BOESL [পরীক্ষার সময়সূচী] EPS Topik UBT Korea Language Test Exam 2024

বোয়েসেল ইপিএস টপিক  পরীক্ষার সময়সূচী ২০২৪ প্রকাশিত: বোয়েসেল এর জন্য এই বছর ২ ধাপে পরীক্ষা নেওয়া হবে।   যাহারা কোরিয়ান ভাষা জানে তাদেরকে লটারি ছাডাই পরীক্ষা নেওয়া হবে । ইতিমধ্যে এই পরীক্ষা সময়সূচী প্রকাশ করা হয়েছে। আশা করা যায় আগামী মাসের মধ্যে এই

EPS Topik South Korea Exam 2023 পরিক্ষার সময়সূচী

ইপিএস এর আওতায় দক্ষিণ কোরিয়া গমনের লক্ষ্যে কোরীয় ভাষা পারদর্শীদের শীঘ্রই সার্কুলার আসতেছে
আবেদনের যোগ্যতা:
1. শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমানের ডিগ্রী;
2. বয়স সীমা ১৮~৩৯ পর্যন্ত,
3. পাসপোর্ট-এর মেয়াদ থাকতে হবে;
4. যার কালার ব্লাইন্ডনেস ও রঙ বোঝার সক্ষমতার সমস্যা নেই
5. মাদকাসক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
6. যার কোন দিন রাষ্ট্রীয় নির্দেশে কারা অন্তরীণ বা কঠোর শাস্তি হয়নি;
7. যার কোন দিন সরকারি এজেন্সি কর্তৃক দক্ষিণ কোরিয়ার পোর্ট থেকে ফেরত পাঠানো হয়নি, বা কোরিয়া বের হওয়ার নির্দেশ দেয়া হয়নি;
8. যার উপর বিদেশ যাত্রায় কোন নিষেধাজ্ঞা নেই বা যেতে কোন সমস্যা নেই
9. Dirty Difficult Dangerous (3D) এর কাজের আগ্রহ থাকতে হবে এবং
10. ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়ায় ৫ বছর বা ততোধিক কাল কোরিয়ায় বসবাস করে নাই এমন ব্যক্তি।

EPS Topik  কোরিয় ভাষা পরীক্ষা সময়সূচী ২০২৪

এই বছর EPS Topik  দক্ষিণ কোরিয়া নিয়োগ পরীক্ষা লক্ষে  লটারির প্রক্রিয়া নির্ধারিত সংখ্যার চেয়ে প্রাথমিক নিবন্ধন সংখ্যার প্রার্থী সংখ্যা বেশি হওয়ার কারণে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণের প্রাথমিক প্রার্থিতা নির্বাচন অনুষ্ঠিত  হয়েছে গত  ৪ সেপ্টেম্বার ২০২৪ তারিখে। মোট ২০ হাজার জন কে  তালিকা অন্তরভূক্ত করা হয়েছে। তার মধ্যে ১৫ হাজার জন কে নিবন্ধন করা হবে। প্রথম ১৫ হাজার জন যদি না হয় তা হলে অপেক্ষামান থেকে টানা হবে।

এই লটারি বোয়েসেল ও কোরিয়া কর্তৃক নিয়ন্ত্রিত তাই এই লটারি ১০০% স্বচ্ছ। প্রাথমিক নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। এই লটারির মাধ্যমে .৯৭ হাজার অধিক রেজিস্ট্রি অপেক্ষা করতে হবে লটারি প্রক্রিয়ার জন্য। নিচে আপনি কিভাবে পরীক্ষা অংশ গ্রহন করবেন এবং পরিক্ষার সময়সূচী দেওয়া হলো।

CBT Exam Time Table 2023 

কোরীয় ভাষা পারদশি দের পরীক্ষার সময়সূচীঃ

যাহার কোরিয়ান ভাষা জানেন তারা সরাসরি পরীক্ষা দিতে পারবেন। আর এই পরীক্ষা সময়সূচী ১৪ সেপ্টেম্বার ঘোষণা করা হবে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দেওয়া হবে কোরিয় ভাষা পরীক্ষা। তবে তাদের জন্য কিছু শর্ত রয়েছে। ৯০০০ জন এর ভাষা পরীক্ষা আগামী ২১ থেকে ২৯ সেপ্টেম্বার প্রথম ৩০০০ জন ফলাফল ঘোষনা হবে অক্টবোর ১৪ তারিখে। আগামি ১১ থেকে ২৮ অক্টবোর নেওয়া হবে পরবত্তি ৬০০০ জনের পরীক্ষা। ফলাফল ঘোষনা হবে নভেম্বার ১৪ তারিখে।

বোয়েসেল EPS Topik  কোরিয় ভাষা পরীক্ষা সময়সূচী ২০২৪

কোরিয় ভাষা যাহারা অপারদর্শী তাদের ভাষা পরীক্ষা আগামী ২০২৪ সালে  অনুষ্ঠিত হবে মোট ২০ হাজার জনের মধ্যে ১৫০০০ জন এর নাম তালিকাভূক্ত করা হয়েছে। বোয়েসেল গিয়ে সশরীরে গিয়ে ৩১০০ টাকা জমা দিয়ে নাম এন্ট্রি করতে হবে তার জন্য তারিখ জানিয়ে দেওয়া হবে। যদি ১৫ হাজার জন এর তালিকা নাম এন্ট্রি করা অস্পমূন্ন থাকে তা হলে পরবরতি ৫০০০ জন থেকে ঢাকা হবে । আসুন জেনে নেই কবে নাম এন্ট্রি করা হবে। তা জানতে অপেক্ষা করুণ। এখনো প্রকাশিত হয় নাই। boesl.gov.bd সাইট থেকে আপনি দেখতে পারবেন ।

আরো বিস্তারিত দেখতে ক্লিক করুণ এখানে।

বোয়েসেল কোরিয়া ভাষা পরীক্ষা সময়সূচী ফেজবুক পেজে

-বোয়েসেল ফেসবুক পেজ থেকে পরিক্ষার সময়সূচী দেখতে পারবেন।
-ফেসবুক পেজের সাইটে প্রবেশ করে বোয়েসেল লিখে ফেসবুকে চার্জ দিন এবার একটি বোয়েসেল লোগো যুক্ত পেজ আসবে।
-পেজ এর নিচের দিকে স্কোরাল করে আপনি পরিক্ষার সময়সূচী এর জেপিজে অথবা ডাউনলোড পিডিএফ এর একটা লিঙ্ক পাবেন।
– লিংকে প্রবেশ করলে আপনি প্রবেশ করে ফাইল ডাউনলোড করে নিন।

ক্লিক করুন ডাউনলোড পিডিএফ ফাইল।