আজকাল করোনাভাইরাস সারা বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় এবং মহামারী রোগগুলির মধ্যে একটি। আমাদের বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। এই মুহূর্তে ১০,৭২,৭৭৪ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত এবং ১৭২৭৮+ করোনার জন্য মারা গেছে। কোভিড -১ Coronavirus করোনাভাইরাসের উদ্বেগের কারণে বাংলাদেশ সরকার জুলাই ২০২৩ পর্যন্ত বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এরই মধ্যে সকল পাবলিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে। তাই এইচএসসি পরীক্ষা তাদের পরীক্ষার শুরুর তারিখ নিয়েও চিন্তিত। এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা স্থগিত। যখন কর্তৃপক্ষ নতুন সময়সূচী তৈরি করবে এবং নতুন রুটিন প্রকাশ করবে তখন আমরা আপনাকে তা প্রকাশ করার সাথে সাথে এখানে জানিয়ে দেব।
নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি: শিক্ষামন্ত্রী
চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এইচএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে গ্রুপ বিষয়গত তিনটি বিষয়ে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন যে তিনটি বিষয়ে পরীক্ষার ভিত্তিতে অবশিষ্ট প্রয়োজনীয় বিষয়গুলি এসএসসি এবং জেএসসি পরীক্ষার বিষয়গুলির ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। আর যদি পরীক্ষা দেওয়া সম্ভব না হয়, তাহলে অ্যাসাইনমেন্ট এবং সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা হবে। অথবা মূল্যায়ন করা যেতে পারে শুধু বিষয় ম্যাপ করে। সেটা পরে জানানো হবে।
HSC পরীক্ষার 2021 এর আপডেট খবর
২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ঘোষণা আজ প্রকাশিত হয়েছে। এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৩ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে। নতুন সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে, যদি ২০২৩ সালে পরীক্ষা অনুষ্ঠিত না হয়। তাদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল এবং নিয়োগের ভিত্তিতে ফলাফল গণনা করা হবে।
এইচএসসি পরীক্ষার রুটিন 2021 পিডিএফ ডাউনলোড
HSC, ALIM এবং সমমানের রুটিন 2021 ডাউনলোড করুন
HSC Exam Routine 2021 PDF
এইচএসসি পরীক্ষা ২০২৩ সালের পরীক্ষার সময়সূচি বা রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক শিক্ষা বোর্ড। সময়সূচি অনূযায়ী এইচ এস সি পরীক্ষা আগামী ০২ ডিসেম্বর থেকে শুরু হবে ।
বিষয় ও সময় সকাল ১০টা হতে বেলা ১১.৩০টা পর্যন্ত | বিষয় কোড | তারিখ ও দিন | বিষয় ও সময় বিকেল ২টা হতে ৩.৩০টা পর্যন্ত | বিষয় কোড |
১। পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র। | ১৭৪ | ০২/০৭/২০২৩ বৃহস্পতিবার | ১। সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র (রসায়ন) ২। সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র (জীব বিজ্ঞান) ৩। খাদ্য ও পুষ্টি ১ম পত্র ৪। লঘু সংগীত (তত্ত্বীয়) ১ম পত্র |
১৯২ ১৯৩ ২৭৯ ২১৬ |
১। যুক্তিবিদ্যা ১ম পত্র | ১২১ | ০৫/০৭/২০২৩রবিবার | ১। হিসাববিজ্ঞান ১ম পত্র | ২৫৩ |
১। পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র | ১৭৫ | ০৬/০৭/২০২৩সােমবার | ১। সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র (খাদ্য ও পুষ্টি বিজ্ঞান) ২। খাদ্য ও পুষ্টি ২য় পত্র ৩। লঘু সংগীত (তত্ত্বীয়) ২য় পত্র |
১৯৪ ২৮০ ২১৭ |
১। যুক্তিবিদ্যা ২য় পত্র | ১২২ | ০৭/০৭/২০২৩মঙ্গলবার | ১। হিসাববিজ্ঞান ২য় পত্র | ২৫৪ |
১। রসায়ন (তত্ত্বীয়) ১ম পত্র | ১৭৬ | ০৮/০৭/২০২৩বুধবার | ১। শিশু বিকাশ ১ম পত্র। ২। উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) ১ম পত্র |
২৯৮ ২১৮ |
১। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র |২। ইতিহাস ১ম পত্র | ২৬৭৩০৪ | ০৯/০৭/২০২৩বৃহস্পতিবার | ১। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ২। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র |
২৮৬ ২৯২, |
১। রসায়ন (তত্ত্বীয়) ২য় পত্র | ১৭৭ | ১২/০৭/২০২৩রবিবার | ১। শিশু বিকাশ ২য় পত্র । ২। উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) ২য় পত্র |
২৯৯ ২১৯, |
১। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র২। ইতিহাস ২য় পত্র | ৩৬৮৩০৫ | ১৩/০৭/২০২৩সােমবার | ১। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ২। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র |
২৮৭ ২৯৩, |
১। জীববিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র ২। উচ্চতর গণিত ১ম পত্র | ১৭৮২৬৫ | ১৫/০৭/২০২৩বুধবার | ১। গৃহ-ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) ১ম পত্র ২। গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ১ম পত্র ৩। ইসলাম শিক্ষা ১ম পত্র |
১৯৭ ২৮২ ২৪৯, |
১। পৌরনীতি ও সুশাসন ১ম পত্র | ২৬৯ | ১৯/০৭/২০২৩রবিবার | ১। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | ২৭৭, |
১। জীববিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র ২। উচ্চতর গণিত ২য় পত্র | ১৭৯২৬৬ | ২০১২/২০২৩সােমবার | ১। গৃহ-ব্যবস্থাপনা ও শিবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) ২য় পত্র ২। গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য় পত্র ৩। ইসলাম শিক্ষা ২য় পত্র। |
১৯৮ ২৮৩ ২৫০ |
১। পৌরনীতি ও সুশাসন ২য় পত্র | ২৭০ | ২১/০৭/২০২৩মঙ্গলবার | ১। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র | ২৭৮ |
১। ভূগােল (তত্ত্বীয়) ১ম পত্র | ১২৫ | ২২/০৭/২০২৩বুধবার | ১। আরবি ১ম পত্র | ১৩৩ |
১। ভূগােল (তত্ত্বীয়) ২য় পত্র | ১২৬ | ২৩১২২০২৩বৃহস্পতিবার | ১। আরবি ২য় পত্র | ১৩৪ |
১। অর্থনীতি ১ম পত্র। | ১০৯ | ২৭১২২০২৩সােমবার | ১। ব্যবহারিক শিল্পকলা এবং বস্ত্র ও পােশাকশিল্প (তত্ত্বীয়) ১ম পত্র | ২৫৫ |
১। সমাজবিজ্ঞান ১ম পত্র২। সমাজকর্ম ১ম পত্র | ১১৭২৭১ | ২৮/০৭/২০২৩মঙ্গলবার | ১। ক্রীড়া (তত্ত্বীয়) ১ম পত্র | ১৫৮, ১৬০, ১৬২, ১৬৪, ১৬৬, ১৬৮, ১৭০, ২২০, ২২৩, ২৫৭, ২৫৯, ২৬৩ ৩০০, ৩০২, ২০৮, ৩১০, ৩১২ |
১। অর্থনীতি ২য় পত্র | ১১০ | ২৯/০৭/২০২৩বুধবার | ১। ব্যবহারিক শিল্পকলা এবং বস্ত্র ও পােশাকশিল্প (তত্ত্বীয়) ২য় পত্র। | ২৫৬ |
১। সমাজবিজ্ঞান ২য় পত্র২। সমাজকর্ম ২য় পত্র | ১১৮২৭২ | ৩০/০৭/২০২৩বৃহস্পতিবার | ১। ক্রীড়া (তত্ত্বীয়) ২য় পত্র | ১৫৯, ১৬১, ১৬৩, ১৬৫, ১৬৭, ১৬৯, ১৭১, ২২১ ,২২৪, ২৫৮, ২৬০, ২৬৪, ৩০১, ৩০৩, ৩০৯, ৩১১, ৩১৩ |
সবাই নতুন আপডেট করা এবং পরিবর্তিত এইচএসসি রুটিন 2021 এর পিডিএফ, জেপিজি ইমেজ ফাইল ডাউনলোড করতে পারে। আমরা এখানে সকল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচী প্রকাশ করব। বৃত্তিমূলক পেতে, মাদ্রাসা বোর্ডের রুটিন আমাদের ওয়েবসাইট অনুসরণ করুন। আপনি সহজেই আপনার ইচ্ছা রুটিন ডাউনলোড করতে পারেন এখান থেকে। আমরা আপনার জন্য জিপিজি এবং পিডিএফ ফাইল হিসাবে রুটিন আপলোড করব। Bestbdjob.com এ আসন্ন আপডেটের জন্য আমাদের ওয়েবসাইট দেখুন।
এইচএসসি পরীক্ষার জন্য শর্তাবলী 2021:
বিশেষ নির্দেশাবলিঃ-
১। কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
৩। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪। পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।
MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনাে বিরতি থাকবে না।
(ক) সকাল ১০.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল ০৯.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ। সকাল ১০.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ। সকাল ১০.১৫ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।
(খ) দুপুর ১২.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে দুপুর ০১.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ। দুপুর ০২.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ। দুপুর ০২.১৫ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।
৫। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে সংগ্রহ করবে।
৬। প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোন প্রয়ােজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭। ব্যবহারিক সম্বলিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক খাতা(নােটবুক) এর অংশে পৃথকভাবে পাস করতে হবে।
প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতা (নােটবুক) এর নম্বর প্রদান করে নম্বরসমূহ ০৩ জানুয়ারী ২০২২ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক খাতা(নােটবুক) এর নম্বর বাের্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
৮। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লিখিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
৯। কোন পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
১০। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রােগ্রামিং ক্যালুলেটর ব্যবহার করা যাবে না।
১১। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিচার ফোন(স্মার্ট ফোন ব্যতীত) ব্যবহার করতে পারবেন। এছাড়া অন্য কেউ মােবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মােবাইল ফোন আনতে পারবে না।
এইচএসসি পরীক্ষার ফলাফল 2021
এইচএসসি পরীক্ষা ২০২৩ সালের ১ লা এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড মন্ত্রী। আপনি আমাদের ওয়েবসাইট থেকে HSC রেজাল্ট 2021 পাবেন। প্রার্থীরা HSC রেজাল্ট 2021 এবং ALIM রেজাল্ট এবং মার্কশিট Dhakaাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboard.gov.bd থেকে পেতে পারেন।
অবশেষে, এইচএসসি পরীক্ষার ফলাফল 2021 আগস্ট 2021 এ প্রকাশিত হবে। আমরা এখানে এইচএসসি ভর্তির তথ্য, এইচএসসি রুটিন এবং এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ প্রকাশ করব। যাই হোক, HSC Routine 2021 Dhaka Bangladesh Education Board সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে নিচে মন্তব্য করুন অথবা ফেসবুকের মাধ্যমে আমাদের মেসেজ করুন।