২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের B ইউনিট বা মানবিক ইউনিট বা ‘খ’ ইউনিটের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। B ইউনিট বা মানবিক ইউনিট বা ‘খ’ ইউনিটের ভর্তির জন্য নির্ধারিত কিছু শর্ত দেওয়া আছে,এই শর্তগুলো পূরণ করলে স্নাতক বা আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করার নির্ধারিত তারিখ দেওয়া হয়েছে ভর্তি পরীক্ষার্থীরা ২৭/০২/২০২৩ তারিখ বিকাল ০৪:০০ টা থেকে ২০/০৩/২০২৩ তারিখ ১১:৫৯ টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ওয়েবসাইট https:// admission.eis.du.ac.bd – এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
- ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এসএসসি/ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ভর্তির জন্য আবেদন করতে পারবে।।
- ২০২২ সালের এইচএসসি/ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ভর্তির জন্য আবেদন করতে পারবে।
আবেদনের ফি ১০০০ টাকা যে ব্যাংকের শাখায় আবেদন ফি জমা দিতে পারবেন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক , অগ্রণী ব্যাংক এবং রূপালী ব্যাংক এ যে কোন শাখায় অথবা অনলাইনের ডেবিট/ক্রেডিট কার্ড , মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে আবেদন ফি জমা দিতে পারবেন।
শিক্ষার্থীরা চারটি ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন । ভর্তি সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইটে আলাদা আলাদা ইউনিটে ভর্তির নির্দেশিকা উল্লেখ করা আছে।
মানবিক ইউনিট/ B ইউনিট /খ ইউনিটের জন্য কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ভর্তির জন্য B ইউনিট /খ ইউনিটের সকল বিভাগ ভর্তির জন্য আবেদন করা যাবে। ওয়েবসাইটে B ইউনিট /খ ইউনিটের ভর্তি নির্দেশিকায় উল্লেখ করা আছে ।
B ইউনিট /’খ’ ইউনিটের ভর্তির জন্য যা যা যোগ্যতা লাগবে
কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদে উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ যোগফল ৭.৫উভয় পরীক্ষায় আলাদা আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে তাছাড়া ভর্তির জন্য আবেদন করতে পারবেন উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। এবং
বিজ্ঞান ও কৃষি বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম এবং আইজিসিএসে ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ যোগফল ৮ উভয় পরীক্ষায় আলাদা আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে তাছাড়া ভর্তির জন্য আবেদন করতে পারবেন উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা।
আবেদন শুরু, শেষ এবং ভর্তি পরীক্ষার তারিখ ও সময়
‘খ’ ইউনিট বা B ইউনিট বা বিজ্ঞান ইউনিট এর ভর্তি পরীক্ষা ১২/০৫/২০২৩ শুক্রবার সকাল ১১:০০টা থেকে ১২:৩০মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- আবেদন শুরুর তারিখ : ২৭/০২/২০২৩
- আবেদন শেষের তারিখ :২০/০৩/২০২৩ তারিখ ১১:৫৯ টা পর্যন্ত
- প্রবেশ পত্র উত্তলনের তারিখ : ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির উল্লেখিত তারিখ অনুযায়ী
- ভর্তি পরীক্ষা তারিখ : ০৬/০৫/২০২৩

অনলাইনে ভর্তির জন্য আবেদন কিভাবে করবেন
- A ইউনিট /ক ইউনিটের ভর্তির আবেদনের জন্য https:// admission.eis.du.ac.bd – এই ওয়েব সাইট থেকে আবেদন করা যাবে।
- উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার্ পিতা ও মাতার নাম , বিভিন্ন তথ্যাদি, বর্তমান ঠিকানা ও মোবাইল নাম্বার, পিতা-মাতা জাতীয় পরিচয়পত্র নাম্বার (ঐচ্ছিক)
- শিক্ষার্থীরা যে বিভাগীয় শহরে পরীক্ষা দিতে আগ্রহী এবং কোটা তা পূরণ করবেন।

- স্ক্যান করা একটি ছবি আবেদন করার সময় লাগবে ।
- ভর্তির আবেদন ফি অনলাইনে বা রাষ্ট্রীয় চারটি ব্যাংক (সোনালী ,জনতা, অগ্রণী ও রূপালী ) নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে ।
- আবেদন আবেদন ভুলত্রুটি হলে আবেদন ফি অফেরৎযোগ্য তাই আবেদন করার পর আবেদনের কপিটি বারবার যাচাই করে ভুল-ত্রুটি যাচাই করে আবেদন ফি জমা দেওয়ায় ভালো।
আবেদন ফি জমা দেওয়ার আরও তথ্য ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাওয়া যাবে ।
পরীক্ষার ধরন এবং মার্কস বন্টন
মানবিক ইউনিট/ B ইউনিট /খ ইউনিটের জন্য কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত HSC ২০২২সমমানের বিষয়ের সিলেবাস থেকে ১০০ নম্বর এর পরীক্ষা হবে এর মধ্যে ৬০ MCQ এবং ৪০ লিখিত।

অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন