২০২৫ মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তে ৭ পরামর্শ

২০২৫ সালের মেডিকেল ভর্তি এপ্রিলের ১ তারিখে হতে যাচ্ছে মেডিকেলের ভর্তি পরীক্ষা সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু ০৯ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০ঃ০০ এবং একঘন্টা পরীক্ষা শেষ হবে .১১ঃ০০ এ। অবশ্য পরীক্ষা শুরু হওয়ার .৩০ মিনিট পূর্বে আপনাকে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে যেহেতু করনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি তাই আপনি মাক্স পড়ে যথাসময়ের আগেই আপনি কেন্দ্রে চলে যান এবং আপনার সিট প্লান দেখে নিয়ে আপনার সিটে বসে যান । এই পরীক্ষা দেওয়ার সময় আপনাদের জন্য কিছু উপদেশ দেওয়া হয়েছে আশা করি এই উপদেশগুলো পরে আপনাদের ভর্তি পরীক্ষায় সহায়তা আসবে আসুন আমরা জেনে নেই কি কি জানতে হবে এবং কি কি নিয়ম মেনে আপনি পরীক্ষা কেন্দ্রে যাবেন

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি ক্লিক করুণ

যেহেতু অবশেষে খুব দ্রুতই মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা এ বছর পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্যই তো এই লেখা। ভাবতে পারো, কেন শুরু থেকে আমার অভিজ্ঞতার কথা বলছি। কারণ, আমি যখন তোমাদের মতো ভর্তি পরীক্ষার্থী ছিলাম, তখন এই দিনগুলোরই স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন আমাকে সাহস জোগাত।

MBBS Medical Admission 2024 Admit Card Download [Link] dgme.teletalk.com.bd

ভর্তি পরীক্ষার্থীদের জন্য ৭ পরামর্শ

১. এখন আর নতুন কিছু পড়ার দরকার নেই। এত দিন যা পড়েছ, সেগুলোই বারবার ঝালিয়ে নাও।

২.পরীক্ষার প্রস্তুতি হিসেবে আশা করি গত কয়েক মাসে কোনো শিক্ষকের কাছে, অনলাইনে বা নিজে নিজে অনেক মডেল টেস্ট দিয়েছ। ওই পরীক্ষাগুলোতে যা ভুল হয়েছিল, সেগুলোতে আরেকবার চোখ বুলিয়ে নাও। যেসব প্রশ্নের উত্তরে ভুল হয়েছে, প্রয়োজনে সেগুলো আরেকবার সমাধান করা যেতে পারে।

৩. পরীক্ষার আর বেশি দিন বাকি নেই আগামী পহেলা এপ্রিল ২০২৫। এখন বেশি রাত জেগে না পড়াই ভালো। বরং ধরে নাও আগামীকাল তোমার পরীক্ষা। তাই আজ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। পরদিন ঘুম থেকে উঠে সকাল নয়টায় একটা মডেল টেস্টের সমাধান করো। পরীক্ষার আগের দিন পর্যন্ত এই অভ্যাস ধরে রাখো। এতে পরীক্ষার দিন বাড়তি কোনো চাপ অনুভব হবে না।

MBBS ভর্তি প্রবেশ পত্র ডাউনলোড পিডিএফ

৪. সম্ভব হলে পরীক্ষার কেন্দ্রটি আগে একবার গিয়ে দেখে এসো। ফলে পরীক্ষার দিন কেন্দ্র খুঁজে বের করতে সমস্যা হবে না।

৫. পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুম দরকার। তা না হলে পরীক্ষার হলে গিয়ে ঝিমুনি আসবে। ফলে পরীক্ষার খাতায় পরিপূর্ণ মনোযোগ দিতে পারবে না।

৬. পরীক্ষার দিন হাতে সময় নিয়ে বের হওয়া বুদ্ধিমানের কাজ। অনেকে পরীক্ষা দিতে যাওয়ার সময় রাস্তায় বই নিয়ে পড়তে থাকে। এটা কারও কারও জন্য কার্যকর হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয়, এই সময়ে মানসিকভাবে হালকা থাকা বেশ জরুরি। পথে যাওয়ার সময় মা–বাবা অথবা অভিভাবকের সঙ্গে কথাবার্তা বলে মনকে চাঙা রাখতে পারো।

৭. সর্বোপরি দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। করোনার কারণে তোমার মতো সবাই বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার মধ্যে প্রস্তুতি নিয়েছে। তাই প্রস্তুতির দিক থেকে তুমি পিছিয়ে আছো, এমন ভাবার কারণ নেই। আত্মবিশ্বাস ধরে রেখো। এই পরীক্ষায় আত্মবিশ্বাস খুব দরকার।

মেডিকেলে ভর্তি ২০২৫ চূড়ান্ত সাজেশন দেখতে ক্লিক করুন