বিএসটিআই বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা 2023। প্রশ্ন সমাধান ডাউনলোড PDF

বিএসটিআই নিয়োগ পরীক্ষা ১৭ নভেম্বর ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে,  এই পরীক্ষার প্রশ্ন  পর পর ই আমরা প্রশ্ন সমাধান আপনাদের জন্য দিয়ে দিবো, আছাডা আপনারা পূবের সকল পরীক্ষার প্রশ্ন এর সমাধান খুজে পাবেন এখানে। এই প্রশনের উত্তর গুলো আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন আমাদের এই সাইট থেকে।

বিএসটিআই এর অফিস বিভিন্ন পদের কর্মকত্তা কর্মচারী নিয়োগের লক্ষ্যে বিভিন্ন কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে আমাদের নিচের লিংকে ক্লিক করুন আপনি এখান থেকে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং ডাউনলোড করে তোমার পেয়েছেন তা যাচাই করে নিতে পারবেন আসুন দেখে নেই কিভাবে আপনি এই প্রশ্ন সমাধান দেখতে পারবা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)

পদের নামঃ পরিদর্শক (মেট্রলজি)
পরীক্ষার তারিখঃ ১৭ নভেম্বর ২০২৩
প্রবেশপত্রঃ Download Now

বিএসটিআই নিয়োগ পরীক্ষা-2024 প্রশ্নের ধরণ মানবন্টন

পরীক্ষাটি ১০০ নম্বরের মধ্যে ক) লিখিত পরীক্ষায় ৮০ ও খ) মৌখিক পরীক্ষায় বরাদ্দ থাকবে ২০ নম্বর। এখানে লিখিত পরীক্ষা এমসিকিউ আকারে নেওয়া হবে।

বাংলা ২০নাম্বার,

গণিত ২০নাম্বার,

ইংরেজি ২০নাম্বার,

সাধারণ জ্ঞানের ২০নাম্বার,

প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০টি নৈর্ব্যত্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

ইংরেজি-২০ টি প্রশ্ন থাকবে: এখানে ইংরেজি সাহিত্য থেকে খুব বেশি প্রশ্ন আসেনা। মূলত্ব প্রশ্ন আসে গ্রামার থেকে। এর জন্য গ্রামার এর বিষয় গুলো পড়তে পারেন।

বিএসটিআই নিয়োগ পরীক্ষা-2024 প্রশ্নের সমাধান

যেহেতু  বিএসটিআই নিয়োগ পরীক্ষা আগামী জানুয়ারী 2024 সালের প্রথম সপ্তাহ হবার সম্ভাবনা রয়েছে, তাই আমরা পূবের পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো। আশা করি পরীক্ষা হবার পর পরই এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। আপনারা আগের বছর গুলোর প্রশ্ন দেখে নিতে পারেন।  এবং ডাউনলোড ও করে নিতে পারেন।

বিএসটিআই নিয়োগ পরীক্ষা-2024 প্রশ্নের সমাধান পিডিএফ ডাউনলোড

প্রশ্নের সমাধান পিডিএফ ডাউনলোড সহজে ডাউনলোড করুণ এবং উত্তর সহ প্রশ্নের সমাধান দেখুন। যেহেতু  বিএসটিআই নিয়োগ পরীক্ষা আগামী জানুয়ারী 2024 সালের প্রথম সপ্তাহ হবার সম্ভাবনা রয়েছে, তাই আমরা পূবের পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো। আশা করি পরীক্ষা হবার পর পরই এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। আপনারা আগের বছর গুলোর প্রশ্ন দেখে নিতে পারেন।  এবং ডাউনলোড ও করে নিতে পারেন।

বিএসটিআই নিয়োগ পরীক্ষা-2024 প্রশ্নের সমাধান

MCQ=50 marks
1. Three idiots _ really enjoyable movie
2. The new offer of jobs is Alluring, Alluring means
3. সংশয় বিপরীত শব্দ
4. বহুব্রীহি সমাস উদাহরন
5. সংযোগজ্ঞাপক সর্বনাম কোনটি?
6. সাপ সমার্থক শব্দ
7. mandatory same word..
8. মধ্যপদলোপী কর্মধারয় উদাহরন
9. tedius means
10. East london কোথায়?
11. Asean regional সদস্য কয়টি?
12. find incorrect sentence (example of superlative, comparative)
13. গাছ সমার্থক শব্দ
14. গায়ের রং কোনটির নির্ভর করে ?
15. বিলিরুবিন কোথায় …. (প্লীহায়)
16. conjuction কোনটি?
Wriiten = 10×5=50
1. solve this e^x-1/(e^-x-1 )=-3 (math)
2. how many of AgCl in… (molar, concentration = chemistry math chapter)
3. what is entropy? the change in entropy math (physics)
4. find out the derivation of cylindrical closed of 64 cubic inches in metal ….. is minimum. (math)
5. what are alpha, beta and gamma rays? mention briefly the biological effects of radiation. (physics)
6. How many of pH=0.0001M in acetic acid solution if increase of 2.5% is ionized? (বাফার দ্রবন math, chemistry)
7. Calculate reduction potential of electrode in 25*C AglAgCllCl (a=0.00001), E*=0.222V ( Chemistry math)
8. If z=x+iy, graph lotus of the equation z(z*+2)=3 (প্রশ্ন ক্লিয়ার করি নি)
9. viscosity math (physics)

https://i0.wp.com/i.imgur.com/dd6wj6R.jpg?w=678&ssl=1
https://i0.wp.com/i.imgur.com/xdrBncl.jpg?w=678&ssl=1
https://i0.wp.com/i.imgur.com/iZI7gQo.jpg?w=678&ssl=1

নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান Download

 

Job Exam Bangla Suggestion  – জব পরীক্ষা বাংলা সাজেশন ২০২০

৯ম-১০ম থেকে শুরু করে এইচ এসসি পর্যন্ত যে সকল সাহিত্যিকদের লেখা আছে, তাদের সাহিত্য কর্মের ওপর প্রস্তুতি নিতে হবে। এছাড়াও বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করলে আপনার অন্যান্য পরীক্ষা রেজাল্ট ভালো করা সম্ভব।

বাংলা- ২০: ক) নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণটি হতে পারে আপনার জন্য প্রস্তুতির মৌলিক ভিত্তি। এর সাথে আপনি বিভিন্ন নিয়োগ পরীক্ষার ব্যাকরণ থেকে আসা প্রশ্নগুলোর সমাধান জেনে নিবেন।
খ) বাংলা সাহিত্যের ক্ষেত্রে বিসিএসএস-এর বাংলা সাহিত্যের সিলেবাসটি ভালকরে পড়লেই প্রশ্ন কমন নিশ্চিৎ হবে। বিশেষ করে লক্ষ্য রাখবেন নবম-দশম শ্রেণী পর্যন্ত টেক্সবুকে এর সাহিত্যিকদের সাহিত্য কর্ম আছে সেগুলোর দিকে একটু বেশি নজর দিবেন। আশা করি পরিক্ষায় ভালো মার্ক পেয়ে উত্তিন্ন হবেন।

Job Exam Math Suggestion (গণিত সাজেশন) 2020

গণিত- ২০: গণিতের ক্ষেত্রে সহজ সমাধান: ক) ৫ম থেকে.৯ম শ্রেণী পর্যন্ত গণিতের পাঠ্যপুস্তকের অংকগুলো ভালকরে সমাধান করা। খ) নবম-দশম শ্রেণীর অংকগুলো নিয়মিত প্র্যাকটিস করা। অষ্টম শ্রেণী পাটি গনিত এর অংশ টি ভালো করে দেখতে হবে।
গ) বিগত বছরের জব পরীক্ষা নিয়োগের গণিতগুলো চর্চার সাথে সাথে সাম্প্রতিক সরকারি নিয়োগের গণিত ও জ্যামিতিগুলোর সমাধান জানা ও জরুরী।

General Knowledge সাধারণ জ্ঞান-২০:

ক) বাংলাদেশ: বাংলাদেশের ক্ষেত্রে যেভাবে প্রশ্ন আসে-

১) বাঙালি জাতির ঐতিহাসিক ভিত্তি: নৃ-তাত্ত্বিক সুচনা, বাঙালি জাতি অভ্যুদয়, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ।

২. বাংলাদেশের ভৌগলিক বিবরণ: ভৌগলিক অবস্থান ও বর্ণনা, কৃষি-পরিবেশ, জলবায়ু, শিল্প, এবং গুরুত্বপূর্ণ বিষয় প্রভৃতি।

৩) প্রশাসনিক ভিত্তি: সংবিধান, সরকারের অঙ্গসমুহের কার্যবলি, অর্থনীতি।

এই বিষয়গুলোর জন্য প্রস্তুতি নিতে সর্বপ্রথম ৮ম ও নবম-দশম শ্রেণী টেক্সবুকের সামাজিক বিজ্ঞান, ইতিহাস, পৌরণীতি ও অর্থনীতির বইগুলো ঝেড়ে মুখস্ত করতে হবে। সাথে সাথে কনফিডেন্স থেকে প্রকাশিত সংক্ষিপ্ত সম্পাদকীয় বইটি থেকে সাম্প্রতিক তথ্য সংগ্রহ করা ভাল হবে।

খ) আন্তর্জাতিক:

১. বিশ্বের বিভিন্ন মহাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর গুরুত্বপূর্ণ বিষয়-রাজধানী-মুদ্রা-সরকার ব্যবস্থা।

২.পৃথিবীর গুরুত্বপূর্ণ ভূ-কৌশলগত অবস্থান, ভূ-রাজনৈতিক সংকট

৩.বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও তাদের কার্যবলি

৪. সাম্প্রতিক আন্তর্জাতিক ।

গ) সাধারণ বিজ্ঞান:

১. সাধারণ বিজ্ঞান- যার জন্য ৭ম শ্রেণী থেকে ১০ শ্রেণীর টেক্স বুক যথেষ্ট।

২. কমপিউটার ও তথ্য প্রযুক্তি- যার জন্য ৯ম-দশম শ্রেণীর তথ্য প্রযুক্তি বইটি যথেষ্ট।

৩.সাম্প্রতিক সোস্যাল মিডিয়া, ই-কমার্স, তথ্যপ্রযুক্তির ব্যবহার সংক্রান্ত প্রশ্ন। সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন রোগব্যাধি, খাদ্যগুণ, পুষ্টি, ভিটামিন থেকেও প্রশ্ন আসতে পারে।

জব পরীক্ষা নিয়োগ  টাইমলাইন
নিয়োগ পরিক্ষাঃ ১৮ মার্চ 2024

পরিক্ষা পদ্ধতি : লিখিত (এমসিকিউ)

আবেদন ফি : সার্ভিস চার্জসহ ১১০ টাকা

আবেদন লিংক : mora.teletalk.com.bd

বিএসটিআই নিয়োগ বিজ্ঞপ্তি 2024

বিএসটিআই নিয়োগ রেজাল্ট 2024

সকল নিয়োগ পরীক্ষার Download