বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নতুন নিয়মে মূল সনদ তোলার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। NU Certificate Withdraw Notice । গত ০৩ জানুয়ারি ২০২৩ তারিখে থেকে নতুন নিয়মে মুল সনদ সংগ্রহ করতে হবে। তার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মূল সনদ এখন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত কলেজ থেকে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের মূল সনদ উত্তোলনের আবেদন অন-লাইনে (https://103.113.200.36/PAMS/ServiceLogin.aspx) গ্রহণ করা হচ্ছে অনলাইনে আবেদনের জন্য নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হল ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলন Online Apply
অনলাইনে আবেদনের নির্দেশনাবলি
- মূল সনদ প্রাপ্তির জন্য যথাযথ ভাবে আবেদন ফরম পূরণ করুন। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
- ২০০১ সালের পূর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ,প্রবেশপত্র ও সাময়িক সনদের স্ক্যানকৃত file.pdf আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ২০০১ সাল বা এর পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের শুধু সাময়িক সনদ এর স্ক্যানকৃত ফাইল পিডিএফ সংযুক্ত করলে চলবে। আবেদনকারীকে তার ছবি স্ক্যান করে সংযুক্ত করতে হবে ।
- আবেদনকারীর নিজস্ব মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস ব্যবহার করতে হবে ।
- প্রত্যেকটি মূল সনদ এর জন্য পৃথক পৃথক আবেদন করতে হবে (যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং ডিগ্রি সম্পন্ন করে থাকেন)
- আবেদনের ফি এর পে – স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখায় ফি এর টাকা জমা দেওয়া যাবে। এছাড়া সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয় এর অন্তর্ভুক্ত বিভিন্ন কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা সোনালী ব্যাংকের অনলাই পেমেন্ট অপশন ব্যবহার করে ফি জমা দেয়া যাবে । তবে যেভাবেই পেমেন্ট করুন না কেন আবেদনের সময় সফট্ওয়ারে উল্লেখিত ট্রানজেকশন আইডি সংরক্ষণ করুন কারণ মূল সনদ সংগ্রহনের সময়ে ট্রানজেকশন আইডি প্রদর্শন করতে হবে
- আবেদন করার ১৫দিনের মধ্যে ফি জমা দিতে হবে অন্যথায় আবেদনটি বাতিল হয়ে যাবে।
- ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি সক্রিয় হয়ে যাবে ।মূল সনদ প্রস্তুত হওয়ার পর এসএমএস এর মাধ্যমে জানানো হবে। আবেদনকারী চাইলে সফটওয়্যার এ লগইন করে আবেদন এর সর্বশেষ অবস্থা জানতে পারবে। আবেদনের হার্ড কপি জমা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের আসার কোন প্রয়োজন নাই।
- মূল সংগ্রহের সময় সাময়িক সনদের মূল কপি ও ফি জমা দেওয়ার রশিদ অবশ্যই জমা দিতে হবে ।সাময়িক সনদ এর মূলকপি ফেরত না দিলে মূল সনদ দেওয়া হবেনা ।
- মূল সনদ সংগ্রহের স্থান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়ানস্টপ সার্ভিস সেন্টার। নিজের মুূল সনদ নিজে সংগ্রহ করতে হবে। একান্ত অপরাগ হোলে সম্মতিপত্র অথরাইজেশন লেটার সহ প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলন Online Apply
আপনার আবেদন উপরের দেওয়া নিরদ্দেশনা অনুজযায়ী সম্পূর্ণ করুন । অহেতুক কারো মাধ্যমে যোগাযোগ না করে সঠিকভাবে নিজে নিজে সম্পন্ন কর, যেকোন মিডিয়া বা এজেন্ট পরিহার করুন। আপনার প্রত্যাশার চেয়েও কম সময়ে সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর। এখানে নেওয়া লিনঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপস্তথিত হয়ে কোনো আবেদন করা যাবে না । আবেদন করার জন্য আবেদন এর হার্ডকপি জমা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে আসার কোন প্রয়োজন নাই । সার্ভিস গ্রহণের কোন সমস্যার সম্মুখীন হলে কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করুন। তার ওপর কোনো ধরনের লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সতর্ক থাকার সতর্ক করে দেওয়া হলো।