প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় DCD [রেজাল্ট PDF] বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা 2022

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (DCD) বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা নিয়োগ পরীক্ষা ১৪ই অক্টোবর ২০২২-এ প্রাথমিক নির্বাচনের জন্য অনুষ্ঠিত হয়। এমসিকিউ পরীক্ষার পর আজ নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। মোট ৭৭ টি নিয়োগের জন্য প্রাথমিক আবাসন হিসাবে MCQ পরীক্ষা পরিচালিত হয়।

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সার সংক্ষেপ

প্রতিষ্ঠানের নাম: প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়
পদের নাম: বিভিন্ন পদ
মোট পদ সংখ্যা: ৭৭ জন
পরীক্ষার তারিখ: ১৪ অক্টোবর ২০২২
পরীক্ষার সময়: বিকাল ৩.৩০ -৫.০০ টা
পরীক্ষার ধরন: MCQ (সম্ভাব্য)

পরীক্ষা অংশ গ্রহন সঙ্খাঃ  ৩৩৩০৭ জন

৭০ নম্বরের এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং প্রায় ৩৩হাজার পরীক্ষার্থী অংশ নেয় এবং পরবর্তীতে ৩০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। মোট ১০০ নম্বরের চূড়ান্ত ফলাফল দেওয়া হবে। প্রসঙ্গত, প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (DCD) ‘বিভিন্ন পদে’ পদের ফলাফল আজ প্রকাশ করা হচ্ছে। যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য এই ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। আপনি পিডিএফ ফরম্যাটে ফলাফল ডাউনলোড করতে পারেন।

DCD ‘বিভিন্ন পদে’ ফলাফল ডাউনলোড করুন

DCD বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা ফলাফল

বিভিন্ন পদের নিয়োগের জন্য নেওয়া আজকের পরীক্ষার রেজাল্ট দেখুন

১। নিরাপত্তা উপ-পরিদর্শক (এসএসআই) পদের সংখ্যা- ০১ঃ   রেজাল্ট PDF Download
২। সহকারি অধীক্ষক পদের সংখ্যা- ০১ঃ রেজাল্ট PDF Download
৩। নক্সাকার গ্রেড-২ পদের সংখ্যা- ০৪ঃ  রেজাল্ট PDF Download
৪। ক্যাশিয়ার  পদের সংখ্যা- ০১ঃ রেজাল্ট PDF Download
৫। পরিসংখ্যান সহকারী পদের সংখ্যা- ১ঃ  রেজাল্ট PDF Download
৬। উচ্চমান সহকারি পদের সংখ্যা- ০৭ঃ রেজাল্ট PDF Download

৭। সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর  পদের সংখ্যা- ১৮ঃ  রেজাল্ট PDF Download
৮। টেলিফোন অপারেটর পদের সংখ্যা- ১ঃ রেজাল্ট PDF Download
৯। নক্সাকার গ্রেড-৩ পদের সংখ্যা- ২ঃ  রেজাল্ট PDF Download
১০। ফটো ল্যাব সহকারীরক পদের সংখ্যা- ১ঃ রেজাল্ট PDF Download
১১। কাউন্টার ক্লার্ক পদের সংখ্যা- ১ রেজাল্ট PDF Download
১২। ফটোকপি অপারেটর পদের সংখ্যা- ৩ঃ রেজাল্ট PDF Download
১৩। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা- ৩৬ রেজাল্ট PDF Download

১৪। বুক বাইন্ডার পদের সংখ্যা- ১  রেজাল্ট PDF Download

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (DCD) ‘বিভিন্ন পদে’ নিয়োগ পরীক্ষার ফলাফল 2022

[‘বিভিন্ন পদে’] (DCD) নিয়োগ পরীক্ষার ফলাফল 2022 পিডিএফ দেখুন এবং ডাউনলোড করুন। আপনারা যারা আজ প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে (DCD) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বা অংশগ্রহণের পর ফলাফল দেখতে চান। তারা এই নিবন্ধটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বে। আশা করি আপনি আপনার কাঙ্খিত প্রশ্নের পাশাপাশি সঠিক উত্তর পাবেন ইনশাআল্লাহ।

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (DCD) ‘বিভিন্ন পদে’ ফলাফল দেখতে PDF ফাইল ডাউনলোড করুন

DCD নিয়োগ পরীক্ষার ফলাফল কীভাবে পরীক্ষা করবেন;

  • প্রথমে DCD ওয়েবসাইট https://www.dcd.gov.bd/ ভিজিট করুন
  • এখন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় সকল খবর এ ক্লিক করুন।
  • প্রথমে আপনার কাছে থাকা পিডিএফের তারিখের সাথে মিলিয়ে নিন।
  • আজকের তারিখ এবং পোস্টের নাম মিলে গেলে সেই ফাইল থেকে ভিজিট করুন
  • পিডিএফ ফাইলটি খুলুন এবং আপনার রোল নম্বর অনুযায়ী ফলাফল দেখুন

DCD ‘বিভিন্ন পদে’ পরীক্ষার ফলাফল 2022

আজ, ১৪ই অক্টোবর ২০২২, প্রতি শুক্রবার DCD ‘বিভিন্ন পদে’ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে প্রথম ধাপে লিখিত পরীক্ষা (MCQ প্রশ্নপত্র) নেওয়া হয়। সারাদেশের ৬৪টি জেলার বিভিন্ন কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে সকাল সাড়ে ১১টায় শেষ হবে। ৯০ মিনিটের জন্য অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট ৭০ নম্বর থাকে। যেখানে চারটি বিষয় যথা; বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ গণিত ১৫ এবং সাধারণ জ্ঞান ১৫ বিভাগ থেকে প্রশ্ন প্রস্তুত করা হয়। পরীক্ষা শেষে, DCD ‘বিভিন্ন পদে’ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা ফলাফল খুঁজে পাবেন। তাই আমরা ফলাফল সংগ্রহ করে পিডিএফ আকারে দেওয়ার ব্যবস্থা করেছি।

DCD ‘বিভিন্ন পদে’ ফলাফল দেখুন

DCD ‘বিভিন্ন পদে’ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর 2022

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় অধীনে ৭৭টি বিভিন্ন পদে নিয়োগের জন্য পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ৩৩ হাজার প্রার্থী। পরীক্ষা শেষে আজ অনুষ্ঠিত DCD ‘বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা’ নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর কে কে দেখতে চান? কারণ এভাবে তারা ব্যাখ্যাসহ সঠিক উত্তর জানতে পারে এবং একই সঙ্গে তাদের ভুলগুলোও বুঝতে পারে। এবং পরীক্ষার ফলাফল কেমন হবে সে সম্পর্কেও ধারণা পান। নিচে DCD ‘বিভিন্ন পদে’ পরীক্ষার প্রশ্ন ও উত্তর রয়েছে। যারা পরীক্ষায় ভালো স্কোর করতে পারেনি, তারা আবার প্রস্তুতি নিতে এখানে দেওয়া প্রশ্ন ও উত্তরগুলো পরীক্ষা করে দেখতে পারেন।

এছাড়াও চেক করুন: প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় DCD বিভিন্ন পদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।