DSS [প্রবেশপত্র ডাউনলোড] ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষা ৬৪ জেলার সীট প্লান দেখুন

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে লিখিত পরীক্ষার (এমসিকিউ) তারিখ ঘোষণা করা হয়েছে আজ।  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।  সমাজকর্মী (ইউনিয়ন) পদে প্রিলিমিনারী পরীক্ষা ৬৪ জেলা শহরে অনুষ্ঠিত হবে . পরীক্ষা আপডেট Click Here

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা-২০২২ চূড়ান্ত প্রস্তুতি ও নমুনা প্রশ্ন সমাধান PDF

প্রয়োজনে যোগাযোগ: সমাজসেবা অধিদপ্তর এই নাম্বারে ০১৭৬৮৬৮২২৪০, ০১৭৮৫২৭৮২০৫ করুণ

প্রবেশ পত্র ডাউনলোড এর জন্য আপনার মোবাইল একটি এসএমএস আসবে টেলিটক ০১৫৫২১৪৬০৫৬ এই নাম্বার থেকে এবং নীচের লিখাটি থাকবে।

“From 16-10-2022, download your admit card for DSS recruitment exam to be held on 21-10-2022. Userid: ******, Password: B****E, Web link: admit.dss.gov.bd”

প্রবেশ পত্র ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুণ –প্রতারক থেকে সাবধান থাকবেন!

আরো দেখুনঃ সমাজকর্মী (ইউনিয়ন) পরীক্ষার চুডান্ত প্রস্তুতি প্রশ্ন সমাধান

আগামী ২১-১০-২০২২ তারিখ সমাজকর্মী (ইউনিয়ন) পদে এমসিকিউ/লিখিত পরীক্ষা অনুষ্ঠান।  বিজ্ঞপ্তি: আগামী ২১-১০-২০২২ তারিখ সমাজকর্মী (ইউনিয়ন) পদে এমসিকিউ/লিখিত পরীক্ষা অনুষ্ঠান।

সমাজসেবা অধিদপ্তর সমাজকর্মী (ইউনিয়ন) সারসংক্ষেপ

☞পদের নামঃ সমাজকর্মী (ইউনিয়ন)
☞সার্কুলারের পদসংখ্যা ছিল:৪৫৩টি।
☞পদসংখ্যা বেড়ে বর্তমান পদ সংখ্যা:১২৬০ জন।
☞পরীক্ষার তারিখঃ ২১-১০-২০২২
☞পরীক্ষার সময়ঃ সকাল ১০.০০-১১.৩০ মিঃ
☞পরীক্ষার্থীর সংখ্যাঃ ৬,৬২,২৭০ জন
☞পরীক্ষা কেন্দ্রঃ নিজ জেলা
☞পরীক্ষা নিবে: বুয়েটের আইআইসিটি(IICT) বিভাগ
☞খাদ্য অধিদপ্তরের যেভাবে পরীক্ষা হয়েছে সেইম প্যাটার্ন, সেইম সময়ে,পরীক্ষার সবকিছু হবে।কোনো নেগেটিভ মাকিং থাকবেনা।
☞প্রবেশপত্র ডাউনলোড শুরুঃ ১৬-১০-২০২২ থেকে ২০-১০-২০২২
☞পদোন্নতির ধাপ:সমাজকর্মী -ফিল্ড সুপারভাইজার -সহকারি সমাজসেবা অফিসার এবং শেষ বয়সে সমাজসেবা অফিসার।

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি তে দেখা যায় সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় শ্রেণির সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে শূন্য পদের সংখ্যা ৪৬৩টি। সারা দেশ থেকে সমাজকর্মী পদে আবেদন করেছেন ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন। সে হিসাবে একটি পদের জন্য লড়বেন ১ হাজার ৪৩০ জন।

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রবেশ পত্র যেভাবে ডাউনলোড করবেন

জেলা ভিত্তিক নিয়োগ পরীক্ষা আবেদনকারী প্রার্থীরা ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইট (https://admit.dss.gov.bd/) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের আবেদনে উল্লিখিত মুঠোফোন নম্বরে এই নম্বর (০১৫৫২১৪৬০৫৬) থেকে প্রবেশপত্র ডাউনলোডের জন্য খুদে বার্তা পাঠানো হবে।

আরো দেখুনঃ সমাজকর্মী (ইউনিয়ন) পরীক্ষার চুডান্ত প্রস্তুতি প্রশ্ন সমাধান

DSS অ্যাডমিট কার্ড 2022 ডাউনলোড করুন

  • প্রথম ধাপ: DSS.teletalk.com.bd-এ যান
  • আপনি DSS ওয়েবসাইটের মতো একটি পৃষ্ঠা পাবেন।:
  • বাংলাদেশের সমাজসেবা অধিদপ্তর থেকে SMS-এর মাধ্যমে আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন তা লিখুন।
  • Submit এ ক্লিক করুন।
  • এর পরে, DSS পৃষ্ঠায় ডাউনলোড অ্যাডমিট কার্ড বোতামে ক্লিক করুন

প্রার্থীদের প্রবেশপত্রের রঙ্গিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করতে সমস্যা হলে এই দুটি নম্বরে (০১৭৬৮৬৮২২৪০, ০১৭৮৫২৭৮২০৫) যোগাযোগ করা যাবে। জটিলতা এড়াতে শেষ তারিখের জন্য অপেক্ষা করে দ্রুততার সঙ্গে প্রবেশপত্রের রঙ্গিন কপি প্রিন্ট করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তি।

DSS User ID এবং Password Recovery

DSS অ্যাডমিট কার্ড 2022 ডাউনলোড করতে, আপনাকে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড জানতে হবে। আমরা কখনও কখনও ভুলবশত DSS থেকে SMS মুছে ফেলি। এর পরে, আমরা সমস্যায় পড়ি এখানে DSS.Teletalk.com.bd থেকে আপনার ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার একটি উপায়। এই জন্য, আপনি কিছু তথ্য প্রয়োজন. নীচে চেক করুন:

আপনার পূর্ণ নাম
বাবার নাম
আপনার ফোন নম্বর

আপনি যখন DSS-এ চাকরির জন্য আবেদন করেছিলেন তখনই আপনি যে ফোন নম্বরটি ব্যবহার করেছিলেন তা ব্যবহার করতে পারবেন। তারপর অনুসরণ করুন:

DSS User ID এবং Password Recovery

প্রথমে যান: DSS.teletalk.com.bd/options/invoice.php (ইউজার আইডির জন্য)
DSS.teletalk.com.bd/options/pass.php (পাসওয়ার্ড) এ যান অনুগ্রহ করে আপনার উপরের তথ্য দিন।

তাহলে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। এখানে ক্লিক করুন

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার এবার কি হবে?

২০১৮ সালে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।  ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার তিন দিন আগে তা স্থগিত করা হয়। এরপর ২০২১ সালের ২৪ ডিসেম্বর পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল।

তবে পরীক্ষার আগের দিন বিজ্ঞপ্তি দিয়ে আবার স্থগিত করা হয় এ পরীক্ষা। অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় আসার বাসে ওঠার পর পরীক্ষা স্থগিতের খবর পান।

পরপর দুবার এ পরীক্ষা স্থগিত হওয়ায় অনেক পরীক্ষার্থী প্রশ্ন ফাঁসেরও অভিযোগ এনেছিলেন। সে সময় সমাজসেবা অধিদপ্তর থেকে জানানো হয়েছিল, প্রশ্ন ফাঁসের তথ্যটি সম্পূর্ণ গুজব। পরীক্ষাসংশ্লিষ্ট সবার মুঠোফোন নম্বর পরীক্ষার দুই দিন আগে থেকেই বন্ধ ছিল।

আরো দেখুনঃ সমাজকর্মী (ইউনিয়ন) পরীক্ষার চুডান্ত প্রস্তুতি প্রশ্ন সমাধান