দাখিল পরীক্ষা-২০২৪ গণিত প্রশ্ন-সমাধান PDF মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোড দাখিল ২০২৪ সালের শিক্ষাবর্ষে গণিত পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। আজকের ভর্তি পরীক্ষায় হাজার ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ১৭ ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে গণিতের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা লিখিত ও MCQ প্রশ্ন মাধ্যমে নেওয়া হয়েছে। আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

গণিত পরীক্ষার প্রশ্ন সমাধান

২০২৪ সালের শিক্ষাবর্ষে গণিত পরীক্ষার প্রশ্ন সমাধান

আপনাদের জন্য প্রশ্নের সহজ সমাধান নিয়ে আজকে এই পোস্টটি দেওয়া হয়েছে । এখান থেকে আপনারা প্রশ্নের সমাধান সহজে দেখে নিতে পারবেন । এছাড়াও আপনারা চাইলে পিডিএফ ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দিতে পারবেন। আসুন আজকের পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করি এবং সঠিক উত্তর দেখে নেই।

গণিত পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

দাখিল পরীক্ষা গণিত নৈবিত্তিক (MCQ) প্রশ্ন উত্তর

১. যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে, এর পরবর্তী স্থানে 5, 6, 7, 8 বা 9 হলে শেষ স্থানটির সংখ্যার সাথে কত যোগ করতে হবে?
Ο ক) 0\
Ο খ) 1
Ο গ) 2
Ο ঘ) কিছুই না
সঠিক উত্তর: (খ)

২. ধনাত্মক সংখ্যা কত অপেক্ষা বড়?
Ο ক) -2
Ο খ) 0
Ο গ) 1
Ο ঘ) 2

সঠিক উত্তর: (খ)

৩. নিচের তথ্যগুলো লক্ষ কর: i. 7-0.3=5.4
ii. 1-0.5=4
iii. 1.3, 1.03 এবং 1.3 এর মধ্যে বৃহত্তম 1.3
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৪. 8.269421…. সংখ্যাটির চার দশমিক স্থান পর্যন্ত মান কত?
Ο ক) 8.2695
Ο খ) 8.2694
Ο গ) 8.269
Ο ঘ) .8269

সঠিক উত্তর: (খ)

৫. 0.3 ÷ 0.6=কত?
Ο ক) 1.8
Ο খ) 1.18
Ο গ) 0.2
Ο ঘ) 0.02

সঠিক উত্তর: (গ)

৬. নিচের কোনটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা?
Ο ক) 1.234…
Ο খ) 2.423
Ο গ) 3.296…
Ο ঘ) 5.6161…
সঠিক উত্তর: (ঘ)

৭. নিচের কোন ভগ্নাংশটিকে সসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়?
Ο ক) 1
3

Ο খ) 3
11

Ο গ) 7
17

Ο ঘ) 627
100

সঠিক উত্তর: (ঘ)

৮. a, b, c বাস্তব সংখ্যা হলে, a(b+c) = কি?
Ο ক) ab+ac
Ο খ) a+(b+c)
Ο গ) a-(b+c)
Ο ঘ) a(bc)

সঠিক উত্তর: (ক)

৯. 4 ÷ 0.125 এর সঠিক মান নিচের কোনটি?
Ο ক) 0.64
Ο খ) 6.4
Ο গ) 3.2
Ο ঘ) 32

সঠিক উত্তর: (ঘ)

১০. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. প্রত্যেক পূর্ণসংখ্যাই মূলদ সংখ্যা
ii. স্বাভাবিক সংখ্যা সেটের বৃহত্তম সদস্য নেই
iii. দুইটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা

নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১১. 0.7+0.8=কত?
Ο ক) 1.3
Ο খ) 2.5
Ο গ) 1.5
Ο ঘ) 1.6

সঠিক উত্তর: (ঘ)

১২. নিচের কোনগুরো যৌগিক সংখ্যা?
Ο ক) -3, -2, -14, 0, 1, 2, 3
Ο খ) 4, 6, 8, 9, 10
Ο গ) 1, 3, 5, 7, 11
Ο ঘ) 1, 2, 3, 4, 5
সঠিক উত্তর: (খ)

১৩. গণনাকারী সংখ্যার অপর নাম কী?
Ο ক) মূলদ সংখ্যা
Ο খ) অমূলদ সংখ্যা
Ο গ) স্বাভাবিক সংখ্যা
Ο ঘ) ঋণাত্মক সংখ্যা

সঠিক উত্তর: (গ)

১৪. 2.324, 7.213…, 10.239…, 7.2315 এর মধ্যে কোনগুলো সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা?
Ο ক) 2.324, 7.213….
Ο খ) 7.213…., 10.239….
Ο গ) 2.324, 7.2315
Ο ঘ) 2.324, 10.239…., 7.2315

সঠিক উত্তর: (গ)

১৫. 4.3256893…. সংখ্যাটির চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি?
Ο ক) 4.3256
Ο খ) .4325
Ο গ) 4.3257
Ο ঘ) 4.3266

সঠিক উত্তর: (গ)

১৬. পূর্ণবর্গ নয় এমন যেকোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কোন সংখ্যা?
Ο ক) স্বাভাবিক সংখ্যা
Ο খ) পূর্ণসংখ্যা
Ο গ) মূলদ সংখ্যা
Ο ঘ) অমূলদ সংখ্যা

সঠিক উত্তর: (ঘ)

১৭. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পূর্ণসংখ্যার সেটে ক্ষুদ্রতম সংখ্যা নেই
ii. পূর্ণসংখ্যঅর সেটে বৃহত্তম সংখ্যা নেই
iii. পূর্ণসংখ্যার সেটে যোগ, বিয়োগ এবং গুণ প্রক্রিয়ার ফল পূর্ণসংখ্যাই হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৮. 3 8 15 ভগ্নাংশগুলো কোন ধরনের ভগ্নাংশ?

    5      13     23

Ο ক) প্রকৃত ভগ্নাংশ
Ο খ) অপ্রকৃত ভগ্নাংশ
Ο গ) মিশ্র ভগ্নাংশ
Ο ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তর: (ক)

১৯. বিয়োগের ক্ষেত্রে পৌনঃপুনিক বিন্দু যেখানে শুরু সেখানে বিয়োজন সংখ্যা বিয়োজ্য সংখ্যা থেকে ছোট হলে সবসময় সর্ব ডানের অঙ্ক থেকে কত বিয়োগ করতে হয়?
Ο ক) 0
Ο খ) 1
Ο গ) 2
Ο ঘ) কোনটিই নয়

সঠিক উত্তর: (খ)

২০. 8 6 3 12
5 5 8 5
ভগ্নাংশগুলোর মধ্যে কোনগুলো প্রকৃত ভগ্নাংশ?
Ο ক) 8 5
5 6
Ο খ) 5 3
6 8
Ο গ) 8 12
5 5
Ο ঘ) 8 3 12
5 8 5

সঠিক উত্তর: (খ)

২১. 9.263, 2.4023, 18.613 সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা?
Ο ক) অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা
Ο খ) সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা
Ο গ) অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা
Ο ঘ) অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা

সঠিক উত্তর: (খ)

২২. আবৃত্ত দশমিককে সব সময় কিসে পরিণত করা যায়?
Ο ক) ভগ্নাংশে
Ο খ) পূর্ণসংখ্যায়
Ο গ) স্বাভাবিক সংখ্যায়
Ο ঘ) কোনটিই নয়

সঠিক উত্তর: (ক)

২৩. যে অসীম দশমিক ভগ্নাংশ আবৃত্ত নয় তাকে কী বলে?
Ο ক) মূলদ সংখ্যা
Ο খ) মৌলিক সংখ্যা
Ο গ) অমূলদ সংখ্যা
Ο ঘ) যৌগিক সংখ্যা

সঠিক উত্তর: (গ)

২৪. কোন সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না?
Ο ক) মূলদ সংখ্যা
Ο খ) অমূলদ সংখ্যা
Ο গ) পূর্ণসংখ্যা
Ο ঘ) ভগ্নাংশ সংখ্যা

সঠিক উত্তর: (খ)

২৫. a বাস্তব সংখ্যা এবং a + (-a) = কি?
Ο ক) 2a
Ο খ) 0
Ο গ) 1
Ο ঘ) -2a

সঠিক উত্তর: (খ)

২৬. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. 1.2 � 1.12=1.370
ii. 5.435 একটি বিশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ
iii. 4. ও 65 পরস্পর সহমৌলিক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২৭. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. কোনো ভগ্নাংশের লব ও হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ঐ ভগ্নাংশটি একটি মূলদ সংখ্যা
ii. √7 একটি অমুলদ সংখ্যা
iii. আবৃত্ত দশমিক ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২৮. i. শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যা ধনাত্মক সংখ্যা
ii. শূন্য অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যা ধনাত্মক সংখ্যা
iii. শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২৯. সকল মূলদ ও অমূলদ সংখ্যার সেট নিয়ে নিচের কোনটি গঠিত হয়?
Ο ক) বাস্তব সংখ্যার সেট
Ο খ) স্বাভাবিক সংখ্যার সেট
Ο গ) পূর্ণসংখ্যার সেট
Ο ঘ) মৌলিক সংখ্যার সেট

সঠিক উত্তর: (ক)

৩০. 3.6, 2.65, 4.265 …. সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা?
Ο ক) স্বাভাবিক সংখ্যা
Ο খ) ভগ্নাংশ সংখ্যা
Ο গ) দশমিক ভগ্নাংশ সংখ্যা
Ο ঘ) পূর্ণ সংখ্যা

সঠিক উত্তর: (গ)