মাধ্যমিক শিক্ষা বোর্ডের সরকারি ও বেসরকারি শিক্ষা জন্য প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করা হয়েছে । সরকারি ও বেসরকারি শিক্ষা মাধ্যমিকের জন্য বিজ্ঞপ্তি অনুজায়ি ১৬ নভেম্বর ২০২২ তারিখ থেকে ভর্তি আবেদন কার্যক্রম শুরু হবে। সকল অভিভাবক এবং স্কুল এর ছাত্র-ছাত্রীদের ভর্তির জন্য আবেদন ফরম পূরণ করতে হবে। আপনি যদি আপনার ছেলেমেয়েদেরকে স্কুলে ভর্তি করতে চান তাহলে অনলাইন থেকে আপনি আবেদন ফরম পূরণ করে ভর্তির আবেদন সম্পূর্ণ করতে হবে । এরপর লটারি হবে যদি আপনার ছেলে মেয়ে ভর্তির জন্য যোগ্য হয় তাহলে আপনি ওই স্কুলে ভর্তি করাতে পারবেন ।
এই ভর্তির জন্য আপনার কি কি লাগবে তা নিয়ে এখানে মূলত আলোচনা করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী স্কুলে ভর্তির জন্য আবেদন করবেন। তাদের আবেদন ফরমের সাথে নিজেদের জন্ম নিবন্ধন বাবা-মায়ের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে । এখন পর্যন্ত এতটুকু জানা গেছে আরো বিস্তারিত জানতে।
ভর্তি আবেদন জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করুন
এছাড়াও আপনারা জানতে পারবেন কোন স্কুলে কত টাকা ফি ধরা হয়েছে। এবং এই ফি কিভাবে দিবেন তা নিয়েও আলোচনা করা হয়েছে। সরকারি স্কুলগুলোতে মোটামুটি সব স্কুলেই একই ধরনের ভর্তি আবেদন ও ভর্তি ফি ধরা হয়ে থাকে। কিন্তু বেসরকারি স্কুলগুলোতে কিছুটা ভিন্ন হয়ে থাকে এখানে স্কুলের কোয়ালিটি অনুযায়ী আবেদন ও ভর্তি ফি আলাদা ধরা হয়ে থাকে । আসুন আমরা তা নিয়ে বিস্তারিত আলোচনা তা দেখে নেই।
মাধ্যমিক স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি – ২০২৩ সকল অভিভাবক ও শিক্ষার্থীদের এই বিজ্ঞপ্তিটি দেখার জন্য অনুরোধ করা হলো। একাডেমিক সেশন ২০২৩-২০২৩ অনলাইন ভর্তি প্রক্রিয়া (সরকারি এবং বেসরকারী স্কুলে ভর্তি – ২০২৩) চলছে। https://gsa.teletalk.com.bd/ এই ঠিকানায় প্রবেশ করে আবেদন করতে পারবেন।
সরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি
বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি
মাধ্যমিক স্কুলে ভর্তি সময়সসূচী প্রকাশিত
- GSA অনলাইন আবেদন শুরুর তারিখ: ১৬ নভেম্বর ২০২২
- সরকারি স্কুলে GSA অনলাইন আবেদনের শেষ তারিখ: ৬ ডিসেম্বর ২০২২
- বেসরকারি স্কুলে GSA অনলাইন আবেদনের শেষ তারিখ: ৬ ডিসেম্বর ২০২২
- সরকারি স্কুলে লটারির তারিখ:১০ ডিসেম্বর ২০২২
- বে-সরকারি স্কুল লটারির তারিখ: ১৩ ডিসেম্বর ২০২২
- সকল সরকারি ও বেসরকারি স্কুলে অনলাইনে ভর্তি ফ্রি ১১০টাকা
- আবেদনের লিঙ্ক: https://gsa.teletalk.com.bd
GSA স্কুল ভর্তি ২০২৩ আবেদন করবেন যেভাবে
যেহেতু নোটিশটি পরিবর্তন করা হয়েছে, আমরা এই এখানে সংক্ষেপে মূল তথ্য শেয়ার করব। সুতরাং, আপনি গুরুত্বপূর্ণ কিছু মিস করবেন না। আমরা GSA স্কুল ভর্তি 2022 সার্কুলার পিডিএফ ফাইল এবং নীচের ছবিগুলিও শেয়ার করব৷
- সরকারি মাধ্যমিক বিদ্যালয় অনলাইন আবেদন প্রক্রিয়া ১৬ নভেম্বর ২০২২ তারিখে ১১:০০ এ শুরু হতে চলেছে এবং প্রক্রিয়াটি ৬ই ডিসেম্বর ২০২৩ তারিখে 05:00 PM এ শেষ হবে৷
- আবেদন ফি ১১০ টাকা এবং ফি প্রদানের একমাত্র পদ্ধতি হল প্রিপেইড টেলিটক মোবাইল নম্বরের মাধ্যমে SMS এর মাধ্যমে।
- ভর্তি প্রক্রিয়া এবং ৩০শে ডিসেম্বর ২০২২ এর আগে শেষ হবে।
- জাতীয় শিক্ষা নীতি- 2010 অনুযায়ী ১ম শ্রেণীতে ভর্তির জন্য ছাত্রের সর্বনিম্ন বয়স ৬+ হতে হবে।
Web Application Form পুরন এর নিয়মাবলীঃ
- ১। https://gsa.teletalk.com.bd/ওয়েবসাইটে ব্রাউজ করে আবেদনপত্র পুরন ও submit করতে পারবেন।
- ২। Online আবেদন পত্রের নির্দেশনা মতে প্রার্থিতার সকল তথ্য পূরণ করবে। যে সকল প্রার্থীর বিভিন্ন কোটায় আবেদন করবেন তাদের বিষয়টি অবশ্যই উল্লেখ করতে হবে অন্যথায় কোটা বিবেচনা করা হবে না।
- ৩। Online আবেদন পত্রের রঙিন ছবি দৈর্ঘ্য 300 X প্রস্থ 300 প্রিক্সেল করে JPEG ফরমেটে নির্ধারিত স্থানে আপলোড করবেন .
- ৪। Online আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে আবেদনপত্র সাবমিট করা সম্পূন্ন হলে কম্পিউটার অ্যাপ্লিকেশন রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন পত্র সাবমিট করার সম্পূর্ণ হলে একটি ইউজার আইডি ও ছবিসহ এপ্লিকেশন কপি পাবেন।
- ৫। প্রাথী Online পূরণকৃত আবেদনপত্র টি ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করবেন ।
- ৬। অনলাইনে আবেদন পত্র সকল তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদন করার পূর্বে সকল তথ্য সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা আবেদনকারী প্রাথী বা অভিভাবক শতভাগ নিশিত্ত করে নিবেন।
Online Apply করবেন যেভাবে
মাধ্যমিক বিদ্যালয় ভর্তি আবেদন আগামী ১৬ নভেম্বর ২০২২ সকাল ১১ টা থেকে gsa admission teletalk com bd-এ পাওয়া যাচ্ছে। এবং আমরা এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ বিবরণ শেয়ার করতে এসেছি যাতে আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন। ‘সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির জন্য কীভাবে আবেদন করবেন তা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আসুন দেখে নেই বিস্তারিত।
- প্রথমে এই ওয়েবসাইটটি দেখুন- https://gsa.teletalk.com.bd/
- হোম পেজে প্রদর্শিত ‘ভার্তিচ্ছু’ বোতামে ক্লিক করুন।
- তারপর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করতে ‘সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আবেদন’ বোতাম টিপুন।
- শিক্ষার্থীরা প্রতিটি গ্রুপ থেকে সর্বাধিক ৫টি স্কুল নির্বাচন করার যোগ্য।
- তবে, অন্যান্য জেলার আবেদনকারীরা তাদের জেলার উপর ভিত্তি করে সরকারি ও বেসরকারি স্কুলের তালিকা পাবেন।
উল্লেখ করার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি একজন প্রার্থী ২ শিফট আছে এমন স্কুলের উভয় শিফট নির্বাচন করেন যা দুটি পছন্দ হিসাবে গণনা করা হবে এবং শুধুমাত্র তিনটি থাকবে।
GSA 2023-এর আবেদন ফি যেভাবে দিবেন:
ভর্তি প্রার্থী অনলাইনে আবেদন ফি প্রদান করুন। GSA অনলাইন ফি আপনি টেলিটকের (প্রি-পেইড সিম) মাধ্যমে কীভাবে অর্থ জমা করতে পারেন তা এখানে আলোচনা করা করা হয়েছে।
নীচে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন৷
প্রথম এসএমএস: লিখুন: GSA<space>User ID এবং পাঠান 16222 নম্বরে
উদাহরণ: GSA ABCDEF এবং 16222 এ পাঠান
প্রথম এসএমএস পাঠানো হলে, আবেদনকারীরা টেলিটক (16222) থেকে একটি পিন নম্বর পাবেন। এখন তাদের নিচের মতো পিন নম্বর ব্যবহার করে একটি দ্বিতীয় এসএমএস লিখতে হবে:
দ্বিতীয় এসএমএস: লিখুন: GSA<space>YES<space>PIN এবং পাঠান 16222 নম্বরে
উদাহরণ: GSA YES 123456 এবং 16222 নম্বরে পাঠান
আরো দেখুনঃ সকল স্কুলের তালিকা ও আবেদন লিংক