এইচএসসি রেজাল্ট-২০২৪ SMS এবং ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখবেন যেভাবে

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে ১৫ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ১০ঃ৩০ মিনিটে।   ছাত্র-জনতার আন্দোলনে অনেক শিক্ষাথী ও পরীক্ষার্থী আহত হয়ার কারনে এই বছর পরীক্ষা নেওয়া সম্ভব হয় নাই। এছাডা নোয়াখালি, ফেনিতে বন্যা কারনেও এই বছর এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয় নাই। তাই যে কয়টি পরীক্ষা নেওয়া হয়েছে এবং এসএসসি পরীক্ষার সাথে মিল রেখে এই বছর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এর আগে  এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২০২৪ সালের ৩০ জুন থেকে। এই বছর ১১টি বোর্ড থেকে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এরমধ্যে ছাত্রী সংখা ৭ লাখ ৫০৯ জন এবং ছাত্র সংখ্যা ছিলো ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দেখুনঃ HSC RESULT CLICK HERE

সারা দেশে মোট কেন্দ্র ২ হাজার ৭২৫টি ও মোট শিক্ষাপ্রতিষ্ঠান ছিলো ৯ হাজার ৪৬৩টি। এই বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মাধ্যমে এই বছর পরীক্ষা সম্পরন হয়েছে। এছাডা মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড এর মাধ্যমে এই বছর পরীক্ষা পরীক্ষাথীরা অংশ গ্রহন করেন।

আপনি ওয়েবসাইট থেকে সরাসরি ফলাফল দেখতে চাইলে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুণ। আশা করি আপনার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পারবেন।

এইচএসসি ফলাফলঃ  www.educationboard.gov.bd

এইচএসসি ও সমমান পরীক্ষার তথ্য

  • পাসের হার: গড় পাসের হার: ৮৫.৯৫ শতাংশ।
  • ৯টি বোর্ড এ অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা: মোট অংশগ্রহণকারী: ১১,৭৭,৩৮৭ জন ।
  • জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা:  ১,৭৬,২৮২ জন

এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখুন এখানে

HSC পরীক্ষার ফলাফল দেখতে নির্বাচন করুণ এখানে

যেহেতু পরীক্ষা সম্পূর্ণ হয়েছে তাই এখন ফলাফল এর অপেক্ষায় আছেন সবাই, কিভাবে ফলাফল দেখবে তা এখান থেকে জেনে নিতে পারেন। এখানের দেওয়া প্রতিটি বোর্ড এর ওয়েবসাইট দেওয়া রয়েছে। আশা করি আপনার সহজেই এই রেজাল্ট দেখতে পারবেন।

ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যসমূহ প্রদান করুন

এইচএসসি ও সমমান পরীক্ষার বোর্ড ভিত্তিক পাসের হার:

  • ঢাকা বোর্ড: ৯৭.৮৩%
  • বরিশাল বোর্ড: ৯৬.৯৫%
  • চট্টগ্রাম বোর্ড: ৯০.৫০%
  • কুমিল্লা বোর্ড: ৯০.৭২%
  • দিনাজপুর বোর্ড: ৮৯.০৮%
  • রাজশাহী বোর্ড: ৯১.৬০%
  • সিলেট বোর্ড: ৯১.৪০%
  • ময়মনসিংহ বোর্ড: ৯০.৩২%
  • যশোর বোর্ড: ৯৩.৯৫%
  • মাদ্রাসা বোর্ড: ৯৩.৫৬%
  • কারিগরি বোর্ড: ৯৩.৪১%

এইচএসসি ও সমমান পরীক্ষার বোর্ডভিত্তিক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা:

  • ঢাকা: ৬৩,৪২১ জন
  • রাজশাহী: ২৩,৮৫৫ জন
  • কুমিল্লা: ১৫,৯৯১ জন
  • যশোর: ১৯,৭০৩ জন
  • চট্টগ্রাম: ১৩,৬৭০ জন
  • বরিশাল: ৮,৩৮৬ জন
  • সিলেট: ৯,৮৭১ জন
  • দিনাজপুর: ১২,৮৩০ জন
  • ময়মনসিংহ: ৬,০২৮ জন
  • মাদ্রাসা বোর্ড: ৯,৪২৩ জন
  • কারিগরি বোর্ড: ৮,১০৪ জন

HSC পরীক্ষার ফলাফল শিক্ষা বোর্ড অনুযায়ী দেখুন

ক্রমিক নং  শিক্ষা বোর্ড ওয়েবসাইট  ফলাফল
০১ ঢাকা শিক্ষা বোর্ড dhakaeducationboard.gov.bd রেজাল্ট দেখুন এখানে
০২ রাজশাহী শিক্ষা বোর্ড rajshahieducationboard.gov.bd/ রেজাল্ট দেখুন এখানে
০৩ কুমিল্লা শিক্ষা বোর্ড comillaboard.portal.gov.bd/ রেজাল্ট দেখুন এখানে
০৪ যশোর শিক্ষা বোর্ড www.jessoreboard.gov.bd/ রেজাল্ট দেখুন এখানে
০৫ চট্রগ্রাম শিক্ষা বোর্ড bise-ctg.portal.gov.bd/ রেজাল্ট দেখুন এখানে
০৬ বরিশাল শিক্ষা বোর্ড www.barisalboard.gov.bd/ রেজাল্ট দেখুন এখানে
০৭ সিলেট শিক্ষা বোর্ড  sylhetboard.gov.bd/ রেজাল্ট দেখুন এখানে
০৮ ময়মনসিংহ শিক্ষা বোর্ড mymensingheducationboard.gov.bd/ রেজাল্ট দেখুন এখানে
০৯  দিনাজপুর শিক্ষা বোর্ড dinajpureducationboard.gov.bd/ রেজাল্ট দেখুন এখানে
১০  মাদ্রাসা শিক্ষা বোর্ড bmeb.gov.bd/ রেজাল্ট দেখুন এখানে
১১  কারিগরি শিক্ষা বোর্ড bteb.gov.bd/ রেজাল্ট দেখুন এখানে

HSC পরীক্ষার ফলাফল মোবাইল SMS মাধ্যমে দেখুন

মোবাইল এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখবেন যেভাবে:

মেসেজ অপশনে গিয়ে HSC <বোর্ডের নামের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <পাসের বছর> লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

  • উদাহরণ: HSC DHA 123456 2024 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

এসএমএস এর জন্য সকল শিক্ষা বোর্ড এর সংক্ষিপ্ত কোড

1. BARISHAL BOARD: BAR
2. DHAKA BOARD: DHA
3. CHITTAGONG BOARD : CHI
4. COMILLA BOARD:COM
5. DINAJPUR BOARD: DIN
6. JESSORE BOARD: JES
7. MADRASAH BOARD: MAD
8. MYMENSINGH BOARD: MYM
9. RAJSHAHI BOARD: RAJ
10. SYLHET BOARD: SYL
11. TECHNICAL/VOCATIONAL BOARD: TEC