NTRCA ৪র্থ গনবিজ্ঞপ্তিতে আবেদন করার সময় এলোমেলো সিরিয়াল পাচ্ছেন তাদের জন্য সমাধান।

বাংলাদেশের সকল বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে । NTRCA চতুর্থ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে । শিক্ষকদের নিয়োগের জন্য আপনি যদি নিবন্ধনধারী হয়ে থাকেন এবং আপনার বয়স যদি ৩৫ এর নিচে হয়ে থাকে । তাহলে আপনি আবেদন করতে পারতেছেন । তবে বর্তমানে আবেদন করতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে অনেকেই তাই আপনি সঠিক সমাধান সহজে পেতে চাইলে এখানে নিবন্ধন টি সম্পূর্ণভাবে পড়ুন এবং সমস্যার সমাধান আশা করি সম্পূর্ণ হয়ে যাবে।

NTRCA ৪র্থ গনবিজ্ঞপ্তিতে আবেদন করার নিয়ম জেনে নিন

NTRCA ৪র্থ গনবিজ্ঞপ্তিতে আবেদন করার সময় অনেকে কিছু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। এর মধ্যে একটি হলো এলোমেলো সিরিয়াল। পছন্দের ক্রম অনুযায়ী সিলেক্ট করার পরও সিরিয়াল এলোমেলো দেখায়। তাই এর কারনে অনেক প্রার্থী সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনাদের জন্য সঠিক সমাধান নিয়ে আসলাম।

যারা আবেদন করার সময় এলোমেলো সিরিয়াল পাচ্ছেন তারা ভালো করে বুঝে নিন।

  • প্রথমে চল্লিশটি প্রতিষ্ঠান নির্বাচন করুন।
  • তারপর ৪০টি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করুন।
  • আপনার নিজের পছন্দ অনুযায়ী ৪০টি প্রতিষ্ঠান সিরিয়ালি একটি নোটবুকে লিখুন।
  • আপনি যে ৪০টি প্রতিষ্ঠানে আবেদন করেছেন তা এলোমেলোভাবে হবে, তারপর আপনি প্রথম পছন্দের নম্বরটি বেছে নেবেন। (১-৪০) থেকে সাজান।

কিভাবে পছন্দের প্রতিষ্ঠান এক নম্বরে আনবেন?

প্রতিটি অ্যাপের ডানদিকে দুটি তীর রয়েছে, একটি উপরে নির্দেশ করে এবং একটি নীচে নির্দেশ করে। উপরে স্ক্রোল করতে এবং সিরিয়াল অনুসারে সাজানোর জন্য উপরের তীরটিতে ক্লিক করুন।
* নোটবুকে যেভাবে সাজিয়েছেন সেভাবে এখানে আপনার পছন্দ অনুযায়ী বিনগুলি সাজান।

  • বাছাই শেষ করার পর পরবর্তী ধাপে যান।
  • সেখানে আপনি ছবি এবং স্বাক্ষর রাখবেন।
  • তারপর আপনার পরবর্তী ধাপে যান। পরবর্তী পর্যায়ে যাওয়ার পরে, আপনাকে কীভাবে আপনার বার্তাটি তৈরি করবেন তার একটি ডেমো ফর্ম্যাট দেওয়া হবে।

  • আপনি এটির ঠিক নীচে প্রিভিউ লেখা দেখতে পাবেন। আপনি সেই প্রিভিউতে ক্লিক করবেন।

  • প্রিভিউতে ক্লিক করার পর আপনি সিরিয়ালের মতো সাজানো দেখতে পাবেন।
  • তারপর যদি মনে হয় আপনার সিরিয়াল এখনো সাজানো হয়নি তাহলে আবার সিরিয়াল করার সুযোগ আছে। তারপর সিরিয়াল শেষ করে টেলিটক থেকে টাকা পরিশোধ করুন।

আবেদন সাবমিট করার আগে কয়েকবার রিচেক দিয়ে নিবেন। এরপর টাকা পেমেন্ট করবেন। এবছর অনেক নিয়ম কানুন আছে।

ইনডেক্স আছে আবেদন করতে পারবো কি না?

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিবন্ধন সনদ আছে কিন্তু আপনি ইনডেক্সধারী তাহলে আর আপনি মাধ্যমিক বিদ্যালয়ে আবেদন করতে পারবেন না। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী শিক্ষক কলেজে আবেদন করতে পারবেন না।

বয়স নিয়ে যে সমস্যার সম্মুখীন!

বয়স ৩৫+ হলে আবেদন করতে পারবেন না। যাদের বয়স ১৯৮৫ এর জানুয়ারি তারা আবেদন করতে পারবেন না, মার্চ থেকে শুরু। এটাও আপনাদের একটা কমন সমস্যা।
আরো কিছু সমস্যার সমাধানের কাজ চলছে।