DPE [MCQ প্রশ্ন-সমাধান] ১ম ধাপ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ পিডিএফ

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য, প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা 2023 ডিসেম্বর সকাল 10:00 টা থেকে 11:00 টার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। যারা এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, পরীক্ষার পরে, আপনি এখান থেকে প্রশ্নের সঠিক উত্তর পরীক্ষা করতে পারেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

আপনি যদি MCQ আকারে এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই আপনার প্রশ্নের সমাধান দেখা উচিৎ। আশা করি পরীক্ষার পরে আমরা এখান থেকে প্রশ্নের উত্তর প্রদান করব। তাই অনুগ্রহ করে আমাদের পেজে ভিজিট করুণ এবং প্রশ্ন সমাধান দেখুন। রংপুর বরিশাল এবং সিলেট এই তিনটি বিভাগের ১৯টি জেলায় অনুষ্ঠিত হবে নিয়োগ পরীক্ষা। সময় নিয়ে ঐ দিন পরীক্ষা কেন্দ্রে চলে যান। অগ্রিম প্রবেশপত্র অনুযায়ী এবং নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করুন এবং পরীক্ষায় অংশগ্রহণ করুন।

প্রাইমারী স্কুলে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩ প্রশ্নের ধরণ মানবন্টন

পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে, ক) ৮০ নম্বর  এমসিকিউ লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ করা হবে এবং খ) মৌখিক পরীক্ষার জন্য ২০ নম্বর বরাদ্দ করা হবে। এখানে এমসিকিউ ফরম্যাটে লিখিত পরীক্ষা নেওয়া হবে।

  • বাংলা ২০ সংখ্যা,
  • গণিত ২০ নম্বর,
  • ইংরেজি ২০ সংখ্যা,
  • ২০ নম্বর সাধারণ জ্ঞান,

প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০টি এলোমেলো প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মার্ক ১. প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

ইংরেজি-20 প্রশ্ন থাকবে: ইংরেজি সাহিত্য থেকে খুব বেশি প্রশ্ন নেই। মূল প্রশ্ন আসে ব্যাকরণ থেকে। এর জন্য ব্যাকরণের বিষয়গুলো পড়তে পারেন।

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান

১।১০তম -৪৫তম বিসিএস এর বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান পড়ে রাখবেন। ২। বিগত বছরের প্রাইমারি প্রশ্ন (২০১৮-২০২২) ফলো করে পড়বেন।
৩। শিক্ষক নিবন্ধন(NTRCA) এর MCQ প্রশ্ন পড়বেন।
৪।২০২৩ সালে আসা বিগত চাকরির পরীক্ষার প্রশ্ন জব সলিউশন থেকে পড়ে নিন।
৫। মুক্তিযুদ্ধের A টু Z পড়ুন।২-৩ মার্ক থাকেই।
৬।বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ সাহিত্যিক (রবীন্দ্রনাথ, নজরুল,মীর মোশাররফ হোসেন, বঙ্কিম, মধুসূদন,সৈয়দ শামসুল হক,ওয়ালীউল্লাহ,বেগম রোকেয়া,পঙক্তি, পুরষ্কার এবং গুরুত্বপূর্ণ জন্মসাল) পড়ুন।
৭। বাংলা ব্যাকরণ এ বানান, শুদ্ধিকরণ, বিভিন্ন প্রকার বিদেশী শব্দ, সন্ধি, কারক, সমাস, প্রত্যয়, শব্দ, ধ্বনি, অনুসর্গ, অনুবাদ ভালো করে দেখবেন।
৮। ইংরেজি substitution & vocabulary বিগত বছরের ভালো করে পড়ুন।২-৩ মার্ক থাকেই।
৯।আন্তর্জাতিক সংস্থা, গুরুত্বপূর্ণ ঘটনা দেখবেন। ১ মার্ক থাকে।
১০।সাম্প্রতিকের জন্য কার্রেন্ট অ্যাফেয়ার্স।

সাম্প্রতিক বাংলাদেশের :

→মুজিব বর্ষের লোগো ডিজাইনার – সব্যসাচী হাজরা।
→মেট্রোরেল লোগো ডিজাইনার – আলী আহসান নিশান।
→ কক্সবাজারের রেল স্টেশন ডিজাইনার – মোহাম্মদ ফয়েজ উল্লাহ।
→ শাহজালাল বিমানবন্দর ৩য় টার্মিনালের ডিজাইনার – রোহানি বাহরিন।
→পদ্মা সেতু চালু – ২৫ জুন, ২০২২
→ মেট্রোরেল চালু – ২৮ ডিসেম্বর, ২০২২
→ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু – ২ সেপ্টেম্বর, ২০২৩
→রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেশিয়ান হস্তান্তর হয় – ৫ অক্টোবর, ২০২৩
→হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হয়- ৭ অক্টোবর, ২০২৩
→পদ্মা সেতুতে রেল চলাচল উদ্বোধন – ১০ অক্টোবর, ২০২৩
→মুজিব :একটি জাতির রূপকার উদ্বোধন – ১৩ অক্টোবর, ২০২৩
→মুজিব: একটি জাতির রূপকার ভারতে উদ্বোধন -২৭

সাম্প্রতিক বাংলাদেশের :

→ পদ্মা সেতু যাত্রী রেল সেবা চালু হয় -১ নভেম্বর, ২০২৩
→ বঙ্গবন্ধু টানেল চালু হয় – ২৮ অক্টোবর, ২০২৩
→বঙ্গবন্ধু টানেলে যান চলাচল শুরু -২৯ অক্টোবর, ২০২৩
→আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেল উদ্বোধন -৪ নভেম্বর, ২০২৩
→দোয়াহাজারী কক্সবাজার রেল চালু হবে- ১১ নভেম্বর, ২০২৩।
→ বর্তমানে দেশে স্থলবন্দর কয়টি? উত্তরঃ ২৫ টি।
→ দেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? উত্তরঃ বেনাপোল, যশোর।
→ সর্বাধিক স্থলবন্দর রয়েছে কোন জেলায়? উত্তরঃ সিলেট জেলায়; ৩ টি ( তামাবিল, শেওলা ও ভোলাগঞ্জ)।
→ বর্তমানে কয়টি স্থলবন্দর চালু রয়েছে? উত্তরঃ ১৪ টি। দেশের ২৫তম স্থলবন্দর কোনটি? উত্তরঃ মুজিবনগর স্থলবন্দর, মেহেরপুর।
→ দুটি করে স্থলবন্দর রয়েছে কোন কোন জেলায়? উত্তরঃদিনাজপুর ( হিলি ও বিরল) ও চুয়াডাঙ্গায় (দর্শনা ও দৌলতগঞ্জ)।
→ নির্মাণ, পরিচালন ও হস্তান্তর পদ্ধতিতে পরিচালিত স্থলবন্দর কয়টি? উত্তরঃ ৬টি; নিজস্ব তত্ত্বাবধানে ৭ টি।
→ ভোলাগঞ্জ স্থলবন্দরটি ভারতের কোন অংঙ্গরাজ্যের সীমান্তে অবস্থিত? উত্তরঃ মেঘালয়।
→ মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি স্থলবন্দর রয়েছে? উত্তরঃ ১ টি; টেকনাফ।
→ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীন? উত্তরঃ নৌপরিবহন মন্ত্রণালয়।

সকল নিয়োগ পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য।

→বাংলাদেশের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত? উত্তরঃ দিনাজপুর।
→ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তি জেলা কতটি? উত্তরঃ ৩০টি।৷

→ বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি? উত্তরঃ হাড়িয়াভাঙ্গা।
→পার্বত্য চট্টগ্রামের কোন জেলার সাথে ভারতের সীমানা নেই? উত্তরঃ বান্দরবান।
→ বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসিমা কত? উত্তরঃ ১২ নটিক্যাল মাইল।
→বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান জন্মে? উত্তরঃ ময়নসিংহ।
→বাংলাদেশের কোন অঞ্চলে হাওড়ের সংখ্যা বেশী? উত্তরঃ সিলেট।
→বাংলাদেশের সাগর কণ্যা বলা হয় কোন স্থানকে? উত্তরঃ কুয়াকাটা, পটুয়াখালী।
→বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক নির্মান করা হচ্ছে কোথায়? উত্তরঃ কালিয়াকৈর, গাজীপুর।
→মাছ গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরঃ খুলনা।
→বাংলাদেশের জাতীয় ও একক বৃহত্তম বনভূমি কোনটি? উত্তরঃ সুন্দরবন।
→ তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? উত্তরঃ ব্রাক্ষ্মনবাড়িয়া।
→ঢাকার সাথে নদী পথে কোন জেলার সরাসরি যোগাযোগ নেই? উত্তরঃ রাঙ্গামাটি।
→চাকমা উপজাতির বসবাস বাংলাদেশের কোন অঞ্চলে বেশি? উত্তরঃ পার্বত্য চট্টগ্রামে।
→দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় ডায়বেটিক্স হাসপাতালের নাম কি? উত্তরঃ বারডেম।
→‘মূসক’ দিবস কবে পালন করা হয়? উত্তরঃ ১০ জুলাই।
→ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলমান ও উপমহাদেশের প্রথম ভি সি কে? উত্তরঃ স্যার এ.এফ. রহমান।
→বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম কি? উত্তরঃ তিস্তা সেচ প্রকল্প।
→পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? উত্তরঃ গোয়ালন্দ।
→পদ্মার অপর নাম? উত্তরঃ কীর্তিনাশা।