ভর্তি বিজ্ঞপ্তি-২০২২ (বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং) কলেজ আবেদন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত ৮টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮টি টেক্সটাইল প্রকৌশল কলেজের বিভিন্ন বিভাগে ৪ বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ২০২১-২০২২ সেশনে ভর্তি নেওয়া হবে।

আবেদন করুণ Apply Now

টেক্সটাইল কলেজ গুলো হলোঃ পাবনা টেক্সটাইল কলেজ, চট্টগ্রাম টেক্সটাইল কলেজ, নোয়াখালী টেক্সটাইল কলেজ, বরিশাল টেক্সটাইল কলেজ, ঝিনাইদহ টেক্সটাইল কলেজ, রংপুর টেক্সটাইল কলেজ এবং গোপালগঞ্জ টেক্সটাইল কলেজ।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ অনুসারে, টেক্সটাইল কলেজে ভর্তির আদ্যোপান্ত জানবো এই পোস্টের মাধ্যমে।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ০৮টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ পিডিএফ প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এখান থেকে ও ডাউনলোড করে নিতে পারেন এই বিজ্ঞপ্তটি । এছাডা ভর্তির নোটিশ প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.dot.gov.bd -এ। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ অনুসারে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য আবেদন শুরু হবে ৫ই জুন ২০২২ তারিখ হতে। টেক্সটাইল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ এর আলোকে চলুন বিস্তারিত জেনে নেই।

  • আবেদন শুরু: ০৫ই জুন ২০২২ (সকাল ৯.০০ ঘটিকা)
  • শেষ: ৭ আগস্ট ২০২২ (রাত ১২.০০ ঘটিকা)
  • আবেদন পদ্ধতি: অনলাইন
  • আবেদন ফি: ১,০০০/- টাকা
  • মোট আসন সংখ্যা: ৯৬০টি
  • ভর্তি পরীক্ষার তারিখ: স্থগিত করা হয়েছে।
  • পরীক্ষার সময়: 
  • ভর্তি পরীক্ষার ফলাফল: 
  • হেল্পলাইন নম্বর: 01500121121
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.dot.gov.bd

SMS মাধ্যমে আবেদন প্রক্রিয়া

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ মতে, আবেদন করা যাবে শুধুমাত্র টেলিটক সিম দিয়ে। অন্য কোন অপারেটরের সিম দিয়ে আবেদন করা যাবে না। এসএমএস এর মাধ্যমে আবেদন করা যাবে ০৫ জুন ২০২২ তারিখ থেকে ০৭ আগস্ট ২০২২ তারিখের মধ্যে।

আবেদনের সময় আবেদন ফি হিসেবে ১,০০০/- টাকা টেলিটক সিমে রাখতে হবে। নিম্নে আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে তুলে ধরা হলো।

১) টেলিটক সিম সম্বলিত মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে Type করতে হবে DOT <স্পেস> এইচএসসি শিক্ষা বোর্ডের প্রথম ০৩ অক্ষর <স্পেস> এইচএসসি রোল নম্বর <স্পেস>এইচএসসি পাশের সন <স্পেস> এসএসসি শিক্ষা বোর্ডের প্রথম ০৩ অক্ষর <স্পেস> এসএসসি রোল নম্বর <স্পেস>এসএসসি পাশের সন <স্পেস> পছন্দের ক্রম অনুযায়ী কলেজ সমূহের কোড (কোড নিচে দেওয়া আছে) <স্পেস> ইচ্ছা অনুযায়ী একটি পরীক্ষা কেন্দ্রের কোড লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

উদাহারণঃ DOT <স্পেস> DHA <স্পেস> 123456<স্পেস>  ২০২১ <স্পেস> DHA <স্পেস> 123456 <স্পেস> ২০১৯ <স্পেস> BPNZJRG <স্পেস>  Z

২) উপরে দেওয়া নিয়ম অনুযায়ী এসএমএস পাঠালে ফিরতি এসএমএস এ একটি PIN নম্বর দেওয়া হবে। PIN নম্বর পাওয়ার পর নিচের মত আবার আরেকটি এসএমএস পাঠতে হবে।

DOT <স্পেস> YES <স্পেস> PIN <স্পেস> Contact Number লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে।

দ্বিতীয় এই এসএমএস এর মাধ্যমেই ভর্তি ফি কাটা হবে এবং আবেদন নিশ্চিত হবে।

টেক্সটাইল কলেজ প্রবেশপত্র ডাউনলোড

ভর্তি পরীক্ষার আগে প্রবেশ পত্র ডাউনলোডের সময়সীমা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। উক্ত সময়সীমার মাধ্যে প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবেন এই dot.teletalk.com.bd লিঙ্ক থেকে।

উল্লেখ্য, dot.teletalk.com.bd লিঙ্ক থেকে এডমিট কার্ড ডাউনলোডের সময় আবেদনকারী শিক্ষার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের স্ক্যান কপি দরকার হবে। প্রবেশ পত্র ডাউনোডের সময় প্রার্থীর নিজের ছবি এবং স্বাক্ষরের ছবি যাথা স্থানে Upload করতে হবে।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ অনুসারে, যেখানে ছবির রেজ্যুলেশন হতে ৩০০ X ৩০০ পিক্সেল এবং সাইজ হতে পারবে সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের রেজ্যুলেশন হতে ৩০০ X ৮০ পিক্সেল এবং সাইজ হতে পারবে সর্বোচ্চ ৬০ কেবি।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আসন সংখ্যা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অধিভুক্ত ৮টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আসন সংখ্যা একই। অর্থাৎ প্রতিটি কলেজে সমান সমান সংখ্যাক আসন সংখ্যা রয়েছে।

বুটেক্স অধিভুক্ত ৮টি কলেজে ০৪টি করে বিভাগ বা ইউনিট রয়েছে। প্রতিটি বিভাগের আসন সংখ্যা ৩০টি করে। প্রতিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মোট আসন সংখ্যা ১২০টি করে। সব মিলিয়ে মোট আসন সংখ্যা দাঁড়ায় ৮৪০টি।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ অনুযায়ী, নিচে ৮টি কলেজের নাম, বিভাগ, এবং আসন সংখ্যা দেওয়া হলো।

৮টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে।

১। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলজে, জোরারগঞ্জ, মিরসরাই, চট্টগ্রাম

২) পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শালগাড়িয়া, পাবনা

৩) নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী

৪) বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সি এন্ড বি রোড, বরিশাল

৫) ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,  মধুপুর বাজার, সদর, ঝিনাইদহ

৬) রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। পীরগঞ্জ, রংপুর

৭) গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ

বিভাগ  প্রতিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আসন সংখ্যা
ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং ৩০
ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ৩০
ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং ৩০
এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ৩০
মোট আসন =  ১২০টি