[প্রস্তুতি] মেডিকেল ভর্তি পরীক্ষা সিলেবাস ও প্রশ্ন সমাধান-২০২৪

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি ২০২৪। মেডিকেল ভর্তি পরীক্ষা সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারি ২ তারিখ। মেডিকেল ভর্তি পরীক্ষা হয় ১০০ নাম্বারে এখানে কয়েকটি বিষয় থেকে প্রশ্ন আসে তা হচ্ছে: জীববিজ্ঞান এর দুইটি অংশ উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান থেকে আসবে বাংলাদেশ বিষয়াবলি ও মুক্তিযুদ্ধ। নিচে পরীক্ষায় আসা নাম্বার বন্টন দেওয়া হলো

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি ২০২৪ সিলেবাস

এ বছরের এইচএসসি পরীক্ষার ফল ইতিমধ্যে প্রকাশিত হওয়ায় মেডিকেল ভর্তি পরীক্ষার ২০২৪ সালের সময়সূচি প্রকাশ করা হয়েছে। তাই প্রথমে মেডিকেলে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এমবিবিএস ১ম বর্ষে ভর্তির আসন ৫ হাজার ৩৮০ ছিলো। তবে এই বছর থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবে নতুন করে আরও ১ হাজার ৩১ জন শিক্ষার্থী! মোট ৫৩৮১টি আসনের বিপরীতে প্রায় লক্ষাধিক প্রার্থী অংশগ্রহণ করেন।

আরো দ্রেখুনঃ সরকারী মেডিকেল MBBS ভর্তির আসন বৃদ্ধি শিক্ষাবর্ষ ২০২৩-২৪ থেকে! তালিকা সহ দেখুন

আপনার যদি নির্দিষ্ট যোগ্যতা থাকে এবং আপনি আবেদনটি সম্পূর্ণ করতে চান , তবে আপনার যদি ভাল প্রস্তুতি থাকে তাহলে আপনাকে এটির জন্য প্রস্তুতি নিতে হবে । আপনা

কে এখানে সিলেবাস ও পরীক্ষার প্রস্তুতি নিতে কিছু সাজেশন দেওয়া হয়েছে। আশা করি প্রস্তুতির জন্য আগুলো খুবই গুরুত্ব পূর্ণ।

মেডিকেল ভর্তি পরীক্ষার ২০২৪ আবেদন

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায়  আবেদনের যোগ্যতা ও পরীক্ষার মান বন্টন

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা ও পরীক্ষার মান বন্টন নিচে দেওয়া হলঃ

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্যতা সম্পন্ন হলে আবেদন করা যাবে এক্ষেত্রে এসএসসি সমমান এবং এসএসসি সমমান পরীক্ষার দুইটি মিলে ন্যূনতম জিপিএ ৯ থাকতে হবে চতুর্থ বিষয় সহ। বিজ্ঞানের ন্যূনতম জিপিএ ৫ থাকতে হবে।

 

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি ২০২৪ মান বন্টন

পরীক্ষার মান বন্টন

মোট পরীক্ষার নাম্বার ৩০০ পরীক্ষার ফলাফল থেকে যোগ করবে ২০০ নাম্বার এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর X ১৫=৭৫ এবং এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ X২৫ = ১২৫।

পরীক্ষার সময় ১ ঘণ্টা প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা যাবে পাস মার্ক ৪০। পূর্ববর্তী বছরের এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সর্বমোট নাম্বার থেকে ৫ নাম্বার কাটা হবে এবং সরকারি মেডিকেল বার ডেন্টাল কলেজ এ ছাত্রছাত্রীরা এক্ষেত্রে মোট নাম্বার থেকে সৈন্য ৭.৫ নাম্বার কাটা হবে মেধা তালিকা তৈরি।

বিষয় নম্বরঃ

জীববিজ্ঞান ৩০,

রসায়নবিজ্ঞান ২৫,

পদার্থবিজ্ঞান ২০,

ইংরেজি ১৫ এবং

সাধারণ জ্ঞান ১০।

ভর্তি পরীক্ষার জন্য প্রতিটা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে

যেখানে ১০০ মার্কের পরীক্ষা হবে তার মধ্যে ৯০ প্লাস ৯০ প্লাস নাম্বার পেলে মেডিকেলে সরকারি মেডিকেলে চান্স পাওয়া সহজ হয়ে যায়।

মেডিকেলে চান্স পেতে হলে যা করণীয়

১। গুরুত্বপূর্ণ বিষয়গুলো সিলেক্ট করে পড়তে হবে।

২। যেকোনো একটা মূল বই ফলো করা করবে তার সাথে সাথে অন্যান্য বইয়ের সাহায্য নিবে তিন নাম্বার অনুশীলনী প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে নিতে হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি ২০২৪ প্রশ্ন সমধান

ভর্তি প্রস্তুতির জন্য যে যে বইগুলো ফলো করবেন তার দেখে নিন

উদ্ভিদ বিজ্ঞানের জন্য আবুল হাসান প্রাণিবিজ্ঞান গাজী আজমল মেইন সহকারী হিসেবে রাখবেন আলিম বা মাজেদা (জীব বিজ্ঞানের যে অংশ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তা হচ্ছে প্রাণী বিজ্ঞানের মানব দেহ থেকে)।

রসায়ন প্রথম পত্রের জন্য হাজারী রসায়ন দ্বিতীয় পত্রের জন্য হাজারী এবং কবির।

পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের জন্য আমির ও ইসহাক।

ইংরেজি জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম দ্বিতীয় বই হিসেবে রাখতে পারেন apex।

সাধারণ জ্ঞানের জন্য রাখতে পারেন Mp3 দ্বিতীয় হিসাবে রাখতে পারেন জুবায়ের’স জিকে এবং

কারেন্ট অ্যাফেয়ার্স এর সাম্প্রতিক বিষয়গুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে।

আরো দেখুনঃ MBBS মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা-২০২৩ [MCQ] প্রশ্নের সমাধান PDF

ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য জীববিজ্ঞানের প্রাণিবিজ্ঞান অংশ থেকে যে সব ট্রফিক গুলো বেশি গুরুত্বপূর্ণ তা হল :

১।বিভিন্ন প্রতিসাম্য ও পর্বগুলো এবং সিলোমের উদাহরণ

২।অস্হির সংখ্যা ছক,বিভিন্ন কাশেরুকার প্রকারভেদ তরুণাস্থি উদাহরণ সহ।

৩।জনন গ্রন্থি,স্পার্মাটোজেনেসিস এবং উওজেনেসিস, ভ্রুন ও ফিটাশের বিকাশ,তিনটি ভ্রুনীয় স্তরের পরিনিতি।

৪।রক্তকনিকার কাজ, হার্টের সাধারন গঠন ও প্রকোষ্ঠসমূহ।

৫।ঘাসফড়িংএর গঠন ও কাজ(১-১০), হাইড্রার নিডোসাইট, রুই মাছেট বাহ্যিক গঠন।

৬।লালাগ্রন্হিও লিভার এবং অন্তক্ষরা গ্রন্হি পৌষ্টিকনালি বিভিন্ন অংশে খাদ্য পরিপাকের ছক।

৭। বৃক্কের সাধারণ গঠন, মূএ,রক্তের পিএইচ নিয়ন্ত্রণ।

৮। মস্তিকের তিনটা অংশের কাজ, করোটিক স্নায়ু ছকটা, অক্ষিগোলকের বিভিন্ন অংশ ও কাজ কর্নাস্হি,অন্তঃক্ষরা গ্রন্হি ছক।

৯। অক্সিজেন ও কার্বন ডাই অক্সিাইড পরিবহন সাইনুসাইটিস।

১০।লিথাল জিন সম্পূর্ণ সেক্সলিংড,ডিসঅর্ডার।

১১। অর্জিত প্রতিরক্ষা প্রকার ও উদাহরণ, এন্টিবডির প্রকারভেদ ও কাজ,ভ্যাক্সিনপর প্রকারভেদ ও উদাহরণ।

১২। ট্যাক্সিস ও প্রকারভেদ FAP এর বৈশিষ্ট্য বাকি মৌমাছির ট্রপিক।

আরো দেখুনঃ MBBS মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা-২০২৩ [MCQ] প্রশ্নের সমাধান PDF

ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৪

উদ্ভিদ বিজ্ঞান :
১। কোষ ও কোষের গঠন, অণুজীব, উত্রিদের কোষ বিভাজন, কোষ রসায়ন, উদ্ভিদ প্রজানন ও শরীরতত্ত্ব, শৈবাল ও ছত্রাক।
২। জীব প্রযুক্তি, জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ।
৩। টিস্যু ও টিস্যুতন্ত্র,নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ-Pteris- এর দৈহিক গঠন, Riccia, Pteris এর বিশেষ নাম, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের পার্থক্য, Cycas এর বিস্তারিত অমরা ১ বিন্যাস ও এস্টিভেশন, গোত্র সমূহের বৈশিষ্ট্য, উদাহরণ।,ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা।
৪। বিভিন্ন ধরনের এনজাইমের উদাহরণ, বিভিন্ন ধরনের প্রোটিনের উদাহরণ, সেন্ট্রিওল কোথায় থাকে বা থাকে না,কাণ্ড, পাতা ফুলের বিভিন্ন উদাহরণ,ভাস্কুলার ভন্ডুল কোথায় কেমন।

আরো দেখুনঃ MBBS মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা-২০২৩ [MCQ] প্রশ্নের সমাধান PDF

রসায়ন বিজ্ঞান :

১।বিভিন্ন ধরনের পদার্থের উদাহরণ ২।কোন পদার্থ কিভাবে বিশোধন করা যায়?
৩।জারক, বিজারক, বিস্ফোরক ইত্যাদি
৪।বিভিন্ন ধরনের অক্সাইডের সংজ্ঞা উদাহরন। অক্সাইডের সংকরায়ন, ph এর মান, প্রিজারভেটিব,কোনটি কোন ধরনের Ph,ব্যবহার, পার্শ্বপ্রতিক্রিয়া।
৫।বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ব্যবহার, উৎস, বিস্তৃতি।
৬।কি দিয়ে কোন আয়ন সনাক্তকরণ করা যায় এর সাথে বর্ন, সংকেত, অবস্থা খুব গুরুত্বপূর্ণ।
৭।টয়লেট্রিজ কোনটিতে কোন উপাদান থাকে, মূল উপাদান কোনটি।
৮।গুনগত রসায়ন ( ২.১ – ২.২০) হাজারী স্যারের বই। হাজারী স্যারের বই।,রাসায়নিক বন্ধন,জৈব রসায়ন, তড়িৎ রসায়ন,অর্থনৈতিক রসায়ন,
কিটোনের বিক্রিয়া সমূহ।

আরো দেখুনঃ MBBS মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা-২০২৩ [MCQ] প্রশ্নের সমাধান PDF
পদার্থ বিজ্ঞান :
১।ভেক্টর
২।আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব।
৩। মহাকর্ষ ও অভিকর্ষ।
৪। পদার্থের গাঠনিক ধর্ম ও কাজ, ক্ষমতা।
৫।নিউটোনয়ান গতি বিদ্যা।
৬।চল তড়িৎ
৭। জ্যামিতিক আলোকবিদ্যা
৮। সেমি কন্ডাকটর ও ইলেক্ট্রনিক্স
৯।তাপ গতিবিদ্যা ও ভৌত আলোকবিদ্যা
১০।পড়মানুর নিউক্লিয় মডেল।

আরো দেখুনঃ MBBS মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা-২০২৩ [MCQ] প্রশ্নের সমাধান PDF
সাধারণ জ্ঞান :
১।বাংলাদেশ ও সাম্প্রতিক ঘটনাবলি
, চলচিত্র ও পুরষ্কার, মুক্তিযুদ্ধ ও গুরুত্বপূর্ণ সাল,বিভিন্ন পুরষ্কার
আবিষ্কার ও আবিষ্কারক এবং খেলা।
২।আন্তর্জাতিক বিষয়াবলী কারেন্ট অ্যাফেয়া’স এবং বিগত বছরের আসা মেডিকেল ও ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন সমূহ।

আরো দেখুনঃ MBBS মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা-২০২৩ [MCQ] প্রশ্নের সমাধান PDF
ইংরেজি :
Translation,Phrase and
Idioms, Correct Sentence, Preposition, Synonym-Antonym, Voice, Narration, Correct Spelling,Vocabulary।