ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু কোথায় থেকে কাটবেন জেনে নিন ।

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের জন্য দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ ১৫ এপ্রিল ২০২২ সকাল থেকে রাজধানীর কাউন্টারগুলোতে। প্রত্যেকটি পরিবহনের আলাদা কাউন্টার খোলা হয়েছে। আজ দেয়া হচ্ছে ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত আগাম টিকিট।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ২ মে ঈদের দিন ধরে টিকিট দেওয়া শুরু করেছে বাস কোম্পানিগুলো।

শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি।

বাসের মালিকরা জানিয়েছেন, টিকিট বিক্রির জন্য সব পরিবহনের আলাদা কাউন্টার খোলা হয়েছে। বিশেষ করে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলার বাসের টিকিট বিক্রি করা হচ্ছে। বাস কাউন্টার ও অনলাইন থেকে কয়েকটি পরিবহনের টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টার থেকে আগাম টিকিট পাওয়া যাচ্ছে।

অনলাইনে টিকেট কিনুন

এবারের ঈদে লম্বা ছুটি থাকায়; সবাই শেষের দিকে বাড়ি যেতে পারে। সেক্ষেত্রে ৩০ এপ্রিল ও ১ মের টিকিটের বেশি চাহিদা থাকতে পারে। অনলাইনে ৩০ শতাংশ টিকিট কেনার সুযোগ থাকায় মানুষ সেদিকে বেশি আগ্রহী বলে জানা গেছে। সকাল থেকে রাজধানীর গাবতলী, সায়েদাবাদসহ অন্যান্য টার্মিনালগুলোতে আগাম টিকিট নিচ্ছেন যাত্রীরা। তবে এখনো বিক্রি ও ভিড় কম বলে জানিয়েছেন কাউন্টারের কর্মীরা।

পয়লা বৈশাখসহ টানা ৩ দিনের ছুটির কারণে এ অবস্থা বলেও জানান তারা। তবে যারা টিকিট নিচ্ছেন তাদের বেশিরভাগই দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলার বাসের টিকিট সংগ্রহ করছেন।

এদিকে ঈদ উপলক্ষে পরিবহনের ভাড়া বাড়েনি বলে কাউন্টার থেকে জানানো হয়েছে। বিআরটির নির্ধারিত ভাড়া রাখা হচ্ছে বলেও জানান তারা।

আগাম টিকিট বিক্রি প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে মহাখালী বাস টার্মিনালে এখনো আগাম টিকিট বিক্রি শুরু হয়নি। দুপুরে মিটিং এর পর বিকেলে সিদ্ধান্ত জানানো হবে জানিয়েছে বাস.

অনলাইনে ঈদের অগ্রিম টিকিট কিনুন বিডিটেকটস ডটকম

ঈদ উপলক্ষে যারা বিভিন্ন স্থানে ভ্রমণ করবেন টিকেট কাটার জন্য তাদের আর এখন বাস বা লঞ্চ স্টেশনে লম্বা লাইনে দাঁড়ানোর দরকার নেই। বিডিটেকটস ডটকম থেকে ঘরে বসে সহজেই তাদের কাঙ্ক্ষিত টিকিটটি কাটতে পারবেন।

বিডিটিকিটস থেকে যাত্রীরা ফিরতি টিকিটও কাটতে এবং ডেবিট/ক্রেডিট কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে যেমন বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে টিকেটের মূল্য পরিশোধ করার সুযোগ পাবেন।

গ্রাহকরা ১৬৪৬০ নম্বরে ডায়াল করে সরাসরি বিডিটিকেটস ডটকম’র কন্টাক্ট সেন্টারেও তার কাঙ্ক্ষিত টিকিটের জন্য অনুরোধ করতে পারবেন। এরপর কল সেন্টার এজেন্ট সংশ্লিষ্ট যাত্রীর টিকিট কাটার ব্যবস্থা করবেন।

গত ঈদুল ফিতরে ২৫ হাজারের বেশি মানুষ বিডিটিকেটস ডটকম থেকে টিকিট কিনতে পারবে। সেই সাফল্যের পরিপ্রেক্ষিতে ঈদ উপলক্ষ্যে অনলাইন টিকিটের বৃহত্তম ভাণ্ডার নিয়ে হাজির হয়েছে বিডিটিকিটস।

Apply Online

দেশের সব প্রান্তের যাত্রীরা যাতে বিডিটিকিটস ডটকম থেকে টিকিট কাটার সুযোগ পায় সেজন্য সাম্প্রতিক বছরগুলোতে ৬০টি জেলার ৪৫২টি রুটের ৪৫টি বাস সেবায় উন্নীত হয়েছে বিডিটিকিটস ডটকম’র সেবা। প্লাটফর্মটি থেকে দৈনিক ৭৮ হাজার ৭৩৭টি টিকিট পাওয়া যায়।

২০২২ সালের ১৫ এপ্রিল শুধু বাস টিকিট দিয়ে বিডিটিকিটস ডটকম’র যাত্রা শুরু। এরপর গত তিন বছরে গ্রাহকদের জন্য লঞ্চ/ওয়াটার ফেরি, সিনেমা ও বিভিন্ন অনুষ্ঠানের টিকেট দিয়ে সেবাটি সম্প্রসারণ করেছে প্লাটফর্মটি।

চালু হলো বাস সার্ভিস! টিকেট কাটুন সহজ-এ! – Shohoz

নিরাপদে, বাসায় বসেই অনলাইনে বাস টিকেট কাটুন সহজ-এ। সকল স্বাস্থ্যবিধি মেনে যাত্রা করুন, নিরাপদ রাখুন নিজেকে ও প্রিয়জনকে।
গ্যারান্টিড টিকেট বুকিংয়ের সাথে মাত্র ১০ টাকায় পাচ্ছেন ৳১,৫০,০০০ পর্যন্ত ইনস্যুরেন্স সুবিধা। *শর্ত প্রযোজ্য। সহজ-এ বাস টিকেট কাটতে ক্লিক করুন
Shohoz
সহজ এ (https://www.shohoz.com/) থেকে যে কোন রুটের বাসের/লঞ্চের টিকেট এর মূল্য ও অফার সম্পর্কে জানতে পারবেন এবং বুকিং দিতে পারবেন। অনুগ্রহ করে আমাদের অ্যাপটি ডাউনলোড করে নিন
এছাড়াও আপনি আমাদের হেল্পলাইন নম্বর 16374 কল করে টিকেট কাটতে পারবেন। হেল্পলাইন নম্বর এ কল করে অনুগ্রহ করে ভাষা নির্বাচনের জন্য 1/2 চাপুন এবং তারপরে সংশ্লিষ্ট পরিষেবার জন্য নম্বরগুলি চাপুন। টিকেট সার্ভিস সংক্রান্ত সহায়তার জন্য “1” প্রেস করুন। কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলতে, প্রথমে সার্ভিস নির্বাচন করুন এবং “0” প্রেস করুন। তাছাড়া আপনি চাইলে আপনার মোবাইল নাম্বারটি আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমাদের প্রতিনিধি আপনাকে টিকেট বুকিং করতে সহায়তা করবে। ধন্যবাদ, সহজ এর সাথেই থাকুন।