪. লুকায়িত করা ছবি ও মাইক্রো টেক্সট (Ghost Image & Micro Text)

মোবাইলের সাহায্যে পিভিসি আধার পাওয়ার জন্য প্রথমে আপনার মোবাইলের ডাটা অন করে নিয়ে যেকোনো একটি ব্রাউজার ওপেন করার পর ডেক্সটপ মোড অন করে নিন।

এরপর আধারের অফিশিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in এ যান। সেখানে ‘order PVC aadhar‘ নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন

আধার কার্ডের তথ্য সংশোধন/আপডেট করার অনলাইন পদ্ধতি ২০২২

আধার কার্ড এখন একটি অত্যাবশ্যক পরিচিতি পত্র। তবে, অনেক ক্ষেত্রেই অনেকের আধার কার্ডে ভুলভ্রান্তি থেকেই যায়। সেই ভুলভ্রান্তি সংশোধন করা কপালে ভাঁজ ফেলার মতো দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়।

শুধু ভুলভ্রান্তি সংশোধনই নয়, অনেক ক্ষেত্রে আধার কার্ডে পূর্ববর্তী তথ্য যেমন, ঠিকানা, ছবি ইত্যাদি পরিবর্তনও চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

তবে এখন আধার কার্ডে তথ্য সংশোধন করা যেতে পারে  চোখের নিমেষে UIDAI (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া) এর দৌলতে।

তাদের অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in এ এখন আধার কার্ডের তথ্য সহজেই সংশোধন করা যেতে পারে।

আজ এই আর্টিকেলেটির মাধ্যমে আপনি নিচে দেওয়া বিষয়গুলি জানতে পারবেন আধার সংসদনের বেপারে,

  1. আধার কার্ডের যা যা তথ্য সংশোধন করা যেতে পারে
  2. সংশোধনের জন্য প্রয়োজনীয় নথি
  3. আধার কার্ড সংশোধনের চার্জ
  4. অনলাইনে আধার কার্ড সংশোধনের পদক্ষেপ

তাহলে চলুন এই বিষয়গুলি বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক…

আধারে কি কি তথ্য সংশোধন বা আপডেট করা যাবে

যে সকল তথ্য অনলাইনে সংশোধন করা যেতে পারে, সেগুলি হল,

  1. আঞ্চলিক ভাষা
  2. নিজের নাম
  3. জন্ম তারিখ
  4. লিঙ্গ
  5. ঠিকানা

আধারে তথ্য সংশোধন করতে কি কি নথিপত্র লাগবে

আধার কার্ডে তথ্য সংশোধনের জন্য যে সকল নথিপত্র লাগবে সেগুলি হল, 

  1. নিজের আধার কার্ডের নম্বর
  2. আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর
  3. আধার কার্ডের তথ্য সংশোধনের জন্য পরিচিতি সংক্রান্ত নথিপত্র (ঠিকানা সংক্রান্ত নথিপত্র, পরিচিতি পত্র ইত্যাদি)

আধারে তথ্য সংসদন করতে কত টাকা লাগবে

আধার কার্ডে তথ্য সংশোধনের জন্য নুন্যতম ৫০ টাকা মাথাপিছু ধার্য করা হয়েছে। এই ধার্য টাকা UPI, ডেবিট অথবা ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি জমা করতে পারবেন।

আধার কার্ডে তথ্য সংসদন করার অনলাইন পদ্ধতি

এবার, কয়েকটি সহজ ধাপের মাধ্যমেই আপনি সহজেই আপনার আধার কার্ডের তথ্য সংশোধন করতে পারবেন।

আধারে তথ্য সংসদন করার জন্য,

ধাপ ১: myAadhaar এর অফিসিয়াল ওয়েবসাইটে যান

  1. প্রথমে আপনাকে myAadhaar এর ওয়েব পোর্টাল myaadhaar.gov.in এ যেতে হবে।
  2. সেখান থেকে “Login” অপশনটি ক্লিক করতে হবে।
  3. এরপরে একটি নতুন পেজ খুলে যাবে।

ধাপ ২: আপনার আধার নম্বর এন্টার করুন

  1. যে নতুন পেজটি খুলেছে সেখানে আপনার আধার নম্বর এন্টার করে দিন।
  2. নিচে দেওয়া ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখুন এবং ‘Send OTP’ অপশনটি ক্লিক করুন।
  3. এরপর আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে একটি OTP আসবে।
  4. ওই OTP টি ওয়েবসাইটে নির্দিষ্ট জায়গায় এন্টার করে দিন।
  5. এরপর “Login” অপশন টি ক্লিক করুন।
  6. এই পদ্ধতিতে আপনি myAadhaar পোর্টালটিতে login করতে পারবেন।
  7. আপনি যদি আপনার আধার নম্বর ভুলে গিয়ে থাকেন তবে নীচের আর্টিকেলটিতে দেওয়া পদ্ধতি অনুসরণ করে আপনি সেটি অনলাইন খুঁজে নিতে পারেন।নিজের আধার নম্বর অনলাইন খুঁজে নেওয়ার পদ্ধতি জানতে ক্লিক করুন

ধাপ ৩: আপডেট আধার অনলাইন অপশনটি ক্লিক করুন

  1. myAadhaar পোর্টালটিতে “Update Aadhaar Online” অপশনটি ক্লিক করুন।
  2. এরপর, “Proceed to Update Aadhaar” অপশনটি ক্লিক করুন।
  3. এরপর একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।

ধাপ ৪: যে তথ্য সংশোধন করবেন তা এন্টার করুন

  1. নতুন পেজটিতে যে সকল তথ্য আপনি সংশোধন করতে চান, সেগুলি বেছে নিন (নাম, ঠিকানা ইত্যাদি)।
  2. সব সঠিক তথ্য বেছে নেওয়ার পর “Proceed to update Aadhaar” অপশনটি ক্লিক করুন।
  3. এবার ইংরেজি এবং বাংলায় আপনার সংশোধন করার তথ্যগুলি সঠিকভাবে লিখে নিন।
  4. এরপর “Manual Upload” অপশনটি বেছে নিন।
  5. এর পরবর্তী ধাপে আপনাকে সংশোধনের জন্য কি ধরণের পরিচিতি পত্র আপলোড করবেন তা বেছে নিন।
  6. এরপর “Continue to upload” অপশনটি ক্লিক করুন।
  7. আপনার সঠিক পরিচিতি পত্র (PDF) সিলেক্ট করে নিন।
  8. এরপর “Next” অপশনটি বেছে নিন।

ধাপ ৫: যে তথ্য সংশোধন করছেন সেগুলি যাচাই করে নিন

  1. এই পেজটিতে আপনি যে তথ্যগুলি সংশোধন করতে চান, সেগুলি ঠিক আছে কিনা আরো একবার যাচাই করে নিন।
  2. যদি কোনো তথ্য ভুল থাকে আপনি “Edit” অপশনটিতে গিয়ে ভুল তথ্য সংশোধন করতে পারবেন।
  3. যদি সকল তথ্য ঠিক থাকে, তবে চেকবক্সটিতে ক্লিক করুন।
  4. এরপর “Next” অপশনটিতে ক্লিক করুন।
  5. এরপর আবার একটি নতুন পেজ খুলে যাবে।

ধাপ ৬: পেমেন্ট সম্পূর্ণ করুন

  1. নতুন পেজটিতে চেকবক্সের ওপর ক্লিক করুন।
  2. এরপর, “Make Payment” অপশনটি বেছে নিন।
  3. এর পর আপনার পছন্দ মত পেমেন্টের অপশনটি আপনি বেছে নিতে পারেন।
  4. আধার কার্ডে তথ্য সংশোধনের ভিত্তিতে আপনার ৫০ টাকা ধার্য করা হবে।
  5. সব শেষে আপনাকে পেমেন্টের “Acknowledge slip” টি ডাউনলোড করে নিতে পারেন।

আপনার আধার সংসদনের আবেদন জমা পরে যাবে। এভাবেই আপনার আধার কার্ডের সকল তথ্য অনলাইনেই সংশোধন করা সম্ভব। মাত্র কয়েকটি ধাপ, আর আপনি সহজেই আপনার আধার কার্ডের তথ্য সংশোধন করতে পারবেন। আবেদন করার পর আপনি সহজেই আপনার আধার কার্ডের তথ্য সংসদন করার স্টেটাস চেক করতে পারবেন অনলাইনের মাধ্যমে।