[রেজাল্ট] NU অনার্স ১ম বর্ষ ভর্তি-২০২৪ মেধা তালিকা ডাউনলোড PDF

ব্রেকিং ~
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির মেধাতালিকা আজ প্রকাশ করা হয়েছে। মুঠোফোনে ফল দেখতে Nu<space<athn<space<roll no টাইপ করে 16222 নাম্বারে এসএমএস পাঠাতে হবে। রাত ৯টার পর থেকে ওয়েবসাইট মেধাতালিকা দেখতে পারবেন ভর্তিচ্ছুরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তির ১ম মেধাতালিকা আজ সোমবার (২০ জুন) বিকাল ৪টায় ১ম নির্বাচিতদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এবং রাত ৯টার থেকে ওয়েব সাইটে মেধা তালিকা প্রকাশ করা হবে। আসুন দেখে নেই মেধা তালিকা লিস্ট ডাউনলোড করে দেখতে পারেন এই তালিকা। এছাড়া মুঠোফোনে এসএমএস এর মাধ্যমেও ফল জানা যাবে। www.nu.ac.bd/admissions. ওয়েব সাইট থেকে ফলাফল দেখতে পারেন এছাডা ও allnewresult.com থেকে আপনি সরাসরি ফলফল জানতে পারবেন।

স্নাতক ১ম বর্ষে ভর্তির ১ম  মেধা তালিকা ডাউনলোড PDF

এসএমএসের SMS এর মাধ্যমে NU অনার্স ১ম বর্ষ ভর্তি রেজাল্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তি ফলাফল ২০২৪ মোবাইল এসএমএসের SMS মাধ্যমে জানা যাবে। NU অনার্স ১ম বর্ষের ভর্তি ফলাফল 2024 যে কোন অপারেটরের প্রিপেইড মোবাইল ফোন থেকে SMS পাঠিয়ে জানা যাবে।

NU ১ম বর্ষ ভর্তি ফলাফল ২০২৪ ডাউনলোড PDF

প্রথম বার্তা

ধাপঃ ১ মেসেজ অপশনে যান প্রদত্ত নির্দেশের অধীনে বার্তা লিখুন।

ধাপঃ ২ NU<SPACE>ATHN<SPACE>রোল নম্বর এবং 16222 এ পাঠান।

উদাহরণ: NU ATHN 123456 এবং 16222 নম্বরে পাঠান

 

সকল শিক্ষার্থী টেলিটক, রবি, বাংলালিক, এয়ারটেল, গ্রামীণ ফোন সিমের মাধ্যমে অনার্স রেজাল্ট দেখতে চান তারা ওপরের ধাপগুলো দেখুন। NU ফলাফল এসএমএস উপায় চেক এবং অনলাইন পদ্ধতি দেখানো হয়েছে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২২ মে বিকাল ৪টা থেকে ভর্তি আবেদন শুরু হয়ে ৯ জুন রাত ১২.০০টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলে। ১৮ দিন শেষে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিজ্ঞান, মানিবক ও ব্যবসায় শিক্ষা শাখার তিন ইউনিটে সর্বমোট ৫ লাখ ৪৮ হাজার ৪২৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞানে ১ লাখ ৬০ হাজার ৮৮৪ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১ লাখ ১২ হাজার ৭৬৫ এবং মানবিকে ২ লাখ ৭৪ হাজার ৭৮২টি আবেদন পড়েছে।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পড়ানো হয় ৮৮১টি কলেজে। এর মধ্যে সরকারি কলেজ ২৬৪টি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ৬১৭টি। স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য মোট আসন আছে ৪ লাখ ৩৬ হাজার ২৮৫টি।

অনার্স ভর্তির ফলাফল কিভাবে জানবেন?

ভর্তির ওয়েবসাইট app1.nu.edu.bd ভিজিট করুন।
অনার্স অপশন থেকে রোল নম্বর এবং পিন দিয়ে লগইন করুন
ভর্তির ফলাফল দেখুন এবং চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ করুন।

এনইউ অনার্স ভর্তির ফলাফল 2024 অফিসিয়াল অ্যাডমিশন ওয়েবসাইট ভর্তি nu edu bd এবং nu ac bd ভর্তিতে পাওয়া যাবে। যেকোনো মোবাইল ফোন থেকে এসএমএস করেও অনার্স ভর্তির ফলাফল জানতে পারবেন। বিকাল ৪টা থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। রাত ৯টায় ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।

 

আবেদনকারী তার ভর্তির রোল নম্বর এবং পিন দিয়ে লগ ইন করে ফলাফল জানতে পারবেন। ভর্তির জন্য মনোনীত হলে, শিক্ষার্থী ওয়েবসাইট এর ড্যাশবোর্ড থেকে চূড়ান্ত আবেদনপত্র পূরণ করতে এবং ডাউনলোড করতে পারে। ওয়েবসাইট app1.nu.edu.bd এবং SMS এর মাধ্যমে ফলাফল জানতে নিচের নির্দেশাবলী অনুসরণ করুন।

অনার্স ভর্তি রেজাল্ট ২০২৪

অনার্স ভর্তি রেজাল্ট ২০২৪ প্রকাশ হবে আজ ২০ জুন। বিকাল ৪ ঘটিকা হতে রেজাল্ট জানা যাবে। এদিন প্রকাশ হবে ১ম মেধা তালিকা, রাত ৯টার পর পাবেন এই মেধা তালিকা। প্রথম মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের ২৮ জুনের মধ্যে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। ভর্তি সম্পন্ন করতে হবে ২৯ জুনের মধ্যে।
১ম মেধা তালিকা থেকে ভর্তি শেষে প্রকাশ করা হবে ২য় মেধা তালিকা। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৩ জুলাই ২০২৪ তারিখ থেকে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম মেধা তালিকা ফলাফল ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ (সম্মান) ভর্তির ফলাফল অনার্স ১ম মেধা তালিকার ফলাফল 2024। আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-2024 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ অনার্স ক্লাসের ভর্তির মেধা তালিকার ফলাফল সম্পর্কে জানতে চান তাহলে আপনি সঠিক যায়গায় এসেছেন।

এখানে আপনি অনার্স ভর্তির ১ম মেধা তালিকার ফলাফল এবং পরবর্তী করণীয় জানতে পারবেন। ফলাফল আপডেটের সাথে আপনাকে অবহিত করা হবে। আপনি এখান থেকে ১ম মেধা তালিকার PDF কপি সংগ্রহ করতে পারেন। ফলাফল দেখতে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যান।
এছাডা ও আপনি চাইলে এখান থেকে ভর্তি পরবত্তি কাজ্জক্রম দেখতে পারেন।

NU ১ম বর্ষে ভর্তি ফলফল দেখতে ক্লিক করুণ

বিবরন সময়
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তির ১ম মেধাতালিকা 20 জুন 2024 সোমবার বিকেল ৪টা
১ম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম সংগ্রহ ও এর প্রিন্ট/ পিডিএফ কপি সংগ্রহ তারিখ 20 জুন 2024 থেকে 28 জুন 2022 পর্যন্ত।
১ম মেধা তালিকা স্থান থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫ সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়ার তারিখ 21 জুন 2024 থেকে 29 জুন 2024 পর্যন্ত।
কলেজ ক্রতিক ১ম মেধা তালিকায় স্থান শিক্ষাথীদের চুডান্ত ভর্তি নিচয়তার তারিখ 21 জুন 2024 থেকে 30 জুন 2024 পর্যন্ত

NU ১ম বর্ষে ভর্তি গত বছরে যারা ভর্তি হয়েছেন

www.nu.ac.bd এছাড়াও দেখে নিন ফলাফল বিতরণ এর চাট উল্লেখ্য যে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছুক শিক্ষার্থী 2023-2024 শিক্ষাবর্ষের ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৭ জুন ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে 2023 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ সম্মান শ্রেণীর অনলাইন ক্লাস 3 জুলাই 2024 তারিখ থেকে শুরু হবে আসুন দেখে নেই ভর্তির কার্যক্রম

ভর্তির রুল ও পিন পুনরুদ্ধার করার নিয়ম

আবেদন করার পরবর্তী রুল ও পিন হারিয়ে গেলে চিন্তার কোন কারণ নেই। আপনি খুব দ্রুত সহজে ভর্তির রুল ও পিন পুনরুদ্ধার করতে পারবেন। সেজন্য আপনাকে এই লিঙ্কে ক্লিক করে প্রবেশ করতে হবে । তারপর আবেদনকারীর এইসএসসির রোল বোর্ড ও পাসের শন জন্মতারিখ এবং অনার্স সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করলে আপনার নতুন রুল ও পিন নম্বর চলে আসবে।