বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) এই বছর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৭০ হাজারের বেশি শিক্ষক নিয়োগের লক্ষ্যে ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)থেকে জানানো হয় এই গণবিজ্ঞপ্তিতে বেশ কিছু পরিবর্তন এনেছে এনটিআরসিএ।
NTRCA ৪র্থ গনবিজ্ঞপ্তি আবেদনঃ Apply Now
এর আগে NTRCA এখন পর্যন্ত তিনটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিটি গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনধারীদের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হয়েছে। এতে চাকরিপ্রার্থীদের বিপুল পরিমাণ টাকা খরচ হয়েছে। এছাড়া অনেকে সার্টিফিকেটে যে পদ উল্লেখ রয়েছে তার বাইরে অন্য পদেও আবেদন করেছেন। এতে করে আবেদন কারীদের বাচাই করতে অনেক সমস্যায় পডতে হয়েছে। চতুর্থ গণবিজ্ঞপ্তি এই বিষয়গুলো আমলে নিয়ে আবেদনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এই বছর।
NTRCA ৪র্থ গনবিজ্ঞপ্তি আবেদন নিয়ম জেনে নিন
দুটি শর্তে এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ
-
নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তিতে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যে সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শূন্যপদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই সে সকল পদে পরবর্তীতে/ ভবিষ্যতে নিয়োগ সুপারিশ প্রদান করা যাবে না মর্মে বিজ্ঞপ্তি প্রকাশের সময় শর্ত আরোপ করতে হবে।
-
বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাইকৃত বিষয়ভিত্তিক শূন্য পদসমূহের বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। একই সঙ্গে ব্যানবেইস এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহ থেকেও এসকল তথ্য সংগ্রহ করে যাচাই করতে হবে।
NTRCA ৪র্থ গণবিজ্ঞপ্তি যেসব পরিবতন আনা হয়েছে।
১। এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি একজন প্রার্থী একটি আবেদন করবেন।
২। আবেদন ফ্রিঃ এক হাজার টাকা ।
৩। একটি আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পছন্দক্রমঃ ৪০টি
এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি আবেদন
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনি যেভাবে আবেদন করবেন তা নিয়ে এইখানে আলোচন করা হয়েছে । ৭০ হাজার শিক্ষক নিয়োগের লক্ষে NTRCA থেকে প্রকাশিত ৪র্থ গন বিজ্ঞপ্তি আবেদন করতে https://ngi.teletalk.com.bd/ntrca/app/ ওয়েবসাইট প্রবেশ করুণ। এখান থেকে আপনি সহজেই দেখে নিতে পারবেন আবেদন প্রক্রিয়া।
NTRCA ৪র্থ গনবিজ্ঞপ্তি আবেদনঃ Apply Now
NTRCA ৪র্থ গণবিজ্ঞপ্তি যেভাবে আবেদন করবেন।
আপনি যদি একজন নিবন্ধন্ধারি হয়ে থাকেন তা হলে আপনি যেভাবে আবেদন করবেন তা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে।
১। আপনাকে NTRCA ওয়েবসাইট প্রবেশ করে ৪র্থ গনবিজ্ঞপ্তিতে আবেদন এর লিংকে ক্লক করতে হবে।
২। আবেদন পছন্দক্রম শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা ৪০টি।
৩। পছন্দক্রম দেওয়ার প্রতিষ্ঠানের বাইরে অন্য প্রতিষ্ঠানে যেতে চাইলে তাকে একটি টিক চিহ্ন দিতে হবে।
৪। পছন্দক্রমের ৪০ প্রতিষ্ঠানে প্রার্থী সুপারিশ না পেলে নম্বর অনুযায়ী তাকে অন্য আরেকটি প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে।
৫। যদি ওই প্রার্থী ৪০টি প্রতিষ্ঠানের বাইরে না যেতে চান তাহলে তাকে টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই।
৬। প্রার্থীদের সার্টিফিকেটে যে বিষয়গুলো উল্লেখ থাকবে। সেই বিষয়গুলোতেই আবেদন করতে পারেন।
Recover Password
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। আপনার আইডি পাসওয়ার্ড যদি ভুলে থাকেন তা হলে এখান থেক আপনি সহজেই রিকবারি করে নিতে পারেন। তার জন্য ক্লিক করুণ।